কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ pdf । সাম্প্রতিকী
Current Affairs - January 2021 - PDF
কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি ২০২১ MCQ – Page 2
২১. কোন রাজ্যের ঐতিহাসিক আগুয়াদা কারাগারটিকে একটি পর্যটনকেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে ?
(A) কেরালা
(B) গোয়া
(C) গুজরাট
(D) কর্ণাটক
গোয়ার এই ঐতিহাসিক আগুয়াদা কারাগারটিকে মার্চ ২০২১ সালে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে ।
২২. ২০২১ সালের জানুয়ারিতে কোন রাজ্য সরকার বার্ড ফ্লুকে রাজ্য বিপর্যয় হিসাবে ঘোষণা করেছে?
(A) ওড়িশা
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) কর্ণাটক
কেরল সরকার বার্ড ফ্লুকে রাজ্য বিপর্যয় হিসাবে ঘোষণা করেছে।
কোট্টায়াম ও আলাপ্পুজা জেলায় যেখানে প্রাথমিকভাবে এই রোগটি সনাক্ত করা হয়েছে সেখানে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
২৩. ২০২১ সালের জানুয়ারিতে কোন রাজ্য কৃষকদের কল্যাণ এবং সেই রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কৃষাণ কল্যাণ মিশন নামে একটি বিশেষ কর্মসূচি চালু করেছে ?
(A) উত্তর প্রদেশ
(B) বিহার
(C) মধ্য প্রদেশ
(D) পাঞ্জাব
৬ই জানুয়ারি থেকে এই কর্মসূচি চালু করা হয়েছে উত্তরপ্রদেশে ।
২৪. ২০২১ সালের জানুয়ারিতে, ভারতে নতুন ব্রিটিশ হাই কমিশনার পদে কে নিযুক্ত হলেন ?
(A) আলেকজান্ডার এলিস
(B) লি গ্রান্ট
(C) জে আর আর টলকিয়েন
(D) রবার্ট রডম্যান
স্যার ফিলিপ বার্টনের জায়গায় ভারতে নতুন ব্রিটিশ হাই কমিশনার পদে নিযুক্ত হলেন আলেকজান্ডার এলিস।
২৫. ২০২১ সালের জানুয়ারিতে, নয়াদিল্লিতে ভারতীয় সেনা প্রধান জেনারেল এম এম নারভানকে এক লক্ষ বুলেট প্রুফ জ্যাকেট প্রদান করলেন কে ?
(A) শ্রীপাদ ইয়েসো নায়েক
(B) রাজনাথ সিং
(C) নরেন্দ্র মোদী
(D) জিতেন্দ্র সিং
৬ই জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ( Minister of State for Defence ) শ্রীপাদ ইয়েসো নায়েক নয়াদিল্লিতে ভারতীয় সেনা প্রধান জেনারেল এম এম নারভানকে এক লক্ষ বুলেট প্রুফ জ্যাকেট প্রদান করলেন।
২৬. Yes Bank-এর চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন
(A) আদিত্য কুমার
(B) নিরঞ্জন বানদকার
(C) রজনীশ কুমার
(D) ছন্দা কোচর
Yes Bank-এর
- হেড কোয়াটার- মুম্বাই
- প্রতিষ্ঠা সাল- ২০০৪
- MD এবং CEO- প্রশান্ত কুমার
- চেয়ারম্যান- সুনীল মেহতা
২৭. রাজ্য পরিচালিত সমস্ত মাদ্রাসাগুলোকে সাধারণ বিদ্যালয়ে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলো কোন রাজ্য সরকার ?
(A) উত্তর প্রদেশ
(B) পশ্চিমবঙ্গ
(C) আসাম
(D) মহারাষ্ট্র
মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা উঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল অসম সরকার। সোমবার রাজ্য বিধানসভায় একটি বিল পেশ করা হয়, যাতে বলা হয়েছে, আগামী বছরের ১ এপ্রিল থেকে রাজ্য পরিচালিত সমস্ত মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয় হিসেবে গণ্য করা হবে। বিরোধীদের প্রবল আপত্তি ও হইহট্টগোল সত্ত্বেও এদিন ‘দ্য অসম রিপিলিং’ বিলটি শীতকালীন অধিবেশনে পেশ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
২৮. আর্মি চিফ মনোজ মুকুন্দ নারভানেকে কোন দেশ ‘Guard of Honour’-এ সম্মানিত করলো ?
(A) নেপাল
(B) দক্ষিন কোরিয়া
(C) জাপান
(D) বাহরাইন
দক্ষিন কোরিয়া সম্প্ৰীত ভারতীয় আর্মি চিফ মনোজ মুকুন্দ নারভানেকে‘Guard of Honour’-এ সম্মানিত করেছে ।
২৯. লিওন মেন্ডনকা ভারতের কতোতম গ্রান্ড মাস্টার ?
(A) ৬২তম
(B) ৬৭তম
(C) ৭১তম
(D) ৬৯তম
মাত্র ১৪ বছর ৯ মাস ১৭ দিন বয়সে ইতালির এক দাবা প্রতিযোগিতা জিতে দেশের ৬৭ তম গ্র্যান্ড মাস্টার হলেন গোয়ার লিওন মেন্ডনকা। গোয়া থকে লিওন দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার। প্রথম ছিলেন ভক্তি কুলকার্নি।
৩০. SAIL এর নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?
(A) কৃষ্ণা গোপিনাথ
(B) সোমা মন্ডল
(C) রশ্মি প্রিয়া
(D) অংকুর ট্যান্ডন
SAIL – Steel Authority of India Limited
SAIL-এর হেডকোয়াটার- নিউ দিল্লি, প্রতিষ্ঠিত হয়েছিল – ১৯৫৪ সালের ১৯শে জানুয়ারী
৩১. ব্রাজিলিয়ান স্পেস এজেন্সির তৈরী ‘Amazonia-1’-নামে স্যাটেলাইটটি লঞ্চ করবে কোন সংস্থা?
(A) NASA
(B) ISRO
(C) SpaceX
(D) JAXA
ISRO (Indian Space Research Organisation )
- প্রতিষ্ঠা সাল- ১৯৬৯ সালের ১৫ই আগস্ট
- প্রতিষ্ঠাতা- বিক্রম সারাভাই
- বর্তমান চেয়ারম্যান- ড. কে. সিভান
৩২. ভারতের ডেপুটি ইলেকশন কমিশনার হিসাবে পুনরায় নিযুক্ত হলেন কে?
(A) অশোক লাভাসা
(B) উমেশ সিনহা
(C) সুনীল অরোরা
(D) কৌশিক সাহা
উমেশ সিনহার কার্যকালের মেয়াদ আরো ৬ মাস বাড়ানো হয়েছে ।
ভারতের বর্তমান মুখ্য ইলেকশন কমিশনের – সুনীল অরোরা ।
৩৩. রেশমা মারিয়াম রায় কোন রাজ্যের কনিষ্ঠতম পঞ্চায়েত সভাপতি হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন?
(A) কর্নাটক
(B) কেরালা
(C) তামিলনাড়ু
(D) মহারাষ্ট্র
মাত্র ২১ বছর বয়সে কেরালার কনিষ্ঠতম পঞ্চায়েত সভাপতি হিসাবে সম্প্রতি নিযুক্ত হলেন রেশমা মারিয়াম রায়।
কেরালার মুখ্যমন্ত্রী – পিনারায় বিজয়ান , রাজ্যপাল- আরিফ মহম্মদ খান
৩৪. সম্প্রতি রাঘবেন্দ্র সিং চৌহান কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন?
(A) ত্রিপুরা
(B) মহারাষ্ট্র
(C) উত্তরাখণ্ড
(D) ঝাড়খন্ড
উত্তরাখণ্ডের
- রাজধানী- দেরাদুন ও গৌরসেন
- মুখ্যমন্ত্রী- ত্রিবেন্দ্র সিং রাওয়াত
- রাজ্যপাল- বেবি রানী মৌর্য্য
৩৫. ‘Bloomberg Billionaires Index 2021’-এ মুকেশ আম্বানী কোন স্থানে রয়েছে ?
(A) ১০
(B) ১১
(C) ১২
(D) ১৩
শীর্ষে রয়েছে আমাজনের CEO জেফ বেজোস ।
৩৬. স্ট্রবেরি চাষ করার জন্য মহারাষ্ট্রে কোন শহর ‘মিনি মহাবালেশ্বর’ তকমা পেল ?
(A) জাওহার
(B) দাহিসর
(C) আন্ধেরি
(D) পাওয়াই
মহারাষ্ট্রের পালঘর জেলায় এই শহরটি অবস্থিত
মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী- উদ্ধব ঠাকরে, রাজ্যপাল – ভগৎ সিং কোশিয়ারি
৩৭. সম্প্রতি ‘Digital Payments Index’ লঞ্চ করলো –
(A) স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(B) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
(C) এইচ.ডি.এফ.সি ব্যাঙ্ক
(D) পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক
দেখে নাও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সম্পর্কিত বিস্তারিত তথ্য – Click Here
৩৮. ভারতের তৈরী ‘FAU-G’ গেম প্রকাশিত হতে চলেছে কবে ?
(A) ২৬শে জানুয়ারি
(B) ২৩শে জানুয়ারি
(C) ১৫ই আগস্ট
(D) ১৫ই জানুয়ারি
ভারতের প্রজাততন্ত্র দিবসে ‘FAU-G’ গেম প্রকাশিত হবে বলে জানিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ।
৩৯. কোন অপারেশন-এর মাধ্যমে হারিয়ে যাওয়া ১০৮৮টি শিশুকে খুঁজে পেল আহমেদনগর পুলিশ?
(A) অপারেশন চাইল্ড
(B) অপারেশন হান্ট
(C) অপারেশন জ্যোতি
(D) অপারেশন মুসকান
৪০. ১০০০ প্রশিক্ষণপ্রাপ্ত নার্সকে ব্রিটেনে কাজের জন্য পাঠানোর ঘোষণা করেছে কোন রাজ্য সরকার?
(A) কেরালা
(B) কর্নাটক
(C) পশ্চিমবঙ্গ
(D) তামিলনাড়ু
প্রত্যেকের জন্য বার্ষিক ২০লক্ষ টাকা প্যাকেজ ধার্য করা হয়েছে ।
To check our latest Posts - Click Here
আমি request করব আপনারারা current affairs এর quality একটু update করুন , আমি cgl এক্সাম এ আপনাদের current affairs পড়ে গিয়ে একটু হতাশ হইএছি , wifistudy-r আঙ্কিত আওাস্থি বা adda247 বা studyiq থাকে যদি আপনারা content নেন , এর মান অনেক উন্নত হবে