General Knowledge Notes in BengaliNotes
কে কোন নৃত্যের সাথে যুক্ত । বিভিন্ন নৃত্যশিল্পী তালিকা
Dances and Associated Dancers
কে কোন নৃত্যের সাথে যুক্ত । বিভিন্ন নৃত্যশিল্পী তালিকা
প্রিয় পাঠকেরা , তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের কিছু বিখ্যাত নৃত্যশিল্পী এবং তাঁদের মধ্যে কে কোন নৃত্যের সাথে যুক্ত তার তালিকা । ভারতের বিভিন্ন প্রচলিত নৃত্য বিশেষত শাস্ত্রীয় নৃত্যের সাথে কোন শিল্পী যুক্ত এগুলো মাঝে মধ্যেই পরীক্ষাগুলিতে জানতে চাওয়া হয়। তাই তোমাদের জন্য আমরা এই টপিকটি খুব সংক্ষেপে আলোচনা করলাম।
আরও দেখে নাও :
ভারতের ধ্রুপদী নৃত্য তালিকা । ক্লাসিক্যাল নৃত্য । Classical Dances of India
বিভিন্ন নৃত্যশিল্পী তালিকা
নৃত্য | নৃত্যশিল্পী |
---|---|
কথাকলি | চান্দু পানিক্কর গুরু কুনচু কুরুপ রামুন্নি নায়ার কৃষ্ণন কুট্টি গুরু গোপীনাথ রাগিনী দেবী রুবি মিশ্র কলামণ্ডলম রাজীব কলামণ্ডলম রাধিকা |
ভারতনাট্যম | মল্লিকা সারাভাই যামিনী কৃষ্ণমূর্তী অ্যালার্মেল ভল্লী পদ্ম সুব্রাহ্মণ্যম রুক্মিনী দেবী মৃণালিনী সারাভাই |
কত্থক | বিরজু মহারাজ শম্ভু মহারাজ দময়ন্তী যোশী সিতারা দেবী রোশন কুমারী উমা শর্মা কৃষ্ণ কুমার মহারাজ লাচ্চু মহারাজ শ্বাস্বতী সেন সুন্দর প্রসাদ মায়া রাও রোহিনী ভাতে |
কুচিপুরী | যামিনী কৃষ্ণমূর্তী রাজা রেড্ডি রাধা রেড্ডি তীর্থ নারায়ণ লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী চিন্তা কৃষ্ণ মুরলি |
মোহিনীয়াট্টম | সুনন্দা নায়ার স্মিতা রাজন বিজয়লক্ষ্মী কলামণ্ডলম কল্যাণিকুট্টি আম্মা রাধা দত্ত পল্লবী কৃষ্ণান রেমা শ্রীকান্ত |
ওড়িশী | ডোনা গাঙ্গুলী সংযুক্তা পানিগ্রাহী সোনাল মানসিংহ কেলুচরণ মহাপাত্র সো মিনতি মিশ্র দেবপ্রসাদ দাস প্রিয়ংবদা মোহান্তি ইন্দ্রানী রহমান |
মনিপুরী | যুমলেম্বম গম্ভিনী দেবী গুরু বিপিন সিনহা দর্শনা ঝভেরি নির্মলা মেহতা সবিতা মেহেতা |
ছৌ নাচ | পন্ডিত গোপাল প্রসাদ দুবে |
ভারতীয় নৃত্য শিল্পী সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
চিন্নায়া, পন্নিয়া, শিবানন্দম এবং বদিভেলু ভারতের নিম্নলিখিত কোন নৃত্যের সাথে সম্পর্কিত ?
ভারতনাট্যম
নিম্নের কোন নৃত্যের সাথে লাচ্চু মহারাজ সম্পর্কিত?
কত্থক
দময়ন্তী জোশী নিচের কোন নৃত্যের সাথে সম্পর্কিত ?
কত্থক
নীচের কোন নৃত্যের সাথে সিতারা দেবী সম্পর্কিত?
কত্থক
Download Section
- File Name : বিভিন্ন নৃত্যশিল্পী তালিকা – বাংলা কুইজ
- File Size : 1.2 MB
- No. of Pages : 03
- Format : PDF
- Language : Bengali
- Subject : Culture of India
To check our latest Posts - Click Here