ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তালিকা ২০২৪ – PDF
List of Chief Justices of India
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তালিকা । List of Chief Justice of India ।
ভারতের চিফ জাস্টিস তালিকা
ভারতের সুপ্রিমকোর্টের সমস্ত চিফ জাস্টিস তালিকা নিচে দেওয়া রইলো।
নং | প্রধান বিচারপতির নাম | কার্যকাল |
---|---|---|
১ | হরিলাল জেকিসুন্দাস কানিয়া | ২৬ জানুয়ারী ১৯৫০ – ৬ নভেম্বর ১৯৫১ |
২ | মন্দাকোলাথুর পতঞ্জলি শাস্ত্রী | ৭ নভেম্বর ১৯৫১ – ৩ জানুয়ারী ১৯৫৪ |
৩ | মেহের চন্দ মহাজন | ৪ জানুয়ারী ১৯৫৪ – ২২ ডিসেম্বর ১৯৫৪ |
৪ | বিজন কুমার মুখার্জী | ২৩ ডিসেম্বর ১৯৫৪ – ৩১ জানুয়ারী ১৯৫৬ |
৫ | সুধী রঞ্জন দাশ | ১ ফেব্রুয়ারি ১৯৫৬ – ৩০ সেপ্টেম্বর ১৯৫৯ |
৬ | ভুবনেশ্বর প্রসাদ সিনহা | ১ অক্টোবর ১৯৫৯ – ৩১ জানুয়ারী ১৯৬৪ |
৭ | প্রহ্লাদ গজেন্দ্রগাদকর | ১ ফেব্রুয়ারী ১৯৬৪ – ১৫ মার্চ ১৯৬৬ |
৮ | অমল কুমার সরকার | ১৬ মার্চ ১৯৬৬ – ২৯ জুন ১৯৬৬ |
৯ | কোকা সুব্বা রাও | ৩০ জুন ১৯৬৬ – ১১ এপ্রিল ১৯৬৭ |
১০ | কৈলাস নাথ ওয়াঞ্চু | ১২ এপ্রিল ১৯৬৭ – ২৪ ফেব্রুয়ারি ১৯৬৮ |
১১ | মোহাম্মদ হিদায়াতুল্লাহ | ২৫ ফেব্রুয়ারী ১৯৬৮ – ১৬ ডিসেম্বর ১৯৭০ |
১২ | জয়ন্তী লাল ছোট লাল শাহ | ১৭ ডিসেম্বর ১৯৭০ – ২১ জানুয়ারী ১৯৭১ |
১৩ | সর্ব মিত্রা সিক্রি | ২২ জানুয়ারী ১৯৭১ – ২৫ এপ্রিল ১৯৭৩ |
১৪ | অজিত নাথ রায় | ২৬ এপ্রিল ১৯৭৩ – ২৭ জানুয়ারী ১৯৭৭ |
১৫ | মির্জা হামেদুল্লাহ বেগ | ২৯ জানুয়ারী ১৯৭৭ – ২১ ফেব্রুয়ারি ১৯৭৮ |
১৬ | যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড় | ২২ ফেব্রুয়ারী ১৯৭৮ – ১১ জুলাই ১৯৮৫ |
১৭ | প্রফুল্লচন্দ্র নটবরলাল ভগবতী | ১২ জুলাই ১৯৮৫ – ২০ ডিসেম্বর ১৯৮৬ |
১৮ | রঘুনন্দন স্বরূপ পাঠক | ২১ ডিসেম্বর ১৯৮৬ – ১৮ জুন ১৯৮৯ |
১৯ | এনগালাগুপে সীদারামাইয়া ভেঙ্কাতারামিয়া | ১৯ জুন ১৯৮৯ – ১৭ ডিসেম্বর ১৯৮৯ |
২০ | সব্যসাচী মুখার্জি | ১৮ ডিসেম্বর ১৯৮৯ – ২৫ সেপ্টেম্বর ১৯৯০ |
২১ | রঙ্গনাথ মিশ্র | ২৬ সেপ্টেম্বর ১৯৯০ – ২৪ নভেম্বর ১৯৯১ |
২২ | কমল নারায়ণ সিংহ | ২৫ নভেম্বর ১৯৯১ – ১২ ডিসেম্বর ১৯৯১ |
২৩ | মধুকর হীরালাল কানিয়া | ১৩ ডিসেম্বর ১৯৯১ – ১৭ নভেম্বর ১৯৯২ |
২৪ | ললিত মোহন শর্মা | ১৮ নভেম্বর ১৯৯২ – ১১ ফেব্রুয়ারী ১৯৯৩ |
২৫ | মানেপল্লী নারায়ণ রাও ভেঙ্কটাচালিয়াহ | ১২ ফেব্রুয়ারী ১৯৯৩ – ২৪ অক্টোবর ১৯৯৪ |
২৬ | আজিজ মুশাব্বার আহমদী | ২৫ অক্টোবর ১৯৯৪ – ২৪ মার্চ ১৯৯৭ |
২৭ | জগদীশ শরণ ভার্মা | ২৫ মার্চ ১৯৯৭ – ১৭ জানুয়ারী ১৯৯৮ |
২৮ | মদন মোহন পাঞ্চি | ১৮ জানুয়ারী ১৯৯৮ – ৯ অক্টোবর ১৯৯৮ |
২৯ | আদর্শ সেন আনন্দ | ১০ অক্টোবর ১৯৯৮ – ৩১ অক্টোবর ২০০১ |
৩০ | স্যাম পিরোজ ভরুচা | ১ নভেম্বর ২০০১ – ৫ মে ২০০২ |
৩১ | ভুপিন্দর নাথ কিরপাল | ৬ মে ২০০২ – ৭ নভেম্বর ২০০২ |
৩২ | গোপাল বল্লভ পট্টনায়ক | ৮ নভেম্বর ২০০২ – ১৮ ডিসেম্বর ২০০২ |
৩৩ | বিশ্বেশ্বর নাথ খারে | ১৯ ডিসেম্বর ২০০২ – ১ মে ২০০৪ |
৩৪ | এস রাজেন্দ্র বাবু | ২ মে ২০০৪ – ৩১ মে ২০০৪ |
৩৫ | রমেশ চন্দ্র লাহোতি | ১ জুন ২০০৪ – ৩১ অক্টোবর ২০০৫ |
৩৬ | যোগেশ কুমার সবরওয়াল | ১ নভেম্বর ২০০৫ – ১৩ জানুয়ারী ২০০৭ |
৩৭ | কনকুপ্পাকাটিল গোপীনাথন বালাকৃষ্ণণ | ১৪ জানুয়ারী ২০০৭ – ১২ মে ২০১০ |
৩৮ | সরোশ হোমি কাপাদিয়া | ১২ মে ২০১২- ২৮ সেপ্টেম্বর ২০১২ |
৩৯ | আলতামাস কবির | ২৯ সেপ্টেম্বর ২০১২ – ১৮ জুলাই ২০১৩ |
৪০ | পলানিসামি সাতসীভম | ১৯ জুলাই ২০১৩ – ২৬ এপ্রিল ২০১৪ |
৪১ | রাজেন্দ্র মাল লোধা | ২৭ এপ্রিল ২০১৪ – ২৭ সেপ্টেম্বর ২০১৪ |
৪২ | হান্দিয়ালা লক্ষ্মীনারায়ণস্বামী দত্তু | ২৮ সেপ্টেম্বর ২০১৪ – ২ ডিসেম্বর ২০১৫ |
৪৩ | তীরথ সিং ঠাকুর | ৩ ডিসেম্বর ২০১৫ – ৩ জানুয়ারী ২০১৭ |
৪৪ | জগদীশ সিং খেহের | ৪ জানুয়ারী ২০১৭ – ২৭ আগস্ট ২০১৭ |
৪৫ | দীপক মিশ্র | ২৮ আগস্ট ২০১৭ – ২ অক্টোবর ২০১৮ |
৪৬ | রঞ্জন গগৈ | ৩ অক্টোবর ২০১৮ – ১৭ নভেম্বর ২০১৯ |
৪৭ | শরদ অরবিন্দ বোবদে | ১৮ নভেম্বর ২০১৯ – ২৩ এপ্রিল ২০২১ |
৪৮ | নথলাপতি ভেঙ্কট রমন | ২৪ এপ্রিল ২০২১ – ২৬ আগস্ট ২০২২ |
৪৯ | উদয় উমেশ ললিত | ২৭ আগস্ট ২০২২ – ৮ নভেম্বর ২০২২ |
৫০ | ডি ওয়াই চন্দ্রচূড় | ৯ নভেম্বর ২০২২ – ১ ০ নভেম্বর ২০২৪ |
৫১ | সঞ্জীব খান্না | ১১ নভেম্বর – বর্তমান |
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি – প্রশ্ন ও উত্তর
ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন কে?
হরিলাল জেকিসুন্দাস কানিয়া
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন ?
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ ভারতের রাষ্ট্রপতি ।
সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত ?
৬৫ বছর
বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ?
সঞ্জীব খান্না। তিনি ১ ১ ই নভেম্বর ২০২৪ এ ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছেন তিনি।
ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেতন কত?
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেতন মাসিক ২.৮ লক্ষ টাকা ।
ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ?
সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন বিচারপতি ফাতিমা বিবি ।
নথলাপতি ভেঙ্কট রমন ভারতের সুপ্রিমকোর্টের কততম প্রধান বিচারপতি ?
৪৮ তম
উদয় উমেশ ললিত ভারতের সুপ্রিমকোর্টের কততম প্রধান বিচারপতি ?
৪৯ তম
নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও।
Download Section :
- File Name : ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তালিকা – PDF – বাংলা কুইজ
- File Size : 2 MB
- No. of Pages : 04
- Format : PDF
আরও দেখে নাও :
ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ সংশোধনী তালিকা |
ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা তালিকা |
বিভিন্ন রাজ্যের হাইকোর্ট তালিকা |
গুরুত্বপূর্ণ কমিটি ও কমিশন তালিকা |
ভারতের রাষ্ট্রপতি তালিকা ও অন্যান্য তথ্য |
To check our latest Posts - Click Here