Monthly Current AffairsCurrent Affairs

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী

Current Affairs - January 2021 - PDF

কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ MCQ – Page 3

৪১. প্রতিবছর কোন দিনটিতে ভারতে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় ?

(A) ৮ই জানুয়ারি
(B) ৯ই জানুয়ারি
(C) ১০ই জানুয়ারি
(D) ১১ই জানুয়ারি

উত্তর :
(B) ৯ই জানুয়ারি

প্রতি বছর ৯ জানুয়ারি তারিখে ভারতের উন্নয়নে অনাবাসী ভারতীয়দের অবদানের কথার স্মরণ করে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয়। ১৯১৫ সালের ৯ জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন, সেই দিনটিকে স্মরণ করে প্রতি বছর এই তারিখে প্রবাসী ভারতীয় দিবস পালিত হয়।

২০২১ সালে ১৬তম প্রবাসী  ভারতীয় দিবস পালন করা হয় । এই বছরের প্রবাসী ভারতীয় দিবসের থিম ছিল – “Contributing to Aatmanirbhar Bharat“.


৪২. ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচক অনুসারে, ২০২১ সালের জানুয়ারিতে কে প্রথমবারের জন্য বিশ্বের ধনীতম ব্যক্তি হয়ে উঠেছেন?

(A) এলন মাস্ক
(B) বিল গেটস
(C) মার্ক জুকারবার্গ
(D) জেফ বেজোস

উত্তর :
(A) এলন মাস্ক

৭ই জানুয়ারি প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স সূচক অনুসারে প্রথমবারের জন্য বিশ্বের ধনীতম ব্যক্তি হয়ে উঠেছেন  এলন মাস্ক । এলন মাস্ক হলেন টেসলা ও স্পেস X এর CEO ।


৪৩. বিশ্ব হিন্দি দিবস কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১০ জানুয়ারি
(B) ১৪ সেপ্টেম্বর
(C) ২১ ফেব্রুয়ারি
(D) ২৮ আগস্ট

উত্তর :
(A) ১০ জানুয়ারি

১৯৭৫ সালের ১০ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর তত্ত্বাবধানে প্রথমবার হিন্দি ভাষায় কনফারেন্স আয়োজিত করা হয় নাগপুরে । পরবর্তীকালে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০০৬ সালের ১০  জানুয়ারি ওই দিনটিকে প্রতি বছর বিশ্ব হিন্দি দিবস হিসাবে পালন করার কথা ঘোষণা করেন । তারপর   থেকে প্রতিবছর এই দিনটি বিশ্ব হিন্দি দিবস হিসেবে উৎযাপিত হয়ে আসছে ।

প্রসঙ্গত উল্লেখ্য যে ভারতে হিন্দি দিবস বা জাতীয় হিন্দি দিবস কিন্তু পালন করা হয় ১৪ই সেপ্টেম্বর ।


৪৪. আসন্ন জো বাইডেনের প্রশাসনে কাকে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসাবে মনোনীত করা হয়েছে ?

(A) বিবেক মুর্তি
(B) অতুল গাওয়ান্দে
(C) সাব্রিনা সিং
(D) অরুণা মজুমদার

উত্তর :
(C) সাব্রিনা সিং

ভারতীয় বংশোদ্ভূত সাব্রিনা সিংকে আসন্ন জো বাইডেনের প্রশাসনে হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসাবে মনোনীত করা হয়েছে ।


৪৫. ভ্রমন সারথি (Bhraman Sarathi )’ প্রকল্পের আওতায় কোন রাজ্য মহিলা ও প্রবীণ নাগরিকদের বিনামূল্যে পরিষেবা দেওয়ার জন্য ২৫টি গোলাপী বাস শুরু করেছে ?

(A) মহারাষ্ট্র
(B) উত্তর প্রদেশ
(C) বিহার
(D) আসাম

উত্তর :
(D) আসাম

গুয়াহাটিতে ‘ভ্রমন সারথি’ প্রকল্পের আওতায় মহিলা ও প্রবীণ নাগরিকদের বিনামূল্যে সেবা দেওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ২৫ টি গোলাপী বাস শুরু করলেন।

আসামের,

  • মুখ্যমন্ত্রী – সর্বানন্দ সোনোয়াল।
  •  রাজ্যপাল – জগদীশ মুখী।

 


৪৬. করোনভাইরাস রোগের বিরুদ্ধে বিশ্বের বৃহত্তম টিকাদান ভারতে কোন দিনটি থেকে শুরু হতে চলেছে ?

(A) ১২ই জানুয়ারি, ২০২১
(B) ১৫ই জানুয়ারি, ২০২১
(C) ১৬ই জানুয়ারি, ২০২১
(D) ১৮ই জানুয়ারি, ২০২১

উত্তর :
(C) ১৬ই জানুয়ারি, ২০২১

ভারতে এই টিকাদান ১৬ই জানুয়ারি, ২০২১ থেকে শুরু হয়ে চলেছে ।


৪৭. নাসার Artemis Next-Gen STEM–Moon to মার্স অ্যাপ ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ জিতে নিলো নিম্নলিখিত কে ?

(A) পালক গুপ্ত
(B) অংশু জৈন
(C) মনিকা অরোরা
(D) আর্য জৈন

উত্তর :
(D) আর্য জৈন

হরিয়ানার ছাত্রী আর্য জৈন (Aryan Jain ) এই অ্যাপ ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ জিতে নিলো।


৪৮. নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পদার্থের একটি নতুন অবস্থা তরল কাঁচ (liquid glass ) আবিষ্কার করেছেন ?

(A) University of Freiburg
(B) University of Mannheim
(C) University of Konstanz
(D) University of Bonn

উত্তর :
(C) University of Konstanz

University of Konstanz -এর গবেষকরা পদার্থের একটি নতুন অবস্থা তরল কাঁচ (liquid glass ) আবিষ্কার করেছেন ।

বর্তমানে পদার্থের ৫টি অবস্থায় স্বীকৃতি দেওয়া হয়েছে –

  1. কঠিন
  2. তরল
  3. গ্যাসীয়
  4. প্লাজমা
  5. বোস আইনস্টাইন কনডেনসেট

৪৯. ভারতের জাতীয় যুব দিবস প্রতিবছর কোন দিনটিতে পালন করা হয় ?

(A) ১০ই জানুয়ারি
(B) ১২ই জানুয়ারি
(C) ১৩ই জানুয়ারি
(D) ১৪ই জানুয়ারি

উত্তর :
(B) ১২ই জানুয়ারি

স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী ১২ই জানুয়ারিতে ভারতে প্রতিবছর জাতীয় যুব দিবস পালন করা হয় ।

দেখে নাও স্বামী বিবেকানন্দ সম্পর্কিত কিছু কুইজের প্রশ্ন ও উত্তর  – click here


৫০. এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলটের দল সম্প্রতি বিশ্বের দীর্ঘতম বায়ু পথে উত্তর মেরু পৌঁছলো।  এই মহিলা পাইলট দলের ক্যাপ্টেন কে ?  

(A) জোয়া আগারওয়াল
(B) অপর্ণা সিং
(C) অবনী চতুর্বেদী
(D) রাখী সিং

উত্তর :
(A) জোয়া আগারওয়াল

জোয়া আগারওয়াল -এর ক্যাপ্টেনসিপে সম্প্রতি একটি সম্পূর্ণ মহিলা পাইলটের দল উত্তর মেরু যাত্রা করে রেকর্ড সৃষ্টি করেছে ।


৫১. মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবে কোন রাজ্য সমস্ত  রাজ্য কর্মীদের খাদি পোশাক উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে?

(A) সিকিম
(B) বিহার
(C) ওড়িশা
(D) আসাম

উত্তর :
(D) আসাম

আত্মনির্ভর ভারত ক্যাম্পেইন এর আওতায় আসাম রাজ্যসরকার তার সমস্ত রাজ্য কর্মীদের খাদি পোশাক উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ।


৫২. ২০২১ সালের জানুয়ারিতে, অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা বার্ড ফ্লু  এর কারণের কোন রাজ্য সম্প্রতি সেই রাজ্যকে  ‘নিয়ন্ত্রিত অঞ্চল (Controlled Area )’ হিসাবে ঘোষণা করেছে?

(A) হিমাচল প্রদেশ
(B) গুজরাট
(C) হরিয়ানা
(D) পাঞ্জাব

উত্তর :
(D) পাঞ্জাব

১৫ই জানুয়ারি ২০১৫ পর্যন্ত পাঞ্জাব সম্পূর্ণ রাজ্যকে ‘নিয়ন্ত্রিত অঞ্চল (Controlled Area )’ হিসাবে ঘোষণা করেছে ।

পাঞ্জাব

  •     মুখ্যমন্ত্রী – ক্যাপ্টেন অমরিন্দর সিং।
  •     গভর্নর – ভি পি সিং বদনোর

৫৩. ২০২১ এর জানুয়ারিতে মাধবসিংহ সোলঙ্কি প্রয়াত হয়েছেন। তিনি নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত ছিলেন?

(A) অভিনয়
(B) রাজনীতি
(C) সাংবাদিকতা
(D) ক্রিকেট

উত্তর :
(B) রাজনীতি

কংগ্রেসের প্রবীণ নেতা মাধবসিংহ সোলঙ্কি, যিনি ১৯৯১ সালের জুন থেকে মার্চ ১৯৯২ পর্যন্ত গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন।


৫৪. সম্প্রতি কে ঘোষণা করলেন যে কেন্দ্র সরকার শীঘ্রই সারা দেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে  ‘Know your Constitution’  ক্যাম্পেইন শুরু করতে চলেছে ?

(A) ওম বিড়লা
(B) অধীর রঞ্জন চৌধুরী
(C) প্রহ্লাদ জোশী
(D) রাজনাথ সিং

উত্তর :
(A) ওম বিড়লা

লোক সভার স্পিকার ওম বিড়লা সম্প্রতি এই  ঘোষণা করেছেন।


৫৫. কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যে ২০২১ সালের জানুয়ারিতে বিন্দু সাগর পরিষ্কার প্রকল্প  চালু করলেন ?

(A) পাঞ্জাব
(B) ওড়িশা
(C) হরিয়ানা
(D) গুজরাট

উত্তর :
(B) ওড়িশা

মুখ্যমন্ত্রী – নবীন পট্টনায়েক

রাজ্যপাল – গণেশী লাল


৫৬. ২০২১ সালের জানুয়ারিতে তুরলাপতি কুতুম্বা রাও  প্রয়াত হয়েছেন।  কোন বছর তিনি পদ্মশ্রী সম্মান পান ?

(A) ২০০০
(B) ২০০২
(C) ২০০৪
(D) ২০০৬

উত্তর :
(B) ২০০২

প্রবীণ সাংবাদিক তুরলপতি কুতুম্বা রাও ২০২১ সালের জানুয়ারিতে প্রয়াত হয়েছেন। তুরলপতি হলেন প্রথম তেলেগু সাংবাদিক যিনি মর্যাদাপূর্ণ পদ্মশ্রী পুরষ্কারে সম্মানিত হন।


৫৭. মহারাষ্ট্রের কোন শহরে পাবলিক টয়লেটে একটি ‘পিরিয়ড রুম’ স্থাপন করা হয়েছে?

(A) থানে
(B) মুম্বাই
(C) পুনে
(D) নাসিক

উত্তর :
(A) থানে

মহারাষ্ট্রের থানে শহরে পাবলিক টয়লেটে একটি ‘পিরিয়ড রুম’ স্থাপন করা হয়েছে।

  • মুখ্যমন্ত্রী – উদ্ধব ঠাকরে।
  • রাজ্যপাল – ভগত সিং কোশিয়ারি।

৫৮. ভারতের  জিগমেত ডলমা ২০২১ সালের জানুয়ারিতে  আয়োজিত ঢাকা ম্যারাথনে কোন অবস্থান অর্জন করেছিলেন?

(A)
(B)
(C)
(D)

উত্তর :
(D)

১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাকিস্তান কারাগার থেকে বাংলাদেশে ফেরার স্মরণে এই ম্যারাথন আয়োজন করা হয়েছিল।


৫৯. ২০২১ সালের জানুয়ারিতে ‘Single Window Clearance System’ চালু করলেন কে ?

(A) অমিত শাহ
(B) রাজনাথ সিং
(C) পীযূষ গোয়েল
(D) নরেন্দ্র মোদী

উত্তর :
(A) অমিত শাহ

কয়লা খনির কাজকর্ম আরো মসৃন করতে অমিত শাহ ‘Single Window Clearance System’ চালু করেছেন ।


৬০. কোভিড -19-এর বিস্তার রোধে ২০২১ সালের জানুয়ারিতে কোন দেশের বাদশাহ আল-সুলতান আবদুল্লাহ সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করলেন ?

(A) ইন্দোনেশিয়া
(B) সিঙ্গাপুর
(C) মালয়েশিয়া
(D) কম্বোডিয়া

উত্তর :
(C) মালয়েশিয়া

মালয়েশিয়া:

  •     রাজধানী – কুয়ালালামপুর।
  •     মুদ্রা – মালয়েশিয়ান রিংগিত।

To check our latest Posts - Click Here

Previous page 1 2 3 4 5 6 7 8 9 10Next page
Telegram

Related Articles

One Comment

  1. আমি request করব আপনারারা current affairs এর quality একটু update করুন , আমি cgl এক্সাম এ আপনাদের current affairs পড়ে গিয়ে একটু হতাশ হইএছি , wifistudy-r আঙ্কিত আওাস্থি বা adda247 বা studyiq থাকে যদি আপনারা content নেন , এর মান অনেক উন্নত হবে

Back to top button