বিভিন্ন রোগের ভ্যাকসিন এবং তার আবিস্কারক – PDF
List of Important Vaccines and their Inventors
বিভিন্ন রোগের ভ্যাকসিন এবং তার আবিস্কারক PDF
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো বিভিন্ন রোগের ভ্যাকসিন এবং তার আবিস্কারক নিয়ে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক এই ভ্যাকসিন ও তার আবিষ্কারকের তালিকা। মাঝে মধ্যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে কোনো একটি রোগের নাম বলে দিয়ে সেই রোগের ভ্যাকসিন আবিষ্কারকের নাম জানতে চাওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে কোনো বিজ্ঞানীর নাম উল্লেখ করে জানতে চাওয়া হয় তিনি কোন রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। নিচের তালিকাটি মনে রাখলে সহজেই সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব ।
বিভিন্ন রোগের টিকা এবং তার আবিস্কারক ।
বিভিন্ন রোগের ভ্যাকসিন এবং তার আবিস্কারক তালিকা
বিভিন্ন রোগের টিকা এবং তার আবিস্কারক তালিকা নিচে দেওয়া রইলো।
ভ্যাকসিন | আবিস্কারক | দেশ | সাল |
---|---|---|---|
রুবেলা ভাইরাস | রুবেলা ও সি আর এস | জার্মানি | ১৭৪০ |
স্মল পক্স | এডওয়ার্ড জেনার | ইংল্যান্ড | ১৭৯৬ |
মেনিনজাইটিস | ভিওসেউক্স | – | ১৮০৬ |
লেপ্রসি | গুই হেনরি ফগেট | সুইডেন | ১৮৭৩ |
কলেরা | লুই পাস্তুর | ফ্রান্স | ১৮৮০ |
টাইফয়েড ফিভার | এডওয়ার্ড রাইট | – | ১৮৮০ |
এনথ্রাক্স | লুই পাস্তুর | ফ্রান্স | ১৮৮১ |
রেবিস ভ্যাকসিন | লুই পাস্তুর | ফ্রান্স | ১৮৮৫ |
ডিপথেরিয়া এবং টিটেনাস | এডলফ ভন বেরিং ও সিবাসাবুরো কিটাসাটো | জার্মানি / জাপান | ১৮৯১ |
টাইফাস ভ্যাকসিন | চার্লস নিকোলে | ফ্রান্স | ১৯০৯ |
টিবি ভ্যাকসিন | এলবার্ট ক্যালমেট ও ক্যামাইল গুয়েরিন | ফ্রান্স | ১৯২২ |
ইয়েলো ফিভার | ম্যাক্স থেইলার | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৯৩০ |
ইনফ্লুয়েঞ্জা | জোনাস শল্ক ও থমাস ফ্রান্সিস | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৯৩৩ |
Q ফিভার | এইচ আর কক্স এবং গোর্ডন ডেভিস | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৯৩৭ |
পোলিও ভ্যাকসিন | জোনাস ই শল্ক | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৯৫২ |
পোলিও মাইলেটিস | ড: জোনাস শল্ক | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৯৫২ |
মিসেলস (হাম ) ভ্যাকসিন | জন এফ অ্যান্ডার্স, থমাস পিবল | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৯৫৩ |
ওরাল পোলিও ভ্যাকসিন | এলবার্ট ব্রুস সাবিন | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৯৫৫ |
হেপাটাইটিস – বি | ড: ব্লুমবার্গ ওয়ান | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৯৬৯ |
মাম্পস | মৌরিস হিলেমান | – | ১৯৬৯ |
চিকেন পক্স | মিচিয়াকি তাকাহাসি | – | ১৯৭২ |
হেপাটাইটিস – এ | স্টিভেন এম ফেনস্টোন | মার্কিন যুক্তরাষ্ট্র | ১৯৭৩ |
নিউমকোক্যাল নিউমোনিয়া | উইলিয়াম ওসলার | ,মার্কিন যুক্তরাষ্ট্র | ১৯৭৭ |
হেপাটাইটিস – ই | – | ভারত | ১৯৭৮ |
কোভিশিল্ড | সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া | ভারত | ২০২১ |
কোভাক্সিন | ভারত বায়োটেক ও ICMR-NIV | ভারত | ২০২১ |
হুপিং কাশি | জুলি বোর্ডেট এবং ওকটেভে জেনেগা | ফ্রান্স | – |
আরো দেখে নাও
মানবদেহের রোগ ও রোগাক্রান্ত অংশ
বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা – PDF
জীববিজ্ঞানে কিছু বিশিষ্ট বিজ্ঞানীদের অবদান/আবিষ্কার
গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক
বিভিন্ন রোগের ভ্যাকসিন সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর :
পোলিও টিকা আবিষ্কার করেন কে?
জোনাস সল্ক
গুটি বসন্ত রোগের টিকা কে আবিষ্কার করেন ?
এডওয়ার্ড জেনার
জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন কে ?
লুই পাস্তুর
হামের টিকার উদ্ভাবক কে ?
জন এফ অ্যান্ডার্স, থমাস পিবল
এই নোটের পিডিএফ ডাউনলোড লিংক নিচের ডাউনলোড সেকশন থেকে ডাউনলোড করে নাও ।
Download Section
- File Name : বিভিন্ন প্রকার ভ্যাকসিন এবং তার আবিস্কারক – PDF – বাংলা কুইজ
- File Size : 1528 KB
- No. of Pages : 03
- Format : PDF
- Language: Bengali
- Subject: Biology, Life Science
To check our latest Posts - Click Here