বিভিন্ন পরিমাপক যন্ত্রসমূহের নাম ও কাজের তালিকা PDF
List of Measuring Instruments PDF in Bengali
বিভিন্ন পরিমাপক যন্ত্রসমূহের নাম ও কাজের তালিকা
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন পরিমাপক যন্ত্রসমূহের নাম ও কাজের তালিকা ( List of Measuring Instruments PDF in Bengali ) । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই বিভিন্ন যন্ত্র ও তাদের কাজের তালিকা থেকে প্রশ্ন এসেই থাকে। কোন যন্ত্র কি পরিমাপ করতে ব্যবহৃত হয় তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো ।
এই টপিকে আলোচিত হয়েছে : বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম ও তার ব্যবহার, বৈজ্ঞানিক ও ভৌগোলিক কাজে ব্যবহৃত যন্ত্রসমূহ র তালিকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম, যন্ত্রের নাম, যা পরিমাপ করা হয়
আরো দেখে নাও :
- ৫০০টি বিজ্ঞানের MCQ প্রশ্নোত্তর ( PDF )
- জীববিজ্ঞানে কিছু বিশিষ্ট বিজ্ঞানীদের অবদান/আবিষ্কার
- বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা – PDF
- বিভিন্ন ধরণের ভীতি বা ফোবিয়া | Common Phobia List
- গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক
- SI পদ্ধতিতে বিভিন্ন ভৌত রাশির একক
- বিভিন্ন ধাতু-সংকর ও তাদের ব্যবহার | সংকর ধাতু । List of Important Alloys and their Uses
- বিভিন্ন ধরণের মৌল
আমরা যে সমস্ত পরিমাপক যন্ত্র ও তাদের কাজ থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বেশি প্রশ্ন আসে সেগুলিই নিচে ছকের সাহায্যে তুলে ধরার চেষ্টা করলাম।
বিভিন্ন পরিমাপক যন্ত্র ও তার ব্যবহার
ক্রমঃ | যন্ত্রের নাম | ব্যবহার |
---|---|---|
১ | অক্সিলোমিটার | ত্বরণ পরিমাপক যন্ত্র |
২ | অডিওমিটার | শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র |
৩ | অপটোমিটার | দৃষ্টিশক্তি পরীক্ষা করার যন্ত্র |
৪ | অল্টিমিটার | উচ্চতা পরিমাপক যন্ত্র |
৫ | অ্যানিমোমিটার | বায়ুর গতিবেগ ও শক্তি মাপার যন্ত্র |
৬ | অ্যামমিটার | বিদ্যুৎপ্রবাহ পরিমাপক যন্ত্র |
৭ | ইলেক্ট্রোস্কোপ | স্থির তড়িৎ পরিমাপের যন্ত্র |
৮ | ওডোমিটার | অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র |
৯ | ওহম মিটার | পরিবাহীর রোধ পরিমাপক যন্ত্র |
১০ | কার্ডিওগ্রাফ | হৃদপিণ্ডের গতিপ্রকৃতি লিপিবদ্ধ করার যন্ত্র |
১১ | ক্যালরিমিটার | তাপ পরিমাপক যন্ত্র |
১২ | ক্রেস্কোগ্রাফ | উদ্ভিদের গতি নির্ণায়ক যন্ত্র |
১৩ | ক্রোনোমিটার | দ্রাঘিমা / সুক্ষ সময় পরিমাপ যন্ত্র |
১৪ | গ্যালভানোমিটার | সূক্ষ্ণ মাপের বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র |
১৫ | জাইরোকম্পাস | জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র |
১৬ | টেনসিওমিটার | তরলের পৃষ্ঠটান পরিমাপে ব্যবহৃত যন্ত্র |
১৭ | ট্যাকোমিটার | ঘূর্ণনের দ্রুতি পরিমাপক যন্ত্র |
১৮ | ডেন্ড্রোমিটার | গাছের বিভিন্ন বৃদ্ধি পরিমাপক যন্ত্র |
১৯ | তুলাযন্ত্র | বস্তুর ভর সুক্ষ ভাবে নির্ণয়ের যন্ত্র |
২০ | থার্মোস্ট্যাট | বৈদ্যুতিক যন্ত্রের তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র |
২১ | পাইরোমিটার | সূর্যের উত্তাপ নির্ণায়ক |
২২ | পেডোমিটার | হেঁটে অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র |
২৩ | পোটেনশিওমিটার | তড়িৎচালক ক্ষমতা পরিমাপক যন্ত্র |
২৪ | ফটোমিটার | আলোক উৎসের দীপন প্রাবল্য পরিমাপের যন্ত্র |
২৫ | ফ্যাদোমিটার | জলের গভীরতা পরিমাপক যন্ত্র |
২৬ | বোলোমিটার | বিকীর্ণ শক্তি বা অবলোহিত আলো পরিমাপের যন্ত্র |
২৭ | ব্যারোমিটার | বায়ুচাপ পরিমাপক যন্ত্র |
২৮ | ব্রঙ্কোস্কোপ | শ্বাসনালী পরীক্ষার যন্ত্র |
২৯ | ভিস্কোমিটার | সান্দ্রতা পরিমাপে ব্যবহৃত হয় |
৩০ | ভেলাটোমিটার | বেগ পরিমাপক যন্ত্র |
৩১ | ভোল্টমিটার | বিভব প্রভেদ নির্ণায়ক যন্ত্র |
৩২ | মাইক্রোস্কোপ | ক্ষুদ্র বস্তুকে বিবর্ধিত করে দেখার যন্ত্র |
৩৩ | মিটার স্কেল | দৈর্ঘ্য পরিমাপ করার সরল যন্ত্র |
৩৪ | ম্যানোমিটার | বায়ু চাপ পরিমাপক যন্ত্র |
৩৫ | রিখটার স্কেল | ভূমিকম্পের তীব্রতা পরিমাপে ব্যবহৃত হয় |
৩৬ | রিফ্রাকটোমিটার | প্রতিসরাঙ্ক পরিমাপক যন্ত্র |
৩৭ | রেইনগেজ | বৃষ্টিপরিমাপক যন্ত্র |
৩৮ | ল্যাকটোমিটার | দুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র |
৩৯ | সাইটোমিটার | কোষ গণনার যন্ত্র |
৪০ | সায়ানোমিটার | আকাশ বা মহাকাশের নীল রং -এর গাঢ়ত্ব পরিমাপক যন্ত্র |
৪১ | সিসমোগ্রাফ | ভূকম্পন তরঙ্গ পরিমাপক যন্ত্র |
৪২ | সেক্সট্যান্ট | সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র |
৪৩ | স্প্রিডোমিটার | দ্রুতি পরিমাপে ব্যবহৃত যন্ত্র |
৪৪ | স্ফিগমোম্যানোমিটার | মানব দেহের রক্তচাপ পরিমাপক যন্ত্র |
৪৫ | স্লাইড ক্যালিপার্স | বস্তুর দৈর্ঘ্য,চোঙ বা বেলনের উচ্চতা,গোলকের ব্যাস নির্ণয়ে ব্যবহৃত হয় |
৪৬ | হাইগ্রোমিটার | বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্র |
৪৭ | হাইড্রোটিমিটার | জলের খরতা পরিমাপক যন্ত্র |
৪৮ | হাইড্রোমিটার | তরলের আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র |
৪৯ | হেলিওগ্রাফ | সূর্যরশ্মির তীব্রতা পরিমাপক যন্ত্র |
৫০ | হেলিওস্কোপ | চোখের ক্ষতি না করে সূর্য পর্যবেক্ষণের যন্ত্র |
বিভিন্ন বৈজ্ঞানিক পরিমাপ যন্ত্র থেকে কিছু প্রশ্ন ও উত্তর
হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হয় ?
বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্র
ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ?
অতিক্রান্ত দূরত্ব
অতি উঁচু স্থানের উচ্চতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
অল্টিমিটার
বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?
অ্যানিমোমিটার
Download Section
- File Name : বিভিন্ন পরিমাপক যন্ত্রসমূহের নাম ও কাজের তালিকা PDF – বাংলা কুইজ
- File Size : 1971 KB
- Format : PDF
- No of Pages : 04
- Langage : Bengali
- Subject : Science
To check our latest Posts - Click Here