General Knowledge Notes in BengaliNotes

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর ফলাফল

West Bengal Assembly Election 2021 Result

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর ফলাফল

করোনা আবহে অবশেষে সম্পন্ন হল পশ্চিমবঙ্গ এর ১৭ তম  বিধানসভা নির্বাচন। ২০২১ সালের ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ২৯২(বাকিদুটি আসনে প্রার্থী মারা যাওয়ায় সেখানে পরে নির্বাচন অনুষ্ঠিত হবে ) আসনে অনুষ্ঠিত হয়েছে।পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর ফলাফল ঘোষণা করা হল ২ রা মে।   এই ২৯২ কেন্দ্রে ২,১৩২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।অধরা বিজেপির  স্বপ্ন, বাংলায়  তৃতীয়  বারের জন্য সরকার গঠন করতে চলেছেন মাননীয়া  মমতা ব্যানার্জি। পোপের দুবার ২০০ আসন পার করলো তৃণমূল কংগ্রেস অন্য দিকে প্রথম বারের জন্য বাম-কংগ্রেস শুন্য হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভা। এবারের মোট ভোটারের প্রায় ৮১% ভোটার ভোট দিয়েছিলেন।  তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ ৪৮% শতাংশ ,বিজেপি ৩৮% শতাংশ।, সিপিআইএম ৪%, জাতীয় কংগ্রেস ২% ভোট পেয়েছে।  

 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর ফলাফল

 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এ  তৃণমূল কংগ্রেস ২১৩ টি আসন এবং বিজেপি ৭৭ টি আসনে জয় লাভ করেছে। আইএসএফ  (সংযুক্ত মোর্চা) এবং গোর্খা জনমুক্তি মোর্চা (বিনয় গোষ্ঠী) একটি করে আসনে বিজয় লাভ করেছে।

 

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর ফলাফল
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর ফলাফল

এক নজরে দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর  জেলা ভিত্তিক  ফলাফল

                                                         পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এর ফলাফল                                         

                                                                            কোচবিহার জেলা

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দল প্রাপ্ত ভোট (শতাংশে)
মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রপরেশ চন্দ্র অধিকারীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.৩৮
মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রসুুশীল বর্মনভারতীয় জনতা পার্টি৫২.৮৭
কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রসুকুমার রায়ভারতীয় জনতা পার্টি৪৯.৪০
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রনিখিল রঞ্জন দেভারতীয় জনতা পার্টি৪৬.৮৩
শীতলকুচি বিধানসভা কেন্দ্রবরেণ চন্দ্র বর্মনভারতীয় জনতা পার্টি৫০.৮০
সিতাই বিধানসভা কেন্দ্রজগদীশ চন্দ্র বর্মা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.৪২
দিনহাটা বিধানসভা কেন্দ্রনিশীথ প্রামাণিকভারতীয় জনতা পার্টি৪৭.৬০
নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রমিহির গোস্বামীভারতীয় জনতা পার্টি৫১.৪৫
তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রমালতী রাভা রায়ভারতীয় জনতা পার্টি৫৪.৬৯

                                                                         জলপাইগুড়ি জেলা

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রবিষ্ণু পদ রায়ভারতীয় জনতা পার্টি৪৫.৬৪
ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রকৌশিক রায়ভারতীয় জনতা পার্টি৪৮.৮৪
জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রপ্রদীপ কুমার বর্মাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪২.৩৪
রাজগঞ্জখগেশ্বর রায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.৫
ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রশিখা চট্টোপাধ্যায়ভারতীয় জনতা পার্টি৪৯.৮৫
মাল বিধানসভা কেন্দ্রবুলু চিক বড়াইকভারতীয় জনতা পার্টি৪৬.৪৬
নাগরাকাটাপুনা ভেংরাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৭.৭৮

 

                                                                                     আলিপুরদুয়ার

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রসুমন কাঞ্জিলালভারতীয় জনতা পার্টি৪৮.১৯
কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রমনোজ কুমার ওরাঁওভারতীয় জনতা পার্টি৪৮.১৬
কালচিনি বিধানসভা কেন্দ্রবিশাল লামাভারতীয় জনতা পার্টি৫২.৬৫
ফালাকাটা বিধানসভা কেন্দ্রদীপক বর্মনভারতীয় জনতা পার্টি৪৬.৭১
মাদারিহাটমনোজ টিগ্গাভারতীয় জনতা পার্টি৫৪.৩৫

                                                                                                দার্জিলিং

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
দার্জিলিং বিধানসভা কেন্দ্রনীরজ তামাং জিম্বাভারতীয় জনতা পার্টি৪০.৮৮
কার্শিয়ং বিধানসভা কেন্দ্রবিষ্ণু প্রসাদ শর্মাভারতীয় জনতা পার্টি৪১.৮৬
মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রআনন্দময় বর্মণভারতীয় জনতা পার্টি৫৮.১০
শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রশঙ্কর ঘোষভারতীয় জনতা পার্টি৫০.০৩
ফাঁসিদেওয়াদুর্গা মুর্মুভারতীয় জনতা পার্টি৫০.৮৯

কালিম্পং জেলা

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
কালিম্পং বিধানসভা কেন্দ্ররুদেন লেপচাগোর্খা জনমুক্তি মোর্চা (বিনয় গোষ্ঠী)৩৭.৫৯

                                                                           উত্তরদিনাজপুর জেলা

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
চোপড়াহামিদুল রহমানসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৬১.২
ইসলামপুরআবদুল করিম চৌধুরীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৮.৯১
গোয়ালপোখরমহম্মদ গোলাম রব্বানিসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৬৫.৪
চাকুলিয়ামিনহাজুল আরফিন আজাদসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.৭৮
করণদিঘিগৌতম পালসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৪.৭
হেমতাবাদসত্যজিৎ বর্মনসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫২.১২
কালিয়াগঞ্জসৌমেন রায়ভারতীয় জনতা পার্টি৪৮.৭৮
রায়গঞ্জকৃষ্ণ কল্যাণীভারতীয় জনতা পার্টি৪৯.৫১
ইটাহারমোশারফ হোসেনসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৯.১৯

                                                                      দক্ষিণদিনাজপুর জেলা

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
কুশমান্ডিরেখা রাযসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.৮৮
কুমারগঞ্জতোরাফ হোসেন মন্ডলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫২.৫২
বালুরঘাট বিধানসভা কেন্দ্রঅশোক লাহিড়িভারতীয় জনতা পার্টি৪৭.৪২
তপনবুধরাই টুডুভারতীয় জনতা পার্টি৪৫.২৯
গঙ্গারামপুরসত্যেন্দ্র নাথ রায়ভারতীয় জনতা পার্টি৪৬.৮২
হরিরামপুরবিপ্লব মিত্রসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫১.২৩

                                                                                    মালদহ

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
হাবিবপুর বিধানসভা কেন্দ্রজোয়েল মুর্মুভারতীয় জনতা পার্টি৪৭.৫২
গাজোল বিধানসভা কেন্দ্রচিন্ময় দেব বর্মনভারতীয় জনতা পার্টি৪৫.৫
চঞ্চলনীহার রঞ্জন ঘোষসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৮.০৮
হরিশ্চন্দ্রপুরতাজমুল হোসেনসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৬০.৩১
মালতীপুররহিম বক্সিসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৬৮.০২
রাতুয়াসমর মুখোপাধ্যায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৯.৬৩
মানিকচকসাবিত্রী মিত্রসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৩.২৩
মালদহ বিধানসভা কেন্দ্রগোপাল চাঁদ সাহাভারতীয় জনতা পার্টি৪৫.২৩
ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রশ্রীরূপমিত্র চৌধুরীভারতীয় জনতা পার্টি৪৯.৯৬
মোথাবাড়িসাবিনা ইয়াসমিনসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৯.৭
সুজাপুরমহম্মদ আবদুল গনিসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৭৩.৪৪
বৈষ্ণবনগরচন্দনা সরকারসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৩৯.৮১

                                                                               মুর্শিদাবাদ

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
ফারাক্কামনিরুল ইসলামসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৪.৮৯
শামশেরগঞ্জ ***
সুতিইমানি বিশ্বাসসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৮.৮৭
রঘুনাথগঞ্জআখরুজ্জামানসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৬৬.৫৯
সাগরদিঘিসুব্রত সাহাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.৯৫
লালগোলামহম্মদ আলিসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৬.৬৪
ভগবানগোলাইদ্রিস আলিসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৬৮.০৫
রানিনগর বিধানসভা কেন্দ্রসৌমিক হোসেনসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৬০.৭৯
মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রগৌরী শঙ্কর ঘোষভারতীয় জনতা পার্টি৪১.৮৬
নবগ্রামকানাই চন্দ্র মণ্ডলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.১৮
খড়গ্রামআশিস মার্জিতসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.১৫
বারোয়ানজীবন কৃষ্ণ সাহাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৪.৭৬
কান্দিঅপূর্ব সরকার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫১.১৬
ভরতপুর বিধানসভা কেন্দ্রহুমায়ুন কবিরসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.৯
রেজিনগরআলম চৌধুরীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৬.৩১
বেলডাঙা বিধানসভা কেন্দ্রহাসানুজ্জামান এসকেসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৫.১৯
বহরমপুর বিধানসভা কেন্দ্রসুব্রত মৈত্রভারতীয় জনতা পার্টি৪৫.২১
হরিহরপাড়ানিয়ামত শেখসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৭.৫১
নওদাসাহিনা মমতাজ বেগসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৮.১৬
ডোমকলজাফিকুল ইসলামসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৬.৪৫
জলঙ্গীআবদুর রাজ্জাকসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৫.৭৪
জঙ্গিপুর***
* প্রার্থী মৃত্যুর কারণে এখনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

                                                                                              নদিয়া

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
করিমপুর বিধানসভা কেন্দ্রসিংহ রায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.০৭
তেহট্ট বিধানসভা কেন্দ্রতাপস সাহা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৪.৮৬
পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রমানিক ভট্টাচার্যসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৪.২২
কালীগঞ্জ নাসিরুদ্দিন আহমেদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৩.৩৫
নাকাশিপাড়াকল্লোল খাঁসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.০১
চাপড়ারুকবাণু রহমানসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৩৪.৬৫
কৃষ্ণনগর উত্তরমুকুল রায়ভারতীয় জনতা পার্টি৫৪.১৯
নবদ্বীপ বিধানসভা কেন্দ্রপুন্ডরীকাক্ষ সাহা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.৫২
কৃষ্ণনগর দক্ষিণউজ্জ্বল বিশ্বাসসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৬.৮৮
শান্তিপুরজগন্নাথ সরকারভারতীয় জনতা পার্টি৪৯.৩৪
রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভা কেন্দ্রপার্থ সারথি চট্টোপাধ্যায়ভারতীয় জনতা পার্টি৫১
কৃষ্ণগঞ্জআশিস কুমার বিশ্বাসভারতীয় জনতা পার্টি৫০.৯১
রানাঘাট উত্তর-পূর্বঅসীম বিশ্বাসভারতীয় জনতা পার্টি৫৪.৪
রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রমুকুট মণি অধিকারীভারতীয় জনতা পার্টি৪৯.৩
চাকদহবঙ্কিম চন্দ্র ঘোষভারতীয় জনতা পার্টি৪৮.৮৬
কল্যাণী বিধানসভা কেন্দ্রঅম্বিকা রায়ভারতীয় জনতা পার্টি৪৪.০৪
হরিণঘাটা বিধানসভা কেন্দ্রঅসীম সরকারভারতীয় জনতা পার্টি৪৬.৩১

                                                                     উত্তর চব্বিশ পরগনা জেলা

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
বাগদা বিধানসভা কেন্দ্রবিশ্বজিৎ দাসভারতীয় জনতা পার্টি৪৯.৪১
বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রস্বপন মজুমদারভারতীয় জনতা পার্টি৪৭.০৭
বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রঅশোক কীর্তনিয়াভারতীয় জনতা পার্টি৪৭.৬৫
গাইঘাটা বিধানসভা কেন্দ্রসুব্রত ঠাকুরভারতীয় জনতা পার্টি৪৭.২৭
স্বরূপনগর বিধানসভা কেন্দ্রবিনা মণ্ডলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৭.১১
বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রকাজী আবদুর রহিমসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫১.৫৩
হাবড়া বিধানসভা কেন্দ্রজ্যোতিপ্রিয় মল্লিকসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৪.৩৪
অশোকনগর বিধানসভা কেন্দ্রনারায়ণ গোস্বামীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৩.১৮
আমডাঙারফিকুুর রহমানসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪২.০০
বীজপুরসুবোধ অধিকারীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৭.৯০
নৈহাটি বিধানসভা কেন্দ্রপার্থ ভৌমিকসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.৬৯
ভাটপাড়া বিধানসভা কেন্দ্রপবন সিংভারতীয় জনতা পার্টি৫৩.৪০
জগদ্দল বিধানসভা কেন্দ্রসোমনাথ শ্যামসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.০১
নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রমঞ্জু বসুসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.০৯
ব্যারাকপুররাজ চক্রবর্তীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৬.৪৭
খড়দহ বিধানসভা কেন্দ্রকাজল সিনহাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.০৪
দমদম উত্তর বিধানসভা কেন্দ্রচন্দ্রিমা ভট্টাচার্যসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৪.৭৯
পানিহাটি বিধানসভা কেন্দ্রনির্মল ঘোষসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.৬১
কামারহাটি বিধানসভা কেন্দ্রমদন মিত্রসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫১.১৭
বরানগর বিধানসভা কেন্দ্রতাপস রায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৩.৪২
দমদম বিধানসভা কেন্দ্রব্রাত্য বসুসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৭.৪৮
রাজারহাট নিউটাউনতাপস চ্যাটার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৪.২২
বিধাননগর বিধানসভা কেন্দ্রসুজিত বসুসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৬.৮৫
রাজারহাট গোপালপুরঅদিতি মুন্সিসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.০৪
মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্ররথীন ঘোষসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.৯৩
বারাসাত বিধানসভা কেন্দ্রচিরঞ্জিত চক্রবর্তীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৬.২৭
দেগঙ্গারহিমা মণ্ডলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৬.৭
হাড়োয়ানুরুল ইসলামসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৭.৩৪
মিনাখাঁউষা রানি মন্ডলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫১.৭২
সন্দেশখালিসুকুমার মাহাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৪.৬৪
বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রসপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.১৫
বসিরহাট উত্তররফিকুল ইসলাম মন্ডলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৭.৫৫
হিঙ্গলগঞ্জদেবেশ মন্ডলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৩.৭৮

                                                                     দক্ষিণ চব্বিশ পরগনা জেলা

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
গোসাবা বিধানসভা কেন্দ্রজয়ন্ত নস্করসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৩.৯৯
বাসন্তীশ্যামল মন্ডলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫২.১
কুলতলি বিধানসভা কেন্দ্রগনেশ মন্ডলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫১.৫৭
পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রজয়ন্ত নস্করসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫১.৮৫
কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রমন্তুরাম পাখীরাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫২.১৪
সাগর বিধানসভা কেন্দ্রবঙ্কিমচন্দ্র হাজরাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৩.৯৬
কুলপি বিধানসভা কেন্দ্রযোগরঞ্জন হালদারসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.০১
রায়দিঘি বিধানসভা কেন্দ্রঅলোক জলদাতাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.৪৭
মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রজয়দেব হালদারসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.০৪
জয়নগরবিশ্বনাথ দাসসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫১.৮৫
বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রবিভাস সর্দারসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৪.৭৫
ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রপরেশ রাম দাসসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.৮৬
ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রসওকত মোল্লাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫২.৫৪
বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রবিমান বন্দ্যোপাধ্যায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৭.২৭
মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রনমিতা সাহাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.৯৩
মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রগিয়াসউদ্দিন মোল্লাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৩.৮২
ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রপান্নালাল হালদারসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৩.৬৯
ফলতা বিধানসভা কেন্দ্রকুমার নস্করসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৬.৩৫
সাতগাছিয়াচন্দ্র নস্করসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.৩৭
বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রদিলীপ মণ্ডলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৭.৪৬
সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রলাভলি মৈত্রসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৫.৯২
ভাঙড় বিধানসভা কেন্দ্রনওশাদ সিদ্দিকীআইএসএফ (সংযুক্ত মোর্চা)৪৫.১
কসবা বিধানসভা কেন্দ্রজাভেদ আহমেদ খানসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৪.৩৯
যাদবপুর বিধানসভা কেন্দ্রমলয় মজুমদারসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৫.৫৪
সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রফিরদৌসী বেগমসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.৮৮
টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রঅরূপ বিশ্বাসসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫১.৪
বেহালা পূর্বরত্না চ্যাটার্জীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.০১
বেহালা পশ্চিমপার্থ চ্যাটার্জীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.৫১
মহেশতলা বিধানসভা কেন্দ্রদুলাল দাসসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৬.৩৮
বজবজ বিধানসভা কেন্দ্রঅশোক দেবসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৬.৪১
মেটিয়াবুরুজ বিধানসভা কেন্দ্রআবদুল খালেক মোল্লাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৭৬.৮৫

                                                                                      কলকাতা

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রফিরহাদ হাকিমসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৬৯.২৩
ভবানীপুরশোভনদেব চ্যাটার্জী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৭.৭১
রাসবিহারী বিধানসভা কেন্দ্রদেবাশিস কুমারসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫২.৭৯
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রসুব্রত মুখোপাধ্যায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৭০.৬
চৌরঙ্গি বিধানসভা কেন্দ্রনয়না ব্যানার্জিসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৬০.৮৭
এন্টালি বিধানসভা কেন্দ্রস্বর্ণা কমল সাহাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৬৪.৮৩
বেলেঘাটা বিধানসভা কেন্দ্রপরেশ পালসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৬৫.১
জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রবিবেক গুপ্তাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫২.৬৭
শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রশশী পাঁজাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৪.১৮
মানিকতলা বিধানসভা কেন্দ্রসাধন পান্ডেসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.৮২
কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রঅতীন ঘোষসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৬.৪৮

                                                                                        হাওড়া

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
বালি বিধানসভা কেন্দ্ররানা চ্যাটার্জীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪২.৩৮
হাওড়া উত্তর বিধানসভা কেন্দ্রগৌতম চৌধুরীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৭.৮১
হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রঅরূপ রায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৭.১৬
শিবপুরমনোজ তিওয়ারিসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.৬৯
হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রনন্দিতা চৌধুরীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৩.৮৬
সাঁকরাইলপ্রিয়া পালসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.৩৭
পাঁচলাগুলশন মল্লিকসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস 48.19
উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রবিদেশ বসুসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৪.৮৩
উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রনির্মল মাজিসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.২৫
উলুবেড়িয়া দক্ষিণপুলক রায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.৩৭
শ্যামপুরকালীপদ মণ্ডলসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫১.৭৪
বাগনানঅরুণাভ সেনসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৩.০৪
আমতা বিধানসভা কেন্দ্রসুকান্ত পালসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.০৬
উদয়নারায়নপুর বিধানসভা কেন্দ্রসমীর পাঁজাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫১.২১
জগৎবল্লভপুরসীতানাথ ঘোষসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.৪৫
ডোমজুড় বিধানসভা কেন্দ্রকল্যাণেন্দু ঘোষসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫২

                                                                                     হুগলি

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রকাঞ্চক মল্লিকসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৬.৯৬
শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রসুদীপ্ত রায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.৪৬
চাঁপদানি বিধানসভা কেন্দ্রঅরিন্দম গাইনসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.২
সিঙ্গুর বিধানসভা কেন্দ্রবেচারাম মান্নাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.১৫
চন্দননগর বিধানসভা কেন্দ্রইন্দ্রনীল সেনসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৭.৬৩
চুঁচুড়া বিধানসভা কেন্দ্রঅসিত মজুমদারসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৫.৯৭
বলাগড় বিধানসভা কেন্দ্রমনোরঞ্জন ব্যাপারীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৫.৬৩
পান্ডুয়া বিধানসভা কেন্দ্রডাঃ রত্না দেসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৫.৯৯
সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রতপন দাশগুপ্তসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.৫৬
চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রস্বাতী খন্দকারসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.৭৯
জঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রস্নেহাশিস চক্রবর্তীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.৪২
হরিপাল বিধানসভা কেন্দ্রকরবী মান্নাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.৯২
ধনেখালি বিধানসভা কেন্দ্রঅসিমা পাত্রসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৩.৩৬
তারকেশ্বর বিধানসভা কেন্দ্ররমেন্দু সিংহ রায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৬.৯৬
পুরশুড়া বিধানসভা কেন্দ্রবিমান ঘোষভারতীয় জনতা পার্টি৫৩.৫
আরামবাগ বিধানসভা কেন্দ্রমধুসূদন বাগভারতীয় জনতা পার্টি৪৬.৮৮
গোঘাট বিধানসভা কেন্দ্রবিশ্বনাথ কারকভারতীয় জনতা পার্টি৪৬.৫৬
খানাকুল বিধানসভা কেন্দ্রসুশান্ত ঘোষভারতীয় জনতা পার্টি৪৯.২৭

                                                                                পূর্ব মেদিনীপুর

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
তমলুক বিধানসভা কেন্দ্রসৌমেন কুমার মহাপাত্রসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৫.৮৬
পাঁশকুড়া পূর্ব বিধানসভা কেন্দ্রবিপ্লব রায় চৌধুরীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৫.৯৭
পাঁশকুড়া পশ্চিমফিরোজা বিবিসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৭.৭১
ময়না বিধানসভা কেন্দ্রঅশোক দিন্দাভারতীয় জনতা পার্টি৪৮.১৭
নন্দকুমার বিধানসভা কেন্দ্রসুকুমার দেসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৭.৬
মহিষাদলতিলক চক্রবর্তীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.৪৯
হলদিয়া বিধানসভা কেন্দ্রতাপসী মন্ডলভারতীয় জনতা পার্টি৪৭.১৫
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রশুভেন্দু অধিকারীভারতীয় জনতা পার্টি৪৮.৪৯
চণ্ডীপুরসোহম চক্রবর্তীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.৮২
পটাশপুর বিধানসভা কেন্দ্রউত্তম বারিকসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.৪২
কাঁথি উত্তর বিধানসভা কেন্দ্রসুনীতা সিংহভারতীয় জনতা পার্টি৪৯.৭
ভগবানপুররবীন্দ্রনাথ মাইতিভারতীয় জনতা পার্টি৫৪.৫৬
খেজুরি বিধানসভা কেন্দ্রশান্তনু প্রামাণিকভারতীয় জনতা পার্টি৫১.৯৩
কাঁথি দক্ষিণ বিধানসভা কেন্দ্রঅরূপ কুমার দাসভারতীয় জনতা পার্টি৫০.৩৮
রামনগরঅখিল গিরিসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.৭২
এগরাতরুণ মাইতিসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫২.২২

                                                                                 পশ্চিম মেদিনীপুর

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
দাঁতন বিধানসভা কেন্দ্রবিক্রমচন্দ্র প্রধানসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.১৩
কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রপরেশ মুর্মুসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.০১
খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রহিরন্ময় চট্টোপাধ্যায়ভারতীয় জনতা পার্টি৪৬.৪৫
নারায়ণগড় বিধানসভা কেন্দ্রসূর্য কান্ত আটাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৬.৩৩
সবং বিধানসভা কেন্দ্রমানস রঞ্জন ভুঁইয়াসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৭.৪৬
পিংলা বিধানসভা কেন্দ্রঅজিত মাইতিসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.১৯
খড়গপুর বিধানসভা কেন্দ্রদীনেন রায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৪.৮৫
দেবড়া বিধানসভা কেন্দ্রহুমায়ুন কবিরসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৬.৭৯
দাসপুর বিধানসভা কেন্দ্রমমতা ভুঁইয়াসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫১.৫৮
ঘাটাল বিধানসভা কেন্দ্রশীতল কাপতভারতীয় জনতা পার্টি৪৬.৯৫
চন্দ্রকোণা বিধানসভা কেন্দ্রঅরূপ ধারাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.৮৭
গড়বেতা বিধানসভা কেন্দ্রউত্তরা সিংহসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৫.৭১
শালবনি বিধানসভা কেন্দ্রশ্রীকান্ত মাহাতোসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.৫৭
কেশপুর বিধানসভা কেন্দ্রশিউলি সাহাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.৮১
মেদিনীপুর বিধানসভা কেন্দ্রজুন মালিয়াসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.৭২

                                                                                     ঝাড়গ্রাম

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রদুলাল মুর্মুসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫২.৪৬
গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রখগেন্দ্রনাথ মাহাতোসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫২.৩০
ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রবীরবাহা হাঁসদাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৪.২৬
বিনপুর বিধানসভা কেন্দ্রদেবনাথ হাঁসদাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৩.১১

                                                                                   পুরুলিয়া

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
বান্দোয়ান বিধানসভা কেন্দ্ররাজীব লোকান সারেনসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৭.০২
বলরামপুর বিধানসভা কেন্দ্রবানেশ্বর মাহাতোভারতীয় জনতা পার্টি৪৫.২২
বাগমুন্ডি বিধানসভা কেন্দ্রসুশান্ত মাহাতোসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৩৬.৭৯
জয়পুর বিধানসভা কেন্দ্রনরহরি মাহাতোভারতীয় জনতা পার্টি৩৬.৬৮
পুরুলিয়া বিধানসভা কেন্দ্রসুদীপ মুখোপাধ্যায়ভারতীয় জনতা পার্টি৪৩.৩৮
মানবাজার বিধানসভা কেন্দ্রসন্ধ্যা রানি টুডুসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.৩৩
কাশীপুর বিধানসভা কেন্দ্রকমলাকান্ত হাঁসদাভারতীয় জনতা পার্টি৪৭.৬৯
পাড়া বিধানসভা কেন্দ্রনাদিয়া চাঁদ বাউরিভারতীয় জনতা পার্টি৪৫.০২
রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রবিবেকানন্দ বাউরিভারতীয় জনতা পার্টি৪৪.৬১

                                                                                      বাঁকুড়া

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
শালতোড়াচন্দনা বাউরিভারতীয় জনতা পার্টি৪৫.২৮
ছাতনা বিধানসভা কেন্দ্রসত্যনারায়ণ মুখোপাধ্যায়ভারতীয় জনতা পার্টি৪৫.৮৪
রানিবাঁধ বিধানসভা কেন্দ্রজ্যোৎস্না মান্ডিসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৩.০৬
রায়পুর বিধানসভা কেন্দ্রমৃত্যুঞ্জয় মুর্মুসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫১.৯৬
তালড্যাংরা বিধানসভা কেন্দ্রঅরূপ চক্রবর্তীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৫.২৯
বাঁকুড়া বিধানসভা কেন্দ্রনীলাদ্রি শেখর দানাভারতীয় জনতা পার্টি৪৩.৭৯
বরজোড়া বিধানসভা কেন্দ্রঅলোক মুখোপাধ্যায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪২৫১
ওন্দা বিধানসভা কেন্দ্রঅমর সাখাভারতীয় জনতা পার্টি৪৬.৪৮
বিষ্ণুপুরতন্ময় ঘোষভারতীয় জনতা পার্টি৪৬.৮৪
কোতুলপুর বিধানসভা কেন্দ্রহরকালী পতিহারভারতীয় জনতা পার্টি৪৭.৩১
ইন্দাস বিধানসভা কেন্দ্রনির্মল ধারাভারতীয় জনতা পার্টি৪৮.০৪
সোনামুখী বিধানসভা কেন্দ্রদিবাকর ঘোরমীভারতীয় জনতা পার্টি৪৭.২৫

                                                                                  পূর্ব বর্ধমান

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রনবীন চন্দ্র বাগসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৭.৮৫
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রখোকন দাসসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৪.৩২
রায়না বিধানসভা কেন্দ্রশম্পা ধরসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৭.৪৬
জামালপুর বিধানসভা কেন্দ্রঅলোক কুমার মাঝিসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৬.৯৩
মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রসিদ্দিকুল্লাহ চৌধুরীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.৪৫
কালনা বিধানসভা কেন্দ্রদেবপ্রসাদ বাগসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৫.৯৮
মেমারি বিধানসভা কেন্দ্রমধুসূদন ভট্টাচার্যসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৭.৯২
বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রনিশীথ কুমার মালিকসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৫.৯৭
ভাতার বিধানসভা কেন্দ্রমঙ্গোবিন্দ অধিকারীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.৪৪
পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রস্বপন দেবনাথসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.০৮
পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রতপন চ্যাটার্জীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৩.৫২
কাটোয়া বিধানসভা কেন্দ্ররবীন্দ্রনাথ চ্যাটার্জীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.০৭
কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রশেখ সহনাওয়েজসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৬.৫৫
মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রঅপূর্ব চৌধুরীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.৫১
আউশগ্রাম বিধানসভা কেন্দ্রঅভেদানন্দ থান্দারসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৬.২৫
গলসি বিধানসভা কেন্দ্রনেপাল ঘড়ুইসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.২১

                                                                                  পশ্চিম বর্ধমান

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রনরেন্দ্রনাথ চক্রবর্তীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৪.৯৯
দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রপ্রদীপ মজুমদারসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪১.১৬
দুর্গাপুর পশ্চিমলক্ষ্মণ ঘড়াইভারতীয় জনতা পার্টি৪৬.৩১
রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রতাপস বন্দ্যোপাধ্যায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪২.৯
জামুরিয়া বিধানসভা কেন্দ্রবর্ধমান হরেরাম সিংসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪২.৫৯
আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রঅগ্নিমিত্র পলভারতীয় জনতা পার্টি৪৫.১৩
আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রমলয় ঘটকসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫২.৩২
কুলটি বিধানসভা কেন্দ্রঅজয় পোদ্দারভারতীয় জনতা পার্টি৪৬.৪১
বরাবনি বিধানসভা কেন্দ্রবিধান উপাধ্যায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫২.২৬

                                                                                         বীরভূম

বিধানসভা কেন্দ্রের নামবিজয়ী প্রার্থীর নামরাজনৈতিক দলপ্রাপ্ত ভোট (শতাংশে)
দুবরাজপুর বিধানসভা কেন্দ্রঅনুপ সাহাভারতীয় জনতা পার্টি৪৭.৯৪
সিউড়ি বিধানসভা কেন্দ্রবিকাশ রায় চৌধুরীসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৮.৪৩
বোলপুর বিধানসভা কেন্দ্রচন্দ্র নাথ সিনহাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০
নানুর বিধানসভা কেন্দ্রবিধান চন্দ্র মাঝিসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৭.৬৪
লাভপুর বিধানসভা কেন্দ্রঅভিজিৎ সিংহসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫১.১৪
সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রনীলাবতী সাহাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৯.৮৪
ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রঅভিজিৎ রায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫০.৩৬
রামপুরহাট বিধানসভা কেন্দ্রনীলাবতী সাহাসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৪৭.২৫
হাঁসন বিধানসভা কেন্দ্রঅশোক কুমার চট্টোপাধ্যায়সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫১.৪২
নলহাটি বিধানসভা কেন্দ্ররাজেন্দ্র প্রসাদ সিংসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৫৬.৫৪
মুরারই বিধানসভা কেন্দ্রআবদুর রাহমানসর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ৬৭.২৩

 

আরো দেখে নাও : পশ্চিমবঙ্গের সমস্ত মুখ্যমন্ত্রীর তালিকা  PDF

ভারতের নির্বাচন কমিশন – গঠন, ক্ষমতা, দায়িত্ব, অপসারণ (২০২১ ) – PDF

 

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button