বিখ্যাত ভারতীয় শাসকদের রাজধানী তালিকা – PDF
Famous Indian Rulers and their Capitals
বিখ্যাত ভারতীয় শাসকদের রাজধানী
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিখ্যাত ভারতীয় শাসকদের রাজধানী তালিকা। এই তালিকাটি থেকে তোমরা সহজেই জেনে যাবে কোন ভারতিয় রাজার রাজধানী কি ছিল। অনেকক্ষেত্রে কোনো একটু রাজার নাম তুলে দিয়ে জানতে চাওয়া হয় সেই রাজার রাজধানীর নাম কি ছিল – যেমন – শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? । অনেক্ষেত্রে আবার কোনো একটি রাজধানীর নাম তুলে দিয়ে জানতে চাওয়া হয় সেটি কার রাজধানী ছিল – যেমন কর্ণসুবর্ণ কার রাজধানী ছিল? নিচের তালিকাটি মনে রাখলে এই ধরণের প্রশ্নগুলির উত্তর সহজেই দেওয়া যায়।
বিখ্যাত ভারতীয় রাজার রাজধানী তালিকা
ক্রমঃ | শাসকের নাম | রাজধানী |
---|---|---|
১ | অজাতশত্রু | রাজগৃহ |
২ | অশোক | পাটলিপুত্র |
৩ | আকবর | ফতেপুর সিক্রি |
৪ | কণিষ্ক | পুরুষপুর |
৫ | কালাশোক | পাটলিপুত্র |
৬ | চন্দ্রগুপ্ত মৌর্য | পাটলিপুত্র |
৭ | টিপু সুলতান | শ্রীরঙ্গপত্তনম |
৮ | দ্বিতীয় চন্দ্রগুপ্ত | উজ্জয়িনী |
৯ | দ্বিতীয় পুলকেশী | বাদামি |
১০ | ধননন্দ | পাটলিপুত্র |
১১ | প্রথম পরান্তক | তাঞ্জোর |
১২ | প্রথম প্রবর সেন | পুরীক |
১৩ | প্রথম সাতকর্ণী | পৈঠান |
১৪ | ফিরোজ শাহ | বাহমনি |
১৫ | বিক্রমাদিত্য | উজ্জয়িনী |
১৬ | বিম্বিসার | রাজগৃহ |
১৭ | মহম্মদ বিন তুঘলক | দিল্লী |
১৮ | যশোবর্মণ | মন্দাশোর |
১৯ | লক্ষণ সেন | লক্ষণাবতী |
২০ | শশাঙ্ক | কর্ণসুবর্ণ |
২১ | শিবাজী | রায়গড় |
২২ | শিশুনাগ | বৈশালী |
২৩ | সমুদ্রগুপ্ত | পাটলিপুত্র |
২৪ | সিরাজদ্দৌলা | মুর্শিদাবাদ |
২৫ | সোমেশ্বর | কল্যাণী |
২৬ | হর্ষবর্ধন | কনৌজ |
এই নোটটির পিডিএফ ফাইল নিচের ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নাও ।
Download Section :
- File Name : বিখ্যাত ভারতীয় শাসকদের রাজধানী তালিকা – PDF – বাংলা কুইজ
- File Size: 1 MB
- No. of Pages : 02
- Format: PDF
আরও দেখে নাও :
বিভিন্ন রাজার সভাকবি | বিভিন্ন রাজা ও তাঁর সভাকবিদের তালিকা
ভারতের ঐতিহাসিক সন্ধি ও চুক্তি – তালিকা PDF
কিছু ঐতিহাসিক গ্রন্থ ও তার লেখক – PDF – ঐতিহাসিক বই
১০০+ ভারতের ঐতিহাসিক ব্যক্তির উপাধি ও আসল নাম – PDF
বিভিন্ন রাজার রাজধানী সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
শশাঙ্কের রাজধানীর নাম ছিল কর্ণসুবর্ণ।
পল্লবদের রাজ্যের রাজধানী কোথায় ছিল?
পল্লবদের রাজধানী শহর ছিল কাঞ্চিপুরম।
যাদব শাসকদের রাজধানী কোথায় ছিল?
যাদব শাসকদের রাজধানী ছিল দেবগিরি।
আলাউদ্দিন হোসেন শাহ এর রাজধানী কোথায় ছিল?
একডালা
হর্ষবর্ধনের শাসনামলে রাজধানী কোথায় ছিল?
কনৌজ
লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?
নদীয়া বা নবদ্বীপ।
গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?
গৌড়
To check our latest Posts - Click Here