শঙ্খ ঘোষ (১৯৩২-২০২১) – ক্যুইজ প্রশ্ন, পুরস্কার, গ্রন্থ তালিকা
শঙ্খ ঘোষ (১৯৩২-২০২১)বাংলা সাহিত্যের জগতে আবারও ইন্দ্রপতন। ৯০ বছর বয়সে করোনার বলি হলেন বর্ষীয়ান বাঙালি সাহিত্যিক শঙ্খ ঘোষ।
দেওয়া রইলো এই মহান সাহিত্যিক সম্পর্কিত কিছু জানা-অজানা কুইজের প্রশ্ন ও উত্তর ।
১. কবি শঙ্খ ঘোষ – এর প্রকৃত নাম কী?
২. শঙ্খ ঘোষের লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
৩. কোন কাব্যগ্রন্থের জন্য কবি শঙ্খ ঘোষ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার অর্জন করেন?
৪. শঙ্খ ঘোষ কোন সালে ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার অর্জন করেন?
৫. শঙ্খ ঘোষের লেখা শেষ গদ্যগ্রন্থ কোনটি?
৬. কবি শঙ্খ ঘোষ ১৯৯৯ সালে “রক্ত কল্যাণ নাটকটি” বাংলায় অনুবাদ করে দ্বিতীয় বারের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার অর্জন করেন। মূল নাটকটি কোন ভাষায় রচিত ছিল?
৭. শঙ্খ ঘোষের ছদ্মনাম কী ছিল?
৮. তাঁর প্রতিভার জন্য নানান সম্মান ও পুরস্কারের পাশাপাশি ২০১১ সালে পদ্ম পুরস্কারও অর্জন করেন কবি শঙ্খ ঘোষ।তাঁকে কোন পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছিল?
৯. কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর শঙ্খ ঘোষের লেখা বইটির নাম কী ?
১০. কোন কাব্যগ্রন্থের জন্য ১৯৮৯ সালে রবীন্দ্র পুরস্কার পান শঙ্খ ঘোষে ?
সাহিত্যিক শঙ্খ ঘোষের কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার –
- ১৯৭৭-এ ‘মূর্খ বড়, সামাজিক নয়’ কাব্যগ্রন্থের জন্য নরসিংহ দাস পুরস্কার পান।
- ১৯৭৭ সালেই আবার ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান।
- ১৯৮৯ সালে ‘ধুম লেগেছে হৃদকমলে’ কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার পান।
- ‘গান্ধর্ব কবিতাগুচ্ছ’-এর জন্য সরস্বতী পুরস্কার পান।
- ১৯৯৯ সালে বিশ্বভারতীর দ্বারা দেশিকোত্তম সম্মানে সম্মানিত হন।
- ১৯৯৯ সালে কন্নঢ় ভাষায় লেখা নাটক “রক্তকল্যাণ” এর অনুবাদের জন্য দ্বিতীয়বার সাহিত্য অ্যাকাডেমি সম্মান পান তিনি।
- ২০১১-য় ভারত সরকার শঙ্খ ঘোষেকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেন।
- ২০১৬ সালে জ্ঞানপীঠ পুরস্কার।
শঙ্খ ঘোষের কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ তালিকা –
ক্রমঃ | কাব্যগ্রন্থের নাম | সাল |
---|---|---|
১ | দিনগুলি রাতগুলি | ১৯৫৬ |
২ | এখন সময় নয় | ১৯৬৭ |
৩ | নিহিত পাতালছায়া | ১৯৬৭ |
৪ | শঙ্খ ঘোষের শ্রেষ্ঠ কবিতা | ১৯৭০ |
৫ | আদিম লতাগুল্মময় | ১৯৭২ |
৬ | মূর্খ বড় সামাজিক নয় | ১৯৭৪ |
৭ | বাবরের প্রার্থনা | ১৯৭৬ |
৮ | মিনিবুক | ১৯৭৮ |
৯ | তুমি তেমন গৌরী নও | ১৯৭৮ |
১০ | পাঁজরে দাঁড়ের শব্দ | ১৯৮০ |
১১ | কবিতাসংগ্রহ -১ | ১৯৮০ |
১২ | প্রহরজোড়া ত্রিতাল | ১৯৮২ |
১৩ | মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে | ১৯৮৪ |
১৪ | বন্ধুরা মাতি তরজায় | ১৯৮৪ |
১৫ | ধুম লেগেছে হৃদকমলে | ১৯৮৪ |
১৬ | কবিতাসংগ্রহ – ২ | ১৯৯১ |
১৭ | লাইনেই ছিলাম বাবা | ১৯৯৩ |
১৮ | গান্ধর্ব কবিতাগুচ্ছ | ১৯৯৪ |
১৯ | শঙ্খ ঘোষের নির্বাচিত প্রেমের কবিতা | ১৯৯৪ |
২০ | মিনি কবিতার বই | ১৯৯৪ |
২১ | শবের উপরে শামিয়ানা | ১৯৯৬ |
২২ | ছন্দের ভিতরে এত অন্ধকার | ১৯৯৯ |
২৩ | জলই পাষাণ হয়ে আছে | ২০০৪ |
২৪ | সমস্ত ক্ষতের মুখে পলি | ২০০৭ |
২৫ | মাটিখোঁড়া পুরোনো করোটি | ২০০৯ |
২৬ | গোটাদেশজোড়া জউঘর | ২০১০ |
২৭ | হাসিখুশি মুখে সর্বনাশ | ২০১১ |
২৮ | প্রতি প্রশ্নে জেগে ওঠে ভিটে | ২০১২ |
২৯ | প্রিয় ২৫ : কবিতা সংকলন | ২০১২ |
৩০ | বহুস্বর স্তব্ধ পড়ে আছে | ২০১৪ |
৩১ | প্রেমের কবিতা | ২০১৪ |
৩২ | শঙ্খ ঘোষের কবিতাসংগ্রহ | ২০১৫ |
৩৩ | শুনি নীরব চিৎকার | ২০১৫ |
৩৪ | এও এক ব্যথা উপশম | ২০১৭ |
শঙ্খ ঘোষের কিছু বিখ্যাত গদ্যগ্রন্থ তালিকা –
ক্রমঃ | গদ্যগ্রন্থের নাম | সাল |
---|---|---|
১ | কালের মাত্রা ও রবীন্দ্রনাটক | ১৯৬৯ |
২ | নিঃশব্দের তর্জনী | ১৯৭১ |
৩ | ছন্দের বারান্দা | ১৯৭২ |
৪ | এ আমির আবরণ | ১৯৮০ |
৫ | উর্বশীর হাসি | ১৯৮১ |
৬ | শব্দ আর সত্য | ১৯৮২ |
৭ | নির্মাণ আর সৃষ্টি | ১৯৮২ |
৮ | কল্পনার হিস্টোরিয়া | ১৯৮৪ |
৯ | জার্নাল | ১৯৮৫ |
১০ | ঘুমিয়ে পড়া এলবাম | ১৯৮৬ |
১১ | কবিতার মুহূর্ত | ১৯৮৭ |
১২ | কবিতালেখা কবিতাপড়া | ১৯৮৮ |
১৩ | ঐতিহ্যের বিস্তার | ১৯৮৯ |
১৪ | ছন্দময় জীবন | ১৯৯৩ |
১৫ | কবির অভিপ্রায় | ১৯৯৪ |
১৬ | এখন সব অলীক ক১৯৯৪ | |
১৭ | বইয়ের ঘর | ১৯৯৬ |
১৮ | সময়ের জলছবি | ১৯৯৮ |
১৯ | কবির মর্ম | ১৯৯৮ |
২০ | ইশারা অবিরত | ১৯৯৯ |
২১ | এই শহর রাখাল | ২০০০ |
২২ | ইচ্ছামতির মশা : ভ্রমণ | ২০০২ |
২৩ | দামিনির গান | ২০০২ |
২৪ | গদ্যসংগ্রহ ১-৬ | ২০০২ |
২৫ | অবিশ্বাসের বাস্তব | ২০০৩ |
২৬ | গদ্যসংগ্রহ – ৭ | ২০০৩ |
২৭ | সামান্য অসামান্য | ২০০৬ |
২৮ | প্রেম পদাবলী | ২০০৬ |
২৯ | ছেঁড়া ক্যামবিসের ব্যাগ | ২০০৭ |
৩০ | সময়পটে শঙ্খ ঘোষ : কবিতা সংকলন | ২০০৮ |
৩১ | ভিন্ন রুচির অন্ধকার | ২০০৯ |
৩২ | আরোপ আর উদ্ভাবন | ২০১১ |
৩৩ | বট পাকুড়ের ফেনা | ২০১১ |
৩৪ | গদ্যসংগ্রহ – ৮ | ২০১৩ |
৩৫ | দেখার দৃষ্টি | ২০১৪ |
৩৬ | আয়ওয়ার ডায়েরি | ২০১৪ |
৩৭ | নির্বাচিত প্রবন্ধ : রবীন্দ্রনাথ | ২০১৪ |
৩৮ | নির্বাচিত প্রবন্ধ : নানা প্রসঙ্গ | ২০১৪ |
৩৯ | নির্বাচিত গদ্যলেখা | ২০১৫ |
৪০ | গদ্যসংগ্রহ – ৯ | ২০১৫ |
৪১ | হে মহাজীবন : রবীন্দ্র প্রসঙ্গ | ২০১৬ |
৪২ | বেড়াতে যাবার সিঁড়ি | ২০১৬ |
৪৩ | অল্প স্বল্প কথা | ২০১৬ |
৪৪ | নিরহং শিল্পী | ২০১৭ |
৪৮ | গদ্যসংগ্রহ-১০ | ২০১৮ |
৪৬ | লেখা যখন হয় না | ২০১৯ |
৪৭ | পরম বন্ধু প্রদ্যুমন | ২০১৯ |
৪৮ | সন্ধ্যানদীর জলে : সংকলন | ২০১৯ |
আরো দেখে নাও : বাংলা ও বাঙালিয়ানা – শুভ নববর্ষ
রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ – বিশ্বকবি স্পেশাল – সেট ১৩১
কতটা জানি বিদ্যাসাগরকে । প্রশ্নোত্তরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ক্যুইজ
বাংলা কুইজ – সেট ১৬০ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্পেশাল কুইজ
To check our latest Posts - Click Here