কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী
Current Affairs - January 2021 - PDF
কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ MCQ – Page 7
(A) লাদাখ
(B) উত্তর প্রদেশ
(C) জম্মু ও কাশ্মীর
(D) গুজরাট
জম্মু কাশ্মীরে স্থানীয়ভাবে ‘গুচি মাশরুম’ কে ‘থুন্টু’ বলা হয় । ৫০০ গ্রাম এই মাশরুমের দাম ১৮,০০০ টাকা ।
১২২. ২০২১ জানুয়ারীতে মাতা প্রসাদ প্রয়াত হয়েছেন। তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন?
(A) অভিনয়
(B) রাজনীতি
(C) ওষুধ
(D) সাংবাদিকতা
তিনি উত্তরপ্রদেশের মন্ত্রীসভার প্রাক্তন সদস্য ছিলেন । তিনি অরুণাচল প্রদেশের প্রাক্তন রাজ্যপালও ছিলেন । তাঁর লেখা বিখ্যাত বই – ‘ManoramBhoomi-Arunachal’. ।
১২৩. National Disaster Response Force, NDRF ২০২১ সালের জানুয়ারিতে কততম প্রতিষ্ঠা দিবস পালন করলো ?
(A) ১৪
(B) ১৫
(C) ১৬
(D) ১৭
২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল ।
১২৪. Supreme Court Bar Association (SCBA)-এর প্রেসিডেন্ট পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন কে ?
(A) বিনয় কুমার
(B) দুষ্যন্ত দাভে
(C) অক্ষয় প্যাটেল
(D) প্রকাশ স্বরূপ
১২৫. কোন কোম্পানীর নতুন CEO হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন Pat Gelsinger?
(A) IBM
(B) Intel
(C) AMD
(D) Snapdragon
Intel কোম্পানীর নতুন CEO হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন Pat Gelsinger | Intel প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬৮ সালে ।
১২৬. ভারতের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরী ‘9mm Machine Pistol’ তৈরী করলো
(A) ISRO
(B) DRDO
(C) BEL Electronics
(D) Indian Army
DRDO প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৫৮ সালে ।
১২৭. মাত্র ৩৬ বলে ১০০ রান করে মহিলা T-20 ক্রিকেটের ইতিহাসে প্রথম দ্রুততম সেঞ্চুরি করলেন Sophie Devine । তিনি কোন দেশের ক্রিকেটার ?
(A) অস্ট্রেলিয়া
(B) নিউজিল্যান্ড
(C) ইংল্যান্ড
(D) জিম্বাবোয়ে
নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন Sophie Devine ।
১২৮. ‘Rocket H3’ নামক রকেট লঞ্চ করতে চলেছে কোন মহাকাশ সংস্থা ?
(A) SUPERCO
(B) NASA
(C) JAXA
(D) ISRO
জাপানের মহাকাশ সংস্থা JAXA ( Japan Aerospace Exploration Agency ) ‘Rocket H3’ নামক রকেট লঞ্চ করতে চলেছে ২০২১ সালে ।
১২৯. গোয়াতে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘Indian Personality of the Year’ সম্মানে সম্মানিত হলেন কে ?
(A) প্রসেনজিত চ্যাটার্জি
(B) এস.এস. রাজামৌলি
(C) করণ জোহর
(D) বিশ্বজিৎ চ্যাটার্জি
১৩০. সম্প্রতি নেলসন ম্যান্ডেলা বিশ্ব মানবিক পুরষ্কার (Nelson Mandela World Humanitarian Award ) পেলেন পুনের কোন সমাজসেবী?
(A) নিশা প্রসাদ
(B) বিশাল মাহাতো
(C) রবি গাইকওয়ার
(D) কৈলাস সত্যার্থী
১৩১. ‘One School One IAS’ স্কিম লঞ্চ করলেন কোন রাজ্যের রাজ্যপাল ?
(A) বিহার
(B) ঝাড়খন্ড
(C) কেরালা
(D) মধ্যপ্রদেশ
অর্থনৈতিক ভাবে পিছিয়ে পর ছাত্র বিনামূল্যে UPSC এর কোচিং দেওয়ার জন্য কেরালার রাজ্যপাল আরিফ মহম্মদ খান এই ‘One School One IAS’ স্কিম লঞ্চ করেছেন ।
১৩২. ‘The Commonwealth of Cricket’- শীর্ষক বইটি লিখেছেন
(A) আসিফ ইকবাল
(B) রামচন্দ্র গুহ
(C) এম.এস. ধোনী
(D) নয়ন জেঠ
১৩৩. ভারতের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করলেন –
(A) মনীষ কুমার
(B) সুভাষ শর্মা
(C) মৈনাক কুমার
(D) মনীষ সিসোদিয়া
দিল্লির স্যানিটেশন কর্মী মনীষ কুমার ভারতের প্রথম কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন ।
১৩৪. ‘কলরব’- নামক পক্ষী উৎসবের উদ্বোধন করলো কোন রাজ্য সরকার?
(A) নাগাল্যান্ড
(B) বিহার
(C) মনিপুর
(D) পশ্চিমবঙ্গ
বিহারের জামুই জেলার নাগি পাখিরালয়ে শুরু হলো ।
বিহারের
- মুখ্যমন্ত্রী- নীতিশ কুমার
- রাজ্যপাল- ফাগু চৌহান
১৩৫. ‘রক্ষিতা (Rakshita )’ – নামক মোটরবাইক অ্যাম্বুলেন্স তৈরী করলো কোন সংস্থা?
(A) DRDO
(B) ISRO
(C) OLA
(D) UBER
রয়্যাল এনফিল্ডের RE Classic 350 বাইক দিয়ে এই বাইক অম্বুনেলান্স তৈরী করছে DRDO । এই বাইক অ্যাম্বুলেন্স গুলি তুলে দেওয়া হয়েছে CRPF এবং INMAS এর হাতে ।
১৩৬. কে তাঁর প্রথম বই, “Big Billion Startup: The Untold Flipkart Story” এর জ ন্য ২০২০ সালের Gaja Capital Business Book Prize জিতেছেন ?
(A) মিহির দালাল
(B) রামচন্দ্র গুহ
(C) অমিতাভ ঘোষ
(D) আমিশ ত্রিপাঠি
মিহির দালাল তাঁর প্রথম বই, “Big Billion Startup: The Untold Flipkart Story” এর জ ন্য ২০২০ সালের Gaja Capital Business Book Prize জিতেছেন। এই পুরস্কারের মূল্য ১৫ লক্ষ টাকা ।
১৩৭. ২০২১ সালের জানুয়ারিতে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) কোন ব্যাংকে ১ কোটি টাকা জরিমানা করেছে?
(A) HDFC Bank
(B) Yes Bank
(C) ICICI Bank
(D) PNB
SEBI এর অন্তর্বর্তীকালীন আদেশ অমান্য করায় HDFC Bank কে SEBI ১ কোটি টাকা জরিমানা করেছে।
১৩৮. ২০২১ সালের ২১ থেকে ২৬ জানুয়ারি নিম্নলিখিত কোন সপ্তাহ পালন করা হচ্ছে ?
(A) Financial Literacy Week
(B) Nutrition Week
(C) Education Week
(D) National Girl Child Week
২০২১ সালের ২১ থেকে ২৬ জানুয়ারি ভারতে National Girl Child Week পালন করা হচ্ছে । প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতের প্রতিবছর ২৪শে জানুয়ারি National Girl Child Day পালন করা হয় ।
১৩৯. ২০২১ সালের জানুয়ারিতে, ভারত “ভ্যাকসিন মৈত্রী” উদ্যোগের অধীনে কোন দেশে COVID ভ্যাকসিন COVISHIELD এর এক মিলিয়ন ডোজ উপহার হিসাবে পাঠিয়েছে?
(A) নেপাল
(B) ফিজি
(C) পাকিস্তান
(D) লাওস
নেপালের
নেপাল:
- রাজধানী – কাঠমান্ডু।
- মুদ্রা – নেপালি রুপী।
- রাষ্ট্রপতি – বিদ্যা দেবী ভান্ডারী।
- প্রধানমন্ত্রী – কেপি শর্মা অলি।
১৪০. ২০২১ সালের National Girl Child Day তে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ‘বেটি বাঁচাও বেটি পড়াও ‘ প্রকল্পের আওতাধীন ‘পঙ্খ অভিযান’ চালু করলেন ?
(A) উত্তর প্রদেশ
(B) বিহার
(C) মধ্য প্রদেশ
(D) হরিয়ানা
মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান National Girl Child Day তে বালিকা ক্ষমতায়ন ও বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে ‘বেটি বাঁচাও বেটি পড়াও ‘ প্রকল্পের আওতায় ‘পঙ্খ অভিযান’ চালু করলেন ।
To check our latest Posts - Click Here
আমি request করব আপনারারা current affairs এর quality একটু update করুন , আমি cgl এক্সাম এ আপনাদের current affairs পড়ে গিয়ে একটু হতাশ হইএছি , wifistudy-r আঙ্কিত আওাস্থি বা adda247 বা studyiq থাকে যদি আপনারা content নেন , এর মান অনেক উন্নত হবে