General Knowledge Notes in BengaliCurrent Topics

পদ্ম পুরস্কার ২০২১ । Padma Awards 2021- PDF

Padma Awards 2021 Full List

পদ্ম পুরস্কার ২০২১ – Padma Awards 2021

প্রতি বছরের ন্যায় এবারও প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, ক্রীড়া, মানবসেবা ইত্যাদি দিকে খ্যাতি অর্জন করা ও বিশিষ্ট সেবা প্রদানকারী ব্যক্তিদের নিয়ে ২০২১ সালের পদ্ম সম্মান প্রাপকের তালিকা প্রকাশ করলো ভারত সরকার।সেই তালিকা অনুযায়ী, ২০২১ সালে পদ্মবিভূষণ পাচ্ছেন ৭ জন,পদ্মভূষণ পুরস্কারের তালিকায় নাম রয়েছে ১০ জনের, পদ্মশ্রী প্রাপকের সংখ্যা ১০২ জন। পদ্ম পুরস্কার ২০২১

Also Check : পদ্ম সম্মান ২০২২ – সম্পূর্ণ তালিকা । Padma Awards 2022

  • পদ্মবিভূষণ – ৭ জন
  • পদ্মভূষণ – ১০ জন
  • পদ্মশ্রী – ১০২ জন

‘‌পদ্মশ্রী’‌ পুরস্কারে ভূষিত হলেন হাঁদা ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে–খ্যাত নারায়ণ দেবনাথ। এর পাশাপাশি ভারত সরকারের অন্যতম শীর্ষস্থানীয় এই সম্মান পেলেন পশ্চিমবঙ্গের সাতজন বাঙালি।

পদ্মপুরস্কার ২০২১ এর PDF ডাউনলোড লিংক নিচে পেয়ে যাবে ।

শিল্পজগতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রবীণ কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ ও শান্তিপুরের তাঁতশিল্পী বীরেনকুমার বসাককে ‘‌পদ্মশ্রী’‌ সম্মান দিচ্ছে ভারত সরকার। খেলাধুলো বিভাগে পশ্চিমবঙ্গ থেকে ‘‌পদ্মশ্রী’‌–তে ভূষিত হলেন অর্জুন পুরস্কার জয়ী টেবিল টেনিস খেলোয়াড় মৌমা দাস। সাহিত্য ও শিক্ষায় ‘‌পদ্মশ্রী’‌ পাচ্ছেন ধর্মনারায়ণ বর্মা, সুজিত চট্টোপাধ্যায় ও জগদীশচন্দ্র হালদার। সামাজিক কাজে নিজের ছাপ ফেলে ‘‌পদ্মশ্রী’ পাচ্ছেন সাঁওতাল সমাজের গুরুমা কমলি সোরেন।
কামতাপুরী ভাষার প্রসারে বিশেষ অবদান রেখে কামতারত্ন হিসেবে পরিচিত হয়েছেন ধর্মনারায়ণ বর্মা। পূর্ব বর্ধমানের আউশগ্রামের অশীতিপর শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় তাঁর ‘‌সদাই ফকিরের পাঠাশালা’‌র জন্য পরিচিত। বছরে দু’‌টাকা দক্ষিণায় ৩০০–রও বেশি পড়ুয়াকে পড়ান তিনি।

এ বছর এনআরই তথা বিদেশি বিভাগে পদ্ম পুরস্কার পেয়েছেন ১০ জন।

পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ৭ জন

  • শ্রী সুজিত চট্টোপাধ্যায়
  • মৌমা দাস
  • নারায়ণ দেবনাথ
  • ধর্ম নারায়ণ বর্মা
  • বীরেন কুমার বসাক
  • শ্রী জগদীশ চন্দ্র হালদার
  • গুরু মা কামালি সোরেন


দেখে নাও পদ্ম পুরস্কার ২০২১ প্রাপকদের  সম্পূর্ণ তালিকা

দেখে নাও : ২০২০ সালের গুরুপ্তপূর্ণ পুরস্কার এবং সম্মান –  PDF

পদ্মবিভূষণ ২০২১

২০২১ সালের পদ্মবিভূষণ পুরস্কারপ্রাপ্তদের (৭ জন ) তালিকা

নংনামক্ষেত্ররাজ্য / দেশ
শ্রী এস পি বালাসুব্রামণিয়াম (মরণোত্তর)Artতামিলনাড়ু
শ্রী নরিন্দর সিং কাপানী (মরণোত্তর)Science and Engineeringআমেরিকা যুক্তরাষ্ট্র
শ্রী শিনজো আবেPublic Affairsজাপান
ড: বেল্লি মোনাপ্পা হেগড়েMedicineকর্ণাটক
মৌলানা ওয়াহিদউদ্দীন খানOthers- Spiritualismদিল্লি
শ্রী বি বি লালOthers- Archaeologyদিল্লি
শ্রী সুদর্শন সাহুArtওড়িশা
পদ্মবিভূষণ ২০২১ – বিজেতাদের তালিকা

দেখে নাও : ফিফা বর্ষসেরা পুরস্কার ২০২০ । FIFA Football Awards 2020

পদ্মভূষণ ২০২১

২০২১ সালের পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্তদের (১০ জন ) তালিকা

নংনামক্ষেত্ররাজ্য / দেশ
কৃষ্ণান নায়ার শান্তাকুমারী চিত্রাArtকেরালা
শ্রী তরুন গোগোই (মরণোত্তর)Public Affairsআসাম
শ্রী চন্দ্রশেখর কম্বারাLiterature and  Educationকর্ণাটক
সুমিত্রা মহাজনPublic Affairsমধ্য প্রদেশ
শ্রী নৃপেন্দ্র মিশ্রCivil Serviceউত্তর প্রদেশ
শ্রী রাম বিলাস পাসওয়ান (মরণোত্তর)Public Affairsবিহার
শ্রী কেশুভাই প্যাটেল (মরণোত্তর)Public Affairsগুজরাট
শ্রী কালবে সাদিক (মরণোত্তর)Others-Spiritualismউত্তর প্রদেশ
শ্রী রজনীকান্ত দেবীদাস শ্রফTrade and Industryমহারাষ্ট্র
১০শ্রী তারলোচন সিংPublic Affairsহরিয়ানা
পদ্মভূষণ ২০২১ – বিজেতাদের তালিকা

দেখে নাও : দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপকদের তালিকা –  PDF

পদ্মশ্রী ২০২১

২০২১ সালের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্তদের (১০২ জন ) তালিকা

নংনামক্ষেত্ররাজ্য / দেশ
শ্রীমতি পি. অনিথাক্রীড়াতামিলনাড়ু
শ্রী প্রকাশসরও আশাবাদীসাহিত্য ও শিক্ষাঅন্ধ্র প্রদেশ
শ্রী রামাস্বামী অন্নাবরপুশিল্পঅন্ধ্র প্রদেশ
শ্রী গুলফাম আহমেদকলাউত্তর প্রদেশ
শ্রী সুববু আরুমুগামকলাতামিলনাড়ু
শ্রী রাধে শ্যাম বারলেকলাছত্তিসগড়
শ্রীমতি ভুরি বাইআর্টমধ্য প্রদেশ
শ্রী ধর্ম নারায়ণ বার্মাসাহিত্য ও শিক্ষাপশ্চিমবঙ্গ
শ্রী বীরেন কুমার বাসাকআর্টপশ্চিমবঙ্গ
১০শ্রীমতি লখিমি বারুয়াসমাজকর্মঅসম
১১শ্রীমতি রজনী বেক্টরবাণিজ্য ও শিল্পপাঞ্জাব
১২শ্রীমতি সাংখুমি বুয়ালছুকসামাজিক কাজমিজোরাম
১৩শ্রী গোপীরাম বারগেন বুড়ভক্তআর্টঅসম
১৪বিজয় চক্রবর্তীপাবলিক অ্যাফেয়ার্সঅসম
১৫শ্রী সুজিত চট্টোপাধ্যায়সাহিত্য ও শিক্ষাপশ্চিমবঙ্গ
১৬শ্রী সুলত্রীম চঞ্জোরসমাজকর্মলাদাখ
১৭শ্রীমতি মৌমা দাসক্রীড়াপশ্চিমবঙ্গ
১৮শ্রী নারায়ণ দেবনাথআর্টপশ্চিমবঙ্গ
১৯ছুতনি দেবীসমাজকর্মঝাড়খণ্ড
২০দুলারী দেবীআর্টবিহার
২১মিসেস রাধে দেবীআর্টমণিপুর
২২শ্রীমতি শান্তি দেবীসমাজকর্মওড়িশা
২৩শ্রী দাদুদন গাদবীসাহিত্য ও শিক্ষাগুজরাট
২৪শ্রী পরশুরাম আত্মরাম গঙ্গাবনআর্টমহারাষ্ট্র
২৫শ্রী জয় ভগবান গোয়েলসাহিত্য ও শিক্ষাহরিয়ানা
২৬শ্রী জগদীশ চন্দ্র হালদারসাহিত্য ও শিক্ষাপশ্চিমবঙ্গ
২৭শ্রী মঙ্গল সিং হাজোয়ারিসাহিত্য ও শিক্ষাঅসম
২৮আনশু জামসেনপাক্রীড়াঅরুণাচল প্রদেশ
২৯শ্রীমতি পূর্ণমাসি জানিআর্টওড়িশা
৩০মাথা বি. মনজাম্মা জোগাতিআর্টকর্ণাটক
৩১শ্রী দামোদরন কৈথাপ্রামআর্টকেরল
৩২শ্রী নামদেও সি কমলেসাহিত্য ও শিক্ষামহারাষ্ট্র
৩৩শ্রী মহেশভাই এবং শ্রী নরেশভাই কানোদিয়া (দ্বৈত)  (মরণোত্তর )আর্টগুজরাট
৩৪শ্রী রজত কুমার করসাহিত্য ও শিক্ষাওড়িশা
৩৫শ্রী রাঙ্গসামী লক্ষ্মীনারায়ণ কাশ্যপসাহিত্য ও শিক্ষাকর্ণাটক
৩৬শ্রীমতি  প্রকাশ কৌরসমাজকর্মপাঞ্জাব
৩৭শ্রী কে কেশবস্বামীআর্টপুডুচেরি
৩৮শ্রী গোলাম রসুল খানআর্টজম্মু ও কাশ্মীর
৩৯শ্রী লাখা খানআর্টরাজস্থান
৪০শ্রী বিনয়ক বিষ্ণু খেদেকারআর্টগোয়া
৪১শ্রীমতি নিরু কুমারসোশ্যাল ওয়ার্কদিল্লি
৪২শ্রীমতি লাজবন্তীআর্টপাঞ্জাব
৪৩শ্রী আলী মানিকফানগ্রাসরুট উদ্ভাবনলক্ষদ্বীপ
৪৪শ্রী রামচন্দ্র মাঝিশিল্পবিহার
৪৫শ্রী দুলাল মানকিশিল্পঅসম
৪৬শ্রী নানাদ্রো বি মারাককৃষিমেঘালয়
৪৭শ্রী রেউবেন মাশংভাআর্ট  মণিপুর
৪৮শ্রী চন্দ্রকান্ত মেহতাসাহিত্য ও শিক্ষা  গুজরাট
৪৯রতন লাল মিত্তালমেডিসিনপাঞ্জাব
৫০শ্রী মাধবন নাম্বিয়ারস্পোর্টসকেরল
৫১শ্রী শ্যাম সুন্দর পালিওয়ালসমাজকর্মরাজস্থান
৫২চন্দ্রকান্ত সাম্ভাজি পাণ্ডবমেডিসিন দিল্লি
৫৩ডাঃ জেএন পান্ডে (মরণোত্তর)মেডিসিনদিল্লি
৫৪শ্রী সলোমন পাপ্পাইয়াসাহিত্য ও শিক্ষাতামিলনাড়ু
৫৫মিসেস পপ্পমলঅন্যান্য কৃষিতামিলনাড়ু
৫৬কৃষ্ণ মোহন পাথিমেডিসিনওডিশা
৫৭শ্রীমতি যশোন্তীবেন জামনদাস পোপাটবাণিজ্য ও শিল্পমহারাষ্ট্র
৫৮শ্রী গিরিশ প্রভুনেসমাজকর্মমহারাষ্ট্র
৫৯শ্রী নন্দ প্রাস্টিসাহিত্য ও শিক্ষাওড়িশা
৬০শ্রী কে কে রামচন্দ্র পুলাভআর্টকেরল
৬১শ্রী বালান পুঠেরীসাহিত্য ও শিক্ষাকেরাল
৬২বীরুবালা রাভাসমাজকর্মঅসম
৬৩শ্রী কনাকা রাজুআর্টতেলঙ্গানা
৬৪মিসেস বোম্বাই জয়শ্রী রামনাথআর্টতামিলনাড়ু
৬৫শ্রী সত্যরাম রেয়াংআর্টত্রিপুরা
৬৬ডাঃ ধনঞ্জয় দিবাকর সাগদেওমেডিসিনকেরালা
৬৭শ্রী অশোক কুমার সাহুমেডিসিনউত্তর প্রদেশ
৬৮ভূপেন্দ্র কুমার সিং সঞ্জয়মেডিসিনউত্তরাখণ্ড
৬৯মিসেস সিন্ধুটাই সাপকলসোশ্যাল ওয়ার্কমহারাষ্ট্র
৭০শ্রী চমন লাল সাপ্রু (মরণোত্তর)সাহিত্য ও শিক্ষাজম্মু ও কাশ্মীর
৭১শ্রী রোমান সরমাহসাহিত্য ও শিক্ষাঅসম
৭২শ্রী ইমরান শাহসাহিত্য ও শিক্ষাআসাম
৭৩শ্রী প্রেম চাঁদ শর্মাঅন্যান্য কৃষিউত্তরাখণ্ড
৭৪শ্রী অর্জুন সিং শেখাওয়াতসাহিত্য ও শিক্ষারাজস্থান
৭৫শ্রী রাম ইয়াতনা শুক্লসাহিত্য ও শিক্ষাউত্তর প্রদেশ
৭৬শ্রী জিতেন্দ্র সিং শান্টিসোশ্যাল ওয়ার্কদিল্লি
৭৭শ্রী কর্তার পারস রাম সিংআর্টহিমাচল প্রদেশ
৭৮ডঃ তিরুভেঙ্গদম বীররঘাওয়ান (মরণোত্তর)মেডিসিনতামিলনাড়ু
৭৯শ্রী কর্তার সিংআর্টপাঞ্জাব
৮০দিলীপ কুমার সিংমেডিসিনবিহার
৮১শ্রীচন্দ্র শেখর সিংহঅন্যান্য কৃষিউত্তর প্রদেশ
৮২শ্রীমতি  সুধা হরি নারায়ণ সিংস্পোর্টসউত্তর প্রদেশ
৮৩শ্রী বীরেন্দ্র সিংস্পোর্টসহরিয়ানা
৮৪শ্রীমতি  মৃদুলা সিনহা (মরণোত্তর)সাহিত্য ও শিক্ষাবিহার
৮৫শ্রী কেসি শিভসঙ্কর মরণোত্তরশিল্পতামিলনাড়ু
৮৬গুরু মা কমালি সোরেনসমাজকর্মপশ্চিমবঙ্গ
৮৭শ্রী মারাচি সুব্বুরমানসমাজকর্মতামিলনাড়ু
৮৮শ্রী পি সুব্রমনিয়ান (মরণোত্তর)বাণিজ্য ও শিল্পতামিলনাড়ু
৮৯মিসেস নিডুমোলু সুমাতিআর্টঅন্ধ্র প্রদেশ
৯০শ্রী কপিল তিওয়ারিসাহিত্য ও শিক্ষামধ্য প্রদেশ
৯১শ্রী শ্রীধর ভেম্বুবাণিজ্য ও শিল্পতামিলনাড়ু
৯২শ্রী কে ওয়াই ভেঙ্কটেশক্রীড়া  কর্ণাটক
৯৩উষা যাদবসাহিত্য ও শিক্ষাউত্তর প্রদেশ
৯৪শ্রী ওয়ান ডিবিয়াআর্টইন্দোনেশিয়া
৯৫কর্নেল কাজী সাজ্জাদ আলী জহিরপাবলিক অ্যাফেয়ার্সবাংলাদেশ
৯৬শ্রী শ্রীকান্ত দত্তরসাহিত্য ও শিক্ষাআমেরিকা যুক্তরাষ্ট্র
৯৭শ্রী পিটার ব্রুকআর্টযুক্তরাজ্য
৯৮ফাদার ভ্যালিস (মরণোত্তর)সাহিত্য ও শিক্ষাস্পেন
৯৯শ্রী নিকোলাস কাজানাসসাহিত্য ও শিক্ষাগ্রীস
১০০মিসেস সানজিদা খাতুনআর্টবাংলাদেশ
১০১শ্রী রতন লালবিজ্ঞান ও প্রকৌশলআমেরিকা যুক্তরাষ্ট্র
১০২শ্রী জগদীশ চৌধুরীআর্টউত্তরপ্রদেশ
পদ্মশ্রী ২০২১ – বিজেতাদের তালিকা

Download Section :

  • File Name : পদ্ম পুরস্কার ২০২১ । Padma Awards 2021- PDF – বাংলা কুইজ
  • File Size : 2664 KB
  • Format : PDF
  • No. of Pages : 09
  • Language : Bengali

আরো দেখে নাও :

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি । National Award Winning Films

আইপিএলের পুরস্কার তালিকা | IPL Prize Winners List Year Wise

নোবেল পুরস্কার – ২০২০ | Nobel Prize 2020 । PDF

To check our latest Posts - Click Here

Telegram

Mukesh Dhariwal

Active author of BanglaQuiz.in. Quiz and GK enthusiast , Quiz Master

Related Articles

Back to top button