Current TopicsGeneral Knowledge Notes in Bengali

পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা – সম্পূর্ণ তালিকা (২০২১) – PDF

West Bengal New Cabinet List : Who Got Which Ministry

পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা – সম্পূর্ণ তালিকা (২০২১)

প্রিয় পাঠকেরা, সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ২০২১ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন [পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর ফলাফল]। তৃতীয় বারের জন্য বাংলার মুখমন্ত্রী হলেন মাননীয়া মমতা ব্যানার্জী এবং তাঁর অধীনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে সরকার গঠন করল।  এবার মোট ৪৩ জন মন্ত্রী শপথ নিয়েছেন। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর। এবারের দেখা অভিজ্ঞ নেতাদের পাশাপাশি এক ঝাঁক(১৭ জন) নতুন মুখ। আসুন দেখে নেওয়া যাক  এবারের মন্ত্রী সভায় কে কোন দায়িত্ব পেলেন। দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভা তালিকা ।

৪ই নভেম্বর ২০২১ সালে প্রয়াত হন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । তারই রেশ জুড়ে ৯ই নভেম্বর পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় কিছু রদবদল করা হয়। এই রদবদলের পরে –

  • সদ্যপ্রয়াত সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত দফতরের দায়িত্ব দেওয়া হল পুলক রায়কে।
  • পঞ্চায়েত প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন বেচারাম মান্না।
  • অর্থমন্ত্রকের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অমিত মিত্র। সেই দফতরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে রেখেছেন। ওই দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যকে।
  • রাজ্যের নয়া ক্রেতা সুরক্ষা মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সবংয়ের তৃণমূল বিধায়ক মানস ভুইয়াঁ। এই দফতর ছিল সাধন পাণ্ডের হাতে।
  • স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত দফতরের ভার যাচ্ছে শশী পাঁজার হাতে।
  • শিল্প ও বাণিজ্য দফতরের পাশাপাশি শিল্প-পুনর্গঠন দফতরের দায়িত্ব পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।

নতুন রদ-বদল গুলি বোঝার সুবিধার্থে নিচে নীল রঙের টেক্সট দিয়ে দেখানো হয়েছে ।

মন্ত্রিসভার(ক্যাবিনেট) পূর্ণ মন্ত্রী

মন্ত্রীর নাম মন্ত্রক
মমতা বন্দোপাধ্যায়মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ, ভূমি- ভূমিসংস্কার ও উদ্বাস্তু পুনর্বাসন, তথ্য ও সংস্কৃতি, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, অর্থ মন্ত্রী
ব্রাত্য বসুবিদ্যালয় শিক্ষা ও উচ্চ শিক্ষা
পার্থ চট্টোপাধ্যায়শিল্প ও তথ্য প্রযুক্তি ,পরিকল্পনা ও পরিসংখ্যান 
অমিত মিত্রঅর্থ
অরূপ বিশ্বাসবিদ্যুৎ,ক্রীড়া ও যুবকল্যাণ
জ্যোতিপ্রিয় মল্লিকবন
ফিরহাদ হাকিমপরিবহন ও আবাসন
রথীন ঘোষখাদ্য ও সরবরাহ
শশী পাঁজানারী ও শিশুকল্যাণ , স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-নিযুক্তি
স্বপন দেবনাথপ্রাণী সম্পদ উন্নয়ন
জাভেদ আহমেদ খানবিপর্যয় ব্যবস্থাপনা ও অসামরিক প্রতিরক্ষা
সৌমেন মহাপাত্রসেচ
উজ্জ্বল বিশ্বাসসংশোধন প্রশাসন
বঙ্কিমচন্দ্র হাজরাসুন্দরবন বিষয়ক
সাধন পাণ্ডেউপভোক্তা বিষয়ক এবং স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-নিযুক্তি
মানসরঞ্জন ভুঁইয়াজলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন, উপভোক্তা বিষয়ক
শোভনদেব চট্টোপাধ্যায়কৃষি
অরূপ রায়সমবায়
মলয় ঘটকআইন
চন্দ্রনাথ সিংহক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র শিল্প
পুলক রায়জনস্বাস্থ্য কারিগরীপুলক রায়, পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন
বিপ্লব মিত্রকৃষি বিপণন
গোলাম রব্বানিসংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা
সুব্রত মুখোপাধ্যায়পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন
সিদ্দিকুল্লাহ চৌধুরীগণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার পরিষেবা বিভাগ
পশ্চিমবঙ্গের পূর্ণমন্ত্রী

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী

মন্ত্রীর নাম বিভাগ
বেচারাম মান্নাশ্রম
ইন্দ্রনীল সেনতথ্য ও সংস্কৃতি এবং পর্যটন
সুজিত বসুঅগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা 
হুমায়ুন কবীরকারিগরী শিক্ষা এবং প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন
বুলুচিক বারাইকঅনগ্রসর শ্রেণী কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন
চন্দ্রিমা ভট্টাচার্যনগরোন্নয়ন ও পৌর বিষয়ক,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ,ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন
সন্ধ্যারানি টুডুপশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক,পরিষদ বিষয়ক
সুব্রত সাহাখাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন
অখিল গিরিমৎস্য
রত্না দে নাগবিজ্ঞান ও প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি
পশ্চিবঙ্গের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী

মন্ত্রীর নামবিভাগ
দিলীপ মণ্ডলপরিবহন
চন্দ্রিমা ভট্টাচার্য অর্থ
মনোজ তিওয়ারিযুব কল্যাণ ও ক্রীড়া
সাবিনা ইয়াসমিনউত্তরবঙ্গ উন্নয়ন,সেচ ও জলপথ
শ্রীকান্ত মাহাতক্ষুদ্র, ছোট ও মাঝারি এবং বস্ত্র শিল্প
বীরবাহা হাঁসদাবন
শিউলি সাহাঞ্চায়েত ও গ্রামোন্নয়ন
বেচারাম মান্নাপঞ্চায়েত
জ্যোৎসনা মান্ডিখাদ্য ও সরবরাহ
পরেশচন্দ্র অধিকারীস্কুল শিক্ষা
আখরুজ্জামানবিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি উৎস
পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী তালিকা

এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নাও ।

Download Section

File Name : পশ্চিমবঙ্গের মন্ত্রীসভা – সম্পূর্ণ তালিকা (২০২১) – বাংলা কুইজ
File Size : 1.3 MB
Format : PDF
No. of Pages : 04

আরও দেখে নাও : 

পশ্চিমবঙ্গের সমস্ত মুখ্যমন্ত্রীর তালিকা –  PDF

ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী –  PDF

স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা । First Cabinet of India

ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল

Covered Topics : 

WB Polls 2021, WB Election 2021, TMC, CM Mamata Banerjee, government formation, west bengal government, Mamata Government, Raj Bhawan, Mamata cabinet, WB state cabinet, West Bengal Cabinet, West Bengal election result, Mamata Banerjee Cabinet, Mamata cabinet oath taking ceremony, State Cabinet, Cabinet Ministers Oath, WB state cabinet ministers, West Bengal State Cabinet Ministers Oath Ceremony, West Bengal Government formation, Mamata Banerjee state cabinet, TMC Oath Taking, State cabinet oath taking, পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় রদবদল, পশ্চিমবঙ্গের কোন মন্ত্রী কোন দপ্তরের দায়িত্বে রয়েছেন

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

2 Comments

Back to top button