Geography NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের খনিজ তেল শোধনাগার কেন্দ্রসমূহ – PDF

List of Oil Refineries in India

ভারতের খনিজ তেল শোধনাগার কেন্দ্রসমূহ

প্রিয় পাঠকেরা, আজকে আমরা ভারতের খনিজ তেল শোধনাগার কেন্দ্রসমূহ এর তালিকা নিয়ে আলোচনা করবো। জেনে নেবো কোন খনিজ তৈল শোধনাগার ভারতের কোন রাজ্যে অবস্থিত। সাথে আমরা আলোচনা করবো ভারতের খনিজ তৈল শোধনাগার সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন ও উত্তর। 

ভারতের খনিজ তেল শোধনাগার কেন্দ্রসমূহ তালিকা

তেল শোধনাগাররাজ্যতেল কোম্পানি
গুয়াহাটিআসামIndian Oil Corporation
বারাউনীবিহারIndian Oil Corporation
কোয়ালিগুজরাটIndian Oil Corporation
হলদিয়াপশ্চিমবঙ্গIndian Oil Corporation
মথুরাউত্তর প্রদেশIndian Oil Corporation
ডিগবয়আসামIndian Oil Corporation
পানিপথহরিয়ানাIndian Oil Corporation
পারাদ্বীপওড়িশাIndian Oil Corporation
মানালিতামিলনাড়ুChennai Petroleum Corp Ltd
নারিমানামতামিলনাড়ুChennai Petroleum Corp Ltd
বঙ্গাইগাওঁআসামBongaigaon Refineries & Petrochemicals Ltd
মুম্বাইমহারাষ্ট্রBharat Petroleum Corporation Ltd
কোচিকেরালাKochi Refineries Ltd
নুমালিগড়আসামNumaligarh Refineries Ltd.
বিনামধ্য প্রদেশBharat Petroleum & Oman Oil Company
মুম্বাইমহারাষ্ট্রHindustan Petroleum Corporation Ltd
বিশাখাপত্তনমঅন্ধ্র প্রদেশHindustan Petroleum Corporation Ltd
তাতিপাকাঅন্ধ্র প্রদেশOil & Natural Gas Corporation Ltd
ম্যাঙ্গালোরকর্ণাটকMangalore Refineries & Petrochemicals Ltd
জামনগরগুজরাটReliance Petroleum Ltd
ভাদিনারগুজরাটEssar Oil Ltd
ভাটিন্ডাপাঞ্জাবHindustan Mittal Energy Limited

ভারতের তৈল শোধনাগার সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

১. ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার কোনটি ?

ভারতের প্রাচীনতম তৈল শোধনাগার হলো আসামের ডিগবয়। এটি ভারতের তেল শিল্পের জন্মস্থান হিসেবে পরিচিত। ডিগবয় এশিয়ারও প্রাচীনতম তৈল শোধনাগার।

২. পশ্চিমবঙ্গের কোথায় তৈল শোধনাগার আছে ?

 পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়াতে তৈল শোধনাগার রয়েছে।

৩. তরল সোনা কাকে বলা হয় ?

খনিজ তেলকে তরল সোনা বলা হয়।

৪. ভারতের বৃহত্তম তৈল উৎপাদক অঞ্চলের নাম কি?

 মুম্বাই দরিয়া বা মুম্বাই হাই অঞ্চল

৫. ভারতের কোন রাজ্য খনিজ তেল উত্তোলনে প্রথম স্থান অধিকার করেছে?

মহারাষ্ট্র

৬. বঙ্গাইগাঁও খনিজ তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত?

বঙ্গাইগাঁও খনিজ তৈল শোধনাগার আসামে অবস্থিত।

৭. ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত ?

ভারতের বৃহত্তম তৈল শোধনাগার জামনগর গুজরাটে অবস্থিত।

Download Section 

File Name : ভারতের খনিজ তেল শোধনাগার কেন্দ্রসমূহ – PDF – বাংলা কুইজ
File Size :  2 MB
No. of Pages : 03 
Format : PDF 

Click Here to Download 

আরও দেখে নাও : 

ভারতের কিছু উল্লেখযোগ্য জলবিদ্যুৎ প্রকল্প –  PDF

ভারতের উল্লেখযোগ্য তাপবিদ্যুৎ কেন্দ্রের তালিকা

বিভিন্ন প্রকার শিলা ও তার শ্রেণীবিভাগ –  PDF

বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা –  PDF

ভারতের উল্লেখযোগ্য পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র –  PDF

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button