ভারতের গুরুত্বপূর্ণ নদীপ্রকল্প সমূহ – PDF – নদী পরিকল্পনা
List of Important River Projects in India PDF
ভারতের গুরুত্বপূর্ণ নদীপ্রকল্প সমূহ PDF
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের গুরুত্বপূর্ণ নদীপ্রকল্প সমূহ ( List of Important River Projects in India ) এর তালিকা। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা। এই টপিকটি থেকে থেকে মাঝে মধ্যেই কম্পিটিটিভ পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে। অনেক ক্ষেত্রে কোনো নদীপ্রকল্পের নাম দিয়ে জানতে চাও হয় সেই প্রকল্পের অবস্থান বা কোন নদীর ওপরে প্রকল্পটি অবস্থিত। আমরা তাই ভারতের নদীপ্রকল্পগুলি নিয়ে একটি তালিকা দেওয়ার চেষ্টা করলাম। সাথে দেওয়া রইলো এই নোটটির PDF ফাইল। PDF ডাউনলোড লিংক নোটটির নিচের দিকে পেয়ে যাবে। ( Bharoter Nodiprokolpo , Bharoter Nodi Porikolpona ) । ভারতের বহুমুখী নদীপরিকল্পনা তালিকা ।
ভারতের গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা সমূহের তালিকা
ভারতের গুরুত্বপূর্ণ নদী পরিকল্পনা সমূহের তালিকা নিচে দেওয়া রইলো। কোন নদীপ্রকল্প কোন নদীর ওপরে অবস্থিত তার তালিকা ।
দেখে নাও : ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল । River confluences of India
ক্রমঃ | প্রকল্পের নাম | অবস্থান | যে নদীর ওপরে |
---|---|---|---|
১ | কংসাবতী প্রকল্প | পশ্চিমবঙ্গ | কংসাবতী |
২ | শিবসমুদ্রম প্রকল্প | কর্ণাটক | কাবেরী |
৩ | কুণ্ডা প্রকল্প | তামিলনাড়ু | কুন্ডা |
৪ | নাগার্জুনসাগর প্রকল্প | অন্ধ্রপ্রদেশ | কৃষ্ণা |
৫ | কৃষ্ণা প্রকল্প | কর্ণাটক | কৃষ্ণা |
৬ | কোয়না প্রকল্প | মহারাষ্ট্র | কোয়না |
৭ | নাগপুর পাওয়ার প্রজেক্ট | মহারাষ্ট্র | কোরাদি |
৮ | কোশী প্রকল্প | বিহার, নেপাল | কোশী |
৯ | লেট ব্যাঙ্ক ঘর্ঘরা | উত্তরপ্রদেশ | গঙ্গা |
১০ | মধ্যগঙ্গা ক্যানাল | উত্তরপ্রদেশ | গঙ্গা |
১১ | গণ্ডক প্রকল্প | বিহার, উত্তরপ্রদেশ | গণ্ডক |
১২ | গিরনা প্রকল্প | মহারাষ্ট্র | গিরনা |
১৩ | পুচাম্পদ প্রকল্প | অন্ধ্রপ্রদেশ | গোদাবরী |
১৪ | জয়াকাদি প্রকল্প | মহারাষ্ট্র | গোদাবরী |
১৫ | ঘাটপ্রভা প্রকল্প | কর্ণাটক | ঘাটপ্রভা |
১৬ | হিডকল প্রকল্প | কর্ণাটক | ঘাটপ্রভা |
১৭ | চম্বল প্রকল্প | রাজস্থান, মধ্যপ্রদেশ | চম্বল |
১৮ | রাণাপ্রতাপ সাগর প্রকল্প | রাজস্থান | চম্বল |
১৯ | গঙ্গাসাগর প্রকল্প | মধ্যপ্রদেশ | চম্বল |
২০ | জওহর সাগর প্রকল্প | রাজস্থান | চম্বল |
২১ | দলহস্তী প্রকল্প | জন্মু ও কাশ্মীর | চেনাব |
২২ | সালাল প্রকল্প | জম্মু ও কাশ্মীর | চেনাব |
২৩ | তুলবুল প্রকল্প | জম্মু ও কাশ্মীর | চেনাব |
২৪ | উরি পাওয়ার প্রকল্প | জম্মু ও কাশ্মীর | ঝিলাম |
২৫ | তাওয়া প্রকল্প | মধ্যপ্রদেশ | তাওয়া |
২৬ | কাঁকড়াপাড়া প্রকল্প | গুজরাট | তাপ্তি |
২৭ | উকাই প্রকল্প | গুজরাট | তাপ্তি |
২৮ | তুঙ্গভদ্রা প্রকল্প | অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক | তুঙ্গভদ্রা |
২৯ | দামোদর ঘাঁটি প্রকল্প | ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ | দামোদর |
৩০ | দুর্গা ব্যারেজ প্রকল্প | পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড | দামোদর |
৩১ | পাঞ্চেত প্রকল্প | ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ | দামোদর |
৩২ | নর্মদা সাগর প্রকল্প | মধ্যপ্রদেশ, গুজরাট | নর্মদা |
৩৩ | সর্দার সরোবর প্রকল্প | মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান | নর্মদা |
৩৪ | ভীমা প্রকল্প | মহারাষ্ট্র | পাওয়ানা |
৩৫ | পানাম প্রকল্প | গুজরাট | পানাম |
৩৬ | পূর্ণ প্রকল্প | মহারাষ্ট্র | পূর্ণ |
৩৭ | উচ্চ পেনগঙ্গা প্রকল্প | মহারাষ্ট্র | পেনগঙ্গা |
৩৮ | ইদ্দুকী প্রকল্প | কেরালা | পেরিয়ার |
৩৯ | তিলাইয়া প্রকল্প | ঝাড়খন্ড | বরাকর |
৪০ | বার্গি প্রকল্প | মধ্যপ্রদেশ | বার্গি |
৪১ | মান্ডি প্রকল্প | হিমাচলপ্রদেশ | বিয়াস |
৪২ | পং প্রকল্প | পাঞ্জাব | বিয়াস |
৪৩ | বিয়াস প্রকল্প | রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচলপ্রদেশ | বিয়াস |
৪৪ | মাতাতিল্লা প্রকল্প | উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ | বেতোয়া |
৪৫ | ভদ্রা প্রকল্প | কর্ণাটক | ভদ্রা |
৪৬ | তেহরি ড্যাম প্রকল্প | উত্তরাখন্ড | ভাগীরথী |
৪৭ | ময়ূরাক্ষী প্রকল্প | পশ্চিমবঙ্গ | ময়ূরাক্ষী |
৪৮ | হীরাকুঁদ প্রকল্প | ওড়িশা | মহানদী |
৪৯ | মহানদী বদ্বীপ প্রকল্প | ওড়িশা | মহানদী |
৫০ | মালপ্রভা প্রকল্প | কর্ণাটক | মালপ্রভা |
৫১ | মুচকুন্ড প্রকল্প | ওড়িশা, অন্ধ্রপ্রদেশ | মুচকুন্দ |
৫২ | রণজিৎ সাগর প্রকল্প | পাঞ্জাব | রবি |
৫৩ | রামগঙ্গা প্রকল্প | উত্তরপ্রদেশ | রামগঙ্গা |
৫৪ | রিহান্দ প্রকল্প | উত্তরপ্রদেশ | রিহান্দ |
৫৫ | ভাকরা নাঙ্গাল প্রকল্প | পাঞ্জাব, হিমাচলপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান | শতদ্রু |
৫৬ | নাথাপা ঝাকরি প্রকল্প | হিমাচলপ্রদেশ | শতদ্রু |
৫৭ | ইন্দিরা গান্ধী ক্যানাল | রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা | শতদ্রু |
৫৮ | কোল ড্যাম প্রকল্প | হিমাচলপ্রদেশ | শতদ্রু |
৫৯ | সরহিন্দ প্রকল্প | হরিয়ানা | শতদ্রু |
৬০ | রাজস্থান ক্যানাল প্রকল্প | পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান | শতদ্রু, বিয়াস, রবি |
৬১ | বানসাগর প্রকল্প | বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ | শোন |
৬২ | সরস্বতী প্রকল্প | কর্ণাটক | সরস্বতী |
৬৩ | সারদা প্রকল্প | উত্তরপ্রদেশ | সারদা, গোমতী |
৬৪ | মিনিমাতো বঙ্গ হাসদেও প্রকল্প | মধ্যপ্রদেশ | হাসদেও বঙ্গ |
আরও দেখে নাও :
- গুরুত্বপূর্ণ নদ-নদী ( PDF )
- বিখ্যাত শহর ও সংলগ্ন নদী ( PDF )
- ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল । River confluences of India
- পশ্চিমবঙ্গের নদনদী
- ভারতের কিছু গুরুত্বপূর্ণ বাঁধ ( PDF )
- ভারতের উল্লেখযোগ্য জলপ্রপাত
- পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহর
ভারতের বিভিন্ন নদীপরিকল্পনা সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা কোনটি?
ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা।
নাগার্জুন সাগর প্রকল্প কোথায় অবস্থিত ?
অন্ধ্রপ্রদেশ।
তেহরি বাঁধ দেওয়া হয়েছে কোন নদীর উপর এবং কোন রাজ্যে ?
ভাগীরথী , উত্তরাখন্ড।
স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোনটি ?
দামোদর ভ্যালি কর্পোরেশন।
উকাই বাঁধটি কোন নদীর ওপরে রয়েছে ?
তাপ্তি।
দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত কোন প্রকল্প অনুসারে পরিকল্পিত হয় ?
মার্কিন যুক্তরাষ্টের টেনেসি ভ্যালি প্রজেক্ট।
এই নোটটির PDF ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে ।
Download Section
- File Name : ভারতের গুরুত্বপূর্ণ নদীপ্রকল্প সমূহ – PDF – বাংলা কুইজ
- File Size : 1949 KB
- No. of Pages : 05
- Format : PDF
Covered Topics : বিভিন্ন নদী পরিকল্পনার নাম, ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা, বহুমুখী নদী পরিকল্পনা, বিভিন্ন নদী পরিকল্পনা, Different River Plants in India
To check our latest Posts - Click Here