PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর
800 Question-Answers on Modern Indian History in Bengali
ইতিহাস কুইজ প্রশ্ন ও উত্তর
৬০১. ভারতের নৃত্যশিল্পকে কে পাশ্চাত্যে বিশেষ জনপ্রিয় করে তোলেন? ➟ উদয়শঙ্কর
৬০২. ভারতের প্রথম আধুনিক মানুষ/ভারত পথিক/ভারতের ইরাসমাস কাকে বলা হয়?➟রাজা রামমোহন রায়কে
৬০৩. ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম কি?➟ দীপালি ছাত্রীসংঘ(1926)
৬০৪. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি ছিল?➟ মাদ্রাজ লেবার ইউনিয়ন।
৬০৫. ভারতের প্রথম বাণিজ্য বিষয়ক দৈনিক সংবাদপত্রের নাম কী ?➟ মহাজন দর্পণ
৬০৬. ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহিদ কে ছিলেন ?➟ প্রীতিলতা ওয়াদ্দেদার।
৬০৭. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ?➟ লর্ড ক্যানিং
৬০৮. ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ?➟ বেঙ্গল গেজেট
৬০৯. ভারতের বাইরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কোথায়? ➟তাসখন্দে।
৬১০. ভারতের বামপন্থী শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন বিদেশির নাম করো➟ ফিলিপ স্প্যাট ও বেঞ্জামিন ব্র্যাডলে
৬১১. ভারতের বিপ্লববাদের জননী বলা হয় কাকে?➟ মাদাম কামাকে
৬১২. ভারতের বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন ?➟ বিপিনচন্দ্র পাল
৬১৩. ভারতের ম্যাকিয়াভেলি বলা হত কাকে ?➟ নানাফড়ন বিশকে
৬১৪. ভারতের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয় কাকে ?➟ রাজা রামমোহন রায়কে
৬১৫. ‘ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক’ বলা হয় কাকে ? ➟বাসুদেব বলবন্ত ফাড়কেকে
৬১৬. ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন ?➟ চিলনায়েক, হিরিয়া, শিউরাম ছিলেন ভিল বিদ্রোহের নেতা।
৬১৭. ভূপেন্দ্রনাথ দত্ত কাকে ভারতীয় বিপ্লববাদের উদগাতা বলেছেন? ➟ভগিনী নিবেদিতাকে
৬১৮. ভোগেশ্বরী ফুকোননী কে ছিলেন ? ➟ ভারত ছাড়ো আন্দোলনে যোগদানকারী এক পাঞ্জাবি গৃহব্ধূ
৬১৯. মঙ্গল পান্ডের ফাঁসি হয় কবে ?➟ 1857 খ্রিস্টাব্দে 8 এপ্রিল
৬২০. মজদুর মহাজন দলের প্রতিষ্ঠাতা কে ?➟ মহাত্মা গান্ধি(1916 খ্রীঃ)
৬২১. ‘মতুয়া মহাসংঘ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? ➟শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের উদ্যোগে
৬২২. মহাজন দর্পণ-এর প্রথম সম্পাদক কে ছিলেন ? ➟ জয়কালী বসু (1849 খ্রিস্টাব্দ)
৬২৩. মহাত্মা গান্ধী ছাড়া ভারতের কোন সমাজ সংস্কারককে মহাত্মা উপাধি দেওয়া হয় ? ➟জ্যোতিবা ফুলেকে
৬২৪. মহাবিদ্রোহে যোগদানকারী একজন নেত্রীর নাম করো। ➟ ঝাঁসির রানি লক্ষ্মীবাই।
৬২৫. মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার কে গ্রহণ করেছিলেন ?➟ মহারানি ভিক্টোরিয়া।
৬২৬. মহারানি ভিক্টোরিয়াকে কবে ‘ভারত সম্রাজ্ঞী’ বলে ঘোষণা করা হয়?➟1877 খ্রীষ্টাব্দে।
৬২৭. মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কবে ঘোষিত হয় ?➟ 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর
৬২৮. মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্রকে পাঠ করে শোনান ?➟ লর্ড ক্যানিং
৬২৯. মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ?➟ জ্যোতিবা ফুলে,
৬৩০. মাতৃভাষা মাতৃদুগ্ধ সম উত্তিটি কার?➟ রবীন্দ্রনাথ ঠাকুর
৬৩১. মাতৃভাষায় শিক্ষাদানের কথা কে বলেন ?➟ রবীন্দ্রনাথ ঠাকুর
৬৩২. মাদাম কামা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন?➟ জার্মানিতে
৬৩৩. মাদারি পাশি কোন্ আন্দোলনের নেতা ছিলেন ?➟ একা আন্দোলনের
৬৩৪. মাদ্রাজে জাস্টিস পার্টি- গড়ে তোলে কোন্ উপজাতির লোকেরা?➟ভেলাল উপজাতির লোকেরা।
৬৩৫. মারকিউরাস নাইট্রেটএর আবিষ্কারক কে?➟ আচার্য প্রফুল্লচন্দ্র রায়
৬৩৬. মাস্টারদা কোথায় ব্রিটিশদের হাতে ধরা পড়েন? ➟চট্টগ্রামের গৈরালা গ্রামে
৬৩৭. মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন ?➟ সূর্য সেন।
৬৩৮. মাস্টারদার সংগঠিত বিপ্লবী দলটির নাম কী ? ➟ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি।
৬৩৯. মিত্রমেলা-র প্রতিষ্ঠাতা কে ছিলেন ? ➟বিনায়ক দামোদর সাভারকর।
৬৪০. মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় ?➟ 1929 খ্রিস্টাব্দে
৬৪১. মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা কত ?➟ 33 জন
৬৪২. মিলন মন্দির -এর ভিত্তি স্থাপন করেন কে?➟ আনন্দমোহন বসু
৬৪৩. মুক্তিফল গ্রন্থটি কে রচনা করেন ? ➟ বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন।
৬৪৪. ‘মুক্তিসংঘ’ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? ➟1905 খ্রিস্টাব্দে
৬৪৫. মুন্ডা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন ➟বিরসা মুন্ডা
৬৪৬. মুন্ডা কথার অর্থ কী ?➟ মোড়ল বা গ্রামপ্রধান।
৬৪৭. মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল ➟1899 খ্রিস্টাব্দে
৬৪৮. মুন্ডা বিদ্রোহের আর এক নাম হল➟উলগুলান
৬৪৯. মুন্ডাদের বাসভূমি কোথায় ছিল ?➟ ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে।
৬৫০. মেকলে মিনিট কবে ঘোষিত হয়?➟ 1835 খ্রিষ্টাব্দে 2রা ফেব্রুয়ারি।
ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম
৬৫১. ‘মেঘে ঢাকা তারা’ র পরিচালক কে ?➟ ঋত্বিক ঘটক
৬৫২. মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি?➟বিদ্যাসাগর কলেজ
৬৫৩. মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে কবে প্রতিষ্ঠাতা?➟ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,1849 খ্রিষ্টাব্দে
৬৫৪. মেদিনীপুরের জেলাশাসক ডগলাস➟কে কে হত্যা করেন? ➟প্রদ্যোৎ ভট্টাচার্য হত্যা
৬৫৫. মেদিনীপুরের জেলাশাসক পেডি➟কে কারা হত্যা করেন ? ➟বিমল দাশগুপ্ত ও জ্যোতিজীবন ঘোষ
৬৫৬. মেদিনীপুরের জেলাশাসক বার্জ➟কে কারা হত্যা করেন? ➟অনাথ পাঁজা ও মৃগেন দত্ত।
৬৫৭. মেয়েকে লেখা পিতার পত্র গ্রন্থটি কার লেখা?➟ জওহরলাল নেহেরু
৬৫৮. মেয়েকে লেখা পিতার পত্রতে কতগুলি পত্র আছে?➟ 30 টি
৬৫৯. মোহম্মদ মহসিন যে নামে পরিচিত ছিলেন➟দুদুমিঞা
৬৬০. মোহানবাগান কত সালে আই.এফ.এ শিল্ড জেতে?➟ 1911 খ্রিস্টাব্দে
৬৬১. যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন ?➟ লর্ড ডাফরিন
৬৬২. ‘যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ’ কবে স্থাপিত হয় ?➟ 1906 খ্রিষ্টাব্দে
৬৬৩. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ অধ্যাপক কে ছিলেন?➟ প্রমথনাথ বসু
৬৬৪. যার নামানুসারে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিল➟আব্দুল ওয়াহাব
৬৬৫. যুগান্তর গোষ্ঠী কবে গড়ে ওঠে ? ➟ 1906 খ্রিস্টাব্দে
৬৬৬. যে অঞ্চলে সাঁওতালরা বসবাস করত➟ দামিন ই কোহ
৬৬৭. যে বছরটিকে সন্ন্যাসী বিদ্রোহের সূচনাপর্ব হিসেবে ধরা হয় সেটি হল➟1763 খ্রিস্টাব্দ
৬৬৮. রংপুরের ইজারাদার ছিলেন➟দেবী সিংহ
৬৬৯. রংপুরের কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল➟1783 খ্রিস্টাব্দে
৬৭০. রংপুরের কৃষক বিদ্রোহের সঙ্গে জড়িত একজন নেতা ছিলেন ➟নুরুলউদ্দিন
৬৭১. র➟কোন দেশের ইন্টেলিজেন্ট বিভাগ?➟ ভারতের
৬৭২. রবীন্দ্রনাথ ঠাকুর কবে শান্তিনিকেতন ব্ৰত্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন ?➟ 1901 খ্রিস্টাব্দে
৬৭৩. রবীন্দ্রনাথ ঠাকুর ধর্মশিক্ষা নামক গ্রন্থটি করে রচনা করেন ?➟ 1911
৬৭৪. রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনের ক➟টি দিক ছিল?➟ 5 টি
৬৭৫. রসগোল্লার আবিষ্কারক কে ?➟ হারাধন ময়রা
৬৭৬. রসিদ আলি কে ছিলেন ?➟ আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন।
৬৭৭. রাইটার্স বিল্ডিং অভিযানে বিনয়-বাদল-দীনেশ কাকে হত্যা করেন ? ➟কর্নেল সিম্পসনকে
৬৭৮. রাজকুমারী অমৃত কাউর কোন অঞ্চলে আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন?➟ পাঞ্জাবে ।
৬৭৯. রাজতরঙ্গিণী কী ধরনের গ্রন্থ?➟ স্থানীয় ইতিহাস বিষয়ক
৬৮০. রাজতরঙ্গিণী গ্রন্থ থেকে কোথাকার ইতিহাস জানা?➟ কাশ্মীরের
৬৮১. রাজা হরিশচন্দ্র সিনেমাটির পরিচালক কে?➟ দাদাসাহেব ফালকে
৬৮২. রাধানাথ শিকদার বিখ্যাত কেন?➟ হিমালয়ের উচ্চতা মেপেছিলেন
৬৮৩. রানি ঝসি রেজিমেন্ট কোথায় প্রকৃত যুদ্ধে অংশ নিয়েছিল? ➟ইম্ফল অভিযানে
৬৮৪. রানি ঝসি রেজিমেন্টের প্রধান দায়িত্ব কার ছিল?➟ক্যাপটেন লক্ষ্মী স্বামীনাথনের উপর।
৬৮৫. রামপ্রসাদ বিসমিল ও রাজেন্দ্রনাথ লাহিড়ির কোন মামলায় ফাঁসি হয় ?➟ কাকোরি ষড়যন্ত্র মামলায়
৬৮৬. রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে?➟ দ্বিতীয় আকবর
৬৮৭. রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর বাড়িতে কে ব্রতকথা পাঠ করেছিলেন? ➟রামেন্দ্রকন্যা গিরিজাসুন্দরী দেবী
৬৮৮. রাষ্ট্রগুরু উপাধিতে কে ভূষিত হন? ➟ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
৬৮৯. রাসবিহারী বসু কোন্ ছদ্মনামে জাপান যান ?➟ পি এন ঠাকুর
৬৯০. রিপন কলেজের বর্তমান নাম কী ?➟ সুরেন্দ্রনাথ কলেজ
৬৯১. রিপন কলেজের বর্তমান নাম কী ?➟ সুরেন্দ্রনাথ কলেজ।
৬৯২. রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয়➟ 1931 খ্রিস্টাব্দে
৬৯৩. রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কবে হয় ?➟ 1916 খ্রিস্টাব্দে
৬৯৪. র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি কে গড়ে তোলেন ?➟ নরেন্দ্রনাথ ভট্টাচার্য
৬৯৫. র্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গড়ে ওঠে ➟ 1940 খ্রীষ্টাব্দে
৬৯৬. লর্ড মেকলে কে ছিলেন?➟ কমিটি অব পাবলিক ইন্সট্রাকসনের সভাপতি
৬৯৭. লিয়ন সার্কুলার কবে ঘোষিত হয় ?➟ 16 অক্টোবর, 1905
৬৯৮. লীলা নাগ (রায়) কোন্ সংঘের সঙ্গে যুক্ত ছিলেন ?➟ দীপালি সং
৬৯৯. লোকহিতবাদী উপাধিতে কে ভূষিত হন?➟গোপালহরি দেশমুখ
৭০০. শওকত আলির মা বাঈ আম্মান কোন্ আন্দোলনে যোগদান করেন ? ➟অহিংস অসহযোগ আন্দোলনে
To check our latest Posts - Click Here