General Knowledge Notes in BengaliNotes
জীববিজ্ঞানে কিছু বিশিষ্ট বিজ্ঞানীদের অবদান/আবিষ্কার
Scientists and their Contribution in Biology
জীববিজ্ঞানে কিছু বিশিষ্ট বিজ্ঞানীদের অবদান
প্রিয় পাঠকেরা, আজকে আমরা আলোচনা করবো জীববিজ্ঞানে কিছু বিশিষ্ট বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ অবদান নিয়ে। এই টপিকটি থেকে মাঝে মধ্যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে প্রশ্ন এসেই থাকে। ছোট্ট এই তালিকাটি বানানো হয়েছে বিগত বছরের বিভিন্ন পরীক্ষাগুলিতে যে প্রশ্নগুলি বেশি আসে, সেইগুলি নিয়ে।
জীববিজ্ঞানে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান
বিজ্ঞানী | অবদান |
---|---|
অ্যারিস্টটল | জীববিজ্ঞানের জনক |
উইলিয়াম হার্ভে | মানবদেহে রক্ত সংবহন পদ্ধতি আবিষ্কার করেন |
লিউয়েন হুক | প্রথম জীবাণু পর্যবেক্ষণ করেন, সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন |
রবার্ট হুক | কোষ আবিস্কারক, যৌগিক যন্ত্রের আবিস্কারক |
ক্যারোলাস লিনিয়াস | শ্রেণীবিন্যাস ও দ্বিপদ নামকরণ (Binomial nomenclature ) এর প্রবক্তা |
ল্যামার্ক | বায়োলজি শব্দের প্রবক্তা, ব্যবহার ও অব্যবহারের সূত্রের আবিস্কারক |
এডওয়ার্ড জেনার | গুটি বসন্তের টিকা আবিস্কারক |
স্লেইডেন ও সোয়ান | আধুনিক কোষতত্বের জনক |
চার্লস ডারউইন | প্রাকৃতিক নির্বাচন বাদের প্রবক্তা, On the Origin of Species বইটির লেখক |
লুই পাস্তুর | জলাতঙ্ক রোগের টিকা আবিস্কারক, দুধের পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেন, অ্যান্থ্রাক্স রোগের প্রতিষেধক আবিষ্কার করেন |
মেন্ডেল | বংশগতিবিদ্যার জনক |
ভাইসম্যান | জার্মপ্লাজমবাদের প্রবক্তা |
রবার্ট ক্লোথ | যক্ষা রোগের প্রতিষেধক আবিষ্কার করেন |
রন্টজেন | এক্স রশ্মির আবিস্কারক |
হুগো দ্যা ভ্রিস | মিউটেশন তত্বের প্রবক্তা |
স্যার রোনাল্ড রস | ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন |
আলেকজেন্ডার ফ্লেমিং | পেনিসিলিন আবিস্কারক |
ওয়াটসন ও ক্রিক | DNA অনুর দ্বিতন্ত্রী গঠন আবিষ্কার করেন |
ড: হরগোবিন্দ খোরানা | জেনেটিক কোড আবিস্কারক |
জোনাস শল্ক | পোলিও টিকা আবিস্কারক |
হপকিন্স | ভিটামিন আবিষ্কার করেন |
কার্ল ল্যান্ডস্টেইনার | এন্টিজেন |
স্যামুয়েল হ্যানিম্যান | হোমিওপ্যাথির জনক |
বেটিং ও ওয়েস্ট | ইনসুলিন আবিষ্কার করেন |
ক্যালমেট ও গুয়েরিন | BCG টিকা আবিস্কারক |
ক্রিস্টিয়ান বার্নাড | হৃদপিন্ড প্রতিস্থাপন ( হার্ট ট্রান্সপ্লান্টেশন) পদ্ধতি আবিষ্কার করেন |
পিন্কাস | গর্ভ-নিরোধক ওষুধ আবিষ্কার করেন |
হেনশন | কুষ্ঠ রোগের ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেন |
হ্যারিসন ও সিম্পসন | ক্লোরোফর্ম আবিষ্কার করেন |
ক্যামিলিও গলগি | গলগি বডি আবিষ্কার করেন |
নরম্যান বরলগ | সবুজ বিপ্লবের জনক |
দেখে নাও :
- গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক
- বিজ্ঞানের বিভিন্ন শাখার নামের তালিকা – PDF
- বিভিন্ন ধরণের ভীতি বা ফোবিয়া | Common Phobia List
- খাদ্য সংরক্ষণ ও সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি
- বিভিন্ন প্রাণীর রেচন অঙ্গ । Excretory Organs of Animals – PDF
To check our latest Posts - Click Here