কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী
Current Affairs - January 2021 - PDF
কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ MCQ – Page 8
(A) কানাডা
(B) আমেরিকা
(C) মেক্সিকো
(D) জার্মানি
মেক্সিকো:
- রাজধানী – মেক্সিকো সিটি
- মুদ্রা – মেক্সিকান পেসো।
- রাষ্ট্রপতি – আন্দ্রেস ম্যানুয়েল ল্যাপেজ ওব্রাডর।
১৪২. ২০২১ সালের জানুয়ারি মেড ইন্দ্রজিৎ দেব প্রয়াত হয়েছেন। তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন?
(A) অভিনয়
(B) রাজনীতি
(C) ক্রিকেট
(D) দাবা
বাংলা ধারাবাহিক ‘তেরো পার্বণ’-এ গোরার দাদা চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ধারাবাহিকের মাধ্যমেই মানুষের মন জিতে নিয়েছিলেন।
১৪৩. ২০২১ সালের জানুয়ারিতে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী “মুখ্যমন্ত্রী কিষান কল্যাণ যোজনা”-এর আওতায় রাজ্যের ২০ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ৪০০ কোটি টাকা হস্তান্তর করলেন ?
(A) বিহার
(B) মধ্য প্রদেশ
(C) ঝাড়খণ্ড
(D) উত্তর প্রদেশ
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৩০শে জানুয়ারি ২০২১ -এ মুখ্যমন্ত্রী কিষান কল্যাণ যোজনার আওতায় রাজ্যের ২০ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ৪০০ কোটি টাকা হস্তান্তর করেছেন ।
মধ্য প্রদেশ:
- মুখ্যমন্ত্রী – শিবরাজ সিং চৌহান।
- রাজ্যপাল – আনন্দীবেন প্যাটেল।
- জেলার সংখ্যা – 52।
১৪৪. ২০২১ সালের জানুয়ারিতে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হলেন ?
(A) সৌরভ গাঙ্গুলি
(B) জয় শাহ
(C) সম্বিত পাত্র
(D) সূর্যকুমার যাদব
ভারতের ক্রিকেট বোর্ডের (BCCI) সেক্রেটারি জয় শাহ ৩০ শে জানুয়ারি ২০২১ -এ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) সভাপতি পদে নিযুক্ত হলেন।
তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) প্রধান নাজমুল হুসেনের কাছ থেকে এই দায়িত্ব নিলেন।
১৪৫. উত্তর ভারতের প্রথম কুকুর পার্ক (Dog park )টি কোন শহরে তৈরী হতে চলেছে ?
(A) পুনে
(B) চণ্ডীগড়
(C) ভোপাল
(D) গোরখপুর
চন্ডিগড়ের সেক্টর ৪২ -এ উত্তর ভারতের প্রথম কুকুর পার্ক (Dog park )টি তৈরী হতে চলেছে ।
১৪৬. ডাঃ শৈবাল গুপ্ত ২০২১ সালের জানুয়ারিতে প্রয়াত হয়েছেন। নিচের কোনটির প্রতিষ্ঠাতা ছিলেন তিনি ?
(A) Asian Development Research Institute
(B) Development Management Institute
(C) Alphia Institute Of Business Management
(D) Bihar Veterinary College
বিহারের বিখ্যাত গবেষক তথা Asian Development Research Institute -এর প্রতিষ্ঠাতা সেক্রেটারি ডাঃ শৈবাল গুপ্ত ২০২১ সালের জানুয়ারিতে প্রয়াত হয়েছেন। বিহারের অর্থনৈতিক সমীক্ষাও তিনিই শুরু করেছিলেন ।
১৪৭. BCCI “বিজয় হাজারে ট্রফি”র জন্য কত বছর পর এই প্রথমবারের জন্য রঞ্জি ট্রফি পরিচালনা করবে না ?
(A) ৮৩
(B) ৮৫
(C) ৮৭
(D) ৮৯
৮৭ বছরে এই প্রথমবারের জন্য BCCI রঞ্জি ট্রফি পরিচালনা করবে না ।
১৪৮. কে সম্প্রতি Anomaly নামক সম্পূর্ণ পরিবেশবান্ধব ও উদ্ভিজ্জ hair care line শুরু করলেন ?
(A) দীপিকা পাড়ুকোন
(B) অনুষ্কা শর্মা
(C) প্রিয়াঙ্কা চোপড়া জোনাস
(D) ঐশ্বর্য রাই
১৪৯. হিমালয়ান জিওলজি (WIHG) -এর ওয়াদিয়া ইনস্টিটিউটের বিজ্ঞানীরা নিম্নলিখিত কোথায় ভূমিকম্পের প্রথম ভূতাত্ত্বিক প্রমাণ খুঁজে পেয়েছেন?
(A) মাতুঙ্গা
(B) হিমাবস্তি গ্রাম
(C) ফুলিয়ারি গ্রাম
(D) মুসতাং গ্রাম
আসাম ও অরুণাচল প্রদেশের সীমান্তে অবস্থিত হিমাবস্তি গ্রামে হিমালয়ান জিওলজি (WIHG) -এর ওয়াদিয়া ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ভূমিকম্পের প্রথম ভূতাত্ত্বিক প্রমাণ খুঁজে পেয়েছেন।
১৫০. খাদি এবং গ্রাম শিল্প কমিশন (Khadi and Village Industries Commission ) ২০২১ সালের জানুয়ারিতে কোন রাজ্যে ব্যাপক কর্মসংস্থান অভিযান সম্পন্ন করেছে ?
(A) বিহার
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) গুজরাট
২৯শে জানুয়ারি মালদহ জেলাতে খাদি এবং গ্রাম শিল্প কমিশন (Khadi and Village Industries Commission ) ২০২১ সালের জানুয়ারিতে ব্যাপক কর্মসংস্থান অভিযান সম্পন্ন করেছে।
পশ্চিমবঙ্গ:
- মুখ্যমন্ত্রী – মমতা বন্দ্যোপাধ্যায়।
- রাজ্যপাল – জগদীপ ধানখার।
- লোকসভা আসন – ৪২।
- রাজ্যসভার আসন – ১৬।
১৫১. ইউরোপীয় ইউনিয়নের প্রথম কোন দেশ চীন থেকে Covid-19 টিকা আমদানি করতে সম্মত হয়েছে ?
(A) ফিনল্যান্ড
(B) পোল্যান্ড
(C) সুইডেন
(D) হাঙ্গেরি
চীনের Sinopharm vaccines আমদানি করতে সম্মত হয়েছে হাঙ্গেরি ।
১৫২. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের জানুয়ারিতে ‘প্রবুদ্ধ ভারত’-এর ১২৫তম বার্ষিকী অনুষ্ঠানে ভাষণ প্রদান করেছেন। কোন রাজ্যে অবস্থিত অদ্বৈত আশ্রম দ্বারা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ?
(A) উত্তরাখণ্ড
(B) বিহার
(C) পাঞ্জাব
(D) হরিয়ানা
উত্তরাখণ্ডের মায়াবতী আশ্রমে অবস্থিত অদ্বৈত আশ্রম দ্বারা এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ।
উত্তরাখণ্ড:
- মুখ্যমন্ত্রী – ত্রিবেন্দ্র সিং রাওয়াত।
- রাজ্যপাল – বেবি রানী মৌর্য।
- লোকসভা আসন – ৫ টি।
- রাজ্যসভার আসন – ৩ টি।
১৫৩. ৩০শে জানুয়ারি ২০২১ সালের জাতির জনক মহাত্মা গান্ধীর কততম মৃত্যুবার্ষিকী পালন করা হলো ?
(A) ৭৩
(B) ৭৪
(C) ৭৫
(D) ৭৬
৩০শে জানুয়ারি ২০২১ সালের জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হলো । এই দিনটি শহীদ দিবস হিসাবেও পালন করা হয়।
১৯৪৮ সালে , এই দিনে তাঁকে নাথুরাম গডসে হত্যা করেছিলেন।
১৫৪. Transparency International’s Corruption Perception Index অনুসারে, ২০২০ সালের Corruption Perception Index ভারতের অবস্থান কত?
(A) ৭৭
(B) ৮৩
(C) ৮৬
(D) ৯২
১৮০ টি দেশের মধ্যে ভারতের র্যাংক ৮৬তম । শীর্ষে রয়েছে ডেনমার্ক ও নিউজিল্যান্ড ।
১৫৫. বিভ্রান্তিকর বিজ্ঞাপন সম্পর্কে সচেতনতা বাড়াতে নিচের কোন সংস্থা ‘চুপ মত বেইঠো ‘ শীর্ষক একটি সংহত গ্রাহক সংযোগ উদ্যোগ চালু করতে চলেছে ?
(A) Advertising Association
(B) Interactive Advertising Bureau
(C) AMP Agency
(D) Advertising Standards Council of India
১৫৬. উত্তরপ্রদেশ সরকার কোন জেলায় দেশের প্রথম চামড়া পার্ক স্থাপন করতে চলেছে ?
(A) কানপুর
(B) বারাণসী
(C) আগ্রা
(D) বেরেলি
কানপুরের রামাইপুর গ্রামে উত্তরপ্রদেশ সরকার দেশের প্রথম চামড়া পার্ক স্থাপন করতে চলেছে।
উত্তর প্রদেশ:
- মুখ্যমন্ত্রী – যোগী আদিত্যনাথ।
- রাজ্যপাল – আনন্দীবেন প্যাটেল।
১৫৭. ২০২১ সালের জানুয়ারি মাসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিসামি কোন শহরে জয়ললিতা স্মৃতিসৌধের উদ্বোধন করলেন ?
(A) কোয়েম্বাটুর
(B) তিরুচিরপল্লি
(C) চেন্নাই
(D) ইরোড
২০২১ সালের ২৭শে জানুয়ারি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিসামি চেন্নাইয়ে জয়ললিতা স্মৃতিসৌধের উদ্বোধন করেন ।
তামিলনাড়ু:
- মুখ্যমন্ত্রী – ই কে.পালানীস্বামী।
- রাজ্যপাল – বানওয়ারিলাল পুরোহিত।
- লোকসভা আসন – ৩৯।
- রাজ্যসভার আসন – ১৮ ।
১৫৮. প্রতি বছর লালা লাজপত রায়-এর জন্মবার্ষিকী কোন দিনটিতে পালন করা হয়?
(A) ২৬ জানুয়ারি
(B) ২৭ জানুয়ারি
(C) ২৮ জানুয়ারি
(D) ২৯ জানুয়ারি
১৮৬৫ সনের ২৮ জানুয়ারি তারিখে পাঞ্জাবে লালা লাজপত রায় জন্মগ্রহণ করেন।। তার পিতার নাম মুনসি রাধা কৃষ্ণণ আজাদ। লালা লাজপত রায় একজন ভারতীয় স্বাধীনতা সংগ্রামী । তাকে পাঞ্জাব কেশরি নামেও জানা যায়। তিনি পাঞ্জান ন্যাশনাল ব্যাঙ্ক ও লক্ষী বিমা কম্পানী স্থাপন করেছিলেন।
১৫৯. ২০২১ সালে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কোন অভিনেতা মোবাইল অ্যাপ FAU-G চালু করেছেন?
(A) আমির খান
(B) অমিতাভ বচ্চন
(C) শাহরুখ খান
(D) অক্ষয় কুমার
২০২০ সালের সেপ্টেম্বরে ভারতে PUBG গেম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল । তার বিকল্প হিসেবে এই FAU-G গেমের পথচলা ।
১৬০. রাজপথে ২৬শে জানুয়ারি ২০২১ সালে ট্যাবলোর থিম কি ছিল ?
(A) Swach raho swast raho:COVID
(B) Recover with Integrity :COVID
(C) Atma-Nirbhar Bharat Abhiyan: COVID
(D) Together We can: COVID
To check our latest Posts - Click Here
আমি request করব আপনারারা current affairs এর quality একটু update করুন , আমি cgl এক্সাম এ আপনাদের current affairs পড়ে গিয়ে একটু হতাশ হইএছি , wifistudy-r আঙ্কিত আওাস্থি বা adda247 বা studyiq থাকে যদি আপনারা content নেন , এর মান অনেক উন্নত হবে