সুলতানি সাম্রাজ্য : খলজি বংশের ইতিহাস – PDF
History of Khalji dynasty - PDF
খলজি বংশের ইতিহাস
আজকে আমরা আলোচনা করবো খলজি বংশের ইতিহাস / খলজি সাম্রাজ্যের ইতিহাস / খিলজি বংশের ইতিহাস নিয়ে।
এর আগে আমরা আলোচনা করেছিলাম দাস বংশের ইতিহাস নিয়ে । দেখে নাও
সুলতানি সাম্রাজ্য : দাস বংশের ইতিহাস
১২৮৭ খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন বলবনের মৃত্যুর হয় । তারপর তাঁর উত্তরাধিকারীদের হত্যা করে প্রধান সেনাপতি জালালউদ্দিন খলজি ১২৯০ খ্রিস্টাব্দে দিল্লির সুলতান হন । জালালউদ্দিন খলজির দিল্লি দখলের সঙ্গে সঙ্গে দাস বংশের (Slave dynasty) অবসান ঘটে ও খলজি বংশের (Khalji dynasty ) সূচনা হয় ।
দেখে নাও – খলজি বংশ ও আলাউদ্দিন খলজি – প্রশ্ন ও উত্তর
১. জালালউদ্দিন খলজি (১২৯০ – ১২৯৬ খ্রিস্টাব্দ )
- খলজি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।
- কাইমাসকে হত্যা করে জালালউদ্দিন খলজি দিল্লির সিংহাসনে বসেন।
- জালালউদ্দিন খলজি ছিলেন কাইকোবাদের রাজকীয় দেহরক্ষী।
- তাঁকে আজ-ই-মামুলিক ও মুলতানের শাসনকর্তা পদে নিয়ােগ করা হয়।
- জালালউদ্দিন খলজির সময় দু’টি উল্লেখযােগ্য ঘটনা হল মালিক চাজ্জুর ও সিদিমৌলির বিদ্রোহ।
- মোঙ্গল নেতা হালাকু প্রচন্ডভাবে জালালউদ্দিন খলজিকে বিরক্ত করেন । জালালউদ্দিন খলজি প্রায় ৪০০০ মোঙ্গলকে দিল্লির আশেপাশে বসবাস করার অনুমতি দিয়েছিলেন ।
- ১২৯০ সালে তিনি মালিক চাজ্জুর বিদ্রোহ দমন করেন এবং সিদিমৌলিকে হত্যা করেন।
- জালালউদ্দিন খলজি দেওয়ান-ই-ওয়াকফ নামে একটি নতুন পদ সৃষ্টি করেন।
- জালালউদ্দিন খলজির প্রিয় পাত্র ছিলেন তাঁর ভাইপো আলাউদ্দিন খলজি । ১২৯৬ খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজি এক ষড়যন্ত্রে লিপ্ত হয়ে জালালউদ্দিন খলজিকে নিহত করেন ।
২. আলাউদ্দিন খলজি (১২৯৬- ১৩১৬ খ্রিস্টাব্দ )
- আলাউদ্দিন খলজি ছিলেন শিহাবুদ্দিন খলজির পুত্র।
- আলাউদ্দিন খলজির আসল নাম ছিল আলি গুরুশাস্প।
- ভারতের খলজি বংশের দ্বিতীয় শাসক এবং তিনি খলজি বংশের সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন।
- কাকা জালালউদ্দিন খলজিকে হত্যা করে তিনি সুলতান হন।
- তাঁর অনুসারীদের কাছে থেকে বিদ্রোহ দমন করার জন্য, তিনি কার্যকরী গুপ্তচর প্রথা চালু করেছিলেন।
- তিনি তার মুদ্রায় সিকান্দার-ই-শানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধি নেন। আলেকজান্ডারের মতো বিশ্ব জয়ের স্বপ্ন দেখতেন তিনি।
- তিনি ছিলেন প্রথম তুর্কি সম্রাট যিনি ধর্মকে রাজনীতি থেকে আলাদা করেছিলেন এবং শরিয়ত আইন মানেননি।
আলাউদ্দিন খলজির রাজ্যজয়
- তিনি গুজরাট (১২৯৮ ), রণথম্বোর (১৩০১ ), মেবার (১৩০৩ ), মালয়া (১৩০৫ ), জলোর (১৩১১ ) জয় করেছিলেন ।
- আলাউদ্দিনের প্রিয় সেনাপতি মালিক কাফুর দাক্ষিণাত্যে দেবগিরির যাদব সম্রাট রামচন্দ্র, কাকাতিয়া সম্রাট প্রতাপ রুদ্রদেব, মাদুরাইয়ের পাণ্ড্য সম্রাট বীর পাণ্ড্য, হোয়সালা সম্রাট তৃতীয় বীর বল্লালকে হারিয়েছিলেন।
- আলাউদ্দিন খলজি অবশ্য দক্ষিণ ভারতের রাজ্যগুলি সরাসরি সাম্রাজ্যভুক্ত না করে সেখানকার রাজাদের মৌখিক আনুগত্য ও করদানের প্রতিশ্রুতি নিয়েই করদ রাজ্যে (কর ডাকে স্বীকৃত) পরিণত করেন।
- বিজেতা হিসাবে অনেকে তাঁকে আকবরের সঙ্গে তুলনা করেন । কিন্তু এই তুলনা অনেকাংশে অযৌতিক । আলাউদ্দিন খলজির সাম্রাজ্যবাদ কোনো মহৎ আদর্শের উপর প্রতিষ্ঠিত ছিল না। বাহুবলের প্রাধান্যই ছিল এর একমাত্র ভিত্তি ।
- প্রথম সুলতান হিসাবে দাক্ষিণাত্য জয় করেন।
- মালবের শাসকের কাছ থেকে বিখ্যাত কোহিনুর হিরে কেড়ে নিয়েছিলেন।
আলাউদ্দিন খলজির প্রশাসনিক সংস্কার
- সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে আলাউদ্দিন খলজি প্রশাসনিক সংস্কারের দিকেও মন দেন ।
- দিল্লির সুলতানদের মধ্যে তিনিই প্রথম একটি স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন ও সেনাদের বেতন ব্যবস্থা চালু করেন।
- আলাউদ্দিন খলজি সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করার জন্য দাগ ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন।
দাগ ও হুলিয়া প্রথা কি ?
সেনাবাহিনীতে দুর্নীতি রোধে আলাউদ্দিন খলজি দাগ ও হুলিয়া প্রথা প্রচলন করেন।
দাগ প্রথা ব্যবহার করা হতো সেনাবাহিনীর ঘোড়ার ওপরে। সেনাবাহিনীর ঘোড়াগুলিকে গায়ে বিশেষ দাগ দিয়ে চিহ্নিতকরণ করা হতো যার ফলে সেনাবাহিনীর ঘোড়াগুলিকে চেনা সোজা হতো ।
হুলিয়া প্রথা ব্যবহার করা হতো সেনাবাহিনীর জন্য। আলাউদ্দিন খলজি সেনাদের বেতন ব্যবস্থা চালু করেছিলেন । যাতে কারচুপি না হয় সেই কারণে তিনি প্রত্যেক সেনাদের দৈহিক বিবরণ বা হুলিয়া লিপিবদ্ধ করে রাখতেন । এই প্রথা হুলিয়া প্রথা নামে পরিচিত ছিল ।
- তিনি বাজারদর নিয়ন্ত্রণ নীতি প্রবর্তন করেন।
- তিনি শাহনা-ই-মান্ডি বা বাজার তত্ত্বাবধায়ক, দেওয়ানি মুস্তাখারজ বা কর সংগ্রাহক এবং দেওয়ানি রিয়াসত বা অর্থনীতির নিয়ন্ত্রক পদের সৃষ্টি করেন। কোনো ব্যবসায়ী ওজনে কম দিলে সমপরিমাণ মাংস তার দেহ থেকে কেটে নেওয়া হতো।
- ইকতা প্রথা বন্ধ করে দেন।
- রেশনিং ব্যবস্থা চালু করেন।
- দিল্লী সুলতানদের মধ্যে তিনিই প্রথম জমি জরিপ করে রাজস্বব্যবস্থার সংস্কার করেছিলেন ।
- হিন্দুদের ওপর জিজিয়া কর ও মুসলিমদের ওপর খামোস ও জাকাৎ চালু করেন ।
শিল্প ও সাহিত্য
- বিখ্যাত আলাই দরওয়াজা তার সময়ে তৈরি হয়।
- তিনি দিল্লির নিকট সিরি শহরটি নির্মাণ করেন।
- তিনি হাজারটি পিলারের একটি প্রাসাদ তৈরী করেন যার নাম হাজার সুতুন ।
- আমির খসরু তার সভাকবি ছিলেন।
- ঐতিহাসিক বরণী, আমির খসরু, মীর হাসান এবং সাধক নিজামুদ্দিন আওলিয়া তার পৃষ্ঠপােষক ছিলেন।
- ‘তারিখ-ই-আলাই’ গ্রন্থটি লিখেছিলেন তাঁর সভাকবি আমির খসরু।
১৩১৬ খ্রিস্টাব্দে আলাউদ্দিন খলজির মৃত্যু হয়। ঐতিহাসিক বরণীর মতানুযায়ী আলাউদ্দিন খলজীকে হত্যা করেন মালিক কাফুর। আলাউদ্দিনের মৃত্যুর পর মালিক কাফুর দিল্লির সিংহাসন দখল করেন। কাফুর তার মৃত্যুর আগে আলাউদ্দিনের ৬ বছরের সন্তান শিহাবুদ্দিনকে সিংহাসনে বসান তাঁর বড়ভাই মুবারক খান খলজিকে বন্দি করে ।
মুবারক খান খলজি ( ১৩১৬ – ১৩২০ খ্রিস্টাব্দ )
- মালিক কাফুরের মৃত্যুর পর মুক্ত হয়ে ভাই শিহাবুদ্দীনের শাসক হিসেবে কাজ করেন।
- পরে সুযোগ বুঝে তিনি সিংহাসন দখল করে নেন।
- তিনি আল-ওয়াশিক-বিল্লা উপাধি নেন।
- তিনি তাঁর প্রেমিক মুবারক হাসানকে সৈন্য ও প্রাসাদের দায়িত্ব দেন।
- মুবারক হাসানকে তিনি খসরু খান উপাধি দেন।
- খসরু খান মোবারক খান খলজিকে হত্যা করেন এবং নাসিরুদ্দিন উপাধি নিয়ে সিংহাসনে বসেন ১৩২০ খ্রিস্টাব্দে।
৪. খসরু খান (১৩২০ খ্রিস্টাব্দ )
- ১৩২০ সালের ২০ এপ্রিল মােবারক খলজিকে হত্যা করে খসরু শাহ/ খসরু খান সিংহাসনে বসেন।
- খসরু শাহ ছিলেন গুজরাটের এক হিন্দু এবং শেখ নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য।
- দীপালপুরের গভর্নর বিদ্রোহী গাজী মালিক খসরু খানকে হত্যা করেন এবং দিল্লির সিংহাসনে তুঘলক বংশের প্রতিষ্ঠা করেন।
খলজি বংশের প্রতিষ্ঠাতা কে ?
জালালউদ্দিন খলজি
খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?
আলাউদ্দিন খলজি
দেখে নাও বিভিন্ন সাম্রাজ্যের প্রথম, শেষ এবং শ্রেষ্ঠ সম্রাটের তালিকা
আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ?
১২৯৬ খ্রিস্টাব্দে
দিল্লীর সামরিক বাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ প্রথার প্রবর্তন কে করেন ?
সুলতান আলাউদ্দিন খলজি
আরো দেখে নাও :
সুলতানি সাম্রাজ্য : দাস বংশের ইতিহাস
ভারতে মুসলিম আক্রমণ । Muslim Invasion in India
সেন বংশ । সেন সাম্রাজ্য – বাংলার রাজবংশ – PDF
পাল বংশ । পাল সাম্রাজ্য । Pala Empire – বাংলার রাজবংশ
Download Section
File Name : সুলতানি সাম্রাজ্য _ খলজি বংশের ইতিহাস – বাংলা কুইজ
Format : PDF
No of Pages : 05
File Size : 2,136 KB
Download : Click Here
To check our latest Posts - Click Here