পদ্ম পুরস্কার ২০২১ । Padma Awards 2021- PDF
Padma Awards 2021 Full List
পদ্ম পুরস্কার ২০২১ – Padma Awards 2021
প্রতি বছরের ন্যায় এবারও প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ক্রীড়া, মানবসেবা ইত্যাদি দিকে খ্যাতি অর্জন করা ও বিশিষ্ট সেবা প্রদানকারী ব্যক্তিদের নিয়ে ২০২১ সালের পদ্ম সম্মান প্রাপকের তালিকা প্রকাশ করলো ভারত সরকার।সেই তালিকা অনুযায়ী, ২০২১ সালে পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন,পদ্মভূষণ পুরস্কারের তালিকায় নাম রয়েছে ১০ জনের, পদ্মশ্রী প্রাপকের সংখ্যা ১০২ জন। পদ্ম পুরস্কার ২০২১ ।
Also Check : পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022
- পদ্মবিভূষণ – ৭ জন
- পদ্মভূষণ – ১০ জন
- পদ্মশ্রী – ১০২ জন
‘পদ্মশ্রী’ পুরস্কারে ভূষিত হলেন হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে–খ্যাত নারায়ণ দেবনাথ। এর পাশাপাশি ভারত সরকারের অন্যতম শীর্ষস্থানীয় এই সম্মান পেলেন পশ্চিমবঙ্গের সাতজন বাঙালি।
পদ্মপুরস্কার ২০২১ এর PDF ডাউনলোড লিংক নিচে পেয়ে যাবে ।
শিল্পজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ ও শান্তিপুরের তাঁতশিল্পী বীরেনকুমার বসাককে ‘পদ্মশ্রী’ সম্মান দিচ্ছে ভারত সরকার। খেলাধুলো বিভাগে পশ্চিমবঙ্গ থেকে ‘পদ্মশ্রী’–তে ভূষিত হলেন অর্জুন পুরস্কার জয়ী টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাস। সাহিত্য ও শিক্ষায় ‘পদ্মশ্রী’ পাচ্ছেন ধর্মনারায়ণ বর্মা, সুজিত চট্টোপাধ্যায় ও জগদীশচন্দ্র হালদার। সামাজিক কাজে নিজের ছাপ ফেলে ‘পদ্মশ্রী’ পাচ্ছেন সাঁওতাল সমাজের গুরুমা কমলি সোরেন।
কামতাপুরী ভাষার প্রসারে বিশেষ অবদান রেখে কামতারত্ন হিসেবে পরিচিত হয়েছেন ধর্মনারায়ণ বর্মা। পূর্ব বর্ধমানের আউশগ্রামের অশীতিপর শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় তাঁর ‘সদাই ফকিরের পাঠাশালা’র জন্য পরিচিত। বছরে দু’টাকা দক্ষিণায় ৩০০–রও বেশি পড়ুয়াকে পড়ান তিনি।
এ বছর এনআরই তথা বিদেশি বিভাগে পদ্ম পুরস্কার পেয়েছেন ১০ জন।
পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ৭ জন
- শ্রী সুজিত চট্টোপাধ্যায়
- মৌমা দাস
- নারায়ণ দেবনাথ
- ধর্ম নারায়ণ বর্মা
- বীরেন কুমার বসাক
- শ্রী জগদীশ চন্দ্র হালদার
- গুরু মা কামালি সোরেন
দেখে নাও পদ্ম পুরস্কার ২০২১ প্রাপকদের সম্পূর্ণ তালিকা
দেখে নাও : ২০২০ সালের গুরুপ্তপূর্ণ পুরস্কার এবং সম্মান – PDF
পদ্মবিভূষণ ২০২১
২০২১ সালের পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্তদের (৭ জন ) তালিকা
নং | নাম | ক্ষেত্র | রাজ্য / দেশ |
---|---|---|---|
১ | শ্রী এস পি বালাসুব্রামণিয়াম (মরণোত্তর) | Art | তামিলনাড়ু |
২ | শ্রী নরিন্দর সিং কাপানী (মরণোত্তর) | Science and Engineering | আমেরিকা যুক্তরাষ্ট্র |
৩ | শ্রী শিনজো আবে | Public Affairs | জাপান |
৪ | ড: বেল্লি মোনাপ্পা হেগড়ে | Medicine | কর্ণাটক |
৫ | মৌলানা ওয়াহিদউদ্দীন খান | Others- Spiritualism | দিল্লি |
৬ | শ্রী বি বি লাল | Others- Archaeology | দিল্লি |
৭ | শ্রী সুদর্শন সাহু | Art | ওড়িশা |
দেখে নাও : ফিফা বর্ষসেরা পুরস্কার ২০২০ । FIFA Football Awards 2020
পদ্মভূষণ ২০২১
২০২১ সালের পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্তদের (১০ জন ) তালিকা
নং | নাম | ক্ষেত্র | রাজ্য / দেশ |
---|---|---|---|
১ | কৃষ্ণান নায়ার শান্তাকুমারী চিত্রা | Art | কেরালা |
২ | শ্রী তরুন গোগোই (মরণোত্তর) | Public Affairs | আসাম |
৩ | শ্রী চন্দ্রশেখর কম্বারা | Literature and Education | কর্ণাটক |
৪ | সুমিত্রা মহাজন | Public Affairs | মধ্য প্রদেশ |
৫ | শ্রী নৃপেন্দ্র মিশ্র | Civil Service | উত্তর প্রদেশ |
৬ | শ্রী রাম বিলাস পাসওয়ান (মরণোত্তর) | Public Affairs | বিহার |
৭ | শ্রী কেশুভাই প্যাটেল (মরণোত্তর) | Public Affairs | গুজরাট |
৮ | শ্রী কালবে সাদিক (মরণোত্তর) | Others-Spiritualism | উত্তর প্রদেশ |
৯ | শ্রী রজনীকান্ত দেবীদাস শ্রফ | Trade and Industry | মহারাষ্ট্র |
১০ | শ্রী তারলোচন সিং | Public Affairs | হরিয়ানা |
দেখে নাও : দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা – PDF
পদ্মশ্রী ২০২১
২০২১ সালের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের (১০২ জন ) তালিকা
নং | নাম | ক্ষেত্র | রাজ্য / দেশ |
---|---|---|---|
১ | শ্রীমতি পি. অনিথা | ক্রীড়া | তামিলনাড়ু |
২ | শ্রী প্রকাশসরও আশাবাদী | সাহিত্য ও শিক্ষা | অন্ধ্র প্রদেশ |
৩ | শ্রী রামাস্বামী অন্নাবরপু | শিল্প | অন্ধ্র প্রদেশ |
৪ | শ্রী গুলফাম আহমেদ | কলা | উত্তর প্রদেশ |
৫ | শ্রী সুববু আরুমুগাম | কলা | তামিলনাড়ু |
৬ | শ্রী রাধে শ্যাম বারলে | কলা | ছত্তিসগড় |
৭ | শ্রীমতি ভুরি বাই | আর্ট | মধ্য প্রদেশ |
৮ | শ্রী ধর্ম নারায়ণ বার্মা | সাহিত্য ও শিক্ষা | পশ্চিমবঙ্গ |
৯ | শ্রী বীরেন কুমার বাসাক | আর্ট | পশ্চিমবঙ্গ |
১০ | শ্রীমতি লখিমি বারুয়া | সমাজকর্ম | অসম |
১১ | শ্রীমতি রজনী বেক্টর | বাণিজ্য ও শিল্প | পাঞ্জাব |
১২ | শ্রীমতি সাংখুমি বুয়ালছুক | সামাজিক কাজ | মিজোরাম |
১৩ | শ্রী গোপীরাম বারগেন বুড়ভক্ত | আর্ট | অসম |
১৪ | বিজয় চক্রবর্তী | পাবলিক অ্যাফেয়ার্স | অসম |
১৫ | শ্রী সুজিত চট্টোপাধ্যায় | সাহিত্য ও শিক্ষা | পশ্চিমবঙ্গ |
১৬ | শ্রী সুলত্রীম চঞ্জোর | সমাজকর্ম | লাদাখ |
১৭ | শ্রীমতি মৌমা দাস | ক্রীড়া | পশ্চিমবঙ্গ |
১৮ | শ্রী নারায়ণ দেবনাথ | আর্ট | পশ্চিমবঙ্গ |
১৯ | ছুতনি দেবী | সমাজকর্ম | ঝাড়খণ্ড |
২০ | দুলারী দেবী | আর্ট | বিহার |
২১ | মিসেস রাধে দেবী | আর্ট | মণিপুর |
২২ | শ্রীমতি শান্তি দেবী | সমাজকর্ম | ওড়িশা |
২৩ | শ্রী দাদুদন গাদবী | সাহিত্য ও শিক্ষা | গুজরাট |
২৪ | শ্রী পরশুরাম আত্মরাম গঙ্গাবন | আর্ট | মহারাষ্ট্র |
২৫ | শ্রী জয় ভগবান গোয়েল | সাহিত্য ও শিক্ষা | হরিয়ানা |
২৬ | শ্রী জগদীশ চন্দ্র হালদার | সাহিত্য ও শিক্ষা | পশ্চিমবঙ্গ |
২৭ | শ্রী মঙ্গল সিং হাজোয়ারি | সাহিত্য ও শিক্ষা | অসম |
২৮ | আনশু জামসেনপা | ক্রীড়া | অরুণাচল প্রদেশ |
২৯ | শ্রীমতি পূর্ণমাসি জানি | আর্ট | ওড়িশা |
৩০ | মাথা বি. মনজাম্মা জোগাতি | আর্ট | কর্ণাটক |
৩১ | শ্রী দামোদরন কৈথাপ্রাম | আর্ট | কেরল |
৩২ | শ্রী নামদেও সি কমলে | সাহিত্য ও শিক্ষা | মহারাষ্ট্র |
৩৩ | শ্রী মহেশভাই এবং শ্রী নরেশভাই কানোদিয়া (দ্বৈত) (মরণোত্তর ) | আর্ট | গুজরাট |
৩৪ | শ্রী রজত কুমার কর | সাহিত্য ও শিক্ষা | ওড়িশা |
৩৫ | শ্রী রাঙ্গসামী লক্ষ্মীনারায়ণ কাশ্যপ | সাহিত্য ও শিক্ষা | কর্ণাটক |
৩৬ | শ্রীমতি প্রকাশ কৌর | সমাজকর্ম | পাঞ্জাব |
৩৭ | শ্রী কে কেশবস্বামী | আর্ট | পুডুচেরি |
৩৮ | শ্রী গোলাম রসুল খান | আর্ট | জম্মু ও কাশ্মীর |
৩৯ | শ্রী লাখা খান | আর্ট | রাজস্থান |
৪০ | শ্রী বিনয়ক বিষ্ণু খেদেকার | আর্ট | গোয়া |
৪১ | শ্রীমতি নিরু কুমার | সোশ্যাল ওয়ার্ক | দিল্লি |
৪২ | শ্রীমতি লাজবন্তী | আর্ট | পাঞ্জাব |
৪৩ | শ্রী আলী মানিকফান | গ্রাসরুট উদ্ভাবন | লক্ষদ্বীপ |
৪৪ | শ্রী রামচন্দ্র মাঝি | শিল্প | বিহার |
৪৫ | শ্রী দুলাল মানকি | শিল্প | অসম |
৪৬ | শ্রী নানাদ্রো বি মারাক | কৃষি | মেঘালয় |
৪৭ | শ্রী রেউবেন মাশংভা | আর্ট | মণিপুর |
৪৮ | শ্রী চন্দ্রকান্ত মেহতা | সাহিত্য ও শিক্ষা | গুজরাট |
৪৯ | রতন লাল মিত্তাল | মেডিসিন | পাঞ্জাব |
৫০ | শ্রী মাধবন নাম্বিয়ার | স্পোর্টস | কেরল |
৫১ | শ্রী শ্যাম সুন্দর পালিওয়াল | সমাজকর্ম | রাজস্থান |
৫২ | চন্দ্রকান্ত সাম্ভাজি পাণ্ডব | মেডিসিন | দিল্লি |
৫৩ | ডাঃ জেএন পান্ডে (মরণোত্তর) | মেডিসিন | দিল্লি |
৫৪ | শ্রী সলোমন পাপ্পাইয়া | সাহিত্য ও শিক্ষা | তামিলনাড়ু |
৫৫ | মিসেস পপ্পমল | অন্যান্য কৃষি | তামিলনাড়ু |
৫৬ | কৃষ্ণ মোহন পাথি | মেডিসিন | ওডিশা |
৫৭ | শ্রীমতি যশোন্তীবেন জামনদাস পোপাট | বাণিজ্য ও শিল্প | মহারাষ্ট্র |
৫৮ | শ্রী গিরিশ প্রভুনে | সমাজকর্ম | মহারাষ্ট্র |
৫৯ | শ্রী নন্দ প্রাস্টি | সাহিত্য ও শিক্ষা | ওড়িশা |
৬০ | শ্রী কে কে রামচন্দ্র পুলাভ | আর্ট | কেরল |
৬১ | শ্রী বালান পুঠেরী | সাহিত্য ও শিক্ষা | কেরাল |
৬২ | বীরুবালা রাভা | সমাজকর্ম | অসম |
৬৩ | শ্রী কনাকা রাজু | আর্ট | তেলঙ্গানা |
৬৪ | মিসেস বোম্বাই জয়শ্রী রামনাথ | আর্ট | তামিলনাড়ু |
৬৫ | শ্রী সত্যরাম রেয়াং | আর্ট | ত্রিপুরা |
৬৬ | ডাঃ ধনঞ্জয় দিবাকর সাগদেও | মেডিসিন | কেরালা |
৬৭ | শ্রী অশোক কুমার সাহু | মেডিসিন | উত্তর প্রদেশ |
৬৮ | ভূপেন্দ্র কুমার সিং সঞ্জয় | মেডিসিন | উত্তরাখণ্ড |
৬৯ | মিসেস সিন্ধুটাই সাপকল | সোশ্যাল ওয়ার্ক | মহারাষ্ট্র |
৭০ | শ্রী চমন লাল সাপ্রু (মরণোত্তর) | সাহিত্য ও শিক্ষা | জম্মু ও কাশ্মীর |
৭১ | শ্রী রোমান সরমাহ | সাহিত্য ও শিক্ষা | অসম |
৭২ | শ্রী ইমরান শাহ | সাহিত্য ও শিক্ষা | আসাম |
৭৩ | শ্রী প্রেম চাঁদ শর্মা | অন্যান্য কৃষি | উত্তরাখণ্ড |
৭৪ | শ্রী অর্জুন সিং শেখাওয়াত | সাহিত্য ও শিক্ষা | রাজস্থান |
৭৫ | শ্রী রাম ইয়াতনা শুক্ল | সাহিত্য ও শিক্ষা | উত্তর প্রদেশ |
৭৬ | শ্রী জিতেন্দ্র সিং শান্টি | সোশ্যাল ওয়ার্ক | দিল্লি |
৭৭ | শ্রী কর্তার পারস রাম সিং | আর্ট | হিমাচল প্রদেশ |
৭৮ | ডঃ তিরুভেঙ্গদম বীররঘাওয়ান (মরণোত্তর) | মেডিসিন | তামিলনাড়ু |
৭৯ | শ্রী কর্তার সিং | আর্ট | পাঞ্জাব |
৮০ | দিলীপ কুমার সিং | মেডিসিন | বিহার |
৮১ | শ্রীচন্দ্র শেখর সিংহ | অন্যান্য কৃষি | উত্তর প্রদেশ |
৮২ | শ্রীমতি সুধা হরি নারায়ণ সিং | স্পোর্টস | উত্তর প্রদেশ |
৮৩ | শ্রী বীরেন্দ্র সিং | স্পোর্টস | হরিয়ানা |
৮৪ | শ্রীমতি মৃদুলা সিনহা (মরণোত্তর) | সাহিত্য ও শিক্ষা | বিহার |
৮৫ | শ্রী কেসি শিভসঙ্কর মরণোত্তর | শিল্প | তামিলনাড়ু |
৮৬ | গুরু মা কমালি সোরেন | সমাজকর্ম | পশ্চিমবঙ্গ |
৮৭ | শ্রী মারাচি সুব্বুরমান | সমাজকর্ম | তামিলনাড়ু |
৮৮ | শ্রী পি সুব্রমনিয়ান (মরণোত্তর) | বাণিজ্য ও শিল্প | তামিলনাড়ু |
৮৯ | মিসেস নিডুমোলু সুমাতি | আর্ট | অন্ধ্র প্রদেশ |
৯০ | শ্রী কপিল তিওয়ারি | সাহিত্য ও শিক্ষা | মধ্য প্রদেশ |
৯১ | শ্রী শ্রীধর ভেম্বু | বাণিজ্য ও শিল্প | তামিলনাড়ু |
৯২ | শ্রী কে ওয়াই ভেঙ্কটেশ | ক্রীড়া | কর্ণাটক |
৯৩ | উষা যাদব | সাহিত্য ও শিক্ষা | উত্তর প্রদেশ |
৯৪ | শ্রী ওয়ান ডিবিয়া | আর্ট | ইন্দোনেশিয়া |
৯৫ | কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির | পাবলিক অ্যাফেয়ার্স | বাংলাদেশ |
৯৬ | শ্রী শ্রীকান্ত দত্তর | সাহিত্য ও শিক্ষা | আমেরিকা যুক্তরাষ্ট্র |
৯৭ | শ্রী পিটার ব্রুক | আর্ট | যুক্তরাজ্য |
৯৮ | ফাদার ভ্যালিস (মরণোত্তর) | সাহিত্য ও শিক্ষা | স্পেন |
৯৯ | শ্রী নিকোলাস কাজানাস | সাহিত্য ও শিক্ষা | গ্রীস |
১০০ | মিসেস সানজিদা খাতুন | আর্ট | বাংলাদেশ |
১০১ | শ্রী রতন লাল | বিজ্ঞান ও প্রকৌশল | আমেরিকা যুক্তরাষ্ট্র |
১০২ | শ্রী জগদীশ চৌধুরী | আর্ট | উত্তরপ্রদেশ |
Download Section :
- File Name : পদ্ম পুরস্কার ২০২১ । Padma Awards 2021- PDF – বাংলা কুইজ
- File Size : 2664 KB
- Format : PDF
- No. of Pages : 09
- Language : Bengali
আরো দেখে নাও :
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি । National Award Winning Films
আইপিএলের পুরস্কার তালিকা | IPL Prize Winners List Year Wise
নোবেল পুরস্কার – ২০২০ | Nobel Prize 2020 । PDF
To check our latest Posts - Click Here