History NotesGeneral Knowledge Notes in Bengali

কিছু ঐতিহাসিক গ্রন্থ ও তার লেখক – PDF – ঐতিহাসিক বই

List of the Historical Books and Authors in Bengali - PDF

কিছু ঐতিহাসিক গ্রন্থ ও তার লেখক

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো কিছু ঐতিহাসিক গ্রন্থ ও তার লেখক -এর তালিকা ( List of the Historical Books and Authors in Bengali ) । সাথে এই ঐতিহাসিক বই ও তার লেখকের তালিকার একটি PDF ফাইল দেওয়া রইলো তোমাদের অফলাইন পড়ার জন্য। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে কোন ঐতিহাসিক বইয়ের লেখক কে সেই টপিক থেকে মাঝে মধ্যেই প্রশ্ন এসে থাকে। নাচের লিস্টটি মনে রাখলে সেই সমস্ত ইতিহাসের প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দেওয়া সম্ভব।


আরো দেখে নাও : 


ঐতিহাসিক গ্রন্থ ও তার লেখক তালিকা

বিভিন্ন ঐতিহাসিক বই ও তার লেখক তালিকা নিচে দেওয়া রইলো।

ক্রমঃঐতিহাসিক গ্রন্থরচয়িতা
অন্নদামঙ্গলভারতচন্দ্র রায়গুণাকর
অভিজ্ঞানশকুন্তলমকালিদাস
অর্থশাস্ত্রকৌটিল্য বা চানক্য
অষ্টাধয়ীপানিনি
ইন্ডিকামেগাস্থিনিস
এলাহাবাদ প্রশস্তিহরিসেন
কথাসরিৎসাগরসোম দেবভট্ট
কাদম্বরীবানভট্ট
কাব্যাদর্শদন্ডি
১০কিরান-উস-সাদাহীনআমির খসরু
১১কীর্তি কৌমুদীসোমেশ্বর
১২গীতগোবিন্দজয়দেব
১৩গৌড়বাহবাকপতি
১৪চন্ডিমঙ্গলমুকুন্দরাম
১৫চন্দ্রচূড়উমাপতি ধর
১৬চরক সংহিতাচরক
১৭চৈতন্যচরিতামৃতকৃষ্ণদাস কবিরাজ
১৮চৈতন্যমঙ্গলজয়ানন্দ
১৯তবকৎ-ই-নাসিরিমিনহাস উস সিরাজ
২০তহফিক-ই-হিন্দঅলবেরুনী
২১তুজুকি বাবরবাবর
২২দশকুমারচরিতদন্ডি
২৩দানসাগর, অদ্ভুতসাগরবল্লাল সেন
২৪দেবী চন্দ্রগুপ্তমবিশাখ দত্ত
২৫পঞ্চতন্ত্রবিষ্ণু শর্মা
২৬পঞ্চসিদ্ধান্তিকাবরাহমিহির
২৭পবনদূতধোয়ী
২৮পরিব্রাজকবিবেকানন্দ
২৯প্রিয়দর্শিকাহর্ষবর্ধন
৩০ফো-কুয়ো-কিংফা-হিয়েন
৩১বর্তমান ভারতবিবেকানন্দ
৩২বৃহৎ সংহিতাবরাহমিহির
৩৩ব্রহ্মসিদ্ধান্তব্রম্হ্গুপ্ত
৩৪ভারত আত্মাবিপিনচন্দ্র পাল
৩৫মত্তবিলাসমহেন্দ্র বর্মন
৩৬মনসামঙ্গলকবি বিজয়গুপ্ত
৩৭মহাভারতব্যাসদেব
৩৮মহাভাষ্যপতঞ্জলী
৩৯মুদ্রারাক্ষসবিশাখ দত্ত
৪০মৃচ্ছকটিকশূদ্রক
৪১রত্নাবলীহর্ষবর্ধন
৪২রাজতরঙ্গিনীকলহন
৪৩রামচরিতসন্ধ্যাকর নন্দী
৪৪রামচরিত মানসতুলসী দাস
৪৫রামায়ণবাল্মীকি
৪৬রাহেলাইবন বতুতা
৪৭লাইফ ডিভাইনঅরবিন্দ ঘোষ
৪৮শ্রীকৃষ্ণবিজয়মালাধর বসু
৪৯শ্রীমদ্ভাগবত (বাংলায় অনুবাদ )মালাধর বসু
৫০সত্যার্থ প্রকাশদয়ানন্দ সরস্বতী
৫১সি-ইউ-কিহিউয়েন সাং
৫২সুশ্রুত সংহিতাসুশ্রুত
৫৩সূর্যসিদ্ধান্তআর্যভট্ট
৫৪স্বপ্নবাসবদত্তাভাস
৫৫হর্ষচরিতবানভট্ট
গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ ও তার রচয়িতা তালিকা

নিচে প্রদত্ত ডাউনলোড লিংক থেকে এই নোটটির PDF ফাইল ডাউনলোড করে নাও ।

Download Section : 

  • File Name : কিছু ঐতিহাসিক গ্রন্থ ও তার লেখক – PDF – ঐতিহাসিক বই
  • File Size : 1,155 KB
  • Format : PDF
  • No. of Pages : 04
  • Langauge : Bengali
  • Subjcect : History

ঐতিহাসিক গ্রন্থ ও লেখক সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর

রামচরিত মানস গ্রন্থের রচয়িতা কে?

কবি তুলসীদাস

বুদ্ধচরিত এর রচয়িতা কে ?

অশ্বঘোষ

অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে ?

পাণিনী

হর্ষচরিত কার লেখা ?

বাণভট্ট

হর্ষবর্ধনের লেখা তিনটি নাটকের নাম –

নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী

আরো দেখে নাও : 

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button