ভারতের নির্বাচন কমিশন – গঠন, ক্ষমতা, দায়িত্ব, অপসারণ (২০২৩ ) – PDF
Election Commission of India
ভারতের নির্বাচন কমিশন – গঠন, ক্ষমতা, দায়িত্ব, অপসারণ (২০২৩ ) – PDF
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচন করবো ভারতের নির্বাচন কমিশন সম্পর্কিত বিভিন্ন তথ্য। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। ভারতের নির্বাচন কমিশনের গঠন, উদ্দেশ্য, ক্ষমতা, দায়িত্বসমূহ, মুখ্য নির্বাচন কমিশনার প্রভৃতি টপিক থেকে মাঝে মধ্যেই প্রশ্ন এসে থাকে। তাই এই টপিকটি খুব সুন্দর করে দেওয়া রইলো ছাত্রদের সুবিধার্থে।
Table of Contents
প্রতিষ্ঠাকাল :
ভারতের নির্বাচন কমিশন ১৯৫০ সালে ২৪ শে জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। সেই কারণে ২৪ শে জানুয়ারী ভারতে জাতীয় ভোটার দিবস পালন করা হয়।
প্রধান কার্যালয় :
ভারতের নির্বাচন কমিশনের প্রধানকার্যালয় ভারতের রাজধানী নতুন দিল্লীতে অবস্থিত।
নির্বাচন কমিশনের গঠন:
ভারতীয় সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে নিম্নলিখিত বিধানগুলি দেওয়া হয়েছে:
- ভারত নির্বাচন কমিশন ভারতের একটি স্বশাসিত সংস্থা যেটি দেশটির সকল নির্বাচন পরিচালনা করে থাকে।
- ভারতের রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করেন এবং অন্যান্য নির্বাচন কমিশনারগণ এর নিয়োগ ও তিনিই সম্পন্ন করেন।
- প্রয়োজনে একাধিক নির্বাচন আধিকারিককে মুখ্য নির্বাচন কমিশনারের সহকারী হিসেবেও নিয়োগ করা হয়,সেই ক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।
- ভারতের রাষ্ট্রপতি কমিশনকে সহায়তা করার জন্য নির্বাচন কমিশনের সাথে পরামর্শের পরে প্রয়োজনে আঞ্চলিক কমিশনারদেরও নিয়োগ করতে পারেন।
- ১৯৫০ থেকে ১৯৮৯ সালের অক্টোবর মাস পর্যন্ত মুখ্য নির্বাচন কমিশনারের সাথে দু’জন অতিরিক্ত নির্বাচন কমিশনার যুক্ত ছিলেন । ১৯৯০ সালের ১ জানুয়ারি থেকে এই দুটি অতিরিক্ত পদ বিলুপ্ত করা হয়। পরবর্তীতে ১৯৯৩ সালের ১ অক্টোবর পুনরায় দু’জন অতিরিক্ত নির্বাচন কমিশনার নিযুক্ত করা হয় এবং এই সংক্রান্ত আইনটি সংশোধনও করা হয়। সংশোধিত আইন অনুযায়ী, বর্তমানে ভারতে তিন জন নির্বাচন কমিশনার বহাল রয়েছেন। এঁদের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হিসেবে বলবৎ হয়। ভারতীয় সংসদের আইন অনুযায়ী, নির্বাচন কমিশনারদের মেয়াদ স্থির করা হয়।
নির্বাচন কমিশনের উদ্দেশ্য ,ক্ষমতা এবং দায়িত্বসমূহ:
- ইসি সীমানা পুনর্নির্ধারণ আইনের ভিত্তিতে সারা দেশে নির্বাচনী কেন্দ্রগুলির সীমা পুনর্নির্দেশ ও ভোটদাতার পরিধির পুনর্বিন্যাস করে।
- নির্বাচন কমিশন সমস্ত যোগ্য ভোটারদের ভোটার তালিকাভুক্ত করে এবং পর্যায়ক্রমে সংশোধন করে।
- নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ও রূপরেখা নির্ধারণ করে এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই করে।
- এটি রাজনৈতিক দলগুলিকে স্বীকৃতি প্রদান এবং দলগুলিকে নির্বাচনের প্রতীক বরাদ্দ সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি করতে আদালতের ভূমিকা পালন করে।
- নির্বাচন কমিশন নির্বাচন সংক্রান্ত ব্যবস্থা সংক্রান্ত বিরোধের তদন্তের জন্য কর্মকর্তাদের নিয়োগ দেয়।
- নির্বাচন কমিশন নির্বাচনের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের অনুসরণীয় আচরণবিধি নির্ধারণ করে।
- নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দলকে স্বীকৃতি দেয় এবং তাদের নির্বাচনী প্রতীক বরাদ্দ করে ।
- আকাশবাণী ও দূরদর্শনে ভোটপ্রার্থীদের প্রচারের সময় বণ্টন।
- নির্বাচন প্রক্রিয়ার অনুকূলে নিরপেক্ষ পরিবেশ সৃষ্টি করা এবং
- প্রযুক্তিগত বিষয়ে (যেমন বৈদ্যুতিন ভোটযন্ত্রের ব্যবহার) ভোটদাতাদের সচেতনতা বৃদ্ধি করা।
- বিধায়কদের অযোগ্যতা সংক্রান্ত বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দেয় নির্বাচন কমিশন।
- নির্বাচন কমিশন সংসদ সদস্যদের অযোগ্যতা সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ দেয়।
- বুথ ক্যাপচার, কারচুপি, হিংসা এবং অন্যান্য অনিয়মের ক্ষেত্রে নির্বাচন কমিশন নির্বাচন বাতিল করার ক্ষমতা রাখে।
- অবাধ ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা নিশ্চিত করতে নির্বাচন কমিশন সারাদেশে নির্বাচনের যন্ত্রপাতি তদারকি করে
- নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলিকে নিবন্ধভুক্ত করে এবং তাদের জাতীয় বা রাজ্য দলের মর্যাদা প্রদান করে (তাদের নির্বাচনের পারফরম্যান্সের উপর নির্ভর করে)।
- প্রার্থীপিছু নির্বাচনজনিত ব্যয়ের সীমা নির্ধারণ করা।
নির্বাচন কমিশনারের মেয়াদ/অপসারণ :
প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের মেয়াদ ৬৫ বছর বয়স অথবা কার্যভার গ্রহণের তারিখ হইতে ছয় বছর পর্যন্ত (যেটি আগে সম্পন্ন হয়) । তাছাড়া তারা যে কোনও সময় পদত্যাগের বিষয়টি ভারতের রাষ্ট্রপতিকে সম্বোধন করে পদত্যাগ করতে পারেন।
প্রমাণিত অযোগ্যতা এবং অসদাচরণের ভিত্তিতে ভারতের রাষ্ট্রপতি মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ করতে পারেন,এই পদ্ধতি ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি অপসারণের নিয়মের অনুরূপ। অবশ্য মুখ্য নির্বাচন কমিশনারের সুপারিশ অনুযায়ীও রাষ্ট্রপতি অপর নির্বাচন কমিশনারকে অপসারিত করতে পারেন।
বর্তমান নির্বাচন কমিশনার :
ভারতের বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার এবং নির্বাচন কমিশনার অরুন গোয়েল ও অনুপ চন্দ্র পাণ্ডে ।
ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের তালিকা :
ক্রমঃ | মুখ্য নির্বাচন কমিশনার | মেয়াদকাল |
---|---|---|
১ | সুকুমার সেন | ২১ মার্চ ১৯৫০ – ১৯ ডিসেম্বর ১৯৫৮ |
২ | কে ভি কে সুন্দরম | ২০ ডিসেম্বর ১৯৫৮ – ৩০ সেপ্টেম্বর ১৯৬৭ |
৩ | এস পি সেন ভার্মা | ১ অক্টোবর ১৯৬৭ – ৩০ সেপ্টেম্বর ১৯৭২ |
৪ | ড: নগেন্দ্র সিং | ১ অক্টোবর ১৯৭২ – ৬ ফেব্রুয়ারি ১৯৭৩ |
৫ | টি স্বামীনাথন | ৭ ফেব্রুয়ারি ১৯৭৩ – ১৭ জুন ১৯৭৭ |
৬ | এস এল শাকধার | ১৮ জুন ১৯৭৮ – ১৭ জুন ১৯৮২ |
৭ | আর কে ত্রিবেদী | ১৮ জুন ১৯৮২ – ৩১ ডিসেম্বর ১৯৮৫ |
৮ | আর ভি এস পেরি শাস্ত্রী | ১ জানুয়ারি ১৯৮৬ – ২৫ নভেম্বর ১৯৯০ |
৯ | শ্রীমতি ভি এস রমাদেবী | ২৬ নভেম্বর ১৯৯০ – ১১ ডিসেম্বর ১৯৯০ |
১০ | টি এন শেশান | ১২ ডিসেম্বর ১৯৯০ – ১১ ডিসেম্বর ১৯৯৬ |
১১ | ড: এম এস গিল | ১২ ডিসেম্বর ১৯৯৬ – ১৩ জুন ২০০১ |
১২ | জে এম ল্যংদোহ | ১৪ জুন ২০০১ – ৭ ফেব্রুয়ারি ২০০৪ |
১৩ | টি এস কৃষ্ণমূর্তি | ৮ ফেব্রুয়ারি ২০০৪ – ১৫ মে ২০০৫ |
১৪ | বি বি ট্যান্ডন | ১৬ মে ২০০৫ – ২৯ জুন ২০০৬ |
১৫ | এন গোপালাস্বামী | ৩০ জুন ২০০৬ – ২০ এপ্রিল ২০০৯ |
১৬ | নভিন ভি চাওলা | ২১ এপ্রিল ২০০৯ – ২৯ জুলাই ২০১০ |
১৭ | এস ওয়াই কুরাইশি | ৩০ জুলাই ২০১০ – ১০ জুন ২০১২ |
১৮ | ভি এস সাম্পাথ | ১১ জুন ২০১২ – ১৫ জানুয়ারি ২০১৫ |
১৯ | শ্রী এইচ এস ব্রহ্মা | ১৬ জানুয়ারি ২০১৫ – ১৮ এপ্রিল ২০১৫ |
২০ | ড: নাসিম জাইদি | ১৯ এপ্রিল ২০১৫ – ৫ জুলাই ২০১৭ |
২১ | এ কে জ্যোতি | ৬ জুলাই ২০১৭ – ২২ জানুয়ারি ২০১৮ |
২২ | ও পি রাওয়াত | ২৩ জানুয়ারি ২০১৮ – ০১ ডিসেম্বর ২০১৮ |
২৩ | সুনীল অরোরা | ০২ ডিসেম্বর ২০১৮ – ১২ এপ্রিল ২০২১ |
২৪ | সুশীল চন্দ্র | ১৩ এপ্রিল ২০২১ – ১৪ মে ২০২২ |
২৫ | রাজীব কুমার | ১৫ মে ২০২২ – বর্তমান |
ভারতের নির্বাচন কমিশন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর :
ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন ?
সুকুমার সেন
ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন ?
শ্রীমতি ভি এস রমাদেবী
ভারতের বর্তমান নির্বাচন কমিশনার কে ?
রাজীব কুমার
ভারতের নির্বাচন কমিশনার কে নিয়োগ করেন ?
ভারতের রাষ্ট্রপতি
ভারতের নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত ?
তিন জন ( একজন মখ্য নির্বাচন কমিশনার ও দুই জন নির্বাচন কমিশনার )
কোন কমিশন সুপারিশ করেছিল যে নির্বাচন কমিশন তিন সদস্যের সদস্য হওয়া উচিত ?
তাকুন্ডে কমিটি
ভারতের কোন প্রধান নির্বাচন কমিশনার ভারত ছাড়া নেপাল ও সুদানের প্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন ?
সুকুমার সেন
সংবিধানের কোন ধারায় ভারতের নির্বাচন কমিশন গঠনের কথা উল্লেখ রয়েছে ?
ভারতীয় সংবিধানের ৩২৪ নং ধারায় নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে।
নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ডাউনলোড করে নাও ।
Download Section :
- File Name : ভারতের নির্বাচন কমিশন – গঠন, ক্ষমতা, দায়িত্ব,অপসারণ (২০২১ ) – PDF
- File Size : 03 MB
- No. of Pages : 05
- Format: PDF
আরও দেখে নাও :
- ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা / আর্টিকেল – PDF
- ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী তালিকা – PDF
- কৃষি বিল ২০২০ – বিস্তারিত তথ্য – ভালো ও খারাপ দিক
- ভারতীয় সংবিধানের বিভিন্ন পার্ট । Parts Articles of the Indian Constitutions – PDF Download
- ভারতীয় সংবিধানের প্রস্তাবনা । Preamble to the Constitution of India
- স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভা । First Cabinet of India
To check our latest Posts - Click Here