Geography NotesGeneral Knowledge Notes in Bengali

ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী – ২০২২ – PDF

List of Capitals of 28 States & 8 Union Territories of India

ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী – ২০২২

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী – এর নামের তালিকা নিয়ে। ভারতের রাজ্য কয়টি ? বতর্মানে ভারতের মোট ২৮ টি রাজ্য ও ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কোন রাজ্যের রাজধানীর নাম কি – এই টপিক থেকে মাঝে মধ্যেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে। অনেক ক্ষেত্রে লিস্ট আকারে রাজ্য ও রাজধানীর তালিকা দিয়ে লিস্ট ১ এর সাথে লিস্ট ২ ম্যাচ করতে বলে হয়ে থাকে। নিচের তালিকাগুলি মনে রাখলে এই ধরণের প্রশ্নগুলির খুব সহজেই উত্তর দেওয়া সম্ভব।

দেখে নাও :

ভারতের সকল রাজ্যের রাজধানী তালিকা

ভারতের রাজ্য কয়টি ?

বর্তমানে ভারতের ২৮টি রাজ্য রয়েছে। রাজ্যগুলির নাম ও রাজধানী তালিকা নিচে দেওয়া রইলো ।

ক্রমঃরাজ্যরাজধানী
অন্ধ্রপ্রদেশঅমরাবতী
অরুণাচল প্রদেশইটানগর
আসামদিসপুর
ওড়িশাভুবনেশ্বর
উত্তর প্রদেশলক্ষ্ণৌ
উত্তরাখণ্ডদেরাদুন (শীতকালীন )
গৈরসৈন (গ্রীষ্মকালীন )
কর্ণাটকবেঙ্গালুরু
কেরালাতিরুবনন্তপুরম
গুজরাটগান্ধীনগর
১০গোয়াপানাজি
১১ছত্তিসগড়রায়পুর
১২ঝাড়খণ্ডরাঁচি
১৩তামিল নাড়ুচেন্নাই
১৪তেলঙ্গানাহায়দ্রাবাদ
১৫ত্রিপুরাআগরতলা
১৬নাগাল্যান্ডকোহিমা
১৭পশ্চিমবঙ্গকলকাতা
১৮পাঞ্জাবচণ্ডীগড়
১৯বিহারপাটনা
২০মণিপুরইম্ফল
২১মধ্য প্রদেশভোপাল
২২মহারাষ্ট্রমুম্বই (গ্রীষ্মকালীন )
নাগপুর (শীতকালীন )
২৩মিজোরামআইজল
২৪মেঘালয়শিলং
২৫রাজস্থানজয়পুর
২৬সিকিমগ্যাংটক
২৭হরিয়ানাচণ্ডীগড়
২৮হিমাচল প্রদেশশিমলা (গ্রীস্মকালীন )
ধর্মতলা (শীতকালীন )
ভারতের রাজ্যগুলির রাজধানীর তালিকা

ভারতের সকল কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী তালিকা

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি ?

বর্তমানে ভারতের ৮টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তাদের নাম ও রাজধানী তালিকা নিচে দেওয়া রইলো ।

ক্রমঃ কেন্দ্রশাসিত অঞ্চল রাজধানী 
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জপোর্ট ব্লেয়ার
চন্ডীগড়চন্ডীগড়
দাদরা ও নগর হাভেলী এবং দমন ও দিউদমন
দিল্লিনতুন দিল্লি
জম্মু ও কাশ্মীরশ্রীনগর (গ্রীস্মকালীন )
জম্মু (শীতকালীন )
লক্ষদ্বীপকাভারাত্তি
পুদুচেরিপন্ডিচেরি
লাদাখলে
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির রাজধানীর তালিকা

ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর : 

ইম্ফল কোন রাজ্যের রাজধানী?

মনিপুরের রাজধানী হল ইম্ফল

ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল দুটি রাজ্যের রাজধানী?

চন্ডীগড়। পাঞ্জাব ও হরিয়ানা এই দুটি রাজ্যেরই রাজধানী চন্ডীগড়।

সম্প্রতি কোন্‌ দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে সংযুক্তিকরণ করে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করা হয়েছে?

দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ এই দুটি অঞ্চলকে যুক্ত করে বর্তমানে দাদরা, নগর হাভেলি, দমন ও দিউ নামে একটি একক কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছে।

বর্তমানে ভারতে কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে?

৮টি

রাঁচি কোন রাজ্যের রাজধানী?

ঝাড়খন্ড 

উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী কোনটি ?

গৈরসৈন

পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।

Download Section :

File Name : ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী – ২০২১ – PDF – বাংলা কুইজ
File Size : 2 MB
No. of Pages : 03
Format : PDF

আরও দেখে নাও :

ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য | PDF

ভারতের প্রধান উপজাতিসমূহ । রাজ্যভিত্তিক । Major Tribes in India

বিশ্বের বিভিন্ন দেশের খাদ্য উৎসব তালিকা – PDF

ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব (PDF সহ)

বিভিন্ন দেশের সরকারি ঘোষণাপত্র তালিকা – Official Books – PDF

Covered Topics : ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল তালিকা, প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী তালিকা, ভারতের ২৮ টি রাজ্যের নাম, রাজধানী

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button