History NotesGeneral Knowledge Notes in Bengali

PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর

800 Question-Answers on Modern Indian History in Bengali

আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর

৭০১. শান্তিনিকেতনে সংগীত ভবন ও কলাভবন কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় ? 1918 খ্রিস্টাব্দে
৭০২. শালগাছের ডাল সাঁওতালদের কাছে কীসের প্রতীক ? সাঁওতালদের কাছে সংঘবদ্ধতা ও সংগ্রামের প্রতীক।
৭০৩. শিংবোঙা কে ছিলেন মুন্ডা জাতির উপাস্য দেবতা বা সূর্য দেবতা।
৭০৪. শিকাগো ধর্ম সভায় বক্তৃতা কে দিয়েছিলেন?স্বামী বিবেকানন্দ
৭০৫. শিক্ষার হেরফের গ্রন্থটি রচনা কে করেন? রবীন্দ্র ঠাকুর
৭০৬. শিল্প বিরোধ নিবারণ বিল পাস হয় কবে? 1929 খ্রিস্টাব্দে
৭০৭. ‘শের-ই-বঙ্গাল’ নামে পরিচিত ছিলেন কে? ফজলুল হক
৭০৮. শ্রী রামকৃষ্ণদেবের ক্যান্সার রোগের চিকিৎসা কে করেছিলেন?মহেন্দ্রলাল সরকার
৭০৯. শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন? উইলিয়াম কেরি
৭১০. শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?1818 খ্রিষ্টাব্দে
৭১১. শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন স্থাপিত হয় কবে?1800 খ্রিষ্টাব্দে
৭১২. শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় কবে ? 1800 খ্রিস্টাব্দে
৭১৩. সংবাদ কৌমুদি প্রকাশ করেন? রামমোহন রায়
৭১৪. সংবাদ প্রভাকর প্রকাশ করেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত
৭১৫. সংবাদ প্রভাকর প্রথম কবে প্রকাশিত হয় ? 1831 খ্রিস্টাব্দে
৭১৬. সংবাদ প্রভাকর-এর প্রথম সম্পাদক কে ছিলেন ? ঈশ্বরচন্দ্র গুপ্ত
৭১৭. সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়?1878 খ্রিষ্টাব্দে
৭১৮. সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কে বলবৎ করেন? লর্ড লিটন
৭১৯. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?কৃষ্ণকুমার মিত্র
৭২০. সতীদাহ প্রথার অবসান ঘটে? 1829 খ্রিষ্টাব্দে
৭২১. সত্যজিৎ রায় কবে অস্কার প্রাপ্ত হন ? 1992 খ্রিস্টাব্দে
৭২২. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ? জ্যোতিবা ফুলে
৭২৩. সত্যশোধক সমাসজ -এর মুখপত্রের নাম কী ? দীন মিত্র।
৭২৪. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কতদিন স্থায়ী হয়েছিল ? 1763-1800 খ্রিস্টাব্দ পর্যন্ত।
৭২৫. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একজন নেতার নাম হল ভবানী পাঠকমজনু শাহ।
৭২৬. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নামকরণ করেন কে ? লর্ড ওয়ারেন হেস্টিংস।
৭২৭. সমাচার দর্পণ কি ধরনের পত্রিকা ছিল?সাপ্তাহিক
৭২৮. সরকার অরণ্য সংরক্ষণের অজুহাতে তৈরি করে অরণ্য আইন
৭২৯. সরকার ফরেস্ট-চার্টার প্রবর্তন করে1855 খ্রিস্টাব্দে
৭৩০. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? জাতীয় মহাফেজখানায়
৭৩১. সরকারিভাবে বঙ্গভঙ্গের প্রস্তাব কবে ঘোষিত হয় ? 20 জুলাই, 1905 খ্রিস্টাব্দে
৭৩২. সরকারের অরণ্য আইনের ফলে আঘাতপ্রাপ্ত হয়আদিবাসীদের জীবন ও জীবিকা
৭৩৩. সরোজিনী নাইডু কত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে সভাপতি হন ? 1925 খ্রিস্টাব্দে
৭৩৪. সর্বভারতীয় তফশিলি ফেডারেশন গঠিত হয় কবে? 1942 খিস্টাব্দে
৭৩৫. ‘সর্বভারতীয় নিপীড়িত শ্রেণির সমিতি’ কবে তৈরি হয়? 1926 খ্রিস্টাকে
৭৩৬. সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে বেশি ওজনের বাটখারা পরিচিত ছিলকেনারাম নামে
৭৩৭. সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল1855 খ্রিস্টাব্দের 30 জুন।
৭৩৮. সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেনসিধু, কানু
৭৩৯. সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিলেন ? সিধু, কানু, চাঁদ, ভৈরব।
৭৪০. সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেনলর্ড ক্যানিং
৭৪১. সাঁওতালদের জন্য সরকার যে বাসভূমি নির্দিষ্ট করে দিয়েছিল তা পরিচিত ছিলসাঁওতাল পরগনা
৭৪২. সাধারণ ব্রাহ্ম সমাজ কারা গড়ে তোলেন? শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু(1878 খ্রীষ্টাব্দে)
৭৪৩. সাপুরনি সাকলাৎওয়ালা কে ছিলেন ? ব্রিটিশ সাম্যবাদী দলের একজন নেতা।
৭৪৪. সাম্প্রদায়িক বাঁটোয়ারা ঘোষণাকে কেন্দ্র করে গান্ধিজি কোথায় অনশন শুরু করেন ? যারভেদা জেলে
৭৪৫. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কবে ঘোষিত হয় ? 1932 খ্রিস্টাব্দের 16 আগস্ট
৭৪৬. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি যখন স্বাক্ষরিত হয় তখন গান্ধিজি কোথায় ছিলেন ? যারবেদা জেলে ছিলেন।
৭৪৭. সারা ভারত কিষাণ কংগ্রেস গঠিত হয় কবে? 1936 খ্রিস্টাব্দে
৭৪৮. সারাভারত কিষাণ কংগ্রেসের সম্পাদক কে ছিলেন? এন জি রঙ্গ
৭৪৯. সারাভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?1937 খ্রিস্টাব্দে
৭৫০. সিপাহি বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে ঘোষণা করেন কে ? ব্রিটিশ সাংসদ ডিজরেলী

আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর

৭৫১. সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বলেছেন কে ? রমেশচন্দ্র মজুমদার
৭৫২. সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে ? দামোদর বিনায়ক সাভারকর
৭৫৩. সিপাহি বিদ্রোহের একটি কেন্দ্রের নাম করো। ব্যারাকপুর/দিল্লি।
৭৫৪. সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ? এনফিল্ড রাইফেলের ঘটনা।
৭৫৫. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ? মঙ্গল পান্ডে।
৭৫৬. সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলাট কে ছিলেন ? লর্ড ক্যানিং।
৭৫৭. সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন ? দ্বিতীয় বাহাদুর শাহ।
৭৫৮. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে
৭৫৯. সুভাষচন্দ্র বসু কবে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন? 1943 খ্রিস্টাব্দে
৭৬০. সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের আত্নজীবনীর নাম কি? এ নেশন ইন মেকিং
৭৬১. সূর্য সেনের ফাঁসি হয় কবে ? 1934 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি
৭৬২. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভুষণ
৭৬৩. স্কটিশ চার্চ কলেজ এর পূর্ব নাম কি? জেনারেল অ্যাসেম্বিলিজ ইনিস্টিটিউট
৭৬৪. স্কুলবুক সোসাইটি স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে ?1817 খ্রিষ্টাব্দে
৭৬৫. স্ট্যানলি জ্যাকসনকে কে গুলি করেন ? বীণা দাস
৭৬৬. স্ত্রীশিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না কার উক্তি? স্বামী বিবেকানন্দ
৭৬৭. স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত কোন গ্রন্থটি ? আনন্দমঠ উপন্যাসটি
৭৬৮. স্বদেশি আন্দোলনের যুগে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে কী বলা হত ? গোলদিঘির গোলামখানা।
৭৬৯. স্বদেশি আন্দোলনের সময়কার একটি বাংলা পত্রিকার নাম লেখো সন্ধ্যা।
৭৭০. হরিজন কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন ? গান্ধিজি
৭৭১. হরিজনদের জন্য গান্ধিজির তৈরি করা সংগঠনটির নাম কী ছিল? হরিজন সেবক সংঘ
৭৭২. হাজি শরিয়তউল্লাহের পর বাংলায় ফরাজি আন্দোলনের হাল ধরেছিলেন দুদুমিঞা
৭৭৩. হান্টার কমিশন কবে ঘোষিত হয়?1882 খ্রিষ্টাব্দে
৭৭৪. হাফটোন ফটোগ্রাফি গবেষণায় কোন বাঙালি কৃতিত্ব অর্জন করেন ? উপেন্দ্রকিশোর রায়চৌধুরি
৭৭৫. হিন্দিভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ? আলম আরা
৭৭৬. হিন্দু কলেজ কে, কবে প্রতিষ্ঠা করেন?ডেভিড হেয়ার,1817 খ্রিষ্টাব্দে
৭৭৭. হিন্দু কলেজের বর্তমান নাম কি?প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
৭৭৮. হিন্দু থিয়েটার-এর প্রতিষ্ঠাতা কে? প্রসন্নকুমার ঠাকুর
৭৭৯. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দে
৭৮০. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মালিক কে ছিলেন? মধুসুদন রায়
৭৮১. হিন্দু প্যাট্রিয়ট-এর প্রথম সম্পাদক কে ছিলেন ? গিরিশচন্দ্র ঘোষ ও হরিশচন্দ্র মুখোপাধ্যায়
৭৮২. হিন্দু বালিকা বিদ্যালয় বর্তমানে কি নামে পরিচিত?বেথুন স্কুল
৭৮৩. হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়?1870 খ্রিষ্টাব্দে
৭৮৪. হিন্দুমেলার পূর্ব নাম কী ছিল? চৈত্র মেলা।
৭৮৫. হিন্দুমেলার প্রতিষ্ঠাতা কে? নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসু।
৭৮৬. হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে গঠন করেন? চন্দ্রশেখর আজাদ।
৭৮৭. হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? জেমস মিল
৭৮৮. ‘হিস্ট্রি অব হিন্দু কেমিষ্ট্রি’ গ্রন্থটি কে রচনা করেন? প্রফুল্লচন্দ্র রায়
৭৮৯. ‘হিস্ট্রি ফ্রম বিলো’ গ্রন্থের লেখক কে? ই. পি থমসন
৭৯০. হিস্ট্রি ফ্রম বিলো-  গ্রন্থের লেখক কে? ই.পি থমসন
৭৯১. হুতুম পেঁচা কার ছদ্মনাম?কালীপ্রসন্ন সিংহের
৭৯২. হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটির লেখক? কালীপ্রসন্ন সিংহ
৭৯৩. হুতোম প্যাঁচার নকশা প্রথম প্রকাশিত হয়?1861 খ্রিস্টাব্দে.
৭৯৪. হেদায়তি নামে পরিচিত ছিলতিতুমিরের অনুগামীরা
৭৯৫. হেদায়তিনা মে কারা পরিচিত ছিল ? তিতুমিরের অনুগামীরা।
৭৯৬. হেয়ার সাহেব প্রতিষ্ঠিত পটলডাঙার বিদ্যালয়টির নাম? হেয়ার স্কুল
৭৯৭. হোমরুল কথার অর্থ কী?স্বায়ত্তশাসন।
৭৯৮. হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি গ্রন্থের লেখক কে? কমলা ভাসিন
৭৯৯. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন ?  দাদাভাই নওরােজি 
৮০০. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল ?  সুরাট

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8
Telegram

Related Articles

Back to top button