Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - January 2021 - PDF

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ MCQ – Page 4

৬১. ITBP পরিচালিত বিশ্বের বৃহত্তম COVID-19  কেয়ার সেন্টার সর্দার প্যাটেল কোভিড কেন্দ্রটি কোন শহরে বিদেশী এবং বিদেশ থেকে আগত ভারতীয়দের চিকিৎসা শুরু করেছে?

(A) দিল্লি
(B) কলকাতা
(C) চেন্নাই
(D) রাঁচি

উত্তর :
(A) দিল্লি

৬২. ২০২১ সালের জানুয়ারিতে ১৩ দিন ব্যাপী খেলো ইন্ডিয়া জংশকার শীতকালীন ক্রীড়া এবং যুব উৎসবনিম্নলিখিত কোন শহরে শুরু হতে চলেছে ?

(A) জম্মু
(B) লাদাখ
(C) সিমলা
(D) অমৃতসর

উত্তর :
(B) লাদাখ

৩০শে জানুয়ারি পর্যন্ত চলবে ।


৬৩. অ্যামাজন ইন্ডিয়া কোন পরীক্ষার প্রস্তুতি গ্রহণকারী শিক্ষার্থীদের সহায়তায় অ্যামাজন একাডেমি চালু করার ঘোষণা করেছে ?

(A) UPSC
(B) JEE
(C) SSC
(D) IBPS

উত্তর :
(B) JEE

ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে প্রবেশের জন্য JEE এর প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের সহায়তার জন্য অ্যামাজন ইন্ডিয়া অ্যামাজন একাডেমি চালু করার ঘোষণা করেছে ।


৬৪. নিম্নলিখত কোন শহর বহুজাতিক সংস্থাগুলিতে উচ্চ মানের ফ্যাব্রিক রফতানি করতে চলেছে?

(A) মাইশোর
(B) বারাণসী
(C) কোয়েম্বাটুর
(D) ওয়ারঙ্গল

উত্তর :
(B) বারাণসী

রেশম শাড়ির জন্য বিখ্যাত শহর বারাণসী এখন বহুজাতিক সংস্থাগুলিতে উচ্চ মানের ফ্যাব্রিক রফতানি করতে চলেছে।

জাপানী লাইফস্টাইল খুচরা বিক্রেতা UNIQLO কাশি থেকে পোশাকের জন্য বিপুল পরিমাণে কাঁচামাল কেনার পরিকল্পনা করছে।


৬৫. ‘ওয়েলনেস’ এবং ‘ওয়েলনেস প্লাস’ ক্রেডিট কার্ড চালু করতে কোন ব্যাংক আদিত্য বিড়লা ওয়েলনেস প্রাইভেট লিমিটেডের সাথে অংশীদারিত্ব ঘোষণা করেছে?

(A) HDFC Bank
(B) Yes Bank
(C) Axis Bank
(D) ICICI Bank

উত্তর :
(B) Yes Bank

৬৬. ২০২১ সালের জানুয়ারিতে, নীচের মধ্যে কোনটি পোকার স্পোর্টস লিগের (PSL) স্ট্রিমিংয়ের অধিকার অর্জন করেছে?

(A) Amazon Prime
(B) Netflix
(C) Voot
(D) Sony Liv

উত্তর :
(C) Voot

Viacom 18 Media Pvt. Ltd এর Voot পোকার স্পোর্টস লিগের (PSL) স্ট্রিমিংয়ের অধিকার অর্জন করেছে।


৬৭. ভারতের ৫১ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কোন  কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতাকে শ্রদ্ধার্ঘ্য দেওয়া হবে ?

(A) সত্যজিৎ রায়
(B) ঋতুপর্ণ ঘোষ
(C) মৃনাল সেন
(D) উৎপল দত্ত

উত্তর :
(A) সত্যজিৎ রায়

ভারতের ৫১ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এই শ্রদ্ধা নিবেদনের অংশ হিসাবে, তাঁর  কয়েকটি ক্লাসিক চলচ্চিত্র যেমন পথের পাঁচালী, চারুলতা, ঘরে বাইরে, শতরঞ্জ কে খিলারি এবং সোনার কেল্লার প্রদর্শন করা হবে ।


৬৮. প্রতি বছর ভারতীয় সশস্ত্র বাহিনী ভেটেরান্স দিবস (Indian Armed Forces Veterans Day ) কোন দিনটিতে পালন করা হয়?

(A) ১২ জানুয়ারি
(B) ১৪ জানুয়ারি
(C) ১৫ জানুয়ারি
(D) ১৭ জানুয়ারি

উত্তর :
(B) ১৪ জানুয়ারি

২০২১ সালে এই দিনটিতে ‘Swarnim Vijay Varsh’ পালন করা হয়েছে ।


৬৯. “প্রধানমন্ত্রী আবাস যোজনা(শহর) পুরষ্কার ২০১৯” অনুষ্ঠানে ‘বেস্ট পারফরমিং স্টেট’ পুরষ্কার পেয়েছে কোন রাজ্য?

(A) উত্তরপ্রদেশ
(B) মধ্যপ্রদেশ
(C) তামিলনাড়ু
(D) তেলেঙ্গানা

উত্তর :
(A) উত্তরপ্রদেশ

৭০. ডিজিটাল লেনদেন এর বৃদ্ধির হার  মাপার জন্য  জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ‘ডিজিটাল পেমেন্টস ইনডেক্স’(DPI) এ ভিত্তি বছর হিসাবে কোন বছরকে নির্ধারণ করেছে?

(A) ২০১৫
(B) ২০১৬
(C) ২০১৭
(D) ২০১৮

উত্তর :
(D) ২০১৮

৭১. ভারত এবং ফ্রান্সের মধ্যে যৌথ মহড়া SKYROS  কোথায় অনুষ্ঠিত হবে?

(A) যোধপুর
(B) জয়পুর
(C) হায়দ্রাবাদ
(D) গাজিয়াবাদ

উত্তর :
(A) যোধপুর

৭২. কোন সংস্থা Building an Aatmanirbhar Bharat  নামে বুকলেট প্রকাশ করেছে?

(A) রাজ্যসভা
(B) রেলওয়ে মন্ত্রক
(C) প্রধানমন্ত্রীর দপ্তর
(D) বিদেশমন্ত্রক

উত্তর :
(B) রেলওয়ে মন্ত্রক

৭৩. মহাকাশে আবর্জনা কম করার লক্ষ্যে কোন দেশ প্রথম কাঠের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা করেছে?

(A) চিন
(B) জাপান
(C) আমেরিকা
(D) ভারত

উত্তর :
(B) জাপান

৭৪. অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এর প্রথম ডেপুটি জেনারেল সেক্রেটারি হলেন কে?

(A) পি কে ব্যানার্জি
(B) আই এম বিজয়ন
(C) অভিষেক যাদব
(D) প্রণয় হালদার

উত্তর :
(C) অভিষেক যাদব

৭৫. বিশ্বজুড়ে কোন দিনটিতে World Day of War Orphans পালন করা হয়?

(A) ৩রা জানুয়ারি
(B) ৪ঠা জানুয়ারি
(C) ৫ই জানুয়ারি
(D) ৬ই জানুয়ারি

উত্তর :
(D) ৬ই জানুয়ারি

৭৬. সম্প্রতি কোন রাজ্যে Asian Waterbird Census 2020 হয়ে গেল?

(A) তামিলনাড়ু
(B) অন্ধ্রপ্রদেশ
(C) পশ্চিমবঙ্গ
(D) নাগাল্যান্ড

উত্তর :
(B) অন্ধ্রপ্রদেশ

৭৭. বিশ্বের প্রথম ডবল ডেকার মালগাড়ি ভারতের কোন রাজ্য থেকে যাত্রা শুরু করল?

(A) রাজস্থান
(B) হরিয়ানা
(C) মহারাষ্ট্র
(D) বিহার

উত্তর :
(B) হরিয়ানা

৭৮. বিশ্বের সর্ববৃহৎ ভাসমান সৌরশক্তি প্রকল্প কোন রাজ্যে গড়ে উঠছে?

(A) মহারাষ্ট্র
(B) গুজরাত
(C) মধ্যপ্রদেশ
(D) উত্তরপ্রদেশ

উত্তর :
(C) মধ্যপ্রদেশ

৭৯. ‘India’s 71-Year Test: The Journey to Triumph in Australia’ বইটি কার লেখা?

(A) রবি শাস্ত্রী
(B) আর কৌশিক
(C) রামচন্দ্র গুহ
(D) হর্ষ ভোগলে

উত্তর :
(B) আর কৌশিক

৮০. সম্প্রতি আগামী দশ বছরের ইসরো এর পরিকল্পনা অনুযায়ী কতসালে প্রথম ‘Solar Mission’ লক্ষ্য রাখা হয়েছে?

(A) ২০২১
(B) ২০২২
(C) ২০২৪
(D) ২০২৫

উত্তর :
(B) ২০২২

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page
Telegram

Related Articles

One Comment

  1. আমি request করব আপনারারা current affairs এর quality একটু update করুন , আমি cgl এক্সাম এ আপনাদের current affairs পড়ে গিয়ে একটু হতাশ হইএছি , wifistudy-r আঙ্কিত আওাস্থি বা adda247 বা studyiq থাকে যদি আপনারা content নেন , এর মান অনেক উন্নত হবে

Back to top button