Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - January 2021 - PDF

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ MCQ – Page 6

১০১. কোন রাজ্য কৃষি সঞ্জীবনী ভ্যান লঞ্চ করেছে?

(A) মধ্যপ্রদেশ
(B) কর্ণাটক
(C) মহারাষ্ট্র
(D) অন্ধ্রপ্রদেশ

উত্তর :
(B) কর্ণাটক

১০২. ৫১তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ফোকাস কান্ট্রি’ কোন দেশ?

(A) বাংলাদেশ
(B) ফ্রান্স
(C) জাপান
(D) কানাডা

উত্তর :
(A) বাংলাদেশ

১০৩. বিরল ধাতু (Rare Metal) ভ্যানাডিয়াম (Vanadium) ভারতের কোন রাজ্যে সম্প্রতি পাওয়া গেছে?

(A) আসাম
(B) মেঘালয়
(C) নাগাল্যান্ড
(D) অরুণাচল প্রদেশ

উত্তর :
(D) অরুণাচল প্রদেশ

১০৪. বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট লঞ্চ করল কোন সংস্থা?

(A) NASA
(B) ISRO
(C) JAXA
(D) SPACE X

উত্তর :
(A) NASA

১০৫.  সম্প্রতি সারা বিশ্বের জন্য ইবোলা ভাইরাসের যে ভ্যাকসিন মজুদ করে রাখা হল, তা কোন দেশে তৈরি হয়েছে?

(A) ভারত
(B) আমেরিকা
(C) চিন
(D) সুইজারল্যান্ড

উত্তর :
(D) সুইজারল্যান্ড

১০৬.  কোন দেশের সামরিক বাহিনী এবছর ভারতের গণতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে?

(A) ফ্রান্স
(B) রাশিয়া
(C) বাংলাদেশ
(D) নেপাল

উত্তর :
(C) বাংলাদেশ

১০৭. এবছর ভারতের গণতন্ত্র দিবস উপলক্ষ্যে মূল অনুষ্ঠানের প্রধান অতিথি কে?

(A) শেখ হাসিনা
(B) বরিস জনসন
(C) চন্দ্রিকাপ্রসাদ সন্তোখি
(D) এঁদের কেউ নন

উত্তর :
(D) এঁদের কেউ নন

এবারে গণতন্ত্র দিবসে বাইরের কোনো অতিথি আসছেন না ।


১০৮. সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এর তালিকায় ভারত  কত নম্বরে রয়েছে?

(A) ৬৮
(B) ৭৮
(C) ৮৫
(D) ১১০

উত্তর :
(C) ৮৫

শীর্ষে রয়েছে জাপানের পাসপোর্ট ।


১০৯. কোন দিনটি ভারতে সেনা দিবস হিসাবে পালন করা হয়?

(A) ১৩ই জানুয়ারি
(B) ১৪ই জানুয়ারি
(C) ১৫ই জানুয়ারি
(D) ১৬ই জানুয়ারি

উত্তর :
(C) ১৫ই জানুয়ারি

ভারতীয় সেনা দিবস প্রতি বছর ১৫ জানুয়ারি তারিখে পালন করা হয়। ১৯৪৯ সালের ১৫ জানুয়ারি তারিখে ভারতীয় সেনার প্রথম কমান্ডার ইন চীফ কন্দনডেরা এম. কারীয়াপ্পা (তখনকার লেফটেনেন্ট জেনারেল) অন্তিম ব্রিটিশ কমান্ডার ইন চীফ জেনারেল স্যার ফ্রান্সিস বুটচারের থেকে কার্য্যভার গ্রহণ করেছিলেন


১১০. ভারতের প্রথম ‘ফায়ার পার্ক’ এর উদ্বোধন হল কোন রাজ্যে?

(A) পাঞ্জাব
(B) গুজরাত
(C) অন্ধ্রপ্রদেশ
(D) ওড়িশা

উত্তর :
(D) ওড়িশা

১১১. দীর্ঘ ১৪ বছর পর ২০২১ সালে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে কোন দেশে?

(A) কিউবা
(B) প্যালেস্তাইন
(C) ইরাক
(D) ইজরায়েল

উত্তর :
(B) প্যালেস্তাইন

১১২. এবছর ‘স্কচ চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড’ পেলেন কে?

(A) অর্জুন মুন্ডা
(B) নির্মলা সিতারামন
(C) রাজনাথ সিং
(D) নরেন্দ্র সিং তোমার

উত্তর :
(A) অর্জুন মুন্ডা

১১৩. ২০২১ সালের জানুয়ারিতে গুজরাট সরকার কোন ফলের নাম বদলে  ‘কমলাম’ রাখার সিদ্ধান্ত নিয়েছে?

(A) ড্রাগন ফল
(B) প্যাশন ফল
(C) ডালিম
(D) স্পিরুলিনা

উত্তর :
(A) ড্রাগন ফল

ড্রাগন ফল গুজরাটে কচ্ছ, সৌরাষ্ট্র এবং নাভসারিতে প্রচুর পরিমানে উৎপন্ন হয়। সম্প্রতি গুজরাট সরকার এই ফলের নাম বদলে নতুন নাম   ‘কমলাম’ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

গুজরাটের

  • মুখ্যমন্ত্রী – বিজয় রুপানী।
  • রাজ্যপাল – আচার্য দেবব্রত।

১১৪. নীচের কোন ব্যাংক একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘InstaFX’ চালু করতে চলেছে ?

(A) ICICI Bank
(B) Yes Bank
(C) HDFC Bank
(D) Axis Bank

উত্তর :
(A) ICICI Bank

গ্রাহকদের যাচাইকরণ ( KYC ) এই অ্যাপ্লিকেশনতীর সাহায্যে আরো সোজা হয়ে যাবে ।


১১৫. ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এনপিসিআই) প্রকাশিত তথ্য অনুসারে, ২০২০ সালে UPI এর মাধ্যমে সবচেয়ে বেশি লেনদেন করেছে  – 

(A) PayPal
(B) Google Pay
(C) Paytm
(D) PhonePe

উত্তর :
(D) PhonePe

Google Pay কে হারিয়ে শীর্ষে রয়েছে PhonePe।


১১৬. অশোক কুমার সাঁথালিয়া নিচের কোন সংস্থার CFO পদ থেকে পদত্যাগ করেছেন?

(A) Mphasis
(B) HCL Technologies
(C) Larsen & Toubro Infotech
(D) Capgemini

উত্তর :
(C) Larsen & Toubro Infotech

১১৭. ২০২১ সালের জানুয়ারিতে গুরু গোবিন্দ সিং জয়ন্তী কোন দিনে পালিত হলো ?

(A) ২০ জানুয়ারি
(B) ২১ জানুয়ারি
(C) ২২ জানুয়ারি
(D) ২৩ জানুয়ারি

উত্তর :
(A) ২০ জানুয়ারি

২০২১ সালে গুরু গোবিন্দ সিং-এর ৩৫৪ তম জন্মজয়ন্তী পালন করা হলো।    পিতা গুরু তেগ বাহাদুরের মৃত্যুর পরে নয় বছর বয়সে গুরু গোবিন্দ সিং শিখ ধর্মের গুরু হয়েছিলেন।

দেখে নাও বিভিন্ন শিখগুরু সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here 


১১৮. গাব্বায় চূড়ান্ত টেস্টে ভারত কোন দেশকে ৩ উইকেটে হারিয়ে Border-Gavaskar Trophy  জিতে নিলো ?

(A) ওয়েস্ট ইন্ডিজ
(B) বাংলাদেশ
(C) অস্ট্রেলিয়া
(D) দক্ষিন আফ্রিকা

উত্তর :
(C) অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া গাব্বায় ৩২ বছর পর এই প্রথম কোনো ম্যাচ হারলো।


১১৯. গাব্বায় চূড়ান্ত টেস্টে ভারত কোন দেশকে ৩ উইকেটে হারিয়ে Border-Gavaskar Trophy  জিতে নিলো ?

(A) ওয়েস্ট ইন্ডিজ
(B) বাংলাদেশ
(C) অস্ট্রেলিয়া
(D) দক্ষিন আফ্রিকা

উত্তর :
(C) অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া গাব্বায় ৩২ বছর পর এই প্রথম কোনো ম্যাচ হারলো।


১২০. জো বাইডেন কততম আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন ?

(A) ৪৫
(B) ৪৬
(C) ৪৭
(D) ৪৮

উত্তর :
(B) ৪৬

দেখে নাও আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন ২০২০ সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here 


To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page
Telegram

Related Articles

One Comment

  1. আমি request করব আপনারারা current affairs এর quality একটু update করুন , আমি cgl এক্সাম এ আপনাদের current affairs পড়ে গিয়ে একটু হতাশ হইএছি , wifistudy-r আঙ্কিত আওাস্থি বা adda247 বা studyiq থাকে যদি আপনারা content নেন , এর মান অনেক উন্নত হবে

Back to top button