অক্ষয় তৃতীয়া – কিছু জানা অজানা তথ্য
আজ দেশ জুড়ে পালিত হবে অক্ষয় তৃতীয়া। হিন্দু ধর্মে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া। এই দিনটি কিছু কেনাকাটা করার জন্য শুভ বলে বিবেচিত। অনেক জায়গায় অক্ষয় তৃতীয়া আখা তিজ নামেও পরিচিত। হিন্দু সম্প্রদায় ছাড়া জৈনরাও এই দিনটি পালন করেন। আজকের এই শুভক্ষণে দেখে নেওয়া যাক অক্ষয় তৃতীয়া সম্পর্কিত কিছু জানা-অজানা তথ্য।
- মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়।
- অক্ষয় তৃতীয়া থেকেই সত্য যুগের অবসান ও ত্রেতা যুগের শুরু হয়।
- অক্ষয় তৃতীয়ায় শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা তাঁকে অন্ন ভোগ দেন। তার পরিবর্তে কৃষ্ণ তাঁর এই প্রিয় বন্ধুকে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন।
- মহাভারত অনুসারে বনবাসে থাকাকালীন অক্ষয় তৃতীয়াতেই শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে অক্ষয়পাত্র দান করেন। যাতে বনবাসে তাঁদের কখনোও খাদ্যাভাব না হয়।
- অক্ষয় তৃতীয়া থেকেই বেদব্যাস মহাভারত লেখা শুরু করেন।
- অক্ষয় তৃতীয়াতেই ভগীরথের প্রার্থনায় স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন গঙ্গা।
- পুরীতে জগন্নাথের রথযাত্রার জন্য রথ তৈরি শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকেই।
- প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন কারও মৃত্যু হলে তাঁর অক্ষয় স্বর্গপ্রাপ্তি ঘটে।
- এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাঁকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন। এ দিনেই কুবেরের লক্ষ্মীলাভ হওয়ায় বৈভব-লক্ষ্মীর পূজা করা হয়।
তাই সকলকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা
এরকম আরও কিছু পোস্ট :
কালী পূজা কুইজ – দীপাবলি কুইজ – Diwali Quiz
বাংলা কুইজ – সেট ১৫৭ – দুর্গা পূজা স্পেশাল কুইজ।Quiz on Durga Puja
ইসলামিক কুইজ – Islamic Quiz in Bengali
দোলযাত্রা ক্যুইজ – Holi Special Quiz
To check our latest Posts - Click Here