ভারতের খনিজ তেল শোধনাগার কেন্দ্রসমূহ – PDF
List of Oil Refineries in India
ভারতের খনিজ তেল শোধনাগার কেন্দ্রসমূহ
প্রিয় পাঠকেরা, আজকে আমরা ভারতের খনিজ তেল শোধনাগার কেন্দ্রসমূহ এর তালিকা নিয়ে আলোচনা করবো। জেনে নেবো কোন খনিজ তৈল শোধনাগার ভারতের কোন রাজ্যে অবস্থিত। সাথে আমরা আলোচনা করবো ভারতের খনিজ তৈল শোধনাগার সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর।
ভারতের খনিজ তেল শোধনাগার কেন্দ্রসমূহ তালিকা
তেল শোধনাগার | রাজ্য | তেল কোম্পানি |
---|---|---|
গুয়াহাটি | আসাম | Indian Oil Corporation |
বারাউনী | বিহার | Indian Oil Corporation |
কোয়ালি | গুজরাট | Indian Oil Corporation |
হলদিয়া | পশ্চিমবঙ্গ | Indian Oil Corporation |
মথুরা | উত্তর প্রদেশ | Indian Oil Corporation |
ডিগবয় | আসাম | Indian Oil Corporation |
পানিপথ | হরিয়ানা | Indian Oil Corporation |
পারাদ্বীপ | ওড়িশা | Indian Oil Corporation |
মানালি | তামিলনাড়ু | Chennai Petroleum Corp Ltd |
নারিমানাম | তামিলনাড়ু | Chennai Petroleum Corp Ltd |
বঙ্গাইগাওঁ | আসাম | Bongaigaon Refineries & Petrochemicals Ltd |
মুম্বাই | মহারাষ্ট্র | Bharat Petroleum Corporation Ltd |
কোচি | কেরালা | Kochi Refineries Ltd |
নুমালিগড় | আসাম | Numaligarh Refineries Ltd. |
বিনা | মধ্য প্রদেশ | Bharat Petroleum & Oman Oil Company |
মুম্বাই | মহারাষ্ট্র | Hindustan Petroleum Corporation Ltd |
বিশাখাপত্তনম | অন্ধ্র প্রদেশ | Hindustan Petroleum Corporation Ltd |
তাতিপাকা | অন্ধ্র প্রদেশ | Oil & Natural Gas Corporation Ltd |
ম্যাঙ্গালোর | কর্ণাটক | Mangalore Refineries & Petrochemicals Ltd |
জামনগর | গুজরাট | Reliance Petroleum Ltd |
ভাদিনার | গুজরাট | Essar Oil Ltd |
ভাটিন্ডা | পাঞ্জাব | Hindustan Mittal Energy Limited |
ভারতের তৈল শোধনাগার সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
১. ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি ?
২. পশ্চিমবঙ্গের কোথায় তৈল শোধনাগার আছে ?
পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে তৈল শোধনাগার রয়েছে।
৩. তরল সোনা কাকে বলা হয় ?
খনিজ তেলকে তরল সোনা বলা হয়।
৪. ভারতের বৃহত্তম তৈল উৎপাদক অঞ্চলের নাম কি?
মুম্বাই দরিয়া বা মুম্বাই হাই অঞ্চল
৫. ভারতের কোন রাজ্য খনিজ তেল উত্তোলনে প্রথম স্থান অধিকার করেছে?
মহারাষ্ট্র
৬. বঙ্গাইগাঁও খনিজ তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত?
বঙ্গাইগাঁও খনিজ তৈল শোধনাগার আসামে অবস্থিত।
৭. ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত ?
ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর গুজরাটে অবস্থিত।
Download Section
File Name : ভারতের খনিজ তেল শোধনাগার কেন্দ্রসমূহ – PDF – বাংলা কুইজ
File Size : 2 MB
No. of Pages : 03
Format : PDF
আরও দেখে নাও :
ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প – PDF
ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা
বিভিন্ন প্রকার শিলা ও তার শ্রেণীবিভাগ – PDF
To check our latest Posts - Click Here