History NotesGeneral Knowledge Notes in Bengali

PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর

800 Question-Answers on Modern Indian History in Bengali

আধুনিক ভারতের ইতিহাস প্রশ্নোত্তর

৪০১. বঙ্গলক্ষ্মীর ব্রতকথা কে রচনা করেন? রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
৪০২. বন্দেমাতরম মন্ত্র উচ্চারণের জন্য কাকে বেত্রাঘাত করা হয়? সুশীল সেনকে
৪০৩. বন্দেমাতরম সঙ্গীতটি কবে ভারতের জাতীয় সংগীত হিসাবে গৃহীত হয়?1905খ্রিষ্টাব্দে
৪০৪. বন্দেমাতরম সঙ্গীতটি কবে রচিত হয়?1875 খ্রিষ্টাব্দে
৪০৫. বন্দেমাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত?আনন্দমঠ
৪০৬. বন্দেমাতরমকবে ভারতের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় ? 1905 খ্রিস্টাব্দে
৪০৭. বয়কটএর প্রস্তাব কোন্ পত্রিকা প্রচার করে ? সঞ্জীবনী পত্রিকা
৪০৮. বরিশালের মুকুটহীন রাজা বলা হত কাকে ? অশ্বিনীকুমার দত্তকে
৪০৯. বর্তমান বিশ্বভারতীর আদি নাম কী ছিল ?ব্রম্মচর্যাশ্রম
৪১০. বর্তমান ভারত কে রচনা করেন? স্বামী বিবেকানন্দ
৪১১. বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা? স্বামী বিবেকানন্দ
৪১২. বর্তমানে প্রশাসনিক পরিভাষায় দলিতদের কী বলা হয়? তফশিলভুক্ত জাতি।
৪১৩. বলাকোটের যুদ্ধ কবে হয় ? 1831 খ্রিস্টাব্দে
৪১৪. বসু বিজ্ঞান মন্দিরএর প্রতিষ্ঠাতা কে ? জগদীশচন্দ্র বসু
৪১৫. বাঁশের কেল্লা তৈরি করেনতিতুমির
৪১৬. বাংলা বিভাজনের পরিকল্পনা কবে ঘোষিত হয়? 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই
৪১৭. বাংলা বিভাজনের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয়? 1905 খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর
৪১৮. বাংলা ভাষায় প্রকাশিত একটি সাম্যবাদী পত্রিকার নাম করো? ধূমকেতু।
৪১৯. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কী ? সংবাদ প্রভাকর
৪২০. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পুস্তকের নাম কী ? এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
৪২১. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রটির নাম কি? দিগদর্শন
৪২২. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক সংবাদপত্র কোনটি? সোমপ্রকাশ
৪২৩. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি? দিগদর্শন
৪২৪. বাংলা ভাষায় প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কী ? জামাইশষ্ঠী
৪২৫. বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী কাকে বলা হয়? রামমোহন রায়
৪২৬. বাংলা হরফের প্রথম ব্লক কবে তৈরি হয় ? 1778 খ্রিস্টাব্দে
৪২৭. বাংলায় ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেনতিতুমির
৪২৮. বাংলায় কমিউনিস্ট আন্দোলনের জনক বলা হয়? মুজাফফর আহমেদ
৪২৯. বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন ? ফজলুল হক এবং আক্রাম খাঁ।
৪৩০. ন্যাশনাল জিমনাসিয়াম প্রতিষ্ঠা করেন   নবগােপাল মিত্র
৪৩১. বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা হয় কবে? 1946 খ্রিস্টাব্দে
৪৩২. বাংলায় থিয়েটার হল ( Hall) কবে প্রতিষ্ঠিত হয় ?1995 খ্রিস্টাব্দে
৪৩৩. বাংলায় বন্দিনী বামামুক্তির যুগ বলা হয় কোন সময়কে? ঊনিশ শতককে
৪৩৪. বাংলায় মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর।
৪৩৫. বাংলায় মুদ্রণ শিল্পের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিনসনকে
৪৩৬. বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলচুয়াড় বিদ্রোহ
৪৩৭. বাংলার ওয়াট টাইলার কাদের বলা হয় ? বিয়ুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে।
৪৩৮. বাংলার কোন কৃষক সংগঠন তেভাগা আন্দোলনের ডাক দেয় ? বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা
৪৩৯. বাংলার কোন বিপ্লবী কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন ? বাংলার বিপ্লবী বটুকেশ্বর দত্ত
৪৪০. বাংলার কোন মহিলা সত্যাগ্রহীকে জোয়ান অব আর্ক বলা হয় ? মাতঙ্গিনি হাজরাকে
৪৪১. বাংলার কোন শতকের নবজাগরণের শতক বলা হয়?ঊনিশ শতককে
৪৪২. বাংলার কোন শিক্ষা প্রতিষ্ঠানকে গোলদিঘির গোলামখানা বলা হয়? কলকাতা বিশ্ব বিদ্যালয়কে
৪৪৩. বাংলার কোন্ জাতীয়তাবাদী নেতাকে দেশপ্রাণ বলা হত ? বীরেন্দ্রনাথ শাসমলকে
৪৪৪. বাংলার ক্যাসটন বলা হয় কাকে? চার্লস উইলকিনসনকে
৪৪৫. বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে কে হত্যার পরিকল্পনা করেন? বীণা দাস
৪৪৬. বাংলার ছাত্র সংগঠন আইন অমান্য আন্দোলনে গুরত্বপূর্ন ভূমিকা নেয়?All Bengal Students Association
৪৪৭. বাংলার নমঃশূদ্র আন্দোলনের জনক কে? শ্রী শ্রী হরিচাদ ঠাকুর।
৪৪৮. বাংলার নানাসাহেব কাকে বলা হত ? রামরতন মল্লিককে ।
৪৪৯. বাংলার নানাসাহেব নামে পরিচিত ছিলেন বিষ্ণুচরণ বিশ্বাস
৪৫০. বাংলার প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই হল প্রাক রাজেশ্বর

Modern Indian History Questions and Answers in Bengali

৪৫১. বাংলার প্রথম বিধবা পাত্রী কে ছিলেন?কালীমতি দেবি
৪৫২. বাংলার প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন?চন্দ্রমুখী বসু ও কাদ্বম্বিনী গাঙ্গুলি
৪৫৩. বাংলার বাঘ কাকে বলা হয় ? আশুতোষ মুখোপাধ্যায়
৪৫৪. বাংলার বাঘ বলা হয় কাকে? স্যার আশুতোষ মুখোপাধ্যায়
৪৫৫. বাংলার বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন বিশ্বনাথ সর্দার
৪৫৬. বাংলার বিশ্বকর্মা বলা হয় কাকে? স্যার রাজেন্দ্রনাথ মুখার্জিকে
৪৫৭. বাংলার মুকুটহীন রাজা বলা হত কাকে ? সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়কে
৪৫৮. বাংলার সামাজিক ইতিহাস-এর লেখক কে? দূর্গাদাস সান্যাল
৪৫৯. বাউল গানের প্রবর্তক কে ছিলেন? লালন ফকির
৪৬০. বাগচি অ্যান্ড কোং-এর পূর্ব নাম কী ছিল ? দর্জিপাড়া কেমিক্যাল ওয়ার্কস
৪৬১. বাঘাযতীন নামকরণটি কে করেন? ডা. সুরেশ প্রসাদ সর্বাধিকারী।
৪৬২. বাঘাযতীনের পুরো নাম কী ? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
৪৬৩. বাঙালি মহিলার শাড়ি পরিধানের ব্রাত্মিকা রীতির প্রচলন প্রথম কোথায় শুরু হয় ? জোড়াসাঁকোর ঠাকুর পরিবার
৪৬৪. বাঙ্গালা গেজেটর প্রকাশক কে ছিলেন ? গঙ্গাকিশোর ভট্টাচার্য
৪৬৫. বামাবোধিনী পত্রিকা সমাজের কোন শ্রেণীর মানুষদের নিয়ে আলোচনা করে? নারীদের পত্রিকা
৪৬৬. বামা্বোধিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়?1861 খ্রিস্টাব্দে
৪৬৭. বামা্বোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে?উমেশচন্দ্র দত্ত
৪৬৮. বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?1792 খ্রিষ্টাব্দে
৪৬৯. বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ? শিখ বাহিনী ও সৈয়দ আহমেদের ওয়াহাবি বাহিনীর মধ্যে
৪৭০. বাসন্তী দেবী কেন বিখ্যাত?1921 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনে কারাবরণ করে
৪৭১. বিধবা বিবাহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন?লর্ড ক্যানিং
৪৭২. বিধবাবিবাহ আইন পাস হয়েছিল?1858 খ্রিষ্টাব্দে 19 শে জুলাই
৪৭৩. বিনয়কৃয় বসু কাদের লক্ষ্য করে গুলি চালান? জেনারেল লোম্যান এবং পুলিশ সুপার হাডসন- কে
৪৭৪. বিনয়কৃয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত কোন্ বিপ্লবী দলের সদস্য ছিলেন ? বেঙ্গল ভলান্টিয়ার্স
৪৭৫. বিপ্লব শব্দের অর্থ হলআমূল পরিবর্তন
৪৭৬. বিপ্লবী এম এন রায়ের প্রকৃত নাম কী ? নরেন্দ্রনাথ ভট্টাচার্য
৪৭৭. বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কবে? 11 আগষ্ট, 1908 খ্রিস্টাব্দে
৪৭৮. বিপ্লবী দীনেশ গুপ্তের মৃত্যু হয় কীভাবে? ফাঁসিতে
৪৭৯. বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছদ্মনাম কী ? মানবেন্দ্রনাথ রায় (এম এন রায়)।
৪৮০. বিরসা মুন্ডার উপাস্য দেবতা ছিল সূর্য।
৪৮১. বিশ্ব সিনেমার জনক কাকে বলা হয়? লুমিয়ের ব্রাদার্স
৪৮২. বিশ্বভারতী কত খ্রিস্টাব্দে ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উন্নীত হয়? 1951 খ্রিস্টাব্দে
৪৮৩. বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয় ? 1921 খ্রিস্টাব্দে
৪৮৪. বিশ্বে সিনেমা বা চলচ্চিত্রের পথ চলা শুরু হয় কত সালে? 1895,28 শে ডিসেম্বর
৪৮৫. বিশ্বের প্রথম মুদ্রিত বইয়ের নাম কী? হীরকসূত্র
৪৮৬. বিহু কোন্ রাজ্যের নৃত্য শিল্প? অসম
৪৮৭. বীণা দাস কখন কংগ্রেসে যোগ দেন ? 1939 খ্রিস্টাব্দে
৪৮৮. বীণা দাস কে ছিলেন? সুভাষচন্দ্র বসুর শিক্ষাগুরু বেণীমাধব দাসের কন্যা।
৪৮৯. বীণা দাস কোন্ বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন ? ছাত্রীসংঘের
৪৯০. বীরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ পরিচালিত হয় কবে ?1895 খ্রিস্টাব্দের জুলাই-আগস্ট মাসে।
৪৯১. ‘বীরাষ্টমী ব্রত’ ও ‘প্রতাপাদিত্য উৎসব’ কে চালু করেন? সরলাদেবী চৌধুরাণী।
৪৯২. বুড়িবালামের যুদ্ধের অপর নাম কী ? ইন্দো-জার্মান ষড়যন্ত্র।
৪৯৩. বুধু ভগত কবে বিদ্রোহ ঘোষণা করেছিলেন 1831খ্রিস্টাব্দে।
৪৯৪. বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউ, ওয়ার্কস-এর প্রতিষ্ঠাতা কে? আচার্য প্রফুল্লচন্দ্র রায়
৪৯৫. বেঙ্গল গেজেট এর প্রথম সম্পাদক কে ছিলেন? জেমস আগাস্টাস হিকি
৪৯৬. বেঙ্গল গেজেট কি ধরনের পত্রিকা ছিল?মাসিক
৪৯৭. বেঙ্গল গেজেট-র প্রথম সম্পাদক কে ছিলেন ? জেমস অগাস্টাস হিকি
৪৯৮. বেঙ্গল টকনিক্যাল ইন্সটিটিস্টটের প্রতিষ্ঠাতা কে? স্যার তারকানাথ পালিত
৪৯৯. বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট-এর অপর নাম কি? কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ
৫০০. বেঙ্গল ভলান্টিয়ার্স দল গড়ে ওঠে1928 খ্রিস্টাব্দে

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8Next page
Telegram

Related Articles

Back to top button