QuizQuiz

Important National and International Days – কুইজ সেট – প্রশ্নোত্তর

Quiz on Important National and International Days

Important National and International Days – কুইজ সেট – প্রশ্নোত্তর

দেওয়া রইলো গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক দিবস সম্পর্কিত একটি কুইজ সেট। Important National and International Days ।

১. যেকোনো দিবস পালনের পিছনে থাকে একটি বিশেষ কারণ,সেই রকমই এক বিখ্যাত মহিলার জন্মদিন উপলক্ষ্যে ভারতে ১১ ই এপ্রিল জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়। কার জন্মদিন উপলক্ষ্যে ভারত ১১ ই এপ্রিল এই দিবস পালন করা হয়?

উত্তর :
কস্তুরবা গান্ধী।

২. ১৯৭৬ সালের ১৩ ই আগস্ট আর. ক্যাম্পবেল প্রথম x দিবস পালন করেন। পৃথিবীতে প্রায় ১০% মানুষ x। এই দিনটির উদ্দেশ্য ছিল x দের সুবিধা/অসুভিধা এর কথা সকলের সামনে তুলে ধরা এবং বৈষম্য দূর করা।প্রতি বছর আন্তর্জাতিক ভাবে পালিত এই x দিবস কী?

উত্তর :
International Lefthanders Day .

৩. ১৯৮৭ সালে তৎকালীন কেন্দ্রীয় সরকার,ন্যাশনাল কাউন্সিল অফ্ সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন এর অনুরোধে ২৮ শে ফেব্রুয়ারি দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করেন।জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ২৮ শে ফেব্রুয়ারি বেছে নেওয়ার কারণ কী?

উত্তর :
কারণ ২৮ শে ফেব্রুয়ারী ডঃ সি ভি রামন ‘”রামন এফেক্ট” আবিষ্কার করেন।

৪. ভারতে জাতীয় অ্যাডভোকেট দিবস পালন করা হয় ৩ রা ডিসেম্বর। কার জন্মদিবস উপলক্ষ্যে ৩ রা ডিসেম্বর ভারতে জাতীয় অ্যাডভোকেট দিবস পালন করা হয়?

উত্তর :
ডঃ রাজেন্দ্র প্ৰসাদ।

৫. ১৯৯৯ সাল থেকে ১১ ই মে ভারতে পালন করা হয় জাতীয় প্রযুক্তি দিবস । কী উপলক্ষ্যে ভারতে ১১ ই মে জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয়?

উত্তর :
কারণ ১৯৯৮ সালের ১১ ই মে রাজস্থানের পোখরানে ভারত প্রথম বারের জন্য সফলভাবে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা করেছিল।

৬. ২০০৮ সালে ১৫ ই অক্টোবর GHP নামে এক সংস্থা দ্বারা প্রথম এই দিবসটি পালন করা হয়।৭০ টি দেশের মধ্যে প্রায় ১২০ মিলিয়ন শিশু এই কর্মসূচিতে যোগদান করেছিল। ভারতে ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও তাঁর সতীর্থরা প্রায় ১০০ মিলিয়ন শিশুর সাথে এই কর্মে যোগ দিয়েছিলেন। সেইদিন থেকে কী দিবস পালন শুরু হয়?

উত্তর :
Global Hand Washing Day .

৭. ১৮৬৭ সালের ৭ ই নভেম্বর পোল্যান্ডে জন্মগ্রহণ করেন মেরি কুরি।২০১৩ সাল থেকে তাঁর জন্মদিন এক বিশেষ দিবস রুপে পালন করা হয়। এই দিন কোন দিবস পালিত হয়?

উত্তর :
International Day of Medical Physics .

৮. বিশ্ব এইডস ভ্যাকসিন দিবস কবে পালন করা হয়?

উত্তর :
১৮ ই মে।

৯. ২৮ শে ডিসেম্বর স্পেন,লাতিন আমেরিকা তে “Dia de Los Santos” পালন করা হয়,আমরা সেটা কে কবে কী হিসাবে পালন করি?

উত্তর :
এপ্রিল ফুল ডে।

১০. ভারতে জাতীয় বিমান বাহিনী দিবস কবে পালন করা হয় ?

উত্তর :
৮ ই অক্টোবর।

আরো দেখে নাও : ভারতের বিভিন্ন জাতীয় দিবস ও তার গুরুত্ব   PDF

জাতীয় এবং আন্তর্জাতিক দিবস

বাংলায় কুইজের প্রশ্ন-উত্তর সেট – ১৮৩

বাংলা কুইজ সেট ১৮৮  খেলাধূলা কুইজ

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

দেখে নাও
Close
Back to top button