মাউন্ট এভারেস্ট – Mount Everest – এভারেস্ট পর্বত
Mount Everest
মাউন্ট এভারেস্ট – Mount Everest – এভারেস্ট পর্বত
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নিয়ে।মাউন্ট এভারেস্ট বা এভারেস্ট পর্বত হিমালয়ের মহালঙ্গুর হিমাল পর্বতমালায় অবস্থিত। পূর্বে এই পর্বত শিখর ১৫ (Peak 15 ) নামে পরিচিত ছিল। দেখে নিয়ে এভারেস্ট পর্বত সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ।
মাউন্ট এভারেস্টের নামকরণ
১৮৫৬ সালে ট্রিগোনোমেট্রিকাল সার্ভে অফ ইন্ডিয়ার সার্ভেয়র জেনারেল জর্জ এভারেস্টের নাম অনুসারে পৃথিবীতে সর্বোচ্চ শৃঙ্গেরনামকরণ করা হয় । এর পূর্বে এই শৃঙ্গ শিখর ১৫ (Peak 15 ) নামে পরিচিত ছিল।
মাউন্ট এভারেস্টের বিভিন্ন নাম
- নেপালে এই শৃঙ্গ সাগরমাথা নামে পরিচিত।
- তিব্বতিরা এই শৃঙ্গকে “চোমংলামা” বলে অভিহিত করে থাকে।
- চীন ভাষায় এই পর্বত শৃঙ্গকে বলা হয়ে থাকে “শেংমু ফেং” যার অর্থ “পবিত্র মাতা শৃঙ্গ”।
জানো কি ?
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। কিন্তু সৌরজগতের সর্বোচ্চ শৃঙ্গ হলো মঙ্গল গ্রহের অলিম্পাস মন্স যার উচ্চতা মাউন্ট এভারেস্টের প্রায় আড়াই গুন্।
পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা
- মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮৮৪৮.৮৬ মিটার । ২০২০ সালে সম্প্রতি চিন এবং নেপাল যৌথভাবে এভারেস্টের নতুন উচ্চতা পরিমাপ করে এবং সেই তথ্য অনুযায়ী এভারেস্টের উচ্চতা .৮৬ মিটার বৃদ্ধি পেয়েছে।
- এর আগে ১৯৫৪ সালে সার্ভে অফ ইন্ডিয়া এভারেস্টের উচ্চতা মেপেছিলো এবং তখন এটির উচ্চতা নির্ধারণ করা হয়েছিল ৮৮৪৮ মিটার বা ২৯,০২৮ ফুট।
- প্রসঙ্গত উলেখ্য যে এভারেস্টের প্রথম উচ্চতা মেপেছিলেন কিন্তু ১৮৩২ সালে একজন বাঙালি – রাধানাথ সিকদার।
বিশ্ব এভারেস্ট দিবস কবে পালন করা হয়?
২৯শে মে। ২৯ মে ১৯৫৩ সালে তেনজিং নোরগে এবং এডমণ্ড হিলারি প্রথম এভারেস্ট আরোহণ করেন। ২০০৮ সাল থেকে এই দিনটি সেই কারণে বিশ্ব এভারেস্ট দিবস হিসেবে পালন করা হচ্ছে।
এভারেস্টে বিভিন্ন অভিযান
- ১৮৫৫ সালে আলপাইন ক্লাবের প্রেসিডেন্ট ক্লিনটন টমাস ডেন্ট তার বই “Above The Snow Line” এ মন্তব্য করেন যে এভারেস্ট পর্বতে আরোহণ করা সম্ভব।
- এভারেস্ট জয়ের প্রথম শিরোপা যায় নেপালের তেনজিং নোরগে ও নিউজিল্যান্ডের এডমন্ড পার্সিভাল হিলারির কাছে। ১৯৫৩ সালে তারা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গের শীর্ষে পদার্পন করেন।
- ১৯৭৮ সালের ৮ মে অস্ট্রিয়ার পিটার হেবলার এবং ইতালির রেইনহোল্ড মেসনার প্রথম অক্সিজেন ছাড়া এভারেস্ট এর চূড়ায় সফলভাবে অরোহণ করেন।
- ১৯৭৫ সালের ১৬ মে প্রথম নারী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করার কৃতিত্ব লাভ করেন জাপানের জুনকো তাবেই।
- প্রথম দুইবার এভারেস্টে উঠতে সক্ষম হন শেরপা নাওয়াং গোম্বু। প্রথমে ১৯৬৩ সালে একটি আমেরিকান অভিযানে এবং ১৯৬৫ সালে একটি ইন্ডিয়ান অভিযানের মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো এভারেস্ট করেন।
- প্রথম প্রতিবন্ধী হিসেবে ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের টম হুইটেকার এভারেস্টের চূড়ায় উঠেন। একটি কৃত্রিম পা নিয়েও তিনি এভারেস্ট জয় করে বিশ্ববাসীকে চমকে দেন।
- ২৩বার মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড করেছেন – কমি রিতা শেরপা।
- সবচেয়ে কম সময়ে এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন লোখপা গেলু।
- এভারেস্ট জয়ী প্রথম বাঙালি পুরুষ – সত্যব্রত দাম।
- এভারেস্ট জয়ী প্রথম বাঙালি মহিলা – শিপ্রা মজুমদার ।
- প্রথম পশ্চিমবঙ্গের মহিলা আরোহণকারী – কুঙ্গা ভুটিয়া।
- এভারেস্ট জয়ী প্রথম পশ্চিমবঙ্গের বাসিন্দা – বসন্ত সিংহ রায় ও দেবাশিস সিনহা।
- এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা – বাচেন্দ্রি পাল (১৯৮৪ খ্রিস্টাব্দ )
- প্রথম দৃষ্টিহীন এভারেস্ট আরোহণকারী – মার্কিন যুক্তরাষ্ট্রের এরিকওয়েনমায়ার।
- এভারেস্ট চূড়ায় প্রথম বিবাহ করেন – মোনি মূলেপতি ও প্রেম দরজি।
- প্রথম আফ্রিকান কৃষ্ণাঙ্গ মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছেন – সারায় খুমালো।
- বিশ্বের সবচেয়ে উঁচু শিখর “মাউন্ট এভারেস্ট” জয়ী ভারতীয় প্রবীণতম মহিলা – সংগীতা বহল।
- কনিষ্ঠতম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট আরোহন করেছেন -মালাবাথ পূর্ণা ।
দেখে নাও :
ভারতের উল্লেখযোগ্য গিরিপথ সমূহ তালিকা – PDF – গুরুত্বপূর্ণ পাস্
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ – PDF
কোন নদী কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত – PDF
ভারতের গুরুত্বপূর্ণ নদীপ্রকল্প সমূহ – PDF
To check our latest Posts - Click Here