General Knowledge Notes in BengaliNotes
বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা – PDF
List of Important Awards and their Fields in Bengali PDF
বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা ( List of Important Awards and their Fields in Bengali )। কোন পুরস্কার কোন ক্ষেত্রের সাথে যুক্ত সেটা মাঝে মধ্যেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে এসে থাকে। তাই তোমাদের জন্য এই তালিকাটি নিচে সুন্দর করে দেওয়া রইলো। এটি তোমাদের চাকরির প্রস্তুতিতে অনেকটাই সাহায্য করবে ।
কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয়, পুরস্কার ও তার ক্ষেত্র,
আরো দেখে নাও :
- পদ্ম পুরস্কার ২০২১ । Padma Awards 2021- PDF
- ২০২০ সালের গুরুপ্তপূর্ণ পুরস্কার এবং সম্মান – PDF
- ফিফা বর্ষসেরা পুরস্কার ২০২০ । FIFA Football Awards 2020
- অ্যাকাডেমি পুরস্কার (অস্কার ) প্রাপ্ত চলচ্চিত্র
- পুরস্কারের সূচনাকাল ( PDF )
- নোবেল পুরস্কার – ২০২০ | Nobel Prize 2020 । PDF
- দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা – PDF
- জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি । National Award Winning Films
প্রধান প্রধান পুরস্কার/সম্মান ও তাদের ক্ষেত্র তালিকা
ক্রমঃ | পুরস্কার | ক্ষেত্র |
---|---|---|
১ | অর্জুন পুরস্কার | খেলাধুলার ক্ষেত্রে |
২ | অশোক চক্র | সামরিক ক্ষেত্রে |
৩ | অস্কার পুরস্কার | চলচ্চিত্র |
৪ | অ্যাবেল পুরস্কার | গণিত ( গণিতের নোবেল বলা হয়ে থাকে ) |
৫ | আব্দুস সালাম পুরস্কার | বিজ্ঞান ও প্রযুক্তি |
৬ | আর্যভট্ট পুরস্কার | এস্ট্রোনাট সোসাইটি কর্তৃক প্রদত্ত দেশে মহাকাশবিদ্যার জনপ্রিয়তা বাড়ানোর জন্য |
৭ | ইন্দিরা গান্ধী প্রিয়দর্শিনী পুরস্কার | মানবতার জন্য স্বার্থহীন কর্মের জন্য |
৮ | ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার | শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়ন |
৯ | উত্তম জীবনরক্ষা চক্র | সামরিক ক্ষেত্রে |
১০ | কবীর পুরস্কার | সাহিত্য |
১১ | কলিঙ্গ পুরস্কার | UNESCO কর্তৃক প্রদত্ত বিজ্ঞান গবেষণার জন্য |
১২ | কালিদাস সম্মান | সিনেমা/ থিয়েটার |
১৩ | কীর্তিচক্র | সামরিক ক্ষেত্রে |
১৪ | গান্ধী শান্তি পুরস্কার | অহিংস-গান্ধীবাদী নীতির সাহায্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক পরিবর্তনের জন্য |
১৫ | গুজারমল মোদি পুরস্কার (বার্ষিক ) | শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, নতুন প্রযুক্তি আবিষ্কারের ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য |
১৬ | গোল্ডেন গ্লোব পুরস্কার | ক্যালিফোর্নিয়া চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা, অভিনেত্রী ও গায়ককে দেওয়া হয় |
১৭ | গোল্ডেন পান্ডা পুরস্কার | পরিবেশগত ইস্যু |
১৮ | গোল্ডেন পালমেস পুরস্কার | কান চলচ্চিত্র উৎসবে সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র |
১৯ | গোল্ডেন পিকক পুরস্কার | আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব |
২০ | গোল্ডেন প্ল্যানেট পুরস্কার | ডেনমার্ক সরকার প্রদত্ত বাস্তুস্থানগত ঘটনাবলীর জন্য |
২১ | গোল্ডেন বিয়ার পুরস্কার | বার্লিন বার্ষিক চলচ্চিত্র উৎসব |
২২ | গ্রামী পুরস্কার | সংগীত |
২৩ | চামেলী দেবী জৈন পুরস্কার | সংবাদ মাধ্যমে অবিস্মরণীয় ক্রিয়াকলাপের জন্য মহিলাদের প্রদত্ত |
২৪ | জি. ডি. বিড়লা পুরস্কার (বিজ্ঞানভিত্তিক গবেষণার জন্য ) | বিজ্ঞান গবেষণার জন্য |
২৫ | জীবনরক্ষা চক্র | সামরিক ক্ষেত্রে |
২৬ | জ্ঞানপীঠ পুরস্কার | সাহিত্য |
২৭ | টেগোর সম্মান | কলা এবং সাহিত্যে সাম্প্রদায়িক সম্প্রীতি |
২৮ | দাদাসাহেব ফালকে পুরস্কার | চলচ্চিত্র, সংগীত ক্ষেত্র |
২৯ | দ্রোণাচার্য পুরস্কার | খেলাধুলায় প্রশিক্ষণ |
৩০ | ধন্বন্তরী পুরস্কার | চিকিৎসাবিজ্ঞান |
৩১ | নোবেল পুরস্কার | পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসাবিদ্যা, সাহিত্য, শান্তি, অর্থনীতি |
৩২ | পদ্মবিভূষণ | সরকারী ক্ষেত্রে অসাধারণ কর্মের জন্য |
৩৩ | পদ্মভূষণ | সরকারী ক্ষেত্রে অসাধারণ কর্মের জন্য |
৩৪ | পদ্মশ্রী | সরকারী ক্ষেত্রে অসাধারণ কর্মের জন্য |
৩৫ | পরমবীর চক্র | ভারতে সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার |
৩৬ | পুলিৎজার পুরস্কার | সাংবাদিকতা, সাহিত্য |
৩৭ | বাচস্পতি সম্মান | সংস্কৃত সাহিত্য |
৩৮ | বাবাসাহেব আম্বেদকর পুরস্কার | ড: আম্বেদকরের ভাবধারাকে ইউরোপীয় দেশগুলিতে প্রচারের জন্য |
৩৯ | বিক্রম সারাভাই পুরস্কার (আন্তর্জাতিক ) | ISRO কর্তৃক প্রদত্ত উন্নয়নশীল দেশগুলোতে মহাকাশ গবেষণার কাজে অবিস্মরণীয় কাজকর্মের জন্য |
৪০ | বিড়লা পুরস্কার (খেলাধুলা ) | খেলাধুলায় অসাধারণ কৃতিত্বের জন্য |
৪১ | বীর সাভারকার পুরোস্কার | বিজ্ঞান |
৪২ | বীরচক্র | ভারতে সামরিক ক্ষেত্রে তৃতীয় সর্বোচ্চ পুরস্কার |
৪৩ | বুকার পুরস্কার | সাহিত্য |
৪৪ | বোরলগ পুরস্কার | কৃষি এবং পরিবেশ উন্নয়ন |
৪৫ | ব্যাস সম্মান | সাহিত্য |
৪৬ | ব্রিটিশ অ্যাকাডেমী পুরস্কার | চলচ্চিত্র |
৪৭ | ব্রিটিশ সাহিত্য পুরস্কার | সাহিত্য ( সারা জীবনের স্বীকৃতি ) |
৪৮ | ভাটনাগর পুরস্কার | বিজ্ঞানের বিভিন্ন শাখা – পদার্থবিদ্যা, গণিতশাস্ত্র, রসায়নবিদ্যা, জীববিজ্ঞান, পৃথিবী-আবহমণ্ডল-সাগর এবং গ্রহ সম্পর্কীয় বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র |
৪৯ | ভারতরত্ন পুরস্কার | ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান |
৫০ | মহাবীর চক্র | ভারতে সামরিক ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার |
৫১ | ম্যাগসাইসাই পুরস্কার | সরকারী ক্ষেত্রে কার্য্যলাপের জন্য ফিলিপিন্স থেকে দেওয়া হয় |
৫২ | ম্যান বুকার পুরস্কার | ইংরেজি উপন্যাস |
৫৩ | যমুনালাল বাজাজ পুরস্কার | বিজ্ঞান প্রযুক্ত বা যেকোনো সৃষ্টিমূলক কর্মের জন্য |
৫৪ | রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার | খেলাধুলায় বিশেষ অবদান |
৫৫ | লতা মঙ্গেস্কর পুরস্কার | মধ্যপ্রদেশ সরকার কর্তৃক প্রদত্ত শ্রেষ্ঠ সংগীত শিল্পী |
৫৬ | শৈর্য্য চক্র | সামরিক ক্ষেত্রে |
৫৭ | সর্বোত্তম জীবনরক্ষা চক্র | সামরিক ক্ষেত্রে |
৫৮ | সি. কে. নাইডু বার্ষিক পুরস্কার | খেলাধুলার ক্ষেত্রে |
ম্যান বুকার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়?
সাহিত্য
নোবেল পুরস্কার কটি বিভাগে দেওয়া হয়?
৬টি (সাহিত্য, শান্তি, রসায়ন, পদার্থবিদ্যা ও চিকিৎসাবিদ্যা, বিজ্ঞান, অর্থনীতি )
অর্জুন পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রের জন্য?
খেলাধূলার অবদানের জন্য
রমন ম্যাগসাইসাই পুরস্কার দেওয়া হয় কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্টের নামে?
ফিলিপিন্স
জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে?
সাহিত্যকর্ম
পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
সাংবাদিকতা ও সাহিত্য
কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
বিজ্ঞান গবেষণার জন্য
নিচের ডাউনলোড সেকশন থেকে এই নোটটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নাও ।
Download Section :
- File Name : বিভিন্ন গুরুত্বপূর্ণ পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা – PDF – বাংলা কুইজ
- File Size : 1.22 MB
- Format : PDF
- No. of Pages : 05
- Language : Bengali
To check our latest Posts - Click Here