ভারতের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র তালিকা PDF । বিভিন্ন ব্যাঘ্র প্রকল্পের কেন্দ্র
List of Tiger Reserves in Indian Bengali PDF
ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা PDF । ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা / বিভিন্ন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র এর তালিকা ( List of Tiger Reserves in India Bengali )। কোন রাজ্যে কোন ব্যাঘ্র প্রকল্প অবস্থিত এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই প্রশ্ন এসে থাকে । তাই এই ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রের তালিকা তোমাদের সুবিধার্থে নিচে দেওয়া রইলো। সাথে দেওয়া রইলো কিছু আনুষঙ্গিক তথ্য।
Table of Contents
আরও দেখে নাও :
- ভারতের জাতীয় উদ্যান
- পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান | National Parks of West Bengal
- ভারতের রামসার সাইটের তালিকা PDF । Ramsar Sites in India
- জীববৈচিত্র্য এবং সংরক্ষণ । Biodiversity and Conservation
- বন্যপ্রাণী সংরক্ষণ
প্রজেক্ট টাইগার ( Project Tiger )
ব্যাঘ্র প্রকল্প ১৯৭২ সালে বেঙ্গল টাইগার সংরক্ষণের উদ্দেশ্যে ভারতে গৃহীত একটি বন্যপ্রাণী সংরক্ষণ প্রকল্প। ১৯৭৩ সালের ১লা এপ্রিল থেকে প্রজেক্ট টাইগার ভারতে কার্যকরী হয়। পরবর্তীকালে এটি ভারতের সর্বাপেক্ষা সফল সংরক্ষণ প্রকল্পে পরিণত হয়।
প্রজেক্ট টাইগার কর্মসূচীর মুখ্য উদ্দেশ্যগুলি হল
- দেশের প্রাকৃতিক আবাসস্থলে বাঘের সংখ্যা বৃদ্ধি করা
- বিলুপ্তির হাত থেকে বাঘ প্রজাতিটিকে রক্ষা করা
- বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য সহ জীবজ গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিকে সংরক্ষিত করা প্রভৃতি।
ব্যাঘ্র শুমারি (Tiger Census in India )
প্রতি ৪ বছর অন্তর National Tiger Conservation Authority (NTCA) সমগ্র ভারত জুড়ে বাঘের সংখ্যা, জন্ম, মৃত্যু, বৃদ্ধি, হ্রাস প্রভৃতি তথ্য সংগ্রহ করে ব্যাঘ্র শুমারি (Tiger Census in India ) সংঘটিত হয়।
ভারতে প্রথম ব্যাঘ্র শুমারি (Tiger Census in India ) শুরু হয় ২০০৬ সালে। ২০০৬ থেকে প্রতি ৪ বছর অন্তর ( ২০১০, ২০১৪, ২০১৮ ) ব্যাঘ্র শুমারি সংঘটিত হয়ে আসছে। শেষ ব্যাঘ্র শুমারি হয়েছিল ২০১৮ সালে এবং পরবর্তী ব্যাঘ্র শুমারি হতে চলেছে ২০২২ সালে ।
চতুর্থ ব্যাঘ্র শুমারি (২০১৮ সালের ব্যাঘ্র শুমারি )
বিশ্বের বৃহৎ ক্যামেরা ট্র্যাপিং বন্যপ্রাণ নিরীক্ষায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে ভারতের ২০১৮ সালের ব্যাঘ্রশুমারি। জানা গিয়েছে, সারা ভারত ব্যাঘ্র পরিসংখ্যান ২০১৮ সালের চতুর্থ চক্র অনুযায়ী দেশে বিশ্বব্যাপী বাঘের ২,৯৬৭টি বা ৭৫ শতাংশ বাঘ রয়েছে।
২০১৮ সালের ব্যাঘ্র শুমারিতে অত্যাধুনিক প্রযুক্তির সাথে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করা হয়েছিল । অ্যাপটির নাম “MSTrIPES” ( Monitoring System for Tigers – Intensive Protection and Ecological Status) । এই ব্যাঘ্র শুমারিতে ভারতকে ভারতের প্রতিবেশী দেশ ভুটান, নেপাল ও বাংলাদেশ সাহায্য করেছে ।
বর্তমানে ভারতের মোট ৫৫টি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে ।
ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা
ভারতের সমস্ত বাঘ সংরক্ষণ কেন্দ্রের তালিকা নিচে দেওয়া রইলো ।
ক্রমঃ | ব্যাঘ্র প্রকল্প | প্রতিষ্ঠার সময় | অবস্থান |
---|---|---|---|
১ | বন্দিপুর | ১৯৭৩-৭৪ | কর্নাটক |
২ | করবেট | ১৯৭৩-৭৪ | উত্তরাখণ্ড |
৩ | কানহা | ১৯৭৩-৭৪ | মধ্যপ্রদেশ |
৪ | মানস | ১৯৭৩-৭৪ | আসাম |
৫ | মেলঘাট | ১৯৭৩-৭৪ | মহারাষ্ট্র |
৬ | পালামৌ | ১৯৭৩-৭৪ | ঝাড়খন্ড |
৭ | রণথম্বোর | ১৯৭৩-৭৪ | রাজস্থান |
৮ | সিমলিপাল | ১৯৭৩-৭৪ | ওড়িশা |
৯ | সুন্দরবন | ১৯৭৩-৭৪ | পশ্চিমবঙ্গ |
১০ | পেরিয়ার | ১৯৭৮-৭৯ | কেরালা |
১১ | সরিস্কা | ১৯৭৮-৭৯ | রাজস্থান |
১২ | বক্সা | ১৯৮২-৮৩ | পশ্চিমবঙ্গ |
১৩ | ইন্দ্রাবতী | ১৯৮২-৮৩ | ছত্তিসগড় |
১৪ | নামদাফা | ১৯৮২-৮৩ | অরুনাচল প্রদেশ |
১৫ | নাগার্জুন সাগর শ্রীশৈলম | ১৯৮২-৮৩ | অন্ধ্রপ্রদেশ |
১৬ | দুধওয়া | ১৯৮৭-৮৮ | উত্তর প্রদেশ |
১৭ | কালাক্কাদ মুনদানথুরাই | ১৯৮৮-৮৯ | তামিলনাড়ু |
১৮ | বাল্মীকি | ১৯৮৯-৯০ | বিহার |
১৯ | পেঞ্চ | ১৯৯২-৯৩ | মধ্যপ্রদেশ |
২০ | তাদোবা-আন্ধেরি | ১৯৯৩-৯৪ | মহারাষ্ট্র |
২১ | বান্ধবগড় | ১৯৯৩-৯৪ | মধ্যপ্রদেশ |
২২ | পান্না | ১৯৯৪-৯৫ | মধ্যপ্রদেশ |
২৩ | দাম্পা | ১৯৯৪-৯৫ | মিজোরাম |
২৪ | ভদ্রা | ১৯৯৮-৯৯ | কর্নাটক |
২৫ | পেঞ্চ | ১৯৯৮-৯৯ | মহারাষ্ট্র |
২৬ | পাক্কে | ১৯৯৯-২০০০ | অরুনাচল প্রদেশ |
২৭ | নামেরী | ১৯৯৯-২০০০ | আসাম |
২৮ | সাতপুরা | ১৯৯৯-২০০০ | মধ্যপ্রদেশ |
২৯ | আনামালাই | ২০০৮-০৯ | তামিলনাড়ু |
৩০ | উদন্তি-সীতানাদি | ২০০৮-০৯ | ছত্তিসগড় |
৩১ | সাতকোশিয়া | ২০০৮-০৯ | ওড়িশা |
৩২ | কাজিরাঙ্গা | ২০০৮-০৯ | আসাম |
৩৩ | অচনকমার | ২০০৮-০৯ | ছত্তিসগড় |
৩৪ | ডান্ডেলি-আনশি (কালী) | ২০০৮-০৯ | কর্নাটক |
৩৫ | সঞ্জয় – ডুব্রি | ২০০৮-০৯ | মধ্যপ্রদেশ |
৩৬ | মুদুমালাই | ২০০৮-০৯ | তামিলনাড়ু |
৩৭ | নাগরহোল | ২০০৮-০৯ | কর্নাটক |
৩৮ | পারম্বিকুলাম | ২০০৮-০৯ | কেরালা |
৩৯ | সহ্যাদ্রি | ২০০৯-১০ | মহারাষ্ট্র |
৪০ | বিলিগিরি রঙ্গনাথ মন্দির | ২০১০-১১ | কর্নাটক |
৪১ | কাওয়াল | ২০১২-১৩ | তেলেঙ্গানা |
৪২ | সত্যমঙ্গলম | ২০১৩-১৪ | তামিলনাড়ু |
৪৩ | মুকুন্দ্র হিল | ২০১৩-১৪ | রাজস্থান |
৪৪ | নাভেগাঁও | ২০১৩-১৪ | মহারাষ্ট্র |
৪৫ | আমরাবাদ | ২০১৪ | তেলেঙ্গানা |
৪৬ | পিলভিট | ২০১৪ | উত্তর প্রদেশ |
৪৭ | বোর | ২০১৪ | মহারাষ্ট্র |
৪৮ | রাজাজী | ২০১৫ | উত্তরাখন্ড |
৪৯ | ওরাং | ২০১৬ | আসাম |
৫০ | কামলাং | ২০১৬ | অরুনাচল প্রদেশ |
৫১ | শ্রীভিলিপুথুর মেঘমালাই | ২০২১ | তামিলনাড়ু |
৫২ | রামগড় বিষধরী টাইগার রিজার্ভ | ২০২২ | রাজস্থান |
৫৩ | রানীপুর টাইগার রিজার্ভ | ২০২২ | উত্তর প্রদেশ |
৫৪ | ধোলপুর-কারাউলি টাইগার রিজার্ভ | ২০২৩ | রাজস্থান |
৫৫ | বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ | ২০২৩ | রাজস্থান |
ভারতের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র সম্পর্কিত তথ্য গুলি নেওয়া হয়েছে – NTCA সাইট থেকে ।
ভারতের ব্যাঘ্র প্রকল্প সম্পর্কিত কিছু প্রশ্নোত্তর
ভারতের বৃহত্তম ব্যাঘ্র প্রকল্প কোনটি ?
নাগার্জুনসাগর-শ্রীশৈলম টাইগার রিজার্ভ (অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা)
ভারতে ক্ষুদ্রতম টাইগার রিজার্ভ কোনটি ?
বোর টাইগার রিজার্ভ (মহারাষ্ট্র)
বর্তমানে ভারতে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা কয়টি ?
৫৫টি
ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প চালু করা হয় কবে ?
১৯৭৩ সালে
জিম করবেট জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত ?
উত্তরাখন্ড
প্রজেক্ট টাইগার কোন জাতীয় উদ্যানের শুরু হয় ?
জিম করবেট জাতীয় উদ্যান
National Tiger Conservation Authority কবে প্রতিষ্ঠিত হয় ?
২০০৫ সালের ডিসেম্বর মাসে ।
২০১৮ সালের ব্যাঘ্র শুমারিতে ভারতকে কোন কোন প্রতিবেশী দেশ সহায়তা করেছিল ?
ভুটান, নেপাল এবং বাংলাদেশ
Download Section
- File Name : ভারতের ব্যাঘ্র প্রকল্পের তালিকা
- File Size : 2446 KB
- Format : PDF
- No. of Pages : 05
আরও দেখে নাও :
- ভারতের জাতীয় উদ্যান
- পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান | National Parks of West Bengal
- ভারতের রামসার সাইটের তালিকা PDF । Ramsar Sites in India
- জীববৈচিত্র্য এবং সংরক্ষণ । Biodiversity and Conservation
- বন্যপ্রাণী সংরক্ষণ
To check our latest Posts - Click Here