ইসলামিক কুইজ – Islamic Quiz in Bengali
Islamic Quiz Questions and Answers in Bengali
ইসলামিক কুইজ – Islamic Quiz in Bengali
দেওয়া রইলো ইসলামিক কুইজ প্রতিযোগিতার কিছু খুব সুন্দর প্রশ্ন ও উত্তর ।
১. নবীজির পিতামাতা যখন ইন্তেকাল করেন তখন নবীজির বয়স কত ছিল ?
২. “আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদাল আব্দুহু ওয়া রাসুলুহ” – এই কালেমার নাম কি ?
৩. মুমিন শব্দের অর্থ কি ?
৪. মহানবী পবিত্র মক্কায় তাঁর জীবনের কত বছর অতিবাহিত করেছেন?
৫. নামাজ কত ওয়াক্ত ?
৬. কোরআনে মানুষকে আল্লাহর প্রথম নিষেধ কি ?
৭. ইসলামের ভিত্তি কয়টি ?
৮. আল-কোরআনের আয়াত সংখ্যা কত ?
৯. কোরআনে “বিসমিল্লাহির রহমানির রহিম” বাক্যটি কতবার রয়েছে ?
১০. রসুল (ম:) এর জীবনদশায় সর্বপ্রথম কোন যুদ্ধে ভ্রাম্যমান হাসপাতাল স্থাপন করা হয় ?
১১. জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম শহর কোনটি ?
১২. সর্বপ্রথম কে কোথায় আজান দিয়েছিলেন ?
১৩. পবিত্র কুরআনে কতজন নবীর নাম উল্লেখ আছে ?
১৪. কোরআন সর্বপ্রথম কোথায় নাজিল হয় ?
১৫. সর্বপ্রথম কোরআনের বাংলা অনুবাদ কে করেন ?
১৬. কাবা শরীফ কে নির্মাণ করেন ?
১৭. মুসলিম জাহানের প্রথম খলিফা কে ছিলেন ?
১৮. মহানবী (সা:) ব্যবসার উদ্দেশ্যে কোথায় গিয়েছিলেন ?
১৯. মহানবী (সা:)-এর প্রথম স্ত্রী নাম কি ?
২০. ঈমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয়টি কি ?
২১. ইসলামের মূল ভিত্তি কয়টি ও কি কি? ?
1-ঈমান।
2-সালাত।
3-যাকাত।
4-হজ্ব।
5-সিয়াম।
আমাদের পোস্ট করা এই ইসলামিক কুইজটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সাথে আপনারা কোনো ভালো প্রশ্ন এই পোস্টে সংযুক্ত করতে চাইলে অবশ্যই কমেন্টে জানান ।
আরও দেখে নাও :
কালী পূজা কুইজ – দীপাবলি কুইজ – Diwali Quiz
বাংলা কুইজ – সেট ১৫৭ – দুর্গা পূজা স্পেশাল কুইজ।Quiz on Durga Puja
To check our latest Posts - Click Here
Many answer is wrong , please correct this
Could you please point out what are those ?