বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা – PDF
List of Important Waterfalls of the World
বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা – PDF
বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা : প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো পৃথিবীর কিছু উল্লেখযোগ্য জলপ্রপাত নিয়ে (List of Important Waterfalls of the World )
বিশ্বের উচ্চতম জলপ্রপাত তালিকা
বিশ্বের উচ্চতম জলপ্রপাত তালিকা নিচে দেওয়া রইলো।
জলপ্রপাত | উচ্চতা (মিটার ) | দেশ |
---|---|---|
অ্যাঞ্জেল জলপ্রপাত | ৯৭৯ | ভেনেজুয়েলা |
তুগেলা জলপ্রপাত | ৯৪৮ | দক্ষিণ আফ্রিকা |
ট্রেস হেরমানাস জলপ্রপাত | ৯১৪ | পেরু |
ওলো উপেনা জলপ্রপাত | ৯০০ | মার্কিন যুক্তরাষ্ট্র |
উমবিল্লা জলপ্রপাত | ৮৯৬ | পেরু |
ভিন্নুফসেন জলপ্রপাত | ৮৬০ | নরওয়ে |
বালাইফসেন জলপ্রপাত | ৮৫০ | নরওয়ে |
জেমস ব্রুস জলপ্রপাত | ৮৪০ | কানাডা |
ব্রাউন জলপ্রপাত | ৮৩৬ | নিউজিলান্ড |
স্ট্রুপেন জলপ্রপাত | ৮২০ | নরওয়ে |
বিহিলাউ জলপ্রপাত | ৭৯২ | মার্কিন যুক্তরাষ্ট্র |
কলোনিয়াল ক্রিক জলপ্রপাত | ৭৮৮ | মার্কিন যুক্তরাষ্ট্র |
মঙ্গেফসেন জলপ্রপাত | ৭৭৩ | নরওয়ে |
গোকতা ক্যাটারাক্টস | ৭৭১ | পেরু |
মুতারাজি জলপ্রপাত | ৭৬২ | জিম্বাবুয়ে |
ওসেমাইট জলপ্রপাত | ৭৩৯ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ক্যাসকেড দি ট্রু দে ফের | ৭২৫ | ফ্রান্স |
ওলমাফসেন | ৭২০ | নরওয়ে |
মানওয়াইনুই জলপ্রপাত | ৭১৯ | মার্কিন যুক্তরাষ্ট্র |
কেজেরাগফোসেন | ৭১৫ | নরওয়ে |
হ্যারিসন বেসিন জলপ্রপাত | ৭০৭ | মার্কিন যুক্তরাষ্ট্র |
হালোকু জলপ্রপাত | ৭০০ | মার্কিন যুক্তরাষ্ট্র |
চেম্বারলাইন জলপ্রপাত | ৭০০ | নিউজিল্যান্ড |
আলফ্রেড ক্রিক জলপ্রপাত | ৭০০ | কানাডা |
দান্তেফোসেন | ৭০০ | নরওয়ে |
ব্রুফোসেন | ৬৯৮ | নরওয়ে |
স্পায়ারফোসেন | ৬৯০ | নরওয়ে |
কুকেনাম, সাল্টো | ৬৭৪ | ভেনেজুয়েলা |
ইউতাজ, সাল্টো | ৬৭১ | ভেনেজুয়েলা |
বিশ্বের বিখ্যাত কিছু জলপ্রপাত
বিশ্বে জলপ্রপাত সংখ্যা অসীম। কোনো জলপ্রপাত তার উচ্চতার জন্য বিখ্যাত, আবার কেউ তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কেউ বা অন্য কোনো বিশেষ কারণে বিখ্যাত। দেখেই নিয়ে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ৫টি জলপ্রপাত ।
১. ইগুয়াসু জলপ্রপাত
ইগুয়াসু জলপ্রপাত আর্জেন্টিনা ও ব্রাজিলের সীমান্তে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম জলপ্রপাত গুলির মধ্যে একটি। কোটি কোটি বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই জলপ্রপাতের সৃষ্টি হয়।
২. নায়াগ্রা জলপ্রপাত
সম্ভবত বিশ্বের সবচেয়ে বিখ্যাত জলপ্রপাত। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই জলপ্রপাত ভ্রমণকারীদের অত্যন্ত জনপ্রিয় ।
৩. ভিক্টোরিয়া জলপ্রপাত
দক্ষিণ আমেরিকার জাম্বেজি নদীতে সৃষ্ট হয়েছে। একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
৪. কাইটিউর জলপ্রপাত
গুয়েনাতে অবস্থিত। এটি ভিক্টোরিয়া জলপ্রপাতের প্রায় দ্বিগুণ এবং নায়াগ্রা জলপ্রপাতের চেয়ে প্রায় ৫ গুন্ উঁচু।
৫. অ্যাঞ্জেল জলপ্রপাত
ভেনেজুয়েলার এই জলপ্রপাত বিশ্বের সর্বোচ্চ নিরবচ্ছিন্ন জলপ্রপাত। কটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
আরও দেখে নাও :
বিশ্বের গুরুত্বপূর্ণ প্রণালী – PDF – Major Straits of the World
ভারতের গুরুত্বপূর্ণ নদীপ্রকল্প সমূহ – PDF
ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল – PDF – গুরুত্বপূর্ণ নদনদী
এই নোটটির পিডিএফ ডাউনলোড লিংক নিচে দেওয়া রইলো ।
Download Section :
- File Name : বিশ্বের কিছু গুরুত্বপূর্ণ জলপ্রপাত তালিকা – PDF – বাংলা কুইজ
- File Size : 1.4 MB
- Format : PDF
- No. of Pages : 03
বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি ?
বিশ্বের উচ্চতম জলপ্রপাত হল অ্যাঞ্জেল ফলস্।
অ্যাঞ্জেল ফলস্ কোন দেশে অবস্থিত ?
ভেনেজুয়েলা ।
অ্যাঞ্জেল জলপ্রপাতটির উচ্চতা কত?
৯৭৯ মিটার (প্রায়)
আয়তনে সবচেয়ে বড় জলপ্রপাত কোনটি?
নায়াগ্রা জলপ্রপাত।
নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ?
কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত।
To check our latest Posts - Click Here