General Knowledge Notes in BengaliNotes

বিভিন্ন পরিমাপক যন্ত্রসমূহের নাম ও কাজের তালিকা PDF

List of Measuring Instruments PDF in Bengali

বিভিন্ন পরিমাপক যন্ত্রসমূহের নাম ও কাজের তালিকা

প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন পরিমাপক যন্ত্রসমূহের নাম ও কাজের তালিকা ( List of Measuring Instruments PDF in Bengali ) । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে মাঝে মধ্যেই বিভিন্ন যন্ত্র ও তাদের কাজের তালিকা থেকে প্রশ্ন এসেই থাকে। কোন যন্ত্র কি পরিমাপ করতে ব্যবহৃত হয় তার একটি সুন্দর তালিকা নিচে দেওয়া রইলো ।


এই টপিকে আলোচিত হয়েছে : বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম ও তার ব্যবহার, বৈজ্ঞানিক ও ভৌগোলিক কাজে ব্যবহৃত যন্ত্রসমূহ র তালিকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক যন্ত্রপাতির নাম, যন্ত্রের নাম, যা পরিমাপ করা হয়


আরো দেখে নাও : 


আমরা যে সমস্ত পরিমাপক যন্ত্র ও তাদের কাজ থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে বেশি প্রশ্ন আসে সেগুলিই নিচে ছকের সাহায্যে তুলে ধরার চেষ্টা করলাম।

বিভিন্ন পরিমাপক যন্ত্র ও তার ব্যবহার

ক্রমঃযন্ত্রের নামব্যবহার
অক্সিলোমিটারত্বরণ পরিমাপক যন্ত্র
অডিওমিটারশব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র
অপটোমিটারদৃষ্টিশক্তি পরীক্ষা করার যন্ত্র
অল্টিমিটারউচ্চতা পরিমাপক যন্ত্র
অ্যানিমোমিটারবায়ুর গতিবেগ ও শক্তি মাপার যন্ত্র
অ্যামমিটারবিদ্যুৎপ্রবাহ পরিমাপক যন্ত্র
ইলেক্ট্রোস্কোপস্থির তড়িৎ পরিমাপের যন্ত্র
ওডোমিটারঅতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র
ওহম মিটারপরিবাহীর রোধ পরিমাপক যন্ত্র
১০কার্ডিওগ্রাফহৃদপিণ্ডের গতিপ্রকৃতি লিপিবদ্ধ করার যন্ত্র
১১ক্যালরিমিটারতাপ পরিমাপক যন্ত্র
১২ক্রেস্কোগ্রাফউদ্ভিদের গতি নির্ণায়ক যন্ত্র
১৩ক্রোনোমিটারদ্রাঘিমা / সুক্ষ সময় পরিমাপ যন্ত্র
১৪গ্যালভানোমিটারসূক্ষ্ণ মাপের বিদ্যুৎ প্রবাহ পরিমাপক যন্ত্র
১৫জাইরোকম্পাসজাহাজের দিক নির্ণায়ক যন্ত্র
১৬টেনসিওমিটারতরলের পৃষ্ঠটান পরিমাপে ব্যবহৃত যন্ত্র
১৭ট্যাকোমিটারঘূর্ণনের দ্রুতি পরিমাপক যন্ত্র
১৮ডেন্ড্রোমিটারগাছের বিভিন্ন বৃদ্ধি পরিমাপক যন্ত্র
১৯তুলাযন্ত্রবস্তুর ভর সুক্ষ ভাবে নির্ণয়ের যন্ত্র
২০থার্মোস্ট্যাটবৈদ্যুতিক যন্ত্রের তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র
২১পাইরোমিটারসূর্যের উত্তাপ নির্ণায়ক
২২পেডোমিটারহেঁটে অতিক্রান্ত দূরত্ব পরিমাপক যন্ত্র
২৩পোটেনশিওমিটারতড়িৎচালক ক্ষমতা পরিমাপক যন্ত্র
২৪ফটোমিটারআলোক উৎসের দীপন প্রাবল্য পরিমাপের যন্ত্র
২৫ফ্যাদোমিটারজলের গভীরতা পরিমাপক যন্ত্র
২৬বোলোমিটারবিকীর্ণ শক্তি বা অবলোহিত আলো পরিমাপের যন্ত্র
২৭ব্যারোমিটারবায়ুচাপ পরিমাপক যন্ত্র
২৮ব্রঙ্কোস্কোপশ্বাসনালী পরীক্ষার যন্ত্র
২৯ভিস্কোমিটারসান্দ্রতা পরিমাপে ব্যবহৃত হয়
৩০ভেলাটোমিটারবেগ পরিমাপক যন্ত্র
৩১ভোল্টমিটারবিভব প্রভেদ নির্ণায়ক যন্ত্র
৩২মাইক্রোস্কোপক্ষুদ্র বস্তুকে বিবর্ধিত করে দেখার যন্ত্র
৩৩মিটার স্কেলদৈর্ঘ্য পরিমাপ করার সরল যন্ত্র
৩৪ম্যানোমিটারবায়ু চাপ পরিমাপক যন্ত্র
৩৫রিখটার স্কেলভূমিকম্পের তীব্রতা পরিমাপে ব্যবহৃত হয়
৩৬রিফ্রাকটোমিটারপ্রতিসরাঙ্ক পরিমাপক যন্ত্র
৩৭রেইনগেজবৃষ্টিপরিমাপক যন্ত্র
৩৮ল্যাকটোমিটারদুধের আপেক্ষিক ঘনত্ব পরিমাপক যন্ত্র
৩৯সাইটোমিটারকোষ গণনার যন্ত্র
৪০সায়ানোমিটারআকাশ বা মহাকাশের নীল রং -এর গাঢ়ত্ব পরিমাপক যন্ত্র
৪১সিসমোগ্রাফভূকম্পন তরঙ্গ পরিমাপক যন্ত্র
৪২সেক্সট্যান্টসূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র
৪৩স্প্রিডোমিটারদ্রুতি পরিমাপে ব্যবহৃত যন্ত্র
৪৪স্ফিগমোম্যানোমিটারমানব দেহের রক্তচাপ পরিমাপক যন্ত্র
৪৫স্লাইড ক্যালিপার্সবস্তুর দৈর্ঘ্য,চোঙ বা বেলনের উচ্চতা,গোলকের ব্যাস নির্ণয়ে ব্যবহৃত হয়
৪৬হাইগ্রোমিটারবায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্র
৪৭হাইড্রোটিমিটারজলের খরতা পরিমাপক যন্ত্র
৪৮হাইড্রোমিটারতরলের আপেক্ষিক ঘনত্ব মাপার যন্ত্র
৪৯হেলিওগ্রাফসূর্যরশ্মির তীব্রতা পরিমাপক যন্ত্র
৫০হেলিওস্কোপচোখের ক্ষতি না করে সূর্য পর্যবেক্ষণের যন্ত্র
বিভিন্ন পরিমাপক যন্ত্রসমূহের নাম

বিভিন্ন বৈজ্ঞানিক পরিমাপ যন্ত্র থেকে কিছু প্রশ্ন ও উত্তর

হাইগ্রোমিটার দিয়ে কি মাপা হয় ?

বায়ুর আদ্রতা পরিমাপক যন্ত্র

ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় ?

অতিক্রান্ত দূরত্ব

অতি উঁচু স্থানের উচ্চতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

অল্টিমিটার

বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

অ্যানিমোমিটার

Download Section

  • File Name : বিভিন্ন পরিমাপক যন্ত্রসমূহের নাম ও কাজের তালিকা PDF – বাংলা কুইজ
  • File Size : 1971 KB
  • Format : PDF
  • No of Pages : 04
  • Langage : Bengali
  • Subject : Science

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button