PDF : ৮০০টি আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর
800 Question-Answers on Modern Indian History in Bengali
আধুনিক ভারতের ইতিহাস প্রশ্নোত্তর
৪০১. বঙ্গলক্ষ্মীর ব্রতকথা কে রচনা করেন? ➟রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
৪০২. বন্দেমাতরম মন্ত্র উচ্চারণের জন্য কাকে বেত্রাঘাত করা হয়? ➟সুশীল সেনকে
৪০৩. বন্দেমাতরম সঙ্গীতটি কবে ভারতের জাতীয় সংগীত হিসাবে গৃহীত হয়?➟1905খ্রিষ্টাব্দে
৪০৪. বন্দেমাতরম সঙ্গীতটি কবে রচিত হয়?➟1875 খ্রিষ্টাব্দে
৪০৫. বন্দেমাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত?➟আনন্দমঠ
৪০৬. বন্দেমাতরমকবে ভারতের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় ?➟ 1905 খ্রিস্টাব্দে
৪০৭. বয়কট➟এর প্রস্তাব কোন্ পত্রিকা প্রচার করে ? ➟সঞ্জীবনী পত্রিকা
৪০৮. বরিশালের মুকুটহীন রাজা বলা হত কাকে ?➟ অশ্বিনীকুমার দত্তকে
৪০৯. বর্তমান বিশ্বভারতীর আদি নাম কী ছিল ?➟ব্রম্মচর্যাশ্রম
৪১০. বর্তমান ভারত কে রচনা করেন?➟ স্বামী বিবেকানন্দ
৪১১. বর্তমান ভারত গ্রন্থটি কার লেখা?➟ স্বামী বিবেকানন্দ
৪১২. বর্তমানে প্রশাসনিক পরিভাষায় দলিতদের কী বলা হয়? ➟তফশিলভুক্ত জাতি।
৪১৩. বলাকোটের যুদ্ধ কবে হয় ?➟ 1831 খ্রিস্টাব্দে
৪১৪. বসু বিজ্ঞান মন্দির➟এর প্রতিষ্ঠাতা কে ?➟ জগদীশচন্দ্র বসু
৪১৫. বাঁশের কেল্লা তৈরি করেন➟তিতুমির
৪১৬. বাংলা বিভাজনের পরিকল্পনা কবে ঘোষিত হয়?➟ 1905 খ্রিস্টাব্দের 19 জুলাই
৪১৭. বাংলা বিভাজনের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয়? ➟1905 খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর
৪১৮. বাংলা ভাষায় প্রকাশিত একটি সাম্যবাদী পত্রিকার নাম করো?➟ ধূমকেতু।
৪১৯. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্রের নাম কী ?➟ সংবাদ প্রভাকর
৪২০. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পুস্তকের নাম কী ?➟ এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ
৪২১. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সাময়িক পত্রটির নাম কি?➟ দিগদর্শন
৪২২. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক সংবাদপত্র কোনটি?➟ সোমপ্রকাশ
৪২৩. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?➟ দিগদর্শন
৪২৪. বাংলা ভাষায় প্রদর্শিত প্রথম সবাক চলচ্চিত্র কী ?➟ জামাইশষ্ঠী
৪২৫. বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী কাকে বলা হয়?➟ রামমোহন রায়
৪২৬. বাংলা হরফের প্রথম ব্লক কবে তৈরি হয় ?➟ 1778 খ্রিস্টাব্দে
৪২৭. বাংলায় ওয়াহাবি আন্দোলনের সূচনা করেছিলেন➟তিতুমির
৪২৮. বাংলায় কমিউনিস্ট আন্দোলনের জনক বলা হয়? ➟ মুজাফফর আহমেদ
৪২৯. বাংলায় কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠা করেন ?➟ ফজলুল হক এবং আক্রাম খাঁ।
৪৩০. ন্যাশনাল জিমনাসিয়াম প্রতিষ্ঠা করেন ➟ নবগােপাল মিত্র
৪৩১. বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা হয় কবে?➟ 1946 খ্রিস্টাব্দে
৪৩২. বাংলায় থিয়েটার হল ( Hall) কবে প্রতিষ্ঠিত হয় ?➟1995 খ্রিস্টাব্দে
৪৩৩. বাংলায় বন্দিনী বামামুক্তির যুগ বলা হয় কোন সময়কে?➟ ঊনিশ শতককে
৪৩৪. বাংলায় মতুয়া ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? ➟হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর।
৪৩৫. বাংলায় মুদ্রণ শিল্পের জনক বলা হয় কাকে?➟ চার্লস উইলকিনসনকে
৪৩৬. বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হল➟চুয়াড় বিদ্রোহ
৪৩৭. বাংলার ওয়াট টাইলার কাদের বলা হয় ?➟ বিয়ুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসকে।
৪৩৮. বাংলার কোন কৃষক সংগঠন তেভাগা আন্দোলনের ডাক দেয় ?➟ বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা
৪৩৯. বাংলার কোন বিপ্লবী কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেন ? ➟ বাংলার বিপ্লবী বটুকেশ্বর দত্ত
৪৪০. বাংলার কোন মহিলা সত্যাগ্রহীকে জোয়ান অব আর্ক বলা হয় ? ➟মাতঙ্গিনি হাজরাকে
৪৪১. বাংলার কোন শতকের নবজাগরণের শতক বলা হয়?➟ঊনিশ শতককে
৪৪২. বাংলার কোন শিক্ষা প্রতিষ্ঠানকে গোলদিঘির গোলামখানা বলা হয়?➟ কলকাতা বিশ্ব বিদ্যালয়কে
৪৪৩. বাংলার কোন্ জাতীয়তাবাদী নেতাকে দেশপ্রাণ বলা হত ? ➟বীরেন্দ্রনাথ শাসমলকে
৪৪৪. বাংলার ক্যাসটন বলা হয় কাকে?➟ চার্লস উইলকিনসনকে
৪৪৫. বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে কে হত্যার পরিকল্পনা করেন?➟ বীণা দাস
৪৪৬. বাংলার ছাত্র সংগঠন আইন অমান্য আন্দোলনে গুরত্বপূর্ন ভূমিকা নেয়?➟All Bengal Students Association
৪৪৭. বাংলার নমঃশূদ্র আন্দোলনের জনক কে? ➟শ্রী শ্রী হরিচাদ ঠাকুর।
৪৪৮. বাংলার নানাসাহেব কাকে বলা হত ?➟ রামরতন মল্লিককে ।
৪৪৯. বাংলার নানাসাহেব নামে পরিচিত ছিলেন➟ বিষ্ণুচরণ বিশ্বাস
৪৫০. বাংলার প্রথম খাদ্যপ্রণালী সম্পর্কিত বই হল➟ প্রাক রাজেশ্বর
Modern Indian History Questions and Answers in Bengali
৪৫১. বাংলার প্রথম বিধবা পাত্রী কে ছিলেন?➟কালীমতি দেবি
৪৫২. বাংলার প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন?➟চন্দ্রমুখী বসু ও কাদ্বম্বিনী গাঙ্গুলি
৪৫৩. বাংলার বাঘ কাকে বলা হয় ?➟ আশুতোষ মুখোপাধ্যায়
৪৫৪. বাংলার বাঘ বলা হয় কাকে?➟ স্যার আশুতোষ মুখোপাধ্যায়
৪৫৫. বাংলার বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন➟ বিশ্বনাথ সর্দার
৪৫৬. বাংলার বিশ্বকর্মা বলা হয় কাকে? ➟ স্যার রাজেন্দ্রনাথ মুখার্জিকে
৪৫৭. বাংলার মুকুটহীন রাজা বলা হত কাকে ?➟ সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়কে
৪৫৮. বাংলার সামাজিক ইতিহাস-এর লেখক কে? ➟ দূর্গাদাস সান্যাল
৪৫৯. বাউল গানের প্রবর্তক কে ছিলেন?➟ লালন ফকির
৪৬০. বাগচি অ্যান্ড কোং-এর পূর্ব নাম কী ছিল ?➟ দর্জিপাড়া কেমিক্যাল ওয়ার্কস
৪৬১. বাঘাযতীন নামকরণটি কে করেন?➟ ডা. সুরেশ প্রসাদ সর্বাধিকারী।
৪৬২. বাঘাযতীনের পুরো নাম কী ?➟ যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
৪৬৩. বাঙালি মহিলার শাড়ি পরিধানের ব্রাত্মিকা রীতির প্রচলন প্রথম কোথায় শুরু হয় ? ➟ জোড়াসাঁকোর ঠাকুর পরিবার
৪৬৪. বাঙ্গালা গেজেটর প্রকাশক কে ছিলেন ?➟ গঙ্গাকিশোর ভট্টাচার্য
৪৬৫. বামাবোধিনী পত্রিকা সমাজের কোন শ্রেণীর মানুষদের নিয়ে আলোচনা করে?➟ নারীদের পত্রিকা
৪৬৬. বামা্বোধিনী পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়?➟1861 খ্রিস্টাব্দে
৪৬৭. বামা্বোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে?➟উমেশচন্দ্র দত্ত
৪৬৮. বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় কবে?➟1792 খ্রিষ্টাব্দে
৪৬৯. বালাকোটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?➟ শিখ বাহিনী ও সৈয়দ আহমেদের ওয়াহাবি বাহিনীর মধ্যে
৪৭০. বাসন্তী দেবী কেন বিখ্যাত?➟1921 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনে কারাবরণ করে
৪৭১. বিধবা বিবাহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন?➟লর্ড ক্যানিং
৪৭২. বিধবাবিবাহ আইন পাস হয়েছিল?➟1858 খ্রিষ্টাব্দে 19 শে জুলাই
৪৭৩. বিনয়কৃয় বসু কাদের লক্ষ্য করে গুলি চালান? ➟ জেনারেল লোম্যান এবং পুলিশ সুপার হাডসন- কে
৪৭৪. বিনয়কৃয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত কোন্ বিপ্লবী দলের সদস্য ছিলেন ? ➟বেঙ্গল ভলান্টিয়ার্স
৪৭৫. বিপ্লব শব্দের অর্থ হল➟আমূল পরিবর্তন
৪৭৬. বিপ্লবী এম এন রায়ের প্রকৃত নাম কী ?➟ নরেন্দ্রনাথ ভট্টাচার্য
৪৭৭. বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয় কবে?➟ 11 আগষ্ট, 1908 খ্রিস্টাব্দে
৪৭৮. বিপ্লবী দীনেশ গুপ্তের মৃত্যু হয় কীভাবে?➟ ফাঁসিতে
৪৭৯. বিপ্লবী নরেন্দ্রনাথ ভট্টাচার্যের ছদ্মনাম কী ?➟ মানবেন্দ্রনাথ রায় (এম এন রায়)।
৪৮০. বিরসা মুন্ডার উপাস্য দেবতা ছিল➟ সূর্য।
৪৮১. বিশ্ব সিনেমার জনক কাকে বলা হয়? ➟ লুমিয়ের ব্রাদার্স
৪৮২. বিশ্বভারতী কত খ্রিস্টাব্দে ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উন্নীত হয়? ➟1951 খ্রিস্টাব্দে
৪৮৩. বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয় ?➟ 1921 খ্রিস্টাব্দে
৪৮৪. বিশ্বে সিনেমা বা চলচ্চিত্রের পথ চলা শুরু হয় কত সালে?➟ 1895,28 শে ডিসেম্বর
৪৮৫. বিশ্বের প্রথম মুদ্রিত বইয়ের নাম কী?➟ হীরকসূত্র
৪৮৬. বিহু কোন্ রাজ্যের নৃত্য শিল্প?➟ অসম
৪৮৭. বীণা দাস কখন কংগ্রেসে যোগ দেন ? ➟1939 খ্রিস্টাব্দে
৪৮৮. বীণা দাস কে ছিলেন? ➟সুভাষচন্দ্র বসুর শিক্ষাগুরু বেণীমাধব দাসের কন্যা।
৪৮৯. বীণা দাস কোন্ বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন ? ➟ছাত্রীসংঘের
৪৯০. বীরসা মুন্ডার নেতৃত্বে মুন্ডা বিদ্রোহ পরিচালিত হয় কবে ?➟1895 খ্রিস্টাব্দের জুলাই-আগস্ট মাসে।
৪৯১. ‘বীরাষ্টমী ব্রত’ ও ‘প্রতাপাদিত্য উৎসব’ কে চালু করেন? ➟সরলাদেবী চৌধুরাণী।
৪৯২. বুড়িবালামের যুদ্ধের অপর নাম কী ?➟ ইন্দো-জার্মান ষড়যন্ত্র।
৪৯৩. বুধু ভগত কবে বিদ্রোহ ঘোষণা করেছিলেন ➟1831খ্রিস্টাব্দে।
৪৯৪. বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউ, ওয়ার্কস-এর প্রতিষ্ঠাতা কে?➟ আচার্য প্রফুল্লচন্দ্র রায়
৪৯৫. বেঙ্গল গেজেট এর প্রথম সম্পাদক কে ছিলেন?➟ জেমস আগাস্টাস হিকি
৪৯৬. বেঙ্গল গেজেট কি ধরনের পত্রিকা ছিল?➟মাসিক
৪৯৭. বেঙ্গল গেজেট-র প্রথম সম্পাদক কে ছিলেন ?➟ জেমস অগাস্টাস হিকি
৪৯৮. বেঙ্গল টকনিক্যাল ইন্সটিটিস্টটের প্রতিষ্ঠাতা কে? ➟ স্যার তারকানাথ পালিত
৪৯৯. বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট-এর অপর নাম কি?➟ কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ
৫০০. বেঙ্গল ভলান্টিয়ার্স দল গড়ে ওঠে➟1928 খ্রিস্টাব্দে
To check our latest Posts - Click Here