General Knowledge Notes in BengaliNotes

ম্যান বুকার পুরস্কার বিজেতাদের তালিকা – PDF

List of Man Booker Prize Winners in Bengali

ম্যান বুকার পুরস্কার বিজেতাদের তালিকা

প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো সমস্ত ম্যান বুকার পুরস্কার বিজেতাদের তালিকা (List of Man Booker Prize Winners in Bengali ) নিয়ে। বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন পুরস্কার এই বুকার পুরস্কার। তবে এই পুরস্কারের শর্তাবলীর মধ্যে একটি হলো যে লেখককে অবশ্যই কমনওয়েলথ, জিম্বাবুয়ে অথবা আয়ারল্যান্ডের নাগরিক হতে হবে, এবং উপন্যাসটি ইংরেজি ভাষায় রচিত হতে হবে। ২০১৩ সালে বুকার পুরস্কারের নিয়ম বদলে ইউকে এবং কমনওয়েলথের বাইরেও যারা ইংরাজি ভাষায় লিখছেন তাদের স্বীকৃতি দেওয়া হয়। ইংল্যান্ডের ম্যান গ্রুপের তরফ থেকে দেওয়া এই পুরস্কারটি ১৯৬৯ সাল থেকে প্রতিবছর দেওয়া হয়ে থাকে ।

বিশ্বের বাকি দেশগুলির কথা মাথায় রেখে বুকার পুরস্কারের ধারাবাহিকতায় ২০০৫ সাল থেকে ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করা হয়।

ম্যান বুকার পুরস্কার বিজেতাদের তালিকা

বছরলেখকউপন্যাসের নামদেশ
১৯৬৯পি. এইচ. নিউবিসামথিং টু আনসার ফরযুক্তরাজ্য
১৯৭০বার্নিস রুবেনসদ্য ইলেক্টেড মেম্বারযুক্তরাজ্য
১৯৭১ভি এস নাইপলইন অ্যা ফ্রি স্টেটত্রিনিদাদ ও টোবাগো
১৯৭২জন বার্গারজিযুক্তরাজ্য
১৯৭৩জেমস গর্ডন ফারেলদ্য সেইজ অফ কৃষ্ণপুরযুক্তরাজ্য ও আয়ারল্যান্ড
১৯৭৪নাডিন গর্ডিমারদ্য কনজারভেশনিস্টদক্ষিণ আফ্রিকা
স্ট্যানলি মিডলটনহলিডেযুক্তরাজ্য
১৯৭৫রুথ প্রয়ার ইয়াবভালাহিট অ্যান্ড ডাস্টযুক্তরাজ্য
১৯৭৬ডেভিড স্টোরিস্যাভাইলযুক্তরাজ্য
১৯৭৭পল স্কটস্টেয়িং অনযুক্তরাজ্য
১৯৭৮আইরিশ মুরডকদ্য সী, দ্য সীযুক্তরাজ্য
১৯৭৯পেনেলোপে ফিটজেরাল্ডঅফশোরযুক্তরাজ্য
১৯৮০উইলিয়াম গোল্ডিংরায়টস অফ পেসেজযুক্তরাজ্য
১৯৮১সালমান রুশদিমিডনাইটস চিলড্রেনভারত
১৯৮২থমাস কেনিলিশিন্ডলার্স আর্কঅস্ট্রেলিয়া
১৯৮৩জন ম্যাক্সওয়েল কুতসিলাইফ অ্যান্ড টাইম অফ মাইকেল কেদক্ষিণ আফ্রিকা
১৯৮৪আনিতা ব্রুকনারহোটেল ডু লাকযুক্তরাজ্য
১৯৮৫কেরি হুমদ্য বোন পিপলনিউজিল্যান্ড
১৯৮৬কিংস্লে অ্যামিসদ্য ওল্ড ডেভিলস্‌যুক্তরাজ্য
১৯৮৭পেনেলোপে লাইভলিমুন টাইগারযুক্তরাজ্য
১৯৮৮পিটার কেরিঅস্কার অ্যান্ড লুসিন্ডাঅস্ট্রেলিয়া
১৯৮৯কাজুও ইশিগুরোদ্য রিমেইনস অফ দ্য ডেযুক্তরাজ্য/জাপান
১৯৯০এ. এস. বায়াতপজেসন: অ্যা রোমান্সযুক্তরাজ্য
১৯৯১বেন ওকরিদ্য ফ্যামিস্‌ড রোডনাইজেরিয়া
১৯৯২মাইকেল ওন্ডাৎজিদ্য ইংলিশ পেশেন্টকানাডা
ব্যারি উন্সওর্থস্যাক্রেড হাঙ্গারযুক্তরাজ্য
১৯৯৩রডি ডয়েলপ্যাডি ক্লার্ক হা হা হাআয়ারল্যান্ড
১৯৯৪জেমস কেলম্যানহাউ লেট ইট ওয়াজ, হাউ লেটযুক্তরাজ্য
১৯৯৫প্যাট বার্কারদ্য গোস্ট রোডযুক্তরাজ্য
১৯৯৬গ্রাহাম সুইফটলাস্ট অর্ডারস্‌যুক্তরাজ্য
১৯৯৭অরুন্ধতী রায়দ্য গড অফ স্মল থিংসভারত
১৯৯৮ইয়ান ম্যাক্‌ইউয়ানঅ্যামস্টারডামযুক্তরাজ্য
১৯৯৯জন ম্যাক্সওয়েল কুতসিডিসগ্রেসদক্ষিণ আফ্রিকা
২০০০মার্গারেট অ্যাটউডদ্য ব্লাইন্ড অ্যাসাসিনকানাডা
২০০১পিটার কেরিট্রু হিস্ট্রি অফ দ্য কেলি গ্যাংযুক্তরাজ্য
২০০২ইয়ান মার্টেললাইফ অফ পাইকানাডা
২০০৩ডিবিসি পিঁয়েরভার্নন গড লিটলঅস্ট্রেলিয়া
২০০৪অ্যালান হলিংঘার্স্টদ্য লাইন অফ বিউটিযুক্তরাজ্য
২০০৫জন ব্যানভিলদ্য সীআয়ারল্যান্ড
২০০৬কিরণ দেশাইদ্য ইনহেরিটেন্স অফ লসভারত
২০০৭অ্যান এনরাইটদ্য গেদারিংআয়ারল্যান্ড
২০০৮অরবিন্দ আদিগাদ্য হোয়াইট টাইগারভারত
২০০৯হিলারি ম্যান্টেলউলফ হলযুক্তরাজ্য
২০১০হাওয়ার্ড জ্যাকবসনদ্য ফিঙ্কলার কোশ্চেনযুক্তরাজ্য
২০১১জুলিয়ান বার্নসদ্য সেন্স অফ অ্যান এন্ডিংযুক্তরাজ্য
২০১২হিলারি ম্যান্টেলব্রিং আপ দ্য বডিজযুক্তরাজ্য
২০১৩এলিয়ানর ক্যাটনদ্য লুমিনারিজনিউজিল্যান্ড
২০১৪রিচার্ড ফ্লানাগানদ্য ন্যারো রোড টু দ্য ডিপ নর্থঅস্ট্রেলিয়া
২০১৫মারলন জেমসঅ্যা ব্রিফ হিস্ট্রি অফ সেভেন কিলিংজ্যামাইকা
২০১৬পল বিটিদ্য সেলআউটযুক্তরাষ্ট্র
২০১৭জর্জ সান্ডার্সলিংকন ইন দ্য বার্ডোযুক্তরাষ্ট্র
২০১৮অ্যানা বার্নসমিল্কম্যানযুক্তরাজ্য
২০১৯মার্গারেট অ্যাটউডদ্য টেস্টামেন্টসকানাডা
বার্নার্ডাইন এভারিস্টোগার্ল, উইমেন, আদারযুক্তরাজ্য
২০২০ডগলাস স্টুয়ার্টশুগি বেইনস্কটিশ আমেরিকান
২০২১ডেভিড ডিওপঅ্যাট নাইট, অল ব্লাড ইস ব্ল্যাকফ্রান্স

ম্যান বুকার পুরস্কার থেকে কিছু প্রশ্ন ও উত্তর

১. ম্যান বুকার পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় ?
উত্তর : ১৯৬৯ থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়।

২. ২০২০ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে ?
উত্তর : ‘শুগি বেইন’ উপন্যাসের জন্য ২০২০ সালে বুকার পুরস্কার পেয়েছেন স্কটিশ-আমেরিকান লেখক ডগলাস স্টুয়ার্ট। ৪৪ বছর বয়সী এই লেখকের প্রথম উপন্যাস এটি।

৩. ম্যান বুকার পুরস্কারের অর্থমূল্য কত ?
উত্তর : ৫০ হাজার পাউন্ড

৪. ভারত থেকে প্রথম বুকার পুরস্কার পান কে ?
উত্তর : ১৯৮১ সালের তাঁর মিডনাইটস চিলড্রেন (Midnight’s Children ) বইটির জন্য ভারত থেকে প্রথম বুকের পুরস্কার পান সালমান রুশদী ।

৫. প্রথম কোন ভারতীয় মহিলা ম্যান বুকার পুরস্কার লাভ করেন ?
উত্তর : ১৯৯৭ সালের তাঁর দ্য গড অফ স্মল থিংস (The God of Small Things ) বইটির জন্য প্রথম ভারতীয় মহিলা হিসেবে বুকার পুরস্কার পান অরুন্ধতী রায় ।

৬. ২০২১ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে ?
উত্তর : ২০২১ সালে ফরাসি লেখক ডেভিড ডিওপ বুকার পুরস্কার পেলেন। তিনিই প্রথম ফরাসি লেখক যিনি এই পুরস্কার পেলেন। তিনি তার দ্বিতীয় উপন্যাস ‘অ্যাট নাইট, অল ব্লাড ইস ব্ল্যাক’-এর জন্য এই পুরস্কার লাভ করেছেন।

আরো দেখে নাও :

ভারতরত্ন পুরস্কার প্রাপকদের সম্পূর্ণ তালিকা

দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২১

২০২১ সালের গুরুপ্তপূর্ণ পুরস্কার এবং সম্মান

বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা –  PDF

পদ্ম পুরস্কার ২০২১ । Padma Awards 2021- PDF

ফিফা বর্ষসেরা পুরস্কার ২০২০ । FIFA Football Awards 2020

অ্যাকাডেমি পুরস্কার (অস্কার ) প্রাপ্ত চলচ্চিত্র

নোবেল পুরস্কার –  ২০২০ | Nobel Prize 2020 । PDF

নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ডাউনলোড করে নাও ।

Download Section 

  • File Name : ম্যান বুকার পুরস্কার বিজেতাদের তালিকা – PDF – বাংলা কুইজ
  • File Size : 1863 KB
  • Format : PDF
  • No. of Pages : 05

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button