বি.আর.আম্বেদকর স্পেশাল কুইজ
আজ ৬ই ডিসেম্বর। বাবাসাহেব আম্বেদকরের মৃত্যুবার্ষিকী। ১৮৯১ সালে ১৪ই এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধানের স্থপতিকার ড: বাবাসাহেব ভীমরাও আম্বেদকর। আজকে আম্বেদকরের মৃত্যুদিন উপলক্ষ্যে দেওয়া রইলো বি.আর.আম্বেদকর স্পেশাল কুইজ ।
১. জওহরলাল নেহরু : কৌল
রবীন্দ্রনাথ ঠাকুর : কুশারী
ডঃ বি আর আম্বেদকর : ?
২. ডক্টর বি আর আম্বেদকর এর জন্মস্থান এর নাম এসেছে “Military Headquarters of War” এর নাম থেকে। বর্তমানে ডঃ আম্বেদকর নগর নামে পরিচিত এই স্থানটির পূর্বে কী নাম ছিল?
৩. বি আর আম্বেদকর কোন বিষয়ে ডক্টরেট ডিগ্রী (PhD) অর্জন করেন?
৪. প্রথম এবং একমাত্র ব্যক্তি হিসেবে ডঃ বি আর আম্বেদকর একটি গুরুত্বপূর্ণ ডিগ্রী Doctor All Science অর্জন করেন। কোন প্রতিষ্ঠান থেকে তাঁকে এই সম্মান হয়েছিল?
৫. ১৯৩৫-৩৬ সাল নাগাদ আম্বেদকর তাঁর জীবনের কিছু ঘটনা নিয়ে ২০ পৃষ্ঠার একটি আত্মজীবনী মূলক বই লেখেন,বইটির নাম কী?
৬. ১৯৩৬ সালে ডঃ বি আর আম্বেদকর একটি রাজনৈতিক দল গঠন করেন,যা ১৯৩৭ সালে বোম্বে নির্বাচনে অংশগ্রহণ করে। এই রাজনৈতিক দলটির কী নাম ছিল?
৭. ডঃ আম্বেদকর তাঁর লেখা “The Problem of the Rupee – Its Origin and its Solution” বইটিতে কিছু নির্দেশিকা,কার্য শৈলী এবং দৃষ্টি ভঙ্গি উপস্থাপন করেন,যেগুলি তিনি হিলটন ইয়ং কমিশনের সামনে রাখেন, এগুলি অনুসারে করে কোন ভারতীয় প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছিল?
৮. ভারতীয় সংবিধানের কারিগর বা স্থপতি বলা হয় বি. আর. আম্বেদকর কে। সংবিধান তৈরির সময় তিনি কোন কমিটির সভাপতি ছিলেন?
৯. স্বাধীন ভারতের প্রথম ক্যাবিনেটের সদস্য ছিলেন ডঃ আম্বেদকর। তাঁর অধীনে কোন মন্ত্রক ছিল?
১০. ডঃ বি আর আম্বেদকর এর সমাধিস্থল কী নামে পরিচিত ?
১১. কত সালে আম্বেদকর ভারতরত্ন সম্মান অর্জন করেন?
১২. স্বামী বিবেকানন্দ : রায়পুর
রাজীব গান্ধী : হায়দ্রাবাদ
সর্দার বল্লভভাই প্যাটেল : আহমেদাবাদ
ডঃ বি আর আম্বেদকর : ?
১৩. ডঃ বি আর আম্বেদকর এর জীবনের উপর ভিত্তি করে ২০০০ সালে “Dr. B.R. Ambedkar” নামে ফিচার ফ্লিম নির্দেশনা করেন জব্বর প্যাটেল। এই সিনেমায় আম্বেদকরের ভূমিকায় কে অভিনয় করেন?
১৪. আম্বেদকর হাউস স্মৃতিসৌধ বন্ধের বিরুদ্ধে ভারত সম্প্রতি আবেদন করেছে । এটি কোন দেশে অবস্থিত ?
১৫. সম্প্রতি ধর্মচক্র প্রবর্তন দিবস কার স্মৃতিতে পালন করা হলো ?
আরো দেখে নাও :
মহাত্মা গান্ধী কুইজ । Quiz on Mahatma Gandhi
বাংলা কুইজ – সেট ৯২ জওহরলাল নেহেরু স্পেশাল কুইজ
নেতাজি কুইজ – বাংলা কুইজ – সেট ৯৩
রবীন্দ্রনাথ ঠাকুর কুইজ – বিশ্বকবি স্পেশাল – সেট ১৩১
স্বামী বিবেকানন্দ স্পেশাল কুইজ -বাংলা কুইজ – সেট ৮৭
To check our latest Posts - Click Here