General Knowledge Notes in BengaliPolity Notes
ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী – PDF
List of First Female Chief Ministers of Different Indian States
ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো ভারতের বিভিন্ন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম মহিলা/নারী মুখ্যমন্ত্রীর তালিকা (List of First Female Chief Ministers of Different Indian States ) । সাথে দেওয়া রইলো ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তালিকার একটি PDF ফাইল । কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন – এই টপিকটি থেকে বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে। যেমন – আসামের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ? গুজরাটের প্রথম মুখ্যমন্ত্রী হলেন ______ । এই টপিকটি পড়া থাকলে এই ধরণের প্রশ্নগুলির উত্তর খুব সহজেই দেওয়া সম্ভব ।
আরও দেখে নাও :
- পশ্চিমবঙ্গের প্রথম মহিলা | পশ্চিমবঙ্গের প্রথমারা
- ভারতের প্রথম মহিলা | প্রথম ভারতীয় মহিলা | ভারতের প্রথমরা
- জাতীয় মহিলা দিবস | National Women’s Day
- প্রথম ভারতীয় পুরুষ । List of First in India (Male)
- ভারতের প্রথম মহিলা | প্রথম ভারতীয় মহিলা | ভারতের প্রথমরা
ভারতের বিভিন্ন রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তালিকা
ক্রমঃ | রাজ্য | প্রথম মহিলা মুখ্যমন্ত্রী |
---|---|---|
১ | আসাম | সৈয়দা আনোয়ারা তৈমূর |
২ | উত্তর প্রদেশ | সুচেতা কৃপালিনী |
৩ | ওড়িশা | নন্দিনী সতপথী |
৪ | গুজরাট | আনন্দীবেন প্যাটেল |
৫ | গোয়া | শশীকলা কাকোড়কর |
৬ | জম্মু ও কাশ্মীর | মেহবূবা মুফতি |
৭ | তামিলনাড়ু | ভি এন জানকি রামচন্দ্রন |
৮ | দিল্লি | সুষমা স্বরাজ |
৯ | পশ্চিমবঙ্গ | মমতা ব্যানার্জি |
১০ | পাঞ্জাব | রাজিন্দর কাউর ভাট্টাল |
১১ | বিহার | রাবড়ি দেবী |
১২ | মধ্যপ্রদেশ | উমা ভারতী |
১৩ | রাজস্থান | বসুন্ধরা রাজে |
Download Section
PDF Download Link নিচে দেওয়া রইলো ।
- File Name : ভারতের বিভিন্ন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী – PDF – বাংলা কুইজ
- File Size : 1046 KB
- Format : PDF
- No. of Pages : 02
- Language : Bengali
- Subject : Indian Polity
মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ?
সুচেতা কৃপালিনী (উত্তর প্রদেশ )
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি ?
মমতা ব্যানার্জী
To check our latest Posts - Click Here