PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর
800 Question-Answers on Modern Indian History in Bengali
আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর
৭০১. শান্তিনিকেতনে সংগীত ভবন ও কলাভবন কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় ?➟ 1918 খ্রিস্টাব্দে
৭০২. শালগাছের ডাল সাঁওতালদের কাছে কীসের প্রতীক ?➟ সাঁওতালদের কাছে সংঘবদ্ধতা ও সংগ্রামের প্রতীক।
৭০৩. শিংবোঙা কে ছিলেন ➟মুন্ডা জাতির উপাস্য দেবতা বা সূর্য দেবতা।
৭০৪. শিকাগো ধর্ম সভায় বক্তৃতা কে দিয়েছিলেন?➟স্বামী বিবেকানন্দ
৭০৫. শিক্ষার হেরফের গ্রন্থটি রচনা কে করেন?➟ রবীন্দ্র ঠাকুর
৭০৬. শিল্প বিরোধ নিবারণ বিল পাস হয় কবে?➟ 1929 খ্রিস্টাব্দে
৭০৭. ‘শের-ই-বঙ্গাল’ নামে পরিচিত ছিলেন কে?➟ ফজলুল হক
৭০৮. শ্রী রামকৃষ্ণদেবের ক্যান্সার রোগের চিকিৎসা কে করেছিলেন?➟মহেন্দ্রলাল সরকার
৭০৯. শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন?➟ উইলিয়াম কেরি
৭১০. শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?➟1818 খ্রিষ্টাব্দে
৭১১. শ্রীরামপুর ব্যাপ্টিস্ট মিশন স্থাপিত হয় কবে?➟1800 খ্রিষ্টাব্দে
৭১২. শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় কবে ?➟ 1800 খ্রিস্টাব্দে
৭১৩. সংবাদ কৌমুদি প্রকাশ করেন?➟ রামমোহন রায়
৭১৪. সংবাদ প্রভাকর প্রকাশ করেন?➟ ঈশ্বরচন্দ্র গুপ্ত
৭১৫. সংবাদ প্রভাকর প্রথম কবে প্রকাশিত হয় ?➟ 1831 খ্রিস্টাব্দে
৭১৬. সংবাদ প্রভাকর-এর প্রথম সম্পাদক কে ছিলেন ?➟ ঈশ্বরচন্দ্র গুপ্ত
৭১৭. সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়?➟1878 খ্রিষ্টাব্দে
৭১৮. সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন কে বলবৎ করেন?➟ লর্ড লিটন
৭১৯. সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?➟কৃষ্ণকুমার মিত্র
৭২০. সতীদাহ প্রথার অবসান ঘটে? ➟ 1829 খ্রিষ্টাব্দে
৭২১. সত্যজিৎ রায় কবে অস্কার প্রাপ্ত হন ? ➟ 1992 খ্রিস্টাব্দে
৭২২. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?➟ জ্যোতিবা ফুলে
৭২৩. সত্যশোধক সমাসজ -এর মুখপত্রের নাম কী ?➟ দীন মিত্র।
৭২৪. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ কতদিন স্থায়ী হয়েছিল ?➟ 1763-1800 খ্রিস্টাব্দ পর্যন্ত।
৭২৫. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের একজন নেতার নাম হল ভবানী পাঠক➟মজনু শাহ।
৭২৬. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নামকরণ করেন কে ?➟ লর্ড ওয়ারেন হেস্টিংস।
৭২৭. সমাচার দর্পণ কি ধরনের পত্রিকা ছিল?➟সাপ্তাহিক
৭২৮. সরকার অরণ্য সংরক্ষণের অজুহাতে তৈরি করে➟ অরণ্য আইন
৭২৯. সরকার ফরেস্ট-চার্টার প্রবর্তন করে➟1855 খ্রিস্টাব্দে
৭৩০. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়?➟ জাতীয় মহাফেজখানায়
৭৩১. সরকারিভাবে বঙ্গভঙ্গের প্রস্তাব কবে ঘোষিত হয় ? ➟ 20 জুলাই, 1905 খ্রিস্টাব্দে
৭৩২. সরকারের অরণ্য আইনের ফলে আঘাতপ্রাপ্ত হয়➟আদিবাসীদের জীবন ও জীবিকা
৭৩৩. সরোজিনী নাইডু কত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের বাৎসরিক অধিবেশনে সভাপতি হন ?➟ 1925 খ্রিস্টাব্দে
৭৩৪. সর্বভারতীয় তফশিলি ফেডারেশন গঠিত হয় কবে?➟ 1942 খিস্টাব্দে
৭৩৫. ‘সর্বভারতীয় নিপীড়িত শ্রেণির সমিতি’ কবে তৈরি হয়?➟ 1926 খ্রিস্টাকে
৭৩৬. সাঁওতাল অধ্যুষিত অঞ্চলে বেশি ওজনের বাটখারা পরিচিত ছিল➟কেনারাম নামে
৭৩৭. সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল➟1855 খ্রিস্টাব্দের 30 জুন।
৭৩৮. সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন➟সিধু, কানু
৭৩৯. সাঁওতাল বিদ্রোহের নেতা কারা ছিলেন ?➟ সিধু, কানু, চাঁদ, ভৈরব।
৭৪০. সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন➟লর্ড ক্যানিং
৭৪১. সাঁওতালদের জন্য সরকার যে বাসভূমি নির্দিষ্ট করে দিয়েছিল তা পরিচিত ছিল➟সাঁওতাল পরগনা
৭৪২. সাধারণ ব্রাহ্ম সমাজ কারা গড়ে তোলেন?➟ শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু(1878 খ্রীষ্টাব্দে)
৭৪৩. সাপুরনি সাকলাৎওয়ালা কে ছিলেন ?➟ ব্রিটিশ সাম্যবাদী দলের একজন নেতা।
৭৪৪. সাম্প্রদায়িক বাঁটোয়ারা ঘোষণাকে কেন্দ্র করে গান্ধিজি কোথায় অনশন শুরু করেন ?➟ যারভেদা জেলে
৭৪৫. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কবে ঘোষিত হয় ? ➟1932 খ্রিস্টাব্দের 16 আগস্ট
৭৪৬. সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি যখন স্বাক্ষরিত হয় তখন গান্ধিজি কোথায় ছিলেন ? ➟যারবেদা জেলে ছিলেন।
৭৪৭. সারা ভারত কিষাণ কংগ্রেস গঠিত হয় কবে?➟ 1936 খ্রিস্টাব্দে
৭৪৮. সারাভারত কিষাণ কংগ্রেসের সম্পাদক কে ছিলেন?➟ এন জি রঙ্গ
৭৪৯. সারাভারত কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?➟1937 খ্রিস্টাব্দে
৭৫০. সিপাহি বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলে ঘোষণা করেন কে ?➟ ব্রিটিশ সাংসদ ডিজরেলী
আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর
৭৫১. সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা আন্দোলন বলেছেন কে ? ➟ রমেশচন্দ্র মজুমদার
৭৫২. সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে ? ➟ দামোদর বিনায়ক সাভারকর
৭৫৩. সিপাহি বিদ্রোহের একটি কেন্দ্রের নাম করো।➟ ব্যারাকপুর/দিল্লি।
৭৫৪. সিপাহি বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ?➟ এনফিল্ড রাইফেলের ঘটনা।
৭৫৫. সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ কে ? ➟ মঙ্গল পান্ডে।
৭৫৬. সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড়োলাট কে ছিলেন ?➟ লর্ড ক্যানিং।
৭৫৭. সিপাহি বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন ? ➟ দ্বিতীয় বাহাদুর শাহ।
৭৫৮. সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন ➟কোল বিদ্রোহে
৭৫৯. সুভাষচন্দ্র বসু কবে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন? ➟1943 খ্রিস্টাব্দে
৭৬০. সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের আত্নজীবনীর নাম কি?➟ এ নেশন ইন মেকিং
৭৬১. সূর্য সেনের ফাঁসি হয় কবে ?➟ 1934 খ্রিস্টাব্দের 12 জানুয়ারি
৭৬২. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন?➟ দ্বারকানাথ বিদ্যাভুষণ
৭৬৩. স্কটিশ চার্চ কলেজ এর পূর্ব নাম কি?➟ জেনারেল অ্যাসেম্বিলিজ ইনিস্টিটিউট
৭৬৪. স্কুলবুক সোসাইটি স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে ?➟1817 খ্রিষ্টাব্দে
৭৬৫. স্ট্যানলি জ্যাকসনকে কে গুলি করেন ? ➟বীণা দাস
৭৬৬. স্ত্রীশিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না কার উক্তি?➟ স্বামী বিবেকানন্দ
৭৬৭. স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত কোন গ্রন্থটি ?➟ আনন্দমঠ উপন্যাসটি
৭৬৮. স্বদেশি আন্দোলনের যুগে কলকাতা বিশ্ববিদ্যালয়কে ব্যঙ্গ করে কী বলা হত ? ➟গোলদিঘির গোলামখানা।
৭৬৯. স্বদেশি আন্দোলনের সময়কার একটি বাংলা পত্রিকার নাম লেখো➟ সন্ধ্যা।
৭৭০. হরিজন কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেন ? ➟গান্ধিজি
৭৭১. হরিজনদের জন্য গান্ধিজির তৈরি করা সংগঠনটির নাম কী ছিল? ➟হরিজন সেবক সংঘ
৭৭২. হাজি শরিয়তউল্লাহের পর বাংলায় ফরাজি আন্দোলনের হাল ধরেছিলেন ➟ দুদুমিঞা
৭৭৩. হান্টার কমিশন কবে ঘোষিত হয়?➟1882 খ্রিষ্টাব্দে
৭৭৪. হাফটোন ফটোগ্রাফি গবেষণায় কোন বাঙালি কৃতিত্ব অর্জন করেন ?➟ উপেন্দ্রকিশোর রায়চৌধুরি
৭৭৫. হিন্দিভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ?➟ আলম আরা
৭৭৬. হিন্দু কলেজ কে, কবে প্রতিষ্ঠা করেন?➟ডেভিড হেয়ার,1817 খ্রিষ্টাব্দে
৭৭৭. হিন্দু কলেজের বর্তমান নাম কি?➟প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
৭৭৮. হিন্দু থিয়েটার-এর প্রতিষ্ঠাতা কে? ➟ প্রসন্নকুমার ঠাকুর
৭৭৯. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়?➟ 1863 খ্রিস্টাব্দে
৭৮০. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার মালিক কে ছিলেন? ➟ মধুসুদন রায়
৭৮১. হিন্দু প্যাট্রিয়ট-এর প্রথম সম্পাদক কে ছিলেন ?➟ গিরিশচন্দ্র ঘোষ ও হরিশচন্দ্র মুখোপাধ্যায়
৭৮২. হিন্দু বালিকা বিদ্যালয় বর্তমানে কি নামে পরিচিত?➟বেথুন স্কুল
৭৮৩. হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়?➟1870 খ্রিষ্টাব্দে
৭৮৪. হিন্দুমেলার পূর্ব নাম কী ছিল?➟ চৈত্র মেলা।
৭৮৫. হিন্দুমেলার প্রতিষ্ঠাতা কে? ➟ নবগোপাল মিত্র ও রাজনারায়ণ বসু।
৭৮৬. হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কে গঠন করেন? ➟চন্দ্রশেখর আজাদ।
৭৮৭. হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক কে? ➟ জেমস মিল
৭৮৮. ‘হিস্ট্রি অব হিন্দু কেমিষ্ট্রি’ গ্রন্থটি কে রচনা করেন?➟ প্রফুল্লচন্দ্র রায়
৭৮৯. ‘হিস্ট্রি ফ্রম বিলো’ গ্রন্থের লেখক কে? ➟ ই. পি থমসন
৭৯০. হিস্ট্রি ফ্রম বিলো- গ্রন্থের লেখক কে?➟ ই.পি থমসন
৭৯১. হুতুম পেঁচা কার ছদ্মনাম?➟কালীপ্রসন্ন সিংহের
৭৯২. হুতোম প্যাঁচার নকশা গ্রন্থটির লেখক?➟ কালীপ্রসন্ন সিংহ
৭৯৩. হুতোম প্যাঁচার নকশা প্রথম প্রকাশিত হয়?➟1861 খ্রিস্টাব্দে.
৭৯৪. হেদায়তি নামে পরিচিত ছিল➟তিতুমিরের অনুগামীরা
৭৯৫. হেদায়তিনা মে কারা পরিচিত ছিল ?➟ তিতুমিরের অনুগামীরা।
৭৯৬. হেয়ার সাহেব প্রতিষ্ঠিত পটলডাঙার বিদ্যালয়টির নাম?➟ হেয়ার স্কুল
৭৯৭. হোমরুল কথার অর্থ কী?➟স্বায়ত্তশাসন।
৭৯৮. হোয়াট ইজ প্যাট্রিয়ার্কি গ্রন্থের লেখক কে? ➟ কমলা ভাসিন
৭৯৯. ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে কে সভাপতি ছিলেন ? ➟ দাদাভাই নওরােজি
৮০০. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে সংঘর্ষ চরমে উঠেছিল ? ➟ সুরাট
To check our latest Posts - Click Here