NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের ধ্রুপদী নৃত্য তালিকা । ক্লাসিক্যাল নৃত্য । Classical Dances of India

List of Classical Dances of India

ভারতের ধ্রুপদী নৃত্য তালিকা । ক্লাসিক্যাল নৃত্য । Classical Dances of India

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের ধ্রুপদী নৃত্য তালিকা বা ক্লাসিকাল নৃত্য তালিকা নিয়ে।

ভারতের ধ্রুপদী নৃত্যের অধিকাংশই হিন্দু পুরাণের গল্প উপস্থাপন করে। প্রতিটি নৃত্যই একটি নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট অঞ্চলের তত্ত্ব ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। নাট্যশাস্ত্রে উল্লিখিত নির্দেশিকা মেনে চলা হলো ধ্রুপদী নৃত্যের প্রধান মানদণ্ড। প্রতিটি ধ্রুপদী নৃত্য একটি নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট অঞ্চলের তত্ত্ব ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে।

সংগীত নাটক একাডেমী বর্তমানে ৮ ধরণের ধ্রুপদী নৃত্যকে স্বীকৃতি দিয়েছে। এগুলি হলো –

 নংধ্রুপদী নৃত্যধরণযে রাজ্যের
ভরতনাট্যমতামিল ধ্রুপদী নৃত্যতামিলনাড়ু
ওড়িশিওড়িয়া ধ্রুপদী নৃত্যওড়িশা
কুচিপুডিতেলেগু ধ্রুপদী নৃত্যঅন্ধ্রপ্রদেশ
মনিপুরীমনিপুরী ধ্রুপদী নৃত্যমনিপুর
মোহিনীঅট্টমমালায়ালি ধ্রুপদী নৃত্যকেরালা
সাত্রীয়া নৃত্যঅসমিয়া ধ্রুপদী নৃত্যআসাম
কথাকলিমালায়ালি ধ্রুপদী নৃত্যকেরালা
কথ্থকউত্তর ভারতীয় ধ্রুপদী নৃত্যউত্তর ভারত (মূলত উত্তর প্রদেশ )
ভারতের ক্লাসিকাল নৃত্য তালিকা

এগুলি ছাড়া আরও তিনটি গুরুত্বপূর্ণ নৃত্যকলা যেগুলি ধ্রুপদী নৃত্যের মর্যাদা এখনও পায়নি কিন্তু ধ্রুপদী নৃত্যের তকমা পাওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলি হলো –

  1. গৌড়ীয় নৃত্য – বঙ্গীয় নৃত্যকলা
  2. অন্ধ্র নাট্যম – তেলেগু নৃত্যকলা
  3. বিলাসিনী নৃত্যম/ নাট্যম – তেলেগু নৃত্যকলা

এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।

Download Section :

  • File Name : ভারতের ধ্রুপদী নৃত্য তালিকা । ক্লাসিক্যাল নৃত্য । Classical Dances of India – বাংলা কুইজ
  • File Size : 1 MB
  • No of Pages : 02
  • Format : PDF

এরকম আরও কিছু পোস্ট :

ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের তালিকাClick Here to Download
কে কোন নৃত্যের সাথে যুক্তClick Here to Download
সংগীত ও নৃত্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তরClick Here to Download
ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকাClick Here to Download
ভারতের প্রধান উপজাতিসমূহClick Here to Download

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button