ফিফা বিশ্বকাপজয়ী দলের তালিকা 2022 – PDF
List of FIFA World Cup Winners | PDF
ফিফা বিশ্বকাপজয়ী দলের তালিকা – PDF
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ফিফা বিশ্বকাপজয়ী দলের তালিকা (List of FIFA World Cup Winners ) / ফুটবল বিশ্বকাপ জয়ী দলের তালিকা । তবে ফিফা বিশ্বকাপজয়ী দলের লিস্ট দেখে নেবার আগে আবার ফিফা সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর দেখে নিয়ে।
ফিফা (FIFA ) সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
১. ফিফা (FIFA ) কথাটির পুরো অর্থ কি ?
Fédération Internationale de Football Association
২. ফিফা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে ?
২১ মে, ১৯০৪ সালে
৩. ফিফার নীতিবাক্য কি?
For the Good of the Game
৪. প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপ কবে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
১৯৩০ সালে উরুগুয়েতে
৫. ফিফার সদর দপ্তর কোথায়?
সুইজারল্যান্ড
৬. ফুটবল বিশ্বকাপ কত সালে শুরু হয় ?
১৯৩০ সালে।
৭. বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় কত বছর পরপর?
৪ বছর
৮. বিশ্বকাপের ইতিহাসে প্রথম গোলটি কে করেছেন?
লুসিয়ান লরেন্ট
৯. কোন দেশ সর্বোচ্চবার বিশ্বকাপ জিতেছে?
ব্রাজিল
১০. ফিফার বর্তমান সভাপতি কে ?
জিয়ান্নি ইনফান্তিনো
ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন তালিকা
সাল | বিজয়ী দল | রানার – আপ | আয়োজক দেশ |
---|---|---|---|
১৯৩০ | উরুগুয়ে | আর্জেন্টিনা | উরুগুয়ে |
১৯৩৪ | ইতালি | চেকোস্লোভাকিয়া | ইতালি |
১৯৩৮ | ইতালি | হাঙ্গেরি | ফ্রান্স |
১৯৫০ | উরুগুয়ে | ব্রাজিল | ব্রাজিল |
১৯৫৪ | পশ্চিম জার্মানি | হাঙ্গেরি | সুইজারল্যান্ড |
১৯৫৮ | ব্রাজিল | সুইডেন | সুইডেন |
১৯৬২ | ব্রাজিল | চেকোস্লোভাকিয়া | চিলি |
১৯৬৬ | ইংল্যান্ড | নেদারল্যান্ডস | ইংল্যান্ড |
১৯৭০ | ব্রাজিল | ইতালি | মেক্সিকো |
১৯৭৪ | পশ্চিম জার্মানি | নেদারল্যান্ডস | পশ্চিম জার্মানি |
১৯৭৮ | আর্জেন্টিনা | নেদারল্যান্ডস | আর্জেন্টিনা |
১৯৮২ | ইতালি | পশ্চিম জার্মানি | স্পেন |
১৯৮৬ | আর্জেন্টিনা | পশ্চিম জার্মানি | মেক্সিকো |
১৯৯০ | পশ্চিম জার্মানি | আর্জেন্টিনা | ইতালি |
১৯৯৪ | ব্রাজিল | ইতালি | মার্কিন যুক্তরাষ্ট্র |
১৯৯৮ | ফ্রান্স | ব্রাজিল | ফ্রান্স |
২০০২ | ব্রাজিল | জার্মানি | জাপান/দক্ষিণ কোরিয়া |
২০০৬ | ইতালি | ফ্রান্স | জার্মানি |
২০১০ | স্পেন | নেদারল্যান্ডস | দক্ষিণ আফ্রিকা |
২০১৪ | জার্মানি | আর্জেন্টিনা | ব্রাজিল |
২০১৮ | ফ্রান্স | ক্রোয়েশিয়া | রাশিয়া |
২০২২ | আর্জেন্টিনা | ফ্রান্স | কাতার |
নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড নাও ।
Download Section:
- File Name : ফিফা বিশ্বকাপজয়ী দলের তালিকা – PDF – বাংলা কুইজ
- File Size: 2 MB
- Format: PDF
- No. of Pages: 03
আরও দেখে নাও :
বিভিন্ন খেলাধুলার মাঠের নাম PDF । Different Sports Ground Name
রোনাল্ডো স্পেশাল কুইজ – Quiz on Cristiano Ronaldo
বিভিন্ন আন্তর্জাতিক গেমসের ভেনু | Venue of Important International Games
বিভিন্ন খেলা ও সংশ্লিষ্ট ট্রফি
২০২২ সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
এবারের ফিফা বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হচ্ছে।
জিয়ান্নি ইনফান্তিনো কোন দেশের নাগরিক ?
জিয়ান্নি ইনফান্তিনো ইতালীয় ও সুইস উভয় দেশের নাগরিক।
ফিফার সদস্য দেশ কয়টি?
বর্তমানে ফিফার মোট সদস্য দেশ ২০৯টি ।
বাংলাদেশ ফিফার কততম সদস্য ?
১৮৬ তম
২০২২ সালের ফিফা বিশ্বকাপ জিতে নিল কোন দেশ ?
আর্জেন্টিনা
To check our latest Posts - Click Here