Polity NotesGeneral Knowledge Notes in Bengali
সংবিধানের অষ্টম তফসিলে উল্লিখিত সরকারি ভাষাসমূহ – PDF
List of Official Languages in the Eighth Schedule of the Indian Constitution
সংবিধানের অষ্টম তফসিলে উল্লিখিত সরকারি ভাষাসমূহ
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের অষ্টম তফসিলে উল্লিখিত ভাষাসমূহ নিয়ে। মূল সংবিধানের ১৪টি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হলেও বর্তমানে এর সংখ্যা ২২টি। এখনও পর্যন্ত ভারতের কোনো জাতীয় ভাষা বা ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। হিন্দী ভারতের জাতীয় ভাষা নয়। তবে হিন্দি ভারতের অন্যতম প্রশাসনিক ও সরকারি ভাষা। ভারতীয় সংবিধান স্বীকৃত ভাষা সমূহের বিস্তারিত তথ্য নিচে দেওয়া রইলো ।
ভারতীয় সংবিধানে উল্লিখিত ভাষা কয়টি ?
ভারতীয় সংবিধানে মোট ২২টি ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে।
সরকারি ভাষা সম্পর্কিত কিছু তথ্য –
- ভারতীয় সংবিধানের ৩৪৪(১) এবং ৩৫১ অনুচ্ছেদে ভারতীয় সংবিধানের ভাষাসমূহের উল্লেখ রয়েছে।
- মূল সংবিধানে মোট ১৪টি ভাষার উল্লেখ ছিল।
- ১৯৬৭ সালে ২১তম সাংবিধানিক সংশোধনী দ্বারা সিন্ধি ভাষাটিকে যোগ করা হয়।
- ১৯৯২ সালে সংবিধান সংশোধনী আইন দ্বারা কঙ্কানি, মণিপুরী ও নেপালি ভাষাকে যুক্ত করা হয়।
- ২০০৩ সালে ৯২তম সংবিধান সংশোধনী আইন অনুসারে বোড়ো, দোগরি, মৈথিলি ও সাঁওতালি ভাষা যোগ করা হয়।
ভারতের সরকারি ভাষাসমূহ তালিকা
ভারতের সংবিধান স্বীকৃত সরকারি ভাষাসমূহ তালিকা নিচে দেওয়া রইলো ।
ভাষা | প্রধানত প্রচলিত যেখানে | স্বীকৃতি পায় |
---|---|---|
অসমিয়া | আসাম | ১৯৫০ |
বাংলা | পশ্চিমবঙ্গ | ১৯৫০ |
গুজরাটি | গুজরাট | ১৯৫০ |
হিন্দি | উত্তর ভারত | ১৯৫০ |
কাশ্মীরি | জম্মু ও কাশ্মীর | ১৯৫০ |
কোঙ্কণী | কর্ণাটক | ১৯৫০ |
মালয়ালম | কেরালা | ১৯৫০ |
মারাঠি | মহারাষ্ট্র | ১৯৫০ |
ওড়িয়া | ওড়িশা | ১৯৫০ |
পাঞ্জাবী | পাঞ্জাব, চন্ডীগড় | ১৯৫০ |
সংস্কৃত | কর্ণাটকের মাথুর গ্রাম | ১৯৫০ |
তামিল | তামিলনাড়ু, পুদুচেরি | ১৯৫০ |
তেলুগু | অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা | ১৯৫০ |
উর্দু | উত্তর ভারত | ১৯৫০ |
সিন্ধি | গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র | ১৯৬৭ |
কোঙ্কণী | গোয়া,কর্ণাটক | ১৯৯২ |
মণিপুরী | মনিপুর | ১৯৯২ |
নেপালি | সিকিম ও পশ্চিমবঙ্গের কিছু অংশ | ১৯৯২ |
বোড়ো | আসাম, পশ্চিমবঙ্গ | ২০০৩ |
ডোগরি | জম্মু ও হিমাচলপ্রদেশ | ২০০৩ |
মৈথিলী | বিহারের কিছু অংশে | ২০০৩ |
সাঁওতালি | ঝাড়খন্ড, বিহার ও পর্শ্চিমবঙ্গের সাঁওতালি উপজাতি | ২০০৩ |
PDF Download লিংক নিচে দেওয়া রইলো ।
Downoad Section
File Name : সংবিধানের অষ্টম তফসিলে উল্লিখিত সরকারি ভাষাসমূহ – বাংলা কুইজ
File Size : 1 MB
No. of Pages : 03
Format : PDF
আরও দেখে নাও :
ভারতীয় সংবিধানের তফসিল তালিকা | Download |
ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্ট | Download |
গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশন তালিকা | Download |
একনজরে ভারতের ভাষা
- ভারতে সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা – ২২ টি ।
- কথ্য ভাষা (Dialects ) -এর সংখ্যা ৭২০টি ।
- লিখিত লিপি (Scripts ) -এর সংখ্যা ১৩ টি।
- দেশের বিভিন্ন অঞ্চলগুলির মধ্যে সংযোগকারী ভাষা – হিন্দি ও ইংরেজি।
- একমাত্র অরুণাচলপ্রদেশের সরকারি ভাষা ইংরেজি।
- ভারতের সমস্ত ভাষার মূল হল চারটি ভাষা পরিবার, যথা –
- অস্ট্রিক বা নিষাদ পরিবার ।
- চীনা-তিব্বতি বা কিরাত পরিবার।
- দ্রাবিড় পরিবার ও
- ভারতীয় আর্য পরিবার।
To check our latest Posts - Click Here