Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - January 2021 - PDF

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ MCQ – Page 9

১৬১. ১৫ দিন ব্যাপী বার্ষিক উপজাতী মেলা বা আদিবাসী মেলা নিম্নলিখিত কোন শহরে ২৬শে জানুয়ারি  ২০২১ থেকে শুরু হয়েছে ?

(A) ভুবনেশ্বর
(B) কলকাতা
(C) নাসিক
(D) পুনে

উত্তর :
(A) ভুবনেশ্বর

১৬২. ২০২১ সালের জানুয়ারিতে কার্লোস হোমস ট্রুজিলো প্রয়াত হয়েছেন।  তিনি কোন দেশের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন?

(A) কলম্বিয়া
(B) নিউ ইয়র্ক
(C) নরওয়ে
(D) সুইডেন

উত্তর :
(A) কলম্বিয়া

কলম্বিয়া

  • রাজধানী : বোগোতা
  • মুদ্রা: কলম্বিয়ান পেসো

১৬৩. BSF ২৬ শে জানুয়ারি ৭২তম প্রজাতন্ত্র দিবসে সবচেয়ে উঁচু পতাকা উত্তোলন করেছে। এই পতাকাটির  উচ্চতা কত ছিল?

(A) ১৩২ ফুট
(B) ১৩১ ফুট
(C) ১৩৫ ফুট
(D) ১৩৭ ফুট

উত্তর :
(B) ১৩১ ফুট

ইন্দো-পার্ক বর্ডারে জম্মু জেলাতে BSF ২৬ শে জানুয়ারি ৭২তম প্রজাতন্ত্র দিবসে সবচেয়ে উঁচু পতাকা উত্তোলন করেছে।


১৬৪. পশ্চিমবঙ্গ পরিবহণ কর্পোরেশন একটি ঐতিহ্যবাহী বইয়ের দোকানের সহযোগিতায় কোন শহরে একটি নৌকা-পাঠাগার চালু করেছে ?

(A) কলকাতা
(B) বিধাননগর
(C) দুর্গাপুর
(D) হলদিয়া

উত্তর :
(A) কলকাতা

৩ ঘন্টার এই নৌকা জার্নিতে পাঠাগার রয়েছে ।


১৬৫. আন্তর্জাতিক মুদ্রা তহবিল ২০২১ সালে ভারতে কত শতাংশ বৃদ্ধির হার অনুমান করেছে?

(A) ৮.৫
(B) ৯.৫
(C) ১০.৫
(D) ১১.৫

উত্তর :
(D) ১১.৫

IMF এর প্রজেকশন অনুযায়ী ভারতের বৃদ্ধির হার ২০২১ সালে সর্বাধিক হবে । দ্বিতীয় স্থানে রয়েছে চীন ( ৮.১%) ।


১৬৬. ২০২১ সালের জানুয়ারিতে, উত্তরপ্রদেশের কোন জেলাটিকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে?

(A) কৈশম্বী
(B) মথুরা
(C) সিদ্ধার্থনগর
(D) সুলতানপুর

উত্তর :
(A) কৈশম্বী

উত্তরপ্রদেশের কৈশম্বী জেলাটিকে সম্প্রতি করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।

উত্তর প্রদেশ:

  •     মুখ্যমন্ত্রী – যোগী আদিত্যনাথ।
  •     রাজ্যপাল – আনন্দীবেন প্যাটেল।
  •     জেলার সংখ্যা – ৭৫।

১৬৭. DRDO ২০২১ সালের জানুয়ারিতে কোন রাজ্য থেকে Akash-NG (New Generation) মিসাইলের সফল উৎক্ষেপণ করলো ?

(A) অন্ধ্র প্রদেশ
(B) ওড়িশা
(C) কেরালা
(D) তামিলনাড়ু

উত্তর :
(B) ওড়িশা

২০২১ সালের ২৫ শে জানুয়ারি ওড়িশার উপকূলের  Integrated Test Range থেকে Akash-NG (New Generation) মিসাইলের সফল উৎক্ষেপণ করা হয়েছে ।


১৬৮. ২০২১ সালে কতজনকে পদ্মশ্রী পুরষ্কারে সম্মানিত করা হয়েছে ?

(A) ১৭
(B) ১০২
(C) ১১৯
(D) ১২৩

উত্তর :
(B) ১০২

দেখে নাও ২০২১ সালের সম্পূর্ণ পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা – Click Here 


১৬৯. ৭২ তম প্রজাতন্ত্র দিবসে রাজপথে মোট কতগুলি ট্যাবলো চলেছে ?

(A) ২০
(B) ২৪
(C) ২৮

(D) ৩২

উত্তর :
(D) ৩২

৩২ টির মধ্যে ১৭টি ছিল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে, ৯ টি ছিল বিভিন্ন মন্ত্রক/ডিপার্টমেন্ট/প্যারামিলিটারি ফোর্স থেকে এবং ৬ টি ছিল প্রতিরক্ষা মন্ত্রক থেকে ।


১৭০. প্রজাতন্ত্র দিবস, ২০২১ উপলক্ষে, কতজন কর্মীকে ফায়ার সার্ভিস মেডেল প্রদান করা হয়েছে?

(A) ৬৪
(B) ৬৭
(C) ৭০
(D) ৭৩

উত্তর :
(D) ৭৩

১৭১. ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IFFI ) এর ৫১ তম সংস্করণে নিম্নলিখিত চলচ্চিত্রগুলির মধ্যে কোনটি গোল্ডেন পিকক পুরস্কার জিতে নিয়েছে ?

(A) Playback
(B) Into the Darkness
(C) Children Of The Corn
(D) Black Swan

উত্তর :
(B) Into the Darkness

ডেনমার্কের Into the Darkness চলচ্চিত্রটি গোল্ডেন পিকক পুরস্কার জিতে নিয়েছে ।


১৭২. SpaceX ২০২১ সালের জানুয়ারিতে একটি রকেটের সাহায্যে  কতগুলি উপগ্রহ উৎক্ষেপণ করে একটি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করলো ?

(A) ১২৫
(B) ১৩৪
(C) ১৪৩
(D) ১৫২

উত্তর :
(C) ১৪৩

একটি Falcon 9 রকেটের সাহায্যে ১৪৩টি উপগ্রহ উৎক্ষেপণ করে একটি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করলো SpaceX ।


১৭৩. ২০২১ সালের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ট্যাবলো থিকসি মনাস্টারির আদলে হয়েছিল ?

(A) পাঞ্জাব
(B) লাদাখ
(C) হিমাচল প্রদেশ
(D) জম্মু ও কাশ্মীর

উত্তর :
(B) লাদাখ

লাদাখের লেহ জেলায় অবস্থিত থিকসি মনাস্টারি। এটির আদলেই এবারের লাদাখ তার ট্যাবলো উপস্থাপন করেছিল ।


১৭৪. ২০২১ সালের ২৪শে জানুয়ারি কোন রাজ্য তার প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে?

(A) উত্তর প্রদেশ
(B) পাঞ্জাব
(C) বিহার
(D) মধ্য প্রদেশ

উত্তর :
(A) উত্তর প্রদেশ

দেখে নাও ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিষ্ঠা দিবসের তালিকা – Click Here 


১৭৫. গর্ভবতী মহিলা ও শিশুদের পুষ্টির গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করার জন্য ‘এক পউদা সুপোশিত বেটি কে নাম’ নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে কোন রাজ্যে ?

(A) রাজস্থান
(B) গুজরাট
(C) হরিয়ানা
(D) পাঞ্জাব

উত্তর :
(A) রাজস্থান

রাজস্থান:

  •     মুখ্যমন্ত্রী – অশোক গেহলট।
  •     রাজ্যপাল – কলরাজ মিশ্র।

১৭৬. ২০২১ সালের ২৫শে জানুয়ারি কোন রাজ্য তার স্বর্ণজয়ন্তী রাজ্য দিবস উদযাপন করলো ?

(A) হিমাচল প্রদেশ
(B) গোয়া
(C) সিকিম
(D) নাগাল্যান্ড

উত্তর :
(A) হিমাচল প্রদেশ

১৯৭১ সালে এই দিনটিতে হিমাচল প্রদেশ ভারতের ১৮তম রাজ্যে পরিণত হয়েছিল ।

হিমাচল প্রদেশ:

  •     মুখ্যমন্ত্রী – জয় রাম ঠাকুর।
  •     রাজ্যপাল – বান্দারু দত্তাত্রেয়।
  •     জেলার সংখ্যা – ১২ ।

১৭৭. ২০২১ সালের ঢাকা  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (DIFF) এ নিচের কোনটি সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে?

(A) The Chimp
(B) The Light Thief
(C) The Road to Eden
(D) Queen of the Mountains

উত্তর :
(C) The Road to Eden

বাকীট মুকুল এবং দস্তান ঝাপার পরিচালিত কিরগিজ চলচ্চিত্র ‘দ্য রোড টু ইডেন’ এই উৎসবে সেরা চলচ্চিত্রের পুরষ্কার জিতেছে।


১৭৮. ২০২১ সালে Subhash Chandra Bose Aapda Prabandhan পুরস্কার-এ সম্মানিত হয়েছেন 

(A) গোপী চাঁদ নারং
(B) রাজেন্দ্র কুমার ভান্ডারী
(C) বিষ্ণুপ্রিয়া দত্ত
(D) অবিনাশ দীক্ষিত

উত্তর :
(B) রাজেন্দ্র কুমার ভান্ডারী

১৭৯. জাতীয় ভোটার দিবস ভারতে প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ২৪শে জানুয়ারি
(B) ২৫শে জানুয়ারি
(C) ২৬শে জানুয়ারি
(D) ২৭শে জানুয়ারি

উত্তর :
(B) ২৫শে জানুয়ারি

নতুন ভোটারদের ভোটদানে উত্‍সাহিত করতে ২০১১ সাল থেকে নির্বাচন কমিশন প্রতিষ্ঠার দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা শুরু হয়।


১৮০. ‘Manohar Parrikar – Off The Record’ শীর্ষক বইটি প্রকাশ করেছেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?

(A) গোয়া
(B) মহারাষ্ট্র
(C) হিমাচল প্রদেশ
(D) উত্তরপ্রদেশ

উত্তর :
(A) গোয়া

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত ‘Manohar Parrikar – Off The Record’ শীর্ষক বইটি প্রকাশ করেছেন । এই বইটি লিখেছেন- শ্রী বামন শুভ প্রভু ।


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page
Telegram

Related Articles

One Comment

  1. আমি request করব আপনারারা current affairs এর quality একটু update করুন , আমি cgl এক্সাম এ আপনাদের current affairs পড়ে গিয়ে একটু হতাশ হইএছি , wifistudy-r আঙ্কিত আওাস্থি বা adda247 বা studyiq থাকে যদি আপনারা content নেন , এর মান অনেক উন্নত হবে

Back to top button