History NotesGeneral Knowledge Notes in Bengali

PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর

800 Question-Answers on Modern Indian History in Bengali

ইতিহাস কুইজ প্রশ্ন ও উত্তর

৬০১. ভারতের নৃত্যশিল্পকে কে পাশ্চাত্যে বিশেষ জনপ্রিয় করে তোলেন? উদয়শঙ্কর
৬০২. ভারতের প্রথম আধুনিক মানুষ/ভারত পথিক/ভারতের ইরাসমাস কাকে বলা হয়?রাজা রামমোহন রায়কে
৬০৩. ভারতের প্রথম ছাত্রী সংগঠনের নাম কি? দীপালি ছাত্রীসংঘ(1926)
৬০৪. ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কোনটি ছিল? মাদ্রাজ লেবার ইউনিয়ন।
৬০৫. ভারতের প্রথম বাণিজ্য বিষয়ক দৈনিক সংবাদপত্রের নাম কী ? মহাজন দর্পণ
৬০৬. ভারতের প্রথম বিপ্লবী মহিলা শহিদ কে ছিলেন ? প্রীতিলতা ওয়াদ্দেদার।
৬০৭. ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন ? লর্ড ক্যানিং
৬০৮. ভারতের প্রথম সংবাদপত্র কোনটি ? বেঙ্গল গেজেট
৬০৯. ভারতের বাইরে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় কোথায়? তাসখন্দে।
৬১০. ভারতের বামপন্থী শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন বিদেশির নাম করো ফিলিপ স্প্যাট ও বেঞ্জামিন ব্র্যাডলে
৬১১. ভারতের বিপ্লববাদের জননী বলা হয় কাকে? মাদাম কামাকে
৬১২. ভারতের বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন ? বিপিনচন্দ্র পাল
৬১৩. ভারতের ম্যাকিয়াভেলি বলা হত কাকে ? নানাফড়ন বিশকে
৬১৪. ভারতের সংগঠিত রাজনৈতিক আন্দোলনের জনক বলা হয় কাকে ? রাজা রামমোহন রায়কে
৬১৫. ‘ভারতের সশস্ত্র বিপ্লববাদের জনক’ বলা হয় কাকে ? বাসুদেব বলবন্ত ফাড়কেকে
৬১৬. ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন ? চিলনায়েক, হিরিয়া, শিউরাম ছিলেন ভিল বিদ্রোহের নেতা।
৬১৭. ভূপেন্দ্রনাথ দত্ত কাকে ভারতীয় বিপ্লববাদের উদগাতা বলেছেন? ভগিনী নিবেদিতাকে
৬১৮. ভোগেশ্বরী ফুকোননী কে ছিলেন ? ভারত ছাড়ো আন্দোলনে যোগদানকারী এক পাঞ্জাবি গৃহব্ধূ
৬১৯. মঙ্গল পান্ডের ফাঁসি হয় কবে ? 1857 খ্রিস্টাব্দে 8 এপ্রিল
৬২০. মজদুর মহাজন দলের প্রতিষ্ঠাতা কে ? মহাত্মা গান্ধি(1916 খ্রীঃ)
৬২১. ‘মতুয়া মহাসংঘ কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের উদ্যোগে
৬২২. মহাজন দর্পণ-এর প্রথম সম্পাদক কে ছিলেন ? জয়কালী বসু (1849 খ্রিস্টাব্দ)
৬২৩. মহাত্মা গান্ধী ছাড়া ভারতের কোন সমাজ সংস্কারককে মহাত্মা উপাধি দেওয়া হয় ? জ্যোতিবা ফুলেকে
৬২৪. মহাবিদ্রোহে যোগদানকারী একজন নেত্রীর নাম করো। ঝাঁসির রানি লক্ষ্মীবাই।
৬২৫. মহাবিদ্রোহের পর ভারতের শাসনভার কে গ্রহণ করেছিলেন ? মহারানি ভিক্টোরিয়া।
৬২৬. মহারানি ভিক্টোরিয়াকে কবে ‘ভারত সম্রাজ্ঞী’ বলে ঘোষণা করা হয়?1877 খ্রীষ্টাব্দে।
৬২৭. মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্র কবে ঘোষিত হয় ? 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর
৬২৮. মহারানি ভিক্টোরিয়ার ঘোষণাপত্রকে পাঠ করে শোনান ? লর্ড ক্যানিং
৬২৯. মহারাষ্ট্রে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন ? জ্যোতিবা ফুলে,
৬৩০. মাতৃভাষা মাতৃদুগ্ধ সম উত্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর
৬৩১. মাতৃভাষায় শিক্ষাদানের কথা কে বলেন ? রবীন্দ্রনাথ ঠাকুর
৬৩২. মাদাম কামা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন? জার্মানিতে
৬৩৩. মাদারি পাশি কোন্ আন্দোলনের নেতা ছিলেন ? একা আন্দোলনের
৬৩৪. মাদ্রাজে জাস্টিস পার্টি- গড়ে তোলে কোন্ উপজাতির লোকেরা?ভেলাল উপজাতির লোকেরা।
৬৩৫. মারকিউরাস নাইট্রেটএর আবিষ্কারক কে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়
৬৩৬. মাস্টারদা কোথায় ব্রিটিশদের হাতে ধরা পড়েন? চট্টগ্রামের গৈরালা গ্রামে
৬৩৭. মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন ? সূর্য সেন।
৬৩৮. মাস্টারদার সংগঠিত বিপ্লবী দলটির নাম কী ? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি।
৬৩৯. মিত্রমেলা-র প্রতিষ্ঠাতা কে ছিলেন ? বিনায়ক দামোদর সাভারকর।
৬৪০. মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় ? 1929 খ্রিস্টাব্দে
৬৪১. মিরাট ষড়যন্ত্র মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা কত ? 33 জন
৬৪২. মিলন মন্দির -এর ভিত্তি স্থাপন করেন কে? আনন্দমোহন বসু
৬৪৩. মুক্তিফল গ্রন্থটি কে রচনা করেন ? বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন।
৬৪৪. ‘মুক্তিসংঘ’ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1905 খ্রিস্টাব্দে
৬৪৫. মুন্ডা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা
৬৪৬. মুন্ডা কথার অর্থ কী ? মোড়ল বা গ্রামপ্রধান।
৬৪৭. মুন্ডা বিদ্রোহ শুরু হয়েছিল 1899 খ্রিস্টাব্দে
৬৪৮. মুন্ডা বিদ্রোহের আর এক নাম হলউলগুলান
৬৪৯. মুন্ডাদের বাসভূমি কোথায় ছিল ? ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে।
৬৫০. মেকলে মিনিট কবে ঘোষিত হয়? 1835 খ্রিষ্টাব্দে 2রা ফেব্রুয়ারি।

ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম

৬৫১. ‘মেঘে ঢাকা তারা’ র পরিচালক কে ? ঋত্বিক ঘটক
৬৫২. মেট্রোপলিটন ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি?বিদ্যাসাগর কলেজ
৬৫৩. মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে কবে প্রতিষ্ঠাতা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর,1849 খ্রিষ্টাব্দে
৬৫৪. মেদিনীপুরের জেলাশাসক ডগলাসকে কে হত্যা করেন? প্রদ্যোৎ ভট্টাচার্য হত্যা
৬৫৫. মেদিনীপুরের জেলাশাসক পেডিকে কারা হত্যা করেন ? বিমল দাশগুপ্ত ও জ্যোতিজীবন ঘোষ
৬৫৬. মেদিনীপুরের জেলাশাসক বার্জকে কারা হত্যা করেন? অনাথ পাঁজা ও মৃগেন দত্ত।
৬৫৭. মেয়েকে লেখা পিতার পত্র গ্রন্থটি কার লেখা? জওহরলাল নেহেরু
৬৫৮. মেয়েকে লেখা পিতার পত্রতে কতগুলি পত্র আছে? 30 টি
৬৫৯. মোহম্মদ মহসিন যে নামে পরিচিত ছিলেনদুদুমিঞা
৬৬০. মোহানবাগান কত সালে আই.এফ.এ শিল্ড জেতে? 1911 খ্রিস্টাব্দে
৬৬১. যখন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন ? লর্ড ডাফরিন
৬৬২. ‘যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ’ কবে স্থাপিত হয় ? 1906 খ্রিষ্টাব্দে
৬৬৩. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যক্ষ অধ্যাপক কে ছিলেন? প্রমথনাথ বসু
৬৬৪. যার নামানুসারে ওয়াহাবি আন্দোলনের সূত্রপাত হয়েছিলআব্দুল ওয়াহাব
৬৬৫. যুগান্তর গোষ্ঠী কবে গড়ে ওঠে ? 1906 খ্রিস্টাব্দে
৬৬৬. যে অঞ্চলে সাঁওতালরা বসবাস করত দামিন ই কোহ
৬৬৭. যে বছরটিকে সন্ন্যাসী বিদ্রোহের সূচনাপর্ব হিসেবে ধরা হয় সেটি হল1763 খ্রিস্টাব্দ
৬৬৮. রংপুরের ইজারাদার ছিলেনদেবী সিংহ
৬৬৯. রংপুরের কৃষক বিদ্রোহ শুরু হয়েছিল1783 খ্রিস্টাব্দে
৬৭০. রংপুরের কৃষক বিদ্রোহের সঙ্গে জড়িত একজন নেতা ছিলেন নুরুলউদ্দিন
৬৭১. রকোন দেশের ইন্টেলিজেন্ট বিভাগ? ভারতের
৬৭২. রবীন্দ্রনাথ ঠাকুর কবে শান্তিনিকেতন ব্ৰত্মচর্যাশ্রম প্রতিষ্ঠা করেন ? 1901 খ্রিস্টাব্দে
৬৭৩. রবীন্দ্রনাথ ঠাকুর ধর্মশিক্ষা নামক গ্রন্থটি করে রচনা করেন ? 1911
৬৭৪. রবীন্দ্রনাথের শিক্ষাদর্শনের কটি দিক ছিল? 5 টি
৬৭৫. রসগোল্লার আবিষ্কারক কে ? হারাধন ময়রা
৬৭৬. রসিদ আলি কে ছিলেন ? আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন।
৬৭৭. রাইটার্স বিল্ডিং অভিযানে বিনয়-বাদল-দীনেশ কাকে হত্যা করেন ? কর্নেল সিম্পসনকে
৬৭৮. রাজকুমারী অমৃত কাউর কোন অঞ্চলে আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দেন? পাঞ্জাবে ।
৬৭৯. রাজতরঙ্গিণী কী ধরনের গ্রন্থ? স্থানীয় ইতিহাস বিষয়ক
৬৮০. রাজতরঙ্গিণী গ্রন্থ থেকে কোথাকার ইতিহাস জানা? কাশ্মীরের
৬৮১. রাজা হরিশচন্দ্র সিনেমাটির পরিচালক কে? দাদাসাহেব ফালকে
৬৮২. রাধানাথ শিকদার বিখ্যাত কেন? হিমালয়ের উচ্চতা মেপেছিলেন
৬৮৩. রানি ঝসি রেজিমেন্ট কোথায় প্রকৃত যুদ্ধে অংশ নিয়েছিল? ইম্ফল অভিযানে
৬৮৪. রানি ঝসি রেজিমেন্টের প্রধান দায়িত্ব কার ছিল?ক্যাপটেন লক্ষ্মী স্বামীনাথনের উপর।
৬৮৫. রামপ্রসাদ বিসমিল ও রাজেন্দ্রনাথ লাহিড়ির কোন মামলায় ফাঁসি হয় ? কাকোরি ষড়যন্ত্র মামলায়
৬৮৬. রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কে? দ্বিতীয় আকবর
৬৮৭. রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর বাড়িতে কে ব্রতকথা পাঠ করেছিলেন? রামেন্দ্রকন্যা গিরিজাসুন্দরী দেবী
৬৮৮. রাষ্ট্রগুরু উপাধিতে কে ভূষিত হন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
৬৮৯. রাসবিহারী বসু কোন্ ছদ্মনামে জাপান যান ? পি এন ঠাকুর
৬৯০. রিপন কলেজের বর্তমান নাম কী ? সুরেন্দ্রনাথ কলেজ
৬৯১. রিপন কলেজের বর্তমান নাম কী ? সুরেন্দ্রনাথ কলেজ।
৬৯২. রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় 1931 খ্রিস্টাব্দে
৬৯৩. রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কবে হয় ? 1916 খ্রিস্টাব্দে
৬৯৪. র‍্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি কে গড়ে তোলেন ? নরেন্দ্রনাথ ভট্টাচার্য
৬৯৫. র‍্যাডিক্যাল ডেমোক্র্যাটিক পার্টি গড়ে ওঠে 1940 খ্রীষ্টাব্দে
৬৯৬. লর্ড মেকলে কে ছিলেন? কমিটি অব পাবলিক ইন্সট্রাকসনের সভাপতি
৬৯৭. লিয়ন সার্কুলার কবে ঘোষিত হয় ? 16 অক্টোবর, 1905
৬৯৮. লীলা নাগ (রায়) কোন্ সংঘের সঙ্গে যুক্ত ছিলেন ? দীপালি সং
৬৯৯. লোকহিতবাদী উপাধিতে কে ভূষিত হন?গোপালহরি দেশমুখ
৭০০. শওকত আলির মা বাঈ আম্মান কোন্ আন্দোলনে যোগদান করেন ? অহিংস অসহযোগ আন্দোলনে

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

Back to top button