ভারতের ধ্রুপদী নৃত্য তালিকা । ক্লাসিক্যাল নৃত্য । Classical Dances of India
List of Classical Dances of India
ভারতের ধ্রুপদী নৃত্য তালিকা । ক্লাসিক্যাল নৃত্য । Classical Dances of India
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের ধ্রুপদী নৃত্য তালিকা বা ক্লাসিকাল নৃত্য তালিকা নিয়ে।
ভারতের ধ্রুপদী নৃত্যের অধিকাংশই হিন্দু পুরাণের গল্প উপস্থাপন করে। প্রতিটি নৃত্যই একটি নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট অঞ্চলের তত্ত্ব ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে। নাট্যশাস্ত্রে উল্লিখিত নির্দেশিকা মেনে চলা হলো ধ্রুপদী নৃত্যের প্রধান মানদণ্ড। প্রতিটি ধ্রুপদী নৃত্য একটি নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট অঞ্চলের তত্ত্ব ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে।
সংগীত নাটক একাডেমী বর্তমানে ৮ ধরণের ধ্রুপদী নৃত্যকে স্বীকৃতি দিয়েছে। এগুলি হলো –
নং | ধ্রুপদী নৃত্য | ধরণ | যে রাজ্যের |
---|---|---|---|
১ | ভরতনাট্যম | তামিল ধ্রুপদী নৃত্য | তামিলনাড়ু |
২ | ওড়িশি | ওড়িয়া ধ্রুপদী নৃত্য | ওড়িশা |
৩ | কুচিপুডি | তেলেগু ধ্রুপদী নৃত্য | অন্ধ্রপ্রদেশ |
৪ | মনিপুরী | মনিপুরী ধ্রুপদী নৃত্য | মনিপুর |
৫ | মোহিনীঅট্টম | মালায়ালি ধ্রুপদী নৃত্য | কেরালা |
৬ | সাত্রীয়া নৃত্য | অসমিয়া ধ্রুপদী নৃত্য | আসাম |
৭ | কথাকলি | মালায়ালি ধ্রুপদী নৃত্য | কেরালা |
৮ | কথ্থক | উত্তর ভারতীয় ধ্রুপদী নৃত্য | উত্তর ভারত (মূলত উত্তর প্রদেশ ) |
এগুলি ছাড়া আরও তিনটি গুরুত্বপূর্ণ নৃত্যকলা যেগুলি ধ্রুপদী নৃত্যের মর্যাদা এখনও পায়নি কিন্তু ধ্রুপদী নৃত্যের তকমা পাওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলি হলো –
- গৌড়ীয় নৃত্য – বঙ্গীয় নৃত্যকলা
- অন্ধ্র নাট্যম – তেলেগু নৃত্যকলা
- বিলাসিনী নৃত্যম/ নাট্যম – তেলেগু নৃত্যকলা
এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।
Download Section :
- File Name : ভারতের ধ্রুপদী নৃত্য তালিকা । ক্লাসিক্যাল নৃত্য । Classical Dances of India – বাংলা কুইজ
- File Size : 1 MB
- No of Pages : 02
- Format : PDF
এরকম আরও কিছু পোস্ট :
ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্যের তালিকা | Click Here to Download |
কে কোন নৃত্যের সাথে যুক্ত | Click Here to Download |
সংগীত ও নৃত্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর | Click Here to Download |
ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব তালিকা | Click Here to Download |
ভারতের প্রধান উপজাতিসমূহ | Click Here to Download |
To check our latest Posts - Click Here