Geography NotesGeneral Knowledge Notes in Bengali
সেভেন সামিট ও সেভেন ভলক্যানিক সামিট
Seven Summits and Seven Volcanic Summits
সেভেন সামিট ও সেভেন ভলক্যানিক সামিট
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিশ্বের সেভেন সামিট ও সেভেন ভলক্যানিক সামিট নিয়ে।
বিশ্বের সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ চূড়াকে সেভেন সামিট বা সাত চূড়া বলা হয়ে থাকে ।
সেভেন সামিট তালিকা
ক্রমঃ | মহাদেশ | সর্বোচ্চ চূড়া | উচ্চতা |
---|---|---|---|
১ | এশিয়া | মাউন্ট এভারেস্ট | ৮৮৪৮ মিটার |
২ | দক্ষিণ আমেরিকা | অ্যাকঙ্কগুয়া | ৬৯৬১ মিটার |
৩ | উত্তর আমেরিকা | মাউন্ট ডেনালি | ৬১৯৪ মিটার |
৪ | আফ্রিকা | মাউন্ট কিলিমাঞ্জারো | ৫৮৯৫ মিটার |
৫ | ইউরোপ | মাউন্ট এলব্রুস | ৫৬৪২ মিটার |
৬ | দক্ষিণ মেরু | ভিনসন ম্যাসিফ | ৪৮৯২ মিটার |
৭ | ওসিয়ানিয়া | পুনকাক জায়া | ৪৮৮৪ মিটার |
সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ আগ্নেয়গিরিকে একত্রে বলা হয় সেভেন ভলক্যানিক সামিট ।
সেভেন ভলক্যানিক সামিট তালিকা
ক্রমঃ | মহাদেশ | সর্বোচ্চ আগ্নেয়গিরি | উচ্চতা |
---|---|---|---|
১ | দক্ষিণ আমেরিকা | ওহোস দেল সালাদো | ৬৮৯৩ মিটার |
২ | আফ্রিকা | মাউন্ট কিলিমাঞ্জারো | ৫৮৯৫ মিটার |
৩ | ইউরোপ | মাউন্ট এলব্রুস | ৫৬৪২ মিটার |
৪ | উত্তর আমেরিকা | পিকো দে ওরিজাবা | ৫৬৩৬ মিটার |
৫ | এশিয়া | মাউন্ট দামাভান্দ | ৫৬১০ মিটার |
৬ | ওসিয়ানিয়া | মাউন্ট গিলয়ুয়ে | ৪৩৬৮ মিটার |
৭ | আন্টার্কটিকা | মাউন্ট সিডলি | ৪২৮৫ মিটার |
সত্যরূপ সিদ্ধান্ত
বিশ্বের কনিষ্ঠতম পর্বতারোহী হিসেবে সপ্ত শৃঙ্গ ও সপ্ত আগ্নেয়গিরি জয় করার বিশ্ব রেকর্ড রয়েছে ভারতের বিখ্যাত পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তের।
২০১৭-র ১৫ ডিসেম্বরের মধ্যে পৃথিবীর সাতটি মহাদেশের উচ্চতম সাতটি শৃঙ্গ জয় করেন সত্যরূপ।
২০১৯ সালের ১৬ই জানুয়ারির সকালে তিনি পৃথিবীর সাতটি মহাদেশের উচ্চতম আগ্নেয়গিরি জয় করেন।
আরও দেখে নাও :
- রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ – PDF
- ভারতের বিখ্যাত কিছু শৈল শহরের তালিকা – PDF
- ভারতের বিভিন্ন নদ-নদী – তাদের উপনদী, শাখানদী ও অন্যান্য তথ্য
- মাউন্ট এভারেস্ট – Mount Everest – এভারেস্ট পর্বত
- বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী – PDF – Major Straits of the World
- পশ্চিমবঙ্গের ভৌগোলিক স্বীকৃতিপ্রাপ্ত সামগ্ৰী
To check our latest Posts - Click Here