কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০ । PDF -৫০০ প্রশ্ন-উত্তর
500 Important Current Affairs from 2020 - PDF
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০
প্রিয় পাঠকেরা তোমাদের জন্য দেওয়া রইলো ২০২০ সালের ৫০০ টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ সহ। দেখে নাও কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০।
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০
১. চিফ অফ ডিফেন্স স্টাফের (CDS ) অবসরের সর্বোচ্চ বয়স কত ? ➟ ৬৫ বছর
২. পৃথিবীর প্রবীণতম কালো একশৃঙ্গ গন্ডারটি সম্প্রতি তাঞ্জানিয়াতে প্রয়াত হয়েছে । এই গণ্ডারটির নাম কি ছিল ? ➟ ফাউসতা
৩. ২০২০ সালে প্রতিমাসের প্রথম দিনে কোন রাজ্য “No Vehicle Day” পালন করার সিদ্ধান্ত নিয়েছে ? ➟ রাজস্থান
৪. নেতাজি সুভাষ চন্দ্র বসু কর্তৃক প্রথম পতাকা উত্তোলনের ৭৬তম বার্ষিকী স্মরণে অনুষ্ঠানটি কোথায় সম্প্রতি অনুষ্ঠিত হলো ? ➟ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
৫. আয়ারল্যান্ডে কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের নতুন চ্যান্সেলর পদে কে নিযুক্ত হয়েছেন ? ➟ হিলারি ক্লিনটন
৬. ১০৭তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস (Indian Science Congress )-এর আয়োজন হোস্ট করছে কোন শহর ? ➟ বেঙ্গালুরু
৭. উমারো সিসকো এম্বোলো সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ? ➟ গিনি-বিসাউ
৮. সম্প্রতি ‘লোকমান্য তিলক জাতীয় সাংবাদিকতা পুরস্কার’ এ কে ভূষিত হয়েছেন ? ➟ সঞ্জয় গুপ্ত
৯. কোন ফিল্মটি গোল্ডেন গ্লোব ২০২০ পুরষ্কারে ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ? ➟ 1917
১০. বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এবছর মহিলা বিজ্ঞান কংগ্রেসের প্রধান অতিথি কে যিনি ভারতের মিসাইল মহিলা ( Missile Woman of India ) নামে পরিচিত ? ➟ ড: টেসি থমাস
১১. মিষ্টি জলের কচ্ছপের জন্য দেশের প্রথম পুনর্বাসন কেন্দ্র কোন রাজ্যে হতে চলেছে ? ➟ বিহার
১২. BCCI এর সি কে নাইডু লাইফটাইম এচিভমেন্ট পুরস্কারে কে মনোনীত হলেন ? ➟ কে শ্রীকান্থ
১৩. প্রধানমন্ত্রী-কৃষাণ (PM-KISAN ) প্রকল্পের আওতায় যোগ্য কৃষকদের বার্ষিক কত টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে ? ➟ ৬,০০০
১৪. কোন ভারতীয় বংশোদ্ভূত লেখক সম্প্রতি ইউ. কে. চিলড্রেনস বুক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? ➟ যশবিন্দর বিলান
১৫. কে সম্প্রতি ক্রোয়েশিয়ার রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ? ➟ জোড়ান মিলানোভিক
১৬. রবার্ট আবেলা কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন ? ➟ মালটা
১৭. সম্প্রতি তাইওয়ানের রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন ? ➟ সাই ইং ওয়েন
১৮. ২০২০ সালের জানুয়ারীতে কোন বন্দরটির নাম পরিবর্তন করে শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর নাম রাখা হয়েছে ? ➟ কলকাতা বন্দর
১৯. ২০২০ সালের জানুয়ারিতে RBI এর ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হলেন ? ➟ মাইকেল দেবপ্রতা পাত্র
২০. “A New India: Selected Writings 2014-19” বইটি কোন রাজনৈতিক ব্যক্তিত্বের বাছাই করা কিছু লেখা নিয়ে প্রকাশিত করা হয়েছে ? ➟ অরুন জেটলি
২১. CRPF – এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে কে সম্প্রতি নিযুক্ত হলেন ? ➟ এ. পি. মহেশ্বরী
২২. ২০২০ সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রথম কোন মহিলা অফিসার কুচকাওয়াজ করাবেন ? ➟ তানিয়া শেরগিল
২৩. হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২০ অনুযায়ী ভারতের পাসপোর্টের অবস্থান কততম ? ➟ ৮৪
২৪. ২০২০ সালের জানুয়ারিতে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় স্পিনার হিসেবে কে দ্রুততম ১০০টি উইকেট নিলেন ? ➟ কুলদীপ যাদব
২৫. কোন অভিনেত্রী সম্প্রতি ফিক্শন বিভাগে ক্রসওয়ার্ড বুক অ্যাওয়ার্ড পেয়েছেন ? ➟ টুইঙ্কল খান্না
২৬. ২৬তম বার্ষিক স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরষ্কার (Annual Screen Actors Guild Awards ) -এ কোন চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের পুরষ্কার জিতেছে ? ➟ Parasite
২৭. সম্প্রতি ক্যাটেরিনা সাকেল্লারোপৌলো কোন দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে ? ➟ গ্রীস
২৮. পঞ্চাশতম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (World Economic Forum ) ইভেন্টটি কোন শহরটি পরিচালনা করছে? ➟ দাভোস
২৯. ইসরো দ্বারা মহাকাশে প্রেরণের জন্য তৈরি করা মানব রোবটের নাম কী ? ➟ ব্যোমমিত্র
৩০. কোন ভারতীয় শহর সম্প্রতি ২০২০ সালের JLL City Momentum Index -এ প্রথম স্থান অর্জন করেছে ? ➟ হায়দ্রাবাদ
৩১. চাল্লা শ্রীনিবাসুলু সেট্টি সম্প্রতি কোন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর নির্বাচিত হয়েছেন ? ➟ State Bank of India
৩৩. ২০২০ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম দ্বারা প্রকাশিত Social Mobility Index -এ ভারতের র্যাঙ্ক কত ? ➟ ৭৬
৩৪. ২০২০ সালের 2020 গ্লোবাল প্রতিভা প্রতিযোগিতা সূচক (Global Talent Competitiveness Index ) – এ ভারতের র্যাঙ্ক কত ? ➟ ৭২
৩৫. ২০২০ সালের জানুয়ারিতে প্রকাশিত গ্রিনপিস ইন্ডিয়া রিপোর্ট অনুসারে, নিচের কোন শহরটি ভারতের সবচেয়ে দূষিত শহর ? ➟ ঝরিয়া
৩৬. ৬২তম বার্ষিক গ্র্যামি পুরষ্কারে কে সবথেকে বেশি সংখ্যক পুরষ্কার জিতেছেন ? ➟ বিলি এলিশ
৩৭. ২০২০ সালের প্রজাতন্ত্র দিবস কুচকাওয়াচে কোন রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলটির ট্যাবলো সেরা হিসাবে বিবেচিত হয়েছে ? ➟ আসাম
৩৮. প্রধান অতিথি হিসাবে ২০২০ সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনে যোগ দিতে ভারতে আগত জাইর মেসিয়াস বলসোনারো কোন দেশের রাষ্ট্রপতি? ➟ ব্রাজিল
৩৯. শেখ খালিদ কোন দেশের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন? ➟ কাতার
৪০. গ্লোবাল ট্র্যাফিক সূচী অনুসারে কোন ভারতীয় শহরে বিশ্বের সবচেয়ে খারাপ ট্র্যাফিক রয়েছে ? ➟ বেঙ্গালুরু
আরো দেখে নাও : সাম্প্রতিকী – জানুয়ারি মাস – ২০২০
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০
৪১. কে সম্প্রতি ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনস -এ পুরুষদের একক শিরোপা জিতেছেন ? ➟ নোভাক জোকোভিচ
৪২. ২০২০ সালের অস্ট্রেলিয়ান ওপেনস -এ মহিলাদের একক শিরোপা জিতেছেন কে ? ➟ সোফিয়া কেনিন
৪৩. কে সম্প্রতি ইরাকের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন ? ➟ মোহাম্মদ আল্লাই
৪৪. সম্প্রতি কোন দেশ কমনওয়েলথে আনুষ্ঠানিকভাবে পুনরায় যোগদান করেছে ? ➟ মালদ্বীপ
৪৫. কে সম্প্রতি কানাডায় ভারতীয় হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন? ➟ অজয় বিসারিয়া
৪৬. ২০২০ সালের জানুয়ারিতে, কে IBM -এর নতুন CEO নিযুক্ত হয়েছেন? ➟ অরবিন্দ কৃষ্ণ
৪৭. ২০২০ সালের জানুয়ারিতে কোন স্টেশন থেকে দেশের প্রথম “ফলের ট্রেন ( fruit train )” তার যাত্রা শুরু করলো ? ➟ তাদিপাত্রী রেলওয়ে স্টেশন
৪৮. কে কেন্দ্রীয় সরকার কর্তৃক সম্প্রতি গঠিত রাম মন্দির ট্রাস্টের নেতৃত্ব দেবেন ? ➟ কে প্রসারণ
৪৯. কুষ্ঠ রোগ প্রতিরোধে তার অবদানের জন্য ২০২০ সালে একক ভাবে কে আন্তর্জাতিক গান্ধী পুরষ্কার জিতেছেন? ➟ ডাঃ এন এস ধর্মশক্তু
৫০. প্রথমবারের জন্য কোন নন-ইংলিশ চলচিত্র ২০২০ সালে “সেরা চলচ্চিত্র (Best Picture )” বিভাগে অস্কার জিতলো ? ➟ Parasite
৫১. ২০২০ সালের অস্কারে কে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন? ➟ জোয়াকিন ফিনিক্স
৫২. IOC এর ‘সম্মানজনক উল্লেখ (honourable mention )’ প্রাপ্ত প্রথম ভারতীয় কে ? ➟ পুল্লেলা গোপীচাঁদ
৫৩. আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের ‘sister cities’ উদ্যোগে শীর্ষ-স্থানে থাকা বারাণসী কোন শহরের সাথে জুটিবদ্ধ হবে? ➟ অমৃতসর
৫৪. কোন রাজ্য ভূগর্ভস্থ জলের স্তর উন্নতির জন্য ভূগর্ভস্থ জল আইন -২০২০ (Ground Water Act-2020 ) অনুমোদন করেছে ? ➟ উত্তরপ্রদেশ
৫৫. কে ২০২০ সালে মিস্টিক কলিঙ্গ সাহিত্য পুরষ্কার (Mystic Kalinga Literary Award ) পেলেন ? ➟ মনোজ দাস
৫৬. প্রবাসী ভারতীয় কেন্দ্রের নামকরণ করা হয়েছে প্রয়াত কোন কেন্দ্রীয় মন্ত্রীর নামানুসারে ? ➟ সুষমা স্বরাজ
৫৭. ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২০ তে কোন চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে? ➟ Gully Boy
৫৮. কে রিজার্ভ ব্যাঙ্ক ইনোভেশন হাবের প্রথম চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন? ➟ ক্রিস গোপালকৃষ্ণন
৫৯. সম্প্রতি ভারতের নতুন অর্থ সচিব (Finance Secretary ) হিসাবে কে নিযুক্ত হলেন ? ➟ দেবাশীষ পান্ডা
৬০. কে ২০২০ সালের ড্যান ডেভিড পুরস্কার জিতেছেন ? ➟ গীতা সেন
৬১. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় দীনদয়াল উপাধ্যায়ের উচ্চতম মূর্তি উন্মোচন করেছেন? ➟ বারাণসী
৬২. কোন ভারতীয় জাভিলিন থ্রোয়ারকে চার বছরের জন্য NADA (National Anti-Doping Agency ) নিষিদ্ধ ঘোষণা করেছে ? ➟ অমিত দহিয়া
৬৩. কোন ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব সম্প্রতি সেরা ক্রীড়া মুহূর্তের বিভাগে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডস ২০২০ জিতেছেন ? ➟ শচীন টেন্ডুলকার
৬৪. কোন দেশ সম্প্রতি Ra’ad-II ক্রুজ মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে ? ➟ পাকিস্তান
৬৫. আশরাফ গনি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হলেন ? ➟ আফগানিস্তান
৬৬. ২০২০ সালের ফেব্রুয়ারিতে কে কেয়ার্ন কাপ দাবা টুর্নামেন্ট জিতেছেন? ➟ কোনেরু হম্পি
৬৭. ২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি কাকে নতুন প্রধান ভিজিল্যান্স কমিশনার (Chief Vigilance Commissioner ) হিসেবে মনোনীত করেছে ? ➟ সঞ্জয় কোঠারি
৬৮. কোনটি আসামের প্রথম ‘বর্জ্য শূন্য শহরে (zero waste town )’ হিসেবে ঘোষিত হয়েছে ? ➟ তিতাবড়
৬৯. ভারতের প্রথম একক-ব্যবহারের প্লাস্টিক-মুক্ত বিমানবন্দরে পরিণত হয়েছে কোনটি ? ➟ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
৭০. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা উপরাষ্ট্রপতি হলেন ➟ কমলা হ্যারিস
৭১. ২০২০ সালের ফেব্রুয়ারিতে, ESPN এর বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদ -এর পুরষ্কার জিতেছেন ➟ পি ভি সিন্ধু
৭২. দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে সম্প্রতি ২০২০ সালের ফেব্রুয়ারিতে, এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন কে ? ➟ দিব্যা কাকরান
৭৩. ২০২০ সালে প্রকাশিত sustainability index -এ ভারতের অবস্থান কত তম ? ➟ ৭৭
৭৪. কে ২৩শে ফেব্রুয়ারী ২০২০ তে ফ্রান্সে ৩৪তম কেনস ওপেন জিতেছেন ? ➟ ডি গুকেশ
৭৫. “Your Best Day Is Today!” বইটি রচনা করেছেন – ➟ অনুপম খের
৭৬. কোন শহরটি ভারতের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শীর্ষ সম্মেলন “RAISE 2020” আয়োজন করছে ? ➟ নতুন দিল্লি
৭৭. কোন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অন্ধ্রপ্রদেশ দুর্নীতিবিরোধী হেল্পলাইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন? ➟ পিভি সিন্ধু
৭৮. কোন দেশের ডাক্তারা মস্তিষ্ক অ্যানিউরিজমের চিকিৎসার জন্য অস্ত্রোপচার করতে প্রথমবারের জন্য একটি রোবট ব্যবহার করে নজির গড়লেন ?➟ কানাডা
৭৯. প্রথম কোন মোবাইল কোম্পানি ISRO -এর ক্ষমতাশালী আধুনিক ন্যাভিগেশন প্রযুক্তি NavIC ব্যবহার করতে চলেছে ? ➟ Realme
৮০. বিশ্বের প্রথম দেশ সমস্ত স্যানিটারি পণ্য নিখরচায় মহিলাদের সরবরাহ করবে ? ➟ স্কটল্যান্ড
আরো দেখে নাও : সাম্প্রতিকী – ২০১৯ ফেব্রুয়ারি মাস
২০২০ সালের গুরুত্বপূর্ণকারেন্ট অ্যাফেয়ার্স
৮১. ২০২০ সালের খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস কোন বিশ্ববিদ্যালয় জিতেছে ? ➟ পাঞ্জাব বিশ্ববিদ্যালয়
৮২. কোন দেশ সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেছে ? ➟ চীন
৮৩. অক্সিজেন ছাড়া বাঁচতে পারে এমন প্রথম আবিষ্কৃত বহুকোষী প্রাণী কোনটি ? ➟ Henneguya salminicola
৮৪. ২০২০ সালের মার্চ মাসে অনুষ্ঠিত কোন দেশের সাধারণ নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহু জয়ী হলেন ? ➟ ইজরায়েল
৮৫. বিশ্বে প্রথম কোন দেশ পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দিলো ? ➟ লাক্সেমবার্গ
৮৬. ভারতের নতুন অর্থসচিব পদে নিযুক্ত হলেন ➟ অজয় ভূষণ পান্ডে
৮৭. উত্তরাখণ্ডের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে কোন স্থানকে মনোনীত করা হয়েছে? ➟ গৈরসৈন
৮৮. কে ভারতের প্রধান তথ্য কমিশনার (Chief Information Commissioner ) হিসাবে নিযুক্ত হয়েছেন? ➟ বিমল জুলকা
৮৯. ২০২০ সালের নাসার মঙ্গল মিশন এর রোভারের নাম কী ? ➟ Perseverance
৯০. পৃথিবীর কোনো দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন সান্না মেরিন,তিনি কোন দেশের প্রধানমন্ত্রী ? ➟ ফিনল্যাণ্ড
৯১. মহারাষ্ট্রের কোন বিমানবন্দরটির নামকরণ করা হয়েছে ‘ছত্রপতি সম্ভাজি মহারাজ বিমানবন্দর’? ➟ ঔরঙ্গাবাদ বিমানবন্দর
৯২. ভারতের কোন ইঞ্জিনিয়ারিং কলেজ সম্প্রতি প্রকাশিত QS ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ? ➟ IIT মুম্বাই
৯৩. ‘How to Be a Writer’ বইটি রচনা করেছেন – ➟ রাস্কিন বন্ড
৯৪. মুহিউদ্দিন ইয়াসিন সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন ? ➟ মালয়েশিয়া
৯৫. সম্প্রতি প্রকাশিত ‘SIPRI Arms Export list’ এ ভারতের অবস্থান কততম ? ➟ ২৩ তম
৯৬. ২০২০ সালের ১০ই মার্চ কোন দেশে দুটি রাষ্ট্রপতি একসাথে শপথ গ্রহণ করেছে? ➟ আফগানিস্তান
৯৭. “The Adventures of the Daredevil Democrat” বইটি প্রকাশ করলেন ➟ নবীন পট্টনায়েক
৯৮. মহিলাদের টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ২০২০ তে জিতলো কোন দল ? ➟ ট্রেইলব্লেজার্স
৯৯. ২০২০ সালের মার্চ মাসে কোন ফুটবল ক্লাব তাদের দ্বিতীয় আই-লিগ শিরোপা জিতেছে? ➟ মোহন বাগান
১০০. ইনক্লুসিভ ইন্টারনেট ইনডেক্স ২০২০ তে ভারতের র্যাঙ্ক কত ? ➟ ৪৬
১০১. কোন দেশের সংসদ সম্প্রতি একটি প্রস্তাব পাস করেছে যার মাধ্যমে সে দেশের রাষ্ট্রপতি ২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে ? ➟ রাশিয়া
১০২. কোন দল এই বছরের রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে? ➟ সৌরাষ্ট্র
১০৩. আম্বেদকর হাউস স্মৃতিসৌধ বন্ধের বিরুদ্ধে ভারত সম্প্রতি আবেদন করেছে । এটি কোন দেশে অবস্থিত ? ➟ জাপান
১০৪. G20 এর প্রথম ভার্চুয়াল সামিটের সভাপতিত্ব করবে কোন দেশ ? ➟ সৌদি আরব
১০৫. রাষ্ট্রপতি বারহাম সালিহ দ্বারা সম্প্রতি কে ইরাকের প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন ? ➟ আদনান জুরফি
১০৬. ২০২০ সালের মার্চ মাসে ইয়েস ব্যাংকের নতুন এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কে নিযুক্ত হয়েছেন? ➟ প্রশান্ত কুমার
১০৭. সম্প্রতি, ইউনেস্কো চলচ্চিত্রের ক্ষেত্রে ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিস নেটওয়ার্ক (UCCN) এর সদস্য হিসাবে কোন শহরকে মনোনীত করেছে ? ➟ মুম্বাই
১০৮. ২০২০ সালের মার্চে প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে ভারতের র্যাঙ্ক কত? ➟ ১৪৪
১০৯. ২০২০ সালের মার্চ মাসে ওয়ালমার্ট ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা কে নিযুক্ত হলেন ? ➟ সমীর আগরওয়াল
১১০. ‘I am no Messiah’ নামক আত্মজীবনীটি কে লিখতে চলেছেন ? ➟ সোনু সুদ
১১১. ‘Days of Glory’ এবং ‘Mourning en masse’ কোন বিখ্যাত ভারতীয় শিল্পীর চিত্রকর্ম, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন ? ➟ সতীশ গুজরাল
১১২. কোনটি ভারতের প্রথম COVID-19 ট্র্যাকিং অ্যাপ্লিকেশন? ➟ Arogya Setu
১১৩. সম্প্রতি নাসা বৃহৎ সৌর কণার ঝড় ( Giant solar particle storms ) অধ্যয়ন করার জন্য কম মিশন শুরু করলো ? ➟ SunRISE
১১৪. ২০২০ সালের এপ্রিলে কে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর পদে পুনর্নিযুক্ত হয়েছেন? ➟ বিপি কানুনগো
১১৫. ভারতীয় সংবিধানের অধীনে শপথ গ্রহণকারী জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রথম বিচারক হলেন ➟ বিচারপতি রজনেশ ওসওয়াল
১১৬. নিউ ইয়র্কের ব্রঙ্ক্স চিড়িয়াখানাতে একটি ৪ বছরের বাঘের দেহে COVID-19 এর সংক্রমণ ধরা পরেছে । এই বাঘটির নাম হলো ➟ নাদিয়া
১১৭. ২০২০ সালের এপ্রিলে পেটা ইন্ডিয়া কর্তৃক পশুদের খাওয়ানোর জন্য তহবিল বরাদ্দের অভিনবত্বের জন্য কাকে সম্মানিত করা হয়েছে ? ➟ নবীন পট্টনায়েক
১১৮. ভারতের প্রথম চন্দন কাঠের মিউজিয়াম ভারতের কোন শহরে স্থাপনা করা হয়েছে ? ➟ মাইসুরু
১১৯. ২০২০-২১ এর জন্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানির (ন্যাসকম ) -এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ➟ ইউবি প্রবীন রাও
১২০. উইজডেন (Wisden ) ক্রিকেটারদের আলমান্যাকের ২০২০ সংস্করণে বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারের হিসেবে কাকে মনোনীত করা হয়েছে ? ➟ বেন স্টোকস
আরো দেখে নাও : সাম্প্রতিকী মার্চ মাস ২০২০
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০
১২১. ‘The Wizenard Series: Season One’ বইটির রচয়িতা হলেন ➟ কোবে ব্রায়ান্ট
১২২. ভারতের প্রথম কোন রেল স্টেশনে প্যাসেঞ্জেরদের জীবাণুমুক্ত করতে ওয়াকথ্রু স্যানিটাইজিং টানেল ( walkthrough sanitising tunnel ) চালু করা হয়েছে ? ➟ আহমেদাবাদ স্টেশন
১২৩. ২০২০ সালের এপ্রিল মাসে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার নির্বাহী পরিচালক (Executive Director ) হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? ➟ বিরুপাক্ষ মিশ্র
১২৪. ভারতের প্রথম কোন রাজ্যের হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের রোবটের সাহায্যে খাবার ও ওষুধ দেওয়া হল ? ➟ ঝাড়খন্ড
১২৫. ভারতের কোন জাতীয় উদ্যানে জীবজন্তুদের জন্য বিচ্ছিন্নতা ওয়ার্ড (isolation wards ) তৈরি করা হয়েছে ? ➟ জিম করবেট জাতীয় উদ্যান
১২৬. WWF (World Wide Fund)-এ ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন ➟ বিশ্বনাথন আনন্দ
১২৭. রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নতুন সেক্রেটারি হিসাবে নিযুক্ত হলেন ➟ কপিল দেব ত্রিপাঠি
১২৮. বিখ্যাত ম্যাটারহর্ন পর্বতে ভারতের তিরঙা পতাকার ছবি প্রজেক্ট করে কোন দেশ করোনভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সাথে সংহতি প্রকাশ করেছে? ➟ সুইজারল্যান্ড
১২৯. ২৭শে এপ্রিল ২০২০ জাস্টিস ধর্মাধিকারী অবসর নেবার পরে কে বোম্বাই হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি পদে নিযুক্ত হতে চলেছেন ? ➟ বিচারপতি দীপঙ্কর দত্ত
১৩০. BWF এর “I am Badminton” প্রচারের অ্যাম্বাসেডর হিসাবে কোন ভারতীয় শাটলারের নাম ঘোষণা করা হয়েছে? ➟ পিভি সিন্ধু
১৩১. জাতীয় শিপিং বোর্ডের নতুন প্রধান পদে কে নিযুক্ত হলেন ? ➟ মালিনী শঙ্কর
১৩২. চীনের প্রথম মঙ্গল অভিযানটির নাম ➟ তিয়ানওয়েন (Tianwen )
১৩৩. কোন দেশ ২০২০ সালের ব্রিকস বিদেশমন্ত্রীদের ভিডিও কনফারেন্সের সভাপতিত্ব করেছে ? ➟ রাশিয়া
১৩৪. কে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছেন? ➟ টি. এস. তিরুমূর্তি
১৩৫. কোন ভারতীয় ব্যক্তিত্ব ২০২০ সালের এপ্রিলে USA ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন? ➟ জে অরুণ কুমার
১৩৬. ২০২০ সালের এপ্রিলে কে ক্রীড়া সচিব (Sports Secretary ) পদে নিযুক্ত হলেন ? ➟ রবি মিত্তল
১৩৭. ২০২০ সালে নিউজিল্যান্ড ক্রিকেট পুরষ্কার ঘোষণার সময় স্যার রিচার্ড হ্যাডলি পদকটি কাকে দেওয়া হয়েছে ? ➟ রস টেইলর
১৩৮. গুগল পে-এর পরামর্শদাতা হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন? ➟ শিখা শর্মা
১৩৯. ন্যানোপ্রযুক্তি ভিত্তিক জল পরিশোধন কাজের জন্য ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিভাগে ২০২০ সালের নিকেকেই এশিয়া পুরষ্কার এর জন্য কে নির্বাচিত হয়েছেন? ➟ টি. প্রদীপ
১৪০. চক-হাও নামক এক ধরণের সুগন্ধযুক্ত আঠালো কালো ধান সম্প্রতি GI রেজিস্ট্রেশন পেয়েছে। কয়েক শতাব্দী ধরে নিম্নলিখিত কোন রাজ্যে এটির চাষ হয়? ➟ মণিপুর
১৪১. মহাত্মা গান্ধী জাতীয় পল্লী কর্মসংস্থান গ্যারান্টি স্কিমের (MGNREGS) আওতায় ১৮ লক্ষাধিক নাগরিককে কর্মসংস্থান দিয়ে কোন রাজ্য শীর্ষে রয়েছে? ➟ ছত্তিশগড়
১৪২. নাসার প্রথম মঙ্গল হেলিকপ্টারটির নাম কী যেটির নামকরণ করেছে ১৭ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত মেয়ে ভনিজা রুপানী ? ➟ Ingenuity
১৪৩. কোভিলপট্টি কদলই মিটটাই নামক কোন রাজ্যের চিনাবাদাম ক্যান্ডি সম্প্রতি GI তকমা পেলো ? ➟তামিলনাড়ু
১৪৪. কে ২০২০ সালের মে মাসে আমেরিকান একাডেমি অফ আর্টস অ্যান্ড সায়েন্সেসের আন্তর্জাতিক সাম্মানিক সদস্য নির্বাচিত হয়েছেন? ➟ শোভনা নরসিংহান
১৪৫. ২০২০ সালের মে মাসে সরকার কর্তৃক RBI এর কেন্দ্রীয় বোর্ডে পরিচালক পদে কে নিযুক্ত হন? ➟ তরুন বাজাজ
১৪৬. সম্প্রতি জম্মু ও কাশ্মীর পাবলিক সার্ভিস কমিশনের (JKPSC ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন – ➟ বি আর শর্মা
১৪৭. ২০২০ সালের মে মাসে, বিদেশ থেকে ভারতীয় নাগরিকদের প্রত্যাবাসনের জাতীয় প্রচেষ্টার অংশ হিসাবে ভারতীয় নৌবাহিনী নিচের কোন অপারেশনটি চালু করেছে? ➟ অপারেশন সমুদ্র সেতু
১৪৮. ইরানের নতুন মুদ্রার নাম কী? ➟ তোমান
১৪৯. ২০২০ সালে ন্যানো বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে কে “Young Career” পুরস্কার পেয়েছেন? ➟ সৌরভ লোধা
১৫০. “Vijyant at Kargil: The Life of a Kargil Hero” – বইটি লিখেছেন ➟ ভি এন থাপার
১৫১. কে ২০২০ সালের মে মাসে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতির পদে পুনর্নিযুক্ত হয়েছেন? ➟ অধীর রঞ্জন চৌধুরী
১৫২. সংখ্যালঘু সম্প্রদায়ের প্রথম ব্যক্তি হিসেবে কে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদান করেছেন? ➟ রাহুল দেব
১৫৩. CBSE বোর্ডের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন ➟ মনোজ আহুজা
১৫৪. গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইনডেক্স (Global Energy Transition ইনডেক্স ) ২০২০ তে ভারত কোন অবস্থানে রয়েছে ? ➟ ৭৪
১৫৫. ২০২০ সালের মে মাসে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পরা সাইক্লোনটির নাম হলো – ➟ আমফান
১৫৬. সম্প্রতি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিব কে হলেন? ➟ নারায়ন স্বরুপ নিগম
১৫৭. দেবেশ রায় ২০২০ সালের মে মাসে প্রয়াত হয়েছেন। কোন উপন্যাসের জন্য তাঁকে সাহিত্য আকাদেমি পুরষ্কার দেওয়া হয়েছিল? ➟ তিস্তা পারের বৃত্তান্ত
১৫৮. বেনি গ্যান্টজ কোন দেশের বিকল্প প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন ? ➟ ইজরায়েল
১৫৯. অয়েল ইন্ডিয়া লিমিটেড কোন জাতীয় উদ্যানের নীচে তার অনুসন্ধান প্রকল্পের জন্য পরিবেশগত ছাড়পত্র পেয়েছে? ➟ ডিব্রু-শইখোয়া জাতীয় উদ্যান
১৬০. আন্দামানের বিরল খেজুর ‘পিনঙ্গা আন্দামেনেসিস’ এর বিলুপ্তি রোধে কোন রাজ্যে এই গাছগুলিকে পুনঃস্থাপন করা হয়েছে? ➟ কেরালা
আরো দেখে নাও : সাম্প্রতিকী – এপ্রিল মাস – ২০২০
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০
১৬১. আত্মনির্ভর ভারতের চেতনা উদ্বুদ্ধ করতে “জয়তু ভারতম” গানটি লিখেছেন ➟ প্রসূন জোশী
১৬২. ২০২০ সালের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন – ➟ হর্ষ বর্ধন
১৬৩. প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে প্রথম কোন দেশ প্রস্থান করলো ? ➟ যুক্তরাষ্ট্র
১৬৪. খেলাধুলাকে শিল্পের মর্যাদা (industrial status ) দিলো প্রথম কোন ভারতীয় রাজ্য ? ➟ মিজোরাম
১৬৫. সম্প্রতি প্রকাশিত “The Ickabog” বইটি লিখেছেন ➟ জে কে রাউলিং
১৬৬. ২০২০ সালের মে মাসে সম্মানজনক বর্ষসেরা উদ্ভাবক ( Inventor of the Year ) পুরস্কার কে পেলেন ? ➟ রাজীব জোশী
১৬৭. সম্প্রতি কোন ব্যক্তি ২০২০ সালের Freedom of Speech সম্মান পেলেন? ➟ সিদ্ধার্থ ভরদরাজন
১৬৮. সম্প্রতি কোন দেশ তাদের একটি রাস্তার নাম বদলে ‘Tagore Street’ রেখেছে? ➟ ইজরায়েল
১৬৯. ‘স্নেহের পরশ’ প্রকল্প চালু করেছে কোন রাজ্য? ➟ পশ্চিমবঙ্গ
১৭০. “Wuhan Diary: Dispatches from a Quarantined City” বইটি কার লেখা? ➟ ফাং-ফাং
১৭১. ‘Hop On : My Adventures on Boats Trains and Planes’ বইটি সম্প্রতি প্রকাশ পেয়েছে ।বইটির লেখক কে? ➟ রাসকিন বন্ড
১৭২. সম্প্রতি বিশ্ব-ব্যাঙ্ক এর মুখ্য অর্থনীতিবিদ কে হলেন? ➟ কামমেন রেনহার্ট
১৭৩. হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে নির্বাচিত হলেন ? ➟ জ্ঞানেন্দ্রো নিংম্বম
১৭৪. সম্প্রতি কোন ভারতীয় অর্থনীতিবিদ বিশ্ব ব্যাংক এর দক্ষিন এশিয়ার জলবায়ু পরিবর্তন বিষয়ক প্র্যাকটিস ম্যানেজার হিসাবে দায়িত্ব নিলেন? ➟ আভাস ঝা
১৭৫. পুলিৎজার বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক সিদ্ধার্থ মুখোপাধ্যায় অর্থনৈতিক পুনরুদ্ধারের বিষয়ে কোন মার্কিন রাজ্যের কমিশনে নিযুক্ত হয়েছেন? ➟ নিউ ইয়র্ক
১৭৬. বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে কোন দেশ সম্প্রতি তার সম্পর্ক শেষ করেছে? ➟ মার্কিন যুক্তরাষ্ট্র
১৭৭. ২০২০ সালের জুন মাসে মহারাষ্ট্র ও গুজরাতের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টির নাম কি ? ➟ নিসর্গ
১৭৮. সম্প্রতি আমেরিকার নতুন রাষ্ট্রপতি হিসেবে কে নির্বাচিত হয়েছেন ? ➟ জো বাইডেন
১৭৯. প্রাক্তন বিদেশমন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন? ➟ ফিন্ল্যাণ্ড
১৮০. এশিয়া প্যাসিফিক বিভাগ থেকে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের (UNSC ) এর অস্থায়ী সদস্যপদের প্রার্থী হিসেবে কোন দেশ সম্প্রতি সর্বসম্মতভাবে অনুমোদিত হয়েছে ? ➟ ভারত
১৮১. কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা বাসু চ্যাটার্জি ২০২০ সালের ৪ই জুন প্রয়াত হয়েছেন। কোন চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন? ➟ দূর্গা
১৮২. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ৫১তম বার্ষিক শীর্ষ সম্মেলনটি কোন শহর আয়োজন করতে চলেছে ? ➟ দাভোস
১৮৩. রাজ্য পুলিশের আত্মহত্যার হার কমাতে কোন রাজ্য সরকার স্পন্দন নামক একটি ক্যাম্পেইন শুরু করেছে ? ➟ ছত্তিশগড়
১৮৪. “বন্দে উৎকল জননী” গানটি কোন রাজ্যের রাজ্যগান ? ➟ ওড়িশা
১৮৫. ২০২০ সালের জুনে জাতীয় ব্যাঘ্র সংরক্ষণ কর্তৃপক্ষ (National Tiger Conservation Authority ) এর তথ্য অনুসারে কোন রাজ্যে বাঘের সর্বাধিক মৃত্যু হয়েছে? ➟ মধ্য প্রদেশ
১৮৬. ভারতের প্রথম কোন মহিলা উদ্যোক্তা ২০২০ সালের “EY World Entrepreneur of the Year ” -এর জন্য মনোনীত হয়েছেন ? ➟ কিরণ মজুমদার শাহ
১৮৭. মার্সার (Mercer’s ) প্রকাশিত ব্যয়বহুল শহরের সূচক (২০২০) অনুসারে বসবাসের জন্য সবথেকে ব্যয়বহুল শহর কোনটি? ➟ হংকং
১৮৮. কে ২০২০ সালের জুন মাসে নাসা বিশিষ্ট পরিষেবা পদক (NASA Distinguished Service Medal ) পেয়েছেন ? ➟ রেনজিথ কুমার
১৮৯. ২০২০ সালের অর্ডার অফ অস্ট্রেলিয়া পদক পেতে চলেছেন ➟ শোভা শেখর
১৯০. NIFR ইন্ডিয়া র্যাঙ্কিং ২০২০-তে শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক তালিকায় শীর্ষস্থান পেল কোন কলেজ? ➟ Miranda House, Delhi
১৯১. করোনা যোদ্ধাদের সম্মান জানাতে ইন্দো তিবেতিয়ান বর্ডার পুলিশ কর্তৃক উৎসর্গীকৃত “রাখ হাউসলা হিম্মত না হার” গানটি কে লিখেছেন ? ➟ বরুণ কুমার
১৯২. সম্প্রতি প্রকাশিত বই “A Promised Land” এর লেখক/লেখিকা কে? ➟ বারাক ওবামা
১৯৩. কে ২০২০ সালের জুনে HDFC ব্যাংকের এক্সকিউটিভ ডিরেক্টর পদে পুনরায় নিয়োগ পেয়েছেন? ➟ কাইজাদ ভুরুচা
১৯৪. ভারত সম্প্রতি আবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে। এই নিয়ে ভারত মোট কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে ? ➟ ৮
১৯৫. ২০২০ সালের IMD দ্বারা প্রকাশিত World Competitiveness Index -এ ভারতের স্থান কততম ? ➟ ৪৩
১৯৬. ২০২০ সালের জুনে, কে/কারা JSW সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন? ➟ সৌরভ গাঙ্গুলি ও সুনীল ছেত্রি
১৯৭. ২০২০ সালের জুনে, কোন অর্থনীতিবিদ জার্মান বুক ট্রেডের সম্মানজনক শান্তি পুরষ্কার পেয়েছেন? ➟ অমর্ত্য সেন
১৯৮. NIPFP (National Institute of Public Finance and Policy ) -এর চেয়ারম্যান পদে দায়িত্ব নিতে চলেছেন ➟ উর্জিত প্যাটেল
১৯৯. “A Burning” উপন্যাসটির রচয়িতা হলেন ➟ মেঘা মজুমদার
২০০. ভারতের বাইরে বিশ্বের প্রথম যোগ বিশ্ববিদ্যালয় কোন দেশে চালু করা হয়েছে? ➟ মার্কিন যুক্তরাষ্ট্র
আরো দেখে নাও : Monthly Current Affairs । May 2020 | সাম্প্রতিকী – মে মাস – ২০২০
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০
২০১. সম্প্রতি কুশিনগর বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষিত হয়েছে। বিমানবন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ➟ উত্তর প্রদেশ
২০২. Sports Authority of India (SAI) এর Director General পদে কাকে পুনরায় দুই বছরের জন্য নিযুক্ত করা হল? ➟ সন্দীপ প্রধান
২০৩. World’s Best Startup Ecosystems এ ভারতের রাঙ্ক কত? ➟ ২৩
২০৪. সম্প্রতি কলকাতা পোর্ট ট্রাস্ট এর নাম বদলে কার নামে রাখা হয়েছে? ➟ শ্যামাপ্রসাদ মুখার্জি
২০৫. এবছর বিশ্ব পরিবেশ দিবস এর আয়োজক দেশের নাম কি? ➟ কলম্বিয়া ও জার্মানি
২০৬. “Future of Higher Education – Nine Mega Trends” বইটি কে লিখেছেন ? ➟ ভি পট্টবি রাম
২০৭. গ্লোবাল ভ্যাকসিন সামিট ২০২০ আয়োজক দেশের নাম কি? ➟ UK
২০৮. ADIDAS এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর নিযুক্ত হলেন কে? ➟ মানুষী চিল্লার
২০৯. সম্প্রতি কে UNADAP এর Goodwill Ambassador to the Poor হিসাবে নিযুক্ত হয়েছেন? ➟ এম নেত্রা
২১০. প্রথম ভারতীয় হিসাবে কে ‘রিচার্ড ডকিন্স পুরষ্কার’ পেয়েছেন? ➟ জাভেদ আখতার
২১১. ‘কোয়েম্বাটোর’ এর নাম বদলে কি রাখা হল? ➟ কোয়ামপুত্থুর
২১২. সম্প্রতি প্রকাশিত ‘Lockdown Liaisons: Leaving and Other Stories’ বইটির লেখক কে? ➟ শোভা দে
২১৩. ২০২০ সালের বিশ্ব খাদ্য পুরষ্কার কে পেয়েছেন? ➟ রতন লাল
২১৪. কোন রাজ্য ১৮ জুন মাস্ক দিবস হিসাবে পালন করেছে? ➟ কর্ণাটক
২১৫. কে র্গাগো ইন্টারন্যাশনাল এর ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হয়েছেন? ➟ সনু সুদ
২১৬. ‘Schizothorax Sikusirumensis’ নামক নতুন প্রজাতির মাছ পাওয়া গেল কোন রাজ্যে? ➟ অরুণাচলপ্রদেশ
২১৭. প্রথম মহিলা হিসাবে কে সমুদ্রের গভীরতম স্থান মারিয়ানা খাত এ পৌঁছলেন? ➟ ক্যাটরিন ডি সুল্লিভান
২১৮. Nature Index 2020 অনুসারে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে? ➟ আমেরিকা
২১৯. ভারতের অ্যাটর্নি জেনারেল পদে পুনরায় নিযুক্ত হতে চলেছেন কে? ➟ কে কে বেনুগোপাল
২২০. ‘Legend of Suheldev: The King Who Saved India’ বইটি কে লিখেছেন? ➟ অমিশ ত্রিপাঠি
২২১. ‘Inclusion and Education: All Means All’ শীর্ষক রিপোর্ট টি কোন সংস্থা প্রকাশ করেছে? ➟ UNESCO
২২২. সম্প্রতি ইন্দোনেশিয়ার যে আগ্নেয়গিরি তে বিস্ফোরণ ঘটে, তার নাম কি? ➟ মেরাপি
২২৩. Wisden India র প্রকাশিত গত ৫০ বছরের সেরা ভারতীয় টেস্ট ব্যাটসম্যান এর তালিকায় শীর্ষ স্থানে কে রয়েছেন? ➟ রাহুল দ্রাবিড়
২২৪. উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলকে ২০২০ সালের জুনে কোন রাজ্যের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে ? ➟ মধ্য প্রদেশ
২২৫. সম্প্রতি বিশাখাপত্তনমে এলজি পলিমার ফ্যাক্টরি থেকে গ্যাস ফাঁস হয়ে পার্শ্ববর্তী অঞ্চল ও গ্রামগুলিকে প্রভাবিত করে, কোন গ্যাস লিক হয়েছিল? ➟ স্টাইরিন
২২৬. গৌনি থরল্যাকিয়াস জাহানসেসন (Gudni Th. Jóhannesson) সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হলেন ? ➟ আইসল্যান্ড
২২৮. ২০২০ সালের জুলাইয়ে, জেনেভাতে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলিতে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসাবে কে নিযুক্ত হন?➟ ইন্দ্র মণি পান্ডে
২২৯. ভারতের প্রথম লাইকেন পার্ক গড়ে উঠেছে কোন রাজ্যে? ➟ উত্তরাখণ্ড
২৩০. সম্প্রতি প্রকাশিত হল Civil Registration System, 2018 এর রিপোর্ট।এই রিপোর্ট অনুসারে ভারতের কোন রাজ্যে শিশু কন্যা জন্মের হার (sex ratio) সর্বাধিক? ➟ অরুণাচল প্রদেশ
২৩১. মৎস্য ক্ষেত্রে শ্রেষ্ঠ রাজ্যের পুরস্কার পেল কোন রাজ্য? ➟ আসাম
২৩২. কোন সংস্থা ২০২০ সালের United Nations Population Award জিতে নিল? ➟ HelpAge India
২৩৩. “Insomnia : Army Stories” বইটি কার লেখা? ➟ রচনা বিস্ত রাওয়াত
২৩৪. বিহারের প্রথম মহিলা উপ-মুখ্যমন্ত্রী হলেন কে? ➟ রেণু দেবী
২৩৫. প্রিমিয়ার লিগের প্রথম কোন ক্লাব United Nations Sports for Climate Action Framework এর অন্তর্ভুক্ত হল? ➟ আর্সেনাল
২৩৬. ২০২০ সালের UK বুকার প্রাইজ কে পেলেন? ➟ ডগলাস স্টুয়ার্ট
২৩৭. এশিয়ার প্রথম সৌরশক্তি চালিত কাপড়ের কল ভারতের কোন রাজ্যে গড়ে উঠতে চলেছে? ➟ মহারাষ্ট্র
২৩৮. “Balochistan: Bruised, Battered and Bloodied” বইটির লেখক কে? ➟ ফ্রান্সেসকা মারিনো
২৩৯. ভারতের প্রথম “Moss Garden” কোথায় গড়ে উঠেছে? ➟ উত্তরাখণ্ড
২৪০. ভারতীয় সাহিত্যে অবদানের জন্য কাকে ২০২০ সালের “Vatayan Lifetime Achievement Award” প্রদান করা হল? ➟ রমেশ পোখরিয়াল নিশাঙ্ক
আরো দেখে নাও : সাম্প্রতিকী – জুন মাস – ২০২০ । Monthly Current Affairs | June 2020
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০
২৪১. আই. সি. সি এর চেয়ারম্যান নিযুক্ত হলেন কে? ➟ গ্রেগ বার্কলে
২৪২. “Simply Fly: A Deccan Odyssey” বইটি কার লেখা? ➟ জি আর গোপীনাথ
২৪৩. ৪৮তম আন্তর্জাতিক এমি পুরষ্কার ( International Emmy Awards )-এ কোন চলচ্চিত্রটি সেরা ড্রামা সিরিজের সম্মান অর্জন করেছে? ➟ Delhi Crime
২৪৪. সম্প্রতি মিচেল মার্টিন কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? ➟ আয়ারল্যান্ড
২৪৫. কেমব্রিজ ডিকশনারি কোন শব্দটিকে ২০২০ সালের Word of the Year হিসেবে ঘোষণা করেছে ? ➟ Quarantine
২৪৬. Central Board of Film Certification (CBFC) এর সি. ই. ও পদে কে নিযুক্ত হলেন? ➟ রাবিন্দার ভকর
২৪৭. ভারতের দক্ষিণ ভাগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ‘নিভার’। এই নামকরণ টি কোন দেশ করেছে? ➟ ইরান
২৪৮. United States Air Quality Index প্রকাশিত Air Pollution Data অনুযায়ী বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত শহর কোনটি? ➟ লাহোর
২৪৯. কোন রাজ্য সরকার দশম জাতীয় বিজ্ঞান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০ আয়োজন করেছে? ➟ ত্রিপুরা
২৫০. “Global Terrorism Index(GTI) 2020: Measuring the Impact of Terrorism” অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? ➟ অষ্টম
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০
২৫১. ২০২০ সালের জুলাইয়ে ফরাসী প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ পদত্যাগ করেছেন। কে তাঁর জায়গায় নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন? ➟ জিন ক্যাসটেক্স
২৫২. ষষ্ঠ ফিনান্সিয়াল সিক্রেসি ইনডেক্স এ ভারতের র্যাঙ্ক কত? ➟ ৪৭ তম
২৫৩. টাইম ম্যাগাজিন প্রথমবারের জন্য কাকে ‘Kid of the Year’ হিসাবে মনোনীত করেছে? ➟ গীতাঞ্জলী রাও
২৫৪. “40 Years with Abdul Kalam – Untold Stories” বইটি কার লেখা? ➟ ডঃ এ শিবাথানু পিল্লাই
২৫৫. Organization of Islamic Cooperation-এর সেক্রেটারী জেনারেল হিসাবে নির্বাচিত হলেন কে? ➟ হিসেইন ব্রাহিম তাহা
২৫৬. Bata কোম্পানির নতুন গ্লোবাল CEO হিসাবে কে নিযুক্ত হলেন ? ➟ সন্দীপ কাটারিয়া
২৫৭. কলকাতার মাজেরহাট ব্রিজের নতুন কী নাম রাখা হয়েছে ? ➟ জয় হিন্দ ব্রিজ
২৫৮. ফেসবুক সম্প্রতি তার ডিজিটাল মুদ্রা ‘Libra’-র নাম পরিবর্তন করে নতুন নাম কি রেখেছে ? ➟ Diem
২৫৯. Fortune 500 Indian Companies তালিকায় প্রথমস্থানে আছে কোন ভারতীয় কোম্পানী? ➟ Reliance Industries
২৬০. ২০২০ সালের গ্লোবাল টিচার প্রাইজ ( Global Teacher Prize ) জিতে নিলো ভারতের কোন প্রাইমারি শিক্ষক ? ➟ রঞ্জিত সিংহ দিসালে
২৬১. Fortune’s বিজনেস পার্সন অফ দ্য ইয়ার ২০২০ কে হলেন? ➟ ইলন মাস্ক
২৬২. ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর নবনিযুক্ত সভাপতির নাম কি? ➟ উদয় শঙ্কর
২৬৩. কোভিড-19 মহামারীর সময়কালে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ কাকে ২০২০ সালের “এশিয়ান অফ দ্য ইয়ার” সম্মান দেওয়া হল? ➟ Adar Poonawalla
২৬৪. সর্বকনিষ্ঠ অ্যাথলিট হিসাবে ২০২০ সালের “ওয়ার্ল্ড অ্যাথলিট অফ দ্য ইয়ার” হয়েছেন কে? ➟ মন্ডো ডুপ্লান্টিস
২৬৫. ষোড়শ Climate Change Performance Index 2021 অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত? ➟ দশম
২৬৬. সম্প্রতি চিন এবং নেপাল যৌথভাবে মাউন্ট এভারেস্ট এর যে উচ্চতা ঘোষণা করেছে, সেটি কত? ➟ ৮৮৪৮. ৮৬ মিটার
২৬৭. সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ এর সাধারণ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে? ➟ রাজেশ বিন্দল
২৬৮. Forbes 100 Influential Women 2020 অনুযায়ী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মহিলা কে? ➟ অ্যাঞ্জেলা মার্কেল
২৬৯. কোন বাংলা চলচিত্র সম্প্রতি মাদ্রিদ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০ তে দুটি পুরষ্কার জিতে নিয়েছে? ➟ রবিবার
২৭০. ২০২৪ সালের প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথমবারের জন্য অলিম্পিকের আসরে আসতে চলেছে কোন ইভেন্টটি? ➟ Breakdancing
২৭১. কেন্দ্রের পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা এর মাধ্যমে ভারতের প্রথম ১০০ শতাংশ জৈব কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ➟ লাক্ষাদ্বীপ
২৭২. সম্প্রতি কাদের Time’s Person of the Year 2020 ঘোষণা করা হয়েছে? ➟ জো বাইডেন এবং কমলা হ্যারিস
২৭৩. QS World University Rankings 2021 -এ শীর্ষে রয়েছে কোন বিশবিদ্যালয় ? ➟ Massachusetts Institute of Technology (MIT)
২৭৪. পশ্চিমবঙ্গের কোথায় প্রথম গভীর সমুদ্র বন্দর তৈরী হতে চলেছে ? ➟ তাজপুর
২৭৫. Eastern Eye newspaper দ্বারা প্রকাশিত ’50 Asian Celebrities in The World 2020′ তালিকায় প্রথমস্থানে আছেন কোন বলিউড অভিনেতা? ➟ সোনু সুদ
২৭৬. গুগল ট্রেন্ডস ২০২০ অনুসারে ভারতে সর্বাধিক সার্চ করা হয়েছে কোন শব্দটি? ➟ IPL
২৭৭. প্রথম অ-ভারতীয় হিসাবে কে যুব গণিতজ্ঞ হিসাবে রামানুজন পুরষ্কার পেলেন? ➟ ক্যারোলিনা আরাউজো
২৭৮. ফর্মুলা ওয়ান আবু ধাবি গ্রাঁপি কে জিতলেন? ➟ ম্যাক্স ভার্সতাপেন
২৭৯. ২০২০ সালে বিশ্বে কোন চিলচিত্রটিকে গুগলে সবচেয়ে বেশিবার সার্চ করা হয়েছে ? ➟ Parasite
২৮০. সম্প্রতি ভারতের Billiards and Snooker Federation এর প্রেসিডেন্ট হিসাবে কে নিযুক্ত হয়েছেন ? ➟ রাজন খিনভাসারা
আরো দেখে নাও : সাম্প্রতিকী – জুলাই মাস – ২০২০ । Monthly Current Affairs | June 2020
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০
২৮১. পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন? ➟ শুভংকর সরকার
২৮২. ভারতের কোন রাজ্যে বিশ্বের বৃহত্তম স্কুটার ফ্যাক্টরী তৈরী করতে চলেছে Ola কোম্পানী? ➟ তামিলনাড়ু
২৮৩. টাইমস ২০২০ অ্যাথলিট অফ দ্য ইয়ার হিসাবে কার নাম মনোনীত হয়েছে? ➟ লেব্রন জেমস
২৮৪. কে কমনয়েলথ ছোটো গল্প পুরস্কার ২০২০ এর সামগ্রিক বিজেতা হলেন? ➟ কৃতিকা পাণ্ডে
২৮৫. 6th International Online Shooting Championship (IOSC)-এ ১০মিটার এয়ার রাইফেল বিভাগে সোনা জিতলো কোন ভারতীয় শ্যুটার? ➟ যশ বর্ধন
২৮৬. দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের প্রথম কোন দুটি দেশ সম্প্রতি হাম ও রুবেল মুক্ত ঘোষিত হলো ? ➟ মালদ্বীপ এবং শ্রীলঙ্কা
২৮৭. সম্প্রতি কলকাতার গার্ডেনরিচ থেকে নৌবাহিনীর কোন যুদ্ধ জাহাজটি লঞ্চ হলো ? ➟ হিমগিরি
২৮৮. সম্প্রতি ভারতীয় ডাক বিভাগ এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক(IPPB) যৌথ ভাবে যে ডিজিটাল পেমেন্টস অ্যাপ লঞ্চ করেছে, তার নাম কি? ➟ DakPay
২৮৯. ওড়িশা হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসাবে নিযুক্ত হচ্ছেন কে? ➟ এস. মুরলীধর
২৯০. প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসাবে ইউরোপিয়ান ফুটবল লিগে গোল করার কৃতিত্ব অর্জন করলেন কে? ➟ বালা দেবী
২৯১. কোন ভারতীয় কোম্পানী Golden Peacock Environment Management Award 2020 জিতলো ? ➟ SAIL
২৯২. ২০২০ সালের ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলার হলেন কে? ➟ রবার্ট লেওয়ানডস্কি
২৯৩. ২০২০ সালের Human Freedom Index -এ ভারতের স্থান কততম ? ➟ ১১১
২৯৪. UNEP-এর ‘Young Champions of the Earth’ পুরস্কার জিতলেন কোন ভারতীয়? ➟ বিদ্যুৎ মোহন
২৯৫. সম্প্রতি কোন ভারতীয় সংগীতশিল্পী ‘UK’s Icon Award’ সম্মানে সম্মানিত হলেন ? ➟ শঙ্কর মহাদেবন
২৯৬. সম্প্রতি সূর্য ভূষণ আন্তর্জাতিক পুরস্কার (Surya Bhushan International Award ) জিতে নিলেন – ➟ ড. কে. সিভান
২৯৭. ২০০ ফুট উঁচু কাঁচের ব্রিজ তৈরী হতে চলেছে বিহারের কোন জেলায়? ➟ রাজগির
২৯৮. ‘Reporting India: My Seventy-Year Journey as a Journalist ‘- বইটি লিখেছেন ➟ প্রেম প্রকাশ
২৯৯. ইংরেজি কবিতার গ্রন্থ ‘Oh Mizoram’ এর রচয়িতা কে? ➟ পি এস শ্রীধরন পিল্লাই
৩০০. ২০২০ সালের ‘BBC Sports Personality of the Year’ পুরস্কার কে জিতলেন ? ➟ লুইস হ্যামিল্টন
আরো দেখে নাও : কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী
৩০১. সম্প্রতি কোন ভারতীয় ‘লিজিয়ন অফ মেরিট’ সম্মান পেলেন? ➟ নরেন্দ্র মোদী
৩০২. “The Light of Asia: The Poem that Defined the Buddha” বইটির লেখক কে? ➟ জয়রাম রমেশ
৩০৩. সম্প্রতি Stefan Edberg Sportsmanship পুরস্কার পেলেন কে ? ➟ রাফায়েল নাদাল
৩০৪. সম্প্রতি দক্ষিণ ভারতে আছড়ে পড়ে সাইক্লোন ‘বুরেভি’। এই নামটি দিয়েছে কোন দেশ? ➟ মালদ্বীপ
৩০৫. “Covid -19: Sabhyata ka Sankat aur Samadhan” বইটি কার লেখা? ➟ কৈলাশ সত্যার্থি
৩০৬. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডকুমেন্ট স্ক্যান করার জন্য কোন মোবাইল অ্যাপ্লিকেশন চালু করলেন ? ➟ Self Scan
৩০৭. কোন রেলওয়ে স্টেশনটি সম্প্রতি ‘Best Clean Station’ পুরস্কার পেলো ? ➟ বিশাখাপত্তনম
৩০৮. ‘In Pursuit Of Justice: An Autobiography’-কার আত্মজীবনী ? ➟ রাজিন্দার সাচার
৩০৯. সম্প্রতি ‘DRDO Scientist of the Year Award’ জিতলেন কোন বৈজ্ঞানিক? ➟ হেমন্ত কুমার পান্ডে
৩১০. আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে কে নিযুক্ত হলেন ? ➟ মহেন্দ্রনাথ রায়
৩১১. ২০২০ সালের “ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড’ জিতলো কোন রাজ্য? ➟ বিহার
৩১২. সম্প্রতি প্রকাশিত “অযোধ্যা” বইটির লেখক কে? ➟ মাধব ভাণ্ডারী
৩১৩. দ্বাদশ ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল ২০২১ (WELT) এ ভারতের র্যাঙ্ক কত? ➟ ষষ্ঠ
৩১৪. চতুর্থ বিশ্ব লোককথা উৎসব কোথায় অনুষ্ঠিত হল? ➟ চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়
৩১৫. ২০২০ সালের ‘তানসেন সম্মান’ পেলেন কে? ➟ পণ্ডিত সতীশ ব্যাস
৩১৬. আগামী একবছরের জন্য পুনরায় ভারতের স্পেস সেক্রেটারি এবং স্পেস কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? ➟ কে শিবন
৩১৭. গুগল সম্প্রতি তার সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম Google+ কে কোন নতুন নামে আবার শুরু করলো ? ➟ Currents
৩১৮. ২০২০ সালের জুলাইয়ে, নাদাউন থানা দেশের অন্যতম সেরা পুলিশ স্টেশন হিসাবে স্বীকৃতি পেয়েছে। এই থানাটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ? ➟ হিমাচল প্রদেশ
৩১৯. “Overdraft: Saving the Indian Saver” বইটির লেখক কে? ➟ উর্জিত প্যাটেল
৩২০. সম্প্রতি কোন ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘Mobile Masterjee” নামক ভার্চুয়াল ক্লাসরুম চালু করল? ➟ আইআইটি কানপুর
আরো দেখে নাও : সাম্প্রতিকী আগস্ট মাস ২০২০ । Monthly Current Affairs | August 2020
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০
৩২১. ডকুমেন্টারী বিভাগে কে ২০২০ সালের দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছেন ? ➟ কেজাং ডি থংডোক
৩২২. প্রথম কোন কৃষ্ণাঙ্গ মহিলা মার্কিন নৌবাহিনীর ট্যাকটিক্যাল এয়ারক্রাফট -এর পাইলট হিসেবে নিযুক্ত হলেন ? ➟ মাদলিন সুইগেল
৩২৩. ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের “Cancer preparedness in Asia-Pacific: Progress towards universal cancer control” প্রতিবেদনে ভারতের র্যাঙ্ক কত? ➟ ৮
৩২৪. “His Holiness the Fourteenth Dalai Lama: An Illustrated Biography” বইটি কে লিখেছেন ? ➟ তেনজিন গিচে তেথং
৩২৫. সম্প্রতি লি সিয়েন লং (Lee Hsien Loong) তৃতীয় বারের জন্য কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলেন? ➟ সিঙ্গাপুর
৩২৬. ইন্টারন্যাশনাল একাডেমি অব অ্যাস্ট্রোনটিক্সের ২০২০ সালের ভন কার্মান পুরস্কারে জন্য কাকে মনোনীত করা হয়েছে ? ➟ ডঃ কৈলাসবাদিভো সিভান
৩২৭. ২০২০ সালের জুলাইয়ে হেমন্ত হরিশচন্দ্র কোটালওয়ার কোন দেশে পরবর্তী ভারতীয় রাষ্ট্রদূত নিযুক্ত হলেন ? ➟ চেক প্রজাতন্ত্র
৩২৮. সম্প্রতি পোল্যান্ডের রাষ্ট্রপতি হিসেবে পুনরায় কে নির্বাচিত হয়েছেন ? ➟ আন্দ্রেজ দুদা
৩২৯. প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ফুটবল ক্লাব মোহন বাগানের পক্ষ থেকে ২০২০ সালে কাকে/ কাদের লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার প্রদান করা হবে ? ➟ অশোক কুমার,প্রণব গাঙ্গুলি,মনোরঞ্জন পোড়েল।
৩৩০. স্পোর্টস আড্ডার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে সম্প্রতি কে নিযুক্ত হলেন ? ➟ ব্রেট লি
৩৩১. দেশের প্রথম “cable-stayed ” রেলওয়ে ব্রিজ কেন্দ্র-শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরে তৈরী হতে চলেছে। এই ব্রিজটির নাম কি ? ➟ অঞ্জি খাদ ব্রিজ
৩৩২. বিশ্বব্যাংকের ২০২০-২১ আয় স্তরের শ্রেণিবিন্যাস অনুসারে, ভারতকে কোন শ্রেণির অধীনে শ্রেণিবদ্ধ করা হয়েছে ? ➟ Lower-Middle-Income
৩৩৩. কারা ২০২০ সালের নেলসন ম্যান্ডেলা পুরস্কার পেলেন ? ➟ I. মারিয়ানা ভার্দিনোয়ান্নিস II. মরিসানা কাউয়াতো
৩৩৪. ২০২০ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে TIFF Tribute Actor পুরষ্কার পেতে চলেছেন ➟ কেট উইনসলেট
৩৩৫. COVID-19 ভ্যাকসিনের মানবিক পরীক্ষা সম্পন্নকারী প্রথম দেশ কোনটি? ➟ রাশিয়া
৩৩৬. SBI কার্ডস এবং পেমেন্ট সার্ভিসেস লিমিটেডের এমডি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কে নিযুক্ত হয়েছেন? ➟ অশ্বিনী কুমার তেওয়ারী
৩৩৭. ওয়ার্ল্ড ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনস (WFDSA) দ্বারা প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী প্রত্যক্ষ বিক্রয় শিল্প তালিকায় ( direct selling industry list ) ভারতের অবস্থান কত? ➟ ১৫
৩৩৮. কোন দেশের প্রথম মঙ্গল অভিযানের নাম ‘Hope’ ? ➟ সংযুক্ত আরব আমিরাত
৩৩৯. ফর্মুলা ওয়ান হাঙ্গেরিয়ান গ্র্যান্ড প্রিক্স ২০২০ কে জিতলেন ? ➟ লুইস হ্যামিল্টন
৩৪০. রোশনি নাদার মালহোত্রা কোন কোম্পানির চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করলেন ? ➟ HCL Technologies
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০
৩৪১. কলকাতা থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর হয়ে আগরতলায় পৌঁছনো ভারতের প্রথম কন্টেইনার জাহাজটির নাম হলো ➟ MV Shejyoti
৩৪২. ২০২০ সালের “Legend of Animation” পুরস্কার দিয়ে কাকে সম্মানিত করা হয়েছে ? ➟ অর্ণব চৌধুরী
৩৪৩. ২০২০ সালের “World’s most surveilled cities ” এর তালিকায় ভারতের মধ্যে শীর্ষে রয়েছে কোন শহর ? ➟ হায়দ্রাবাদ
৩৪৪. প্রথম Gulbenkian Prize for Humanity কে পেয়েছেন? ➟ গ্রেটা থুনবার্গ
৩৪৫. হিচেম মেচিচি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? ➟ তিউনিসিয়া
৩৪৬. ২০২১ সালে কোন “খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস” -এর চতুর্থ সংস্করণটির আয়োজন করতে চলেছে ? ➟ হরিয়ানা
৩৪৭. “The India Way: Strategies for an Uncertain World” শীর্ষক বইটি রচনা করেছেন ➟ এস জয়শঙ্কর
৩৪৮. “Quest for Restoring Financial Stability in India” – বইটি লিখেছেন ➟ ভাইরাল ভি আচার্য
৩৪৯. বিশ্বে সবচেয়ে জনবহুল শহর কোনটি? ➟ টোকিয়ো
৩৫০. ‘Burnt Sugar’ অথবা ‘Girl in White Cotton’ উপন্যাসটি কে লিখেছেন? ➟ Avni Doshi
৩৫১. হামিদ বাকায়োকো সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন? ➟ আইভরি কোস্ট
৩৫২. ‘Greenlights’ নামক বইটি লিখেছেন – ➟ Matthew McConaughey
৩৫৩. কোন রাজ্য সরকার সম্প্রতি ডিজিটাল ভারত বিভাগে স্কচ প্ল্যাটিনাম পুরস্কার (SKOCH Platinum award ) পেয়েছে?➟ পশ্চিমবঙ্গ
৩৫৪. কোন রাজ্য সরকার ‘E-Raksha Bandhan’ নামে সাইবার ক্রাইম সচেতনতামূলক কর্মসূচি সম্প্রতি চালু করলো ? ➟ অন্ধ্র প্রদেশ
৩৫৫. মোহামেদ ইরফান আলী সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? ➟ গায়ানা
৩৫৬. “Siyasat Mein Sadasyata” বইটি রচনা করেছেন ➟ বিজয় কুমার চৌধুরী
৩৫৭. ভারতের প্রথম Sand Dune পার্ক গড়ে উঠতে চলেছে কোন রাজ্যে? ➟ গোয়া
৩৫৮. মহাত্মা গান্ধীর দেড়শতম জন্মবার্ষিকী উপলক্ষে কোন দেশ তাঁর সম্মানে একটি মুদ্রা শুরু করতে চলেছে ? ➟ ব্রিটেন
৩৫৯. ২০২০ সালের আগস্টে, কে জম্মু ও কাশ্মীরের নতুন লেফটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত হলেন ? ➟ মনোজ সিনহা
৩৬০. ফুটবলার ইকার ক্যাসিয়াস ২০২০ সালের আগস্টে অবসর নেওয়ার ঘোষণা করেছেন। নিচের কোন দেশের বিখ্যাত ফুটবল গোলকিপার ? ➟ স্পেন
আরো দেখে নাও : সাম্প্রতিকী । মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স – সেপ্টেম্বর ২০২০ PDF সহ
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০
৩৬১. COVID-19 সম্পর্কিত বিষয়গুলিতে তার কাজের রাজনৈতিক প্রতিবেদনের জন্য প্রেম ভাটিয়া পুরষ্কার সম্প্রতি কে জিতলেন ? ➟ দীপঙ্কর ঘোষ
৩৬২. প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা (PMGSY)-II তে পারফরম্যান্স এর বিচারে সেরা রাজ্য কোনটি? ➟ হিমাচলপ্রদেশ
৩৬৩. বাহামা(Bahamas) এ যে ঘূর্ণিঝড় হ্যারিকেন সম্প্রতি হয়ে গেল, তার নাম কি? ➟ Isaias
৩৬৪. FutureBrand Index 2020 অনুসারে বিশ্বের সবচেয়ে মুল্যবান ব্র্যান্ড (most valuable brand) কোনটি? ➟ Apple
৩৬৫. ভারতের নতুন Comptroller and Auditor General হলেন – ➟ গিরীশ মুর্মু
৩৬৬. ২০তম নিউইয়র্ক ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে কোন মালয়ালম চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্রের পুরষ্কার পেয়েছে? ➟ Moothon
৩৬৭. “RAW: A History of India’s Covert Operations” বইটির লেখক কে? ➟ Yatish Yadav
৩৬৮. সম্প্রতি ভারতের প্রথম “কিষান রেল”(কৃষক ট্রেন) যাত্রা শুরু করেছে। কোন দুটি রাজ্যের মধ্যে যাত্রা শুরু করল? ➟ মহারাষ্ট্র-বিহার
৩৬৯. ইউ. পি. এস. সি এর নবনিযুক্ত চেয়ারম্যান হলেন ➟ প্রদীপ কুমার যোশী
৩৭০. “Amazing Ayodhya” বইটি কে লিখেছেন? ➟ Neena Rai
৩৭১. ‘Eat Right India’ আন্দোলনের জন্য “Food Systems Vision 2050 Prize” প্রাপ্ত 10 টি আন্তর্জাতিক সংস্থার মধ্যে একমাত্র ভারতীয় সংস্থা কোনটি ? ➟ Food Safety and Standards Authority of India (FSSAI)
৩৭২. প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি চেন্নাই এবং কোন শহরকে সংযুক্ত করে সাবমেরিন অপটিকাল ফাইবার কেবল (OFC) উদ্বোধন করেছেন? ➟ পোর্ট ব্লেয়ার
৩৭৩. সম্প্রতি পি. এস. শ্রীধরন পিল্লাই কর্তৃক রচিত বই ‘Corona Kavithakal’, ‘Republic Day 2020’ ও ‘Thus Speaks the Governor’ প্রকাশিত হয়েছে। পিএস শ্রীধরণ পিল্লাই বর্তমানে কোন রাজ্যের রাজ্যপাল? ➟ মিজোরাম
৩৭৪. ভারতের প্রথম কোন শহরে ট্র্যাফিক সিগন্যালে মহিলা আইকন -এর ছবি দেওয়া হলো ? ➟ মুম্বাই
৩৭৫. “Our Only Home: A Climate Appeal to the World” – বইটি কে লিখেছেন ? ➟ দলাই লামা
৩৭৬. ‘Sputnik V’ নামে একটি COVID-19 ভ্যাকসিন অফিসিয়ালি রেজিস্টার করা বিশ্বের প্রথম দেশ হলো ➟ রাশিয়া
৩৭৭. ভারতের প্রথম কোন বেসরকারী মহাকাশ সংস্থা “রমন” নামক রকেট ইঞ্জিনের টেস্ট ফায়ার করতে চলেছে ? ➟ Skyroot Aerospace
৩৭৮. ভিজে কাপড় থেকে বিদ্যুৎ তৈরির জন্য কোন আই. আই. টি এর গবেষকেরা ২০২০ সালের Gandhian Young Technological Innovation পুরষ্কার পেলেন? ➟ আই. আই. টি খড়গপুর
৩৭৯. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন বিশ্বকাপ জয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। তাঁর অবসরের পরে সেই দিনেই আর কোন ভারতীয় ক্রিকেটার অবসর ঘোষণা করেন? ➟ সুরেশ রায়না
৩৮০. পাবলিক অ্যাফেয়ার্স ইন্ডেক্স (PUBLIC AFFAIRS INDEX 2020) অনুসারে কোন রাজ্য বৃহৎ রাজ্য গুলির মধ্যে “best governed state ” -এর তকমা পেয়েছে ? ➟ কেরালা
৩৮১. কে আলিগড় পৌর কর্পোরেশনের প্রথম জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন? ➟ শাহজান মুজিব
৩৮২. “The Beauty of Living Twice” বইটি লিখেছেন – ➟ Sharon Stone
৩৮৩. “Full Spectrum: India’s Wars, 1972-2020” বইটি লিখেছেন ➟ অর্জুন সুব্রহ্মণ্যম
৩৮৪. ‘থারুরোসরাস (Tharoorosaurus ) ’ শীর্ষক গ্রন্থটি কে রচনা করেছেন? ➟ শশী থারুর
৩৮৫. ‘আব্রাহাম অ্যাকর্ড’ নামক ঐতিহাসিক শান্তি চুক্তিতে কোন দুটি দেশ সম্মত হয়েছে? ➟ ইজরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত
৩৮৬. রাকেশ আস্থানা কোন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর মহাপরিচালক (Director General ) পদে নিযুক্ত হয়েছেন ? ➟ Border Security Force (BSF)
৩৮৭. সংযুক্ত আরব আমিরাতে (সেপ্টেম্বর – নভেম্বর 2020) অনুষ্ঠিত হতে চলা ১৩ তম IPL এর স্পনসরশিপ অধিকার অর্জন করেছে কোন সংস্থা? ➟ Dream11
৩৮৮. মেঘালয়ের নবনিযুক্ত রাজ্যপালের নাম কি? ➟ সত্যপাল মালিক
৩৮৯. টোকিও অলিম্পিকের জন্য ভারতীয় দলকে স্পনসর করবে কোন কোম্পানি? ➟ INOX
৩৯০. “One Arranged Murder” বইটি কে লিখেছেন? ➟ চেতন ভগত
৩৯১. ২০২০ সালের বিশ্ব স্নুকার চ্যাম্পিয়নশিপ কে জিতলেন? ➟ Ronnie O’Sullivan
৩৯২. স্বচ্ছতা সমীক্ষা ২০২০ অনুসারে ভারতের স্বচ্ছতম রাজ্য কোনটি?(১০০ এর বেশী পৌরএলাকার রাজ্য) ➟ ছত্তিসগড়
৩৯৩. ২০২০ সালের আগস্টে “ডাকার ফ্রান্সিসকো আসু” কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নিযুক্ত হলেন ? ➟ নিরক্ষীয় গিনি
৩৯৪. ২০২০ সালের আগস্টে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিয়োগ পেয়েছেন? ➟ অশ্বানি ভাটিয়া
৩৯৫. ৬০০ টি উইকেট গ্রহণকারী বিশ্বের প্রথম ফাস্ট বোলার কে? ➟ জেমস অ্যান্ডারসন
৩৯৬. “থাম্বিমহোৎসবম ২০২০” ভারতের কোন রাজ্যের প্রথম ফড়িং (dragonfly ) উৎসব ? ➟ কেরালা
৩৯৭. মেন্টাল ক্যালকুলেশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে গোল্ড মেডেল জিতলেন ➟ নীলকণ্ঠ ভানু প্রকাশ
৩৯৮. নতুন নির্বাচন কমিশনার কে হলেন, যিনি অশোক লাভাসা র স্থলাভিষিক্ত হলেন? ➟ রাজীব কুমার
৩৯৯. টি-20 ক্রিকেটে প্রথম বোলার হিসাবে ৫০০ উইকেট দখল করলেন কে? ➟ ডোয়েন ব্রাভো
৪০০. সুপার সাইক্লোন গনি সম্প্রতি কোন দেশে আছড়ে পড়েছে ? ➟ ফিলিপিন্স
আরো দেখে নাও : কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২০ pdf | সাম্প্রতিকী
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০
৪০১. কোন সংস্থাটি বিশ্বের বৃহত্তম সৌর গাছ (solar tree ) তৈরী করেছে বলে দাবি করেছে? ➟ Central Mechanical Engineering Research Institute
৪০২. ‘Rashtriya Khel Protsahan Puruskar 2020’ – এ সম্মানিত হলো ➟ Air Force Sports Control Board
৪০৩. ২০২০ সালের সেপ্টেম্বরে প্রকাশিত গ্লোবাল ইনোভেশন সূচকে ভারতের র্যাঙ্ক কত? ➟ ৪৮
৪০৪. ২১তম জাতীয় পুরস্কার প্রতিযোগিতায় ‘Excellence in Energy Management’ বিভাগে কোন এয়ারপোর্ট ‘National Energy Leader’ ও ‘Excellent Energy Efficient Unit’ পুরস্কার জিতেছে ? ➟ রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর
৪০৫. কে বেলজিয়াম গ্র্যান্ড প্রিকস ২০২০ জিতেছে? ➟ লুইস হ্যামিল্টন
৪০৬. প্রথম কোন ভারতীয় দুগ্ধ সংস্থা (Dairy ) রাবোব্যাংক এর ২০২০ সালের বিশ্বের শীর্ষ ২০ ডেয়ারির বার্ষিক তালিকায় স্থান পেয়েছে ? ➟ আমুল
৪০৭. Bureau of Civil Aviation Security -এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল হলেন ➟ উষা পাধী
৪০৮. ‘The Commonwealth of Cricket: A Lifelong Love Affair with the Most Subtle and Sophisticated Game Known to Humankind’ – শীর্ষক বইটি লিখেছেন ➟ রামচন্দ্র গুহ
৪০৯. “The Big Thoughts of Little Luv” – শীর্ষক বইটি লিখেছেন ➟ করণ জোহর
৪১০. ভারতে প্রথম আন্তর্জাতিক মহিলা বাণিজ্য কেন্দ্র (International Women’s Trade Center) গড়ে উঠতে চলেছে কোন রাজ্যে? ➟ কেরালা
৪১১. ২০২০ সালে FIDE Chess Olympiad এ বিজয়ী হয়েছে কোন দেশ? ➟ ভারত ও রাশিয়া উভয়েই
৪১২. প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া (PTI) এর নতুন চেয়ারম্যান কে হলেন? ➟ অভীক সরকার
৪১৩. রেলওয়ে বোর্ডের প্রথম সি. ই. ও কে হয়েছেন? ➟ ভি কে যাদব
৪১৪. Times Higher Education প্রকাশিত World University Ranking 2021 এ ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান গুলির মধ্যে সবচেয়ে উপরে রয়েছে কোনটি? ➟ IISc Bangaluru
৪১৫. ভারতে প্রথম শিশুদের সংবাদপত্র প্রকাশিত হল কোন রাজ্যে? ➟ আসাম
৪১৬. সম্প্রতি “Household Social Consumption: Education” এর রিপোর্ট প্রকাশ করল MOSPI. এই রিপোর্ট অনুসারে ভারতের কোন রাজ্যের শিক্ষার হার সর্বনিন্ম? ➟ অন্ধ্রপ্রদেশ
৪১৭. ২০১৯-২০ Ease of Doing Business ক্রমতালিকায় ভারতে শীর্ষে রয়েছে কোন রাজ্য? ➟ অন্ধ্রপ্রদেশ
৪১৮. ভোডাফোন এবং আইডিয়া সম্প্রতি মিলিতভাবে শুরু করলো ‘Vi’ ব্র্যান্ড । ‘Vi’ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ➟ মুম্বাই
৪১৯. ২০২০ সালের ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতলেন ➟ পিয়েরে গ্যাসলি
৪২০. তামিলনাড়ুর প্রথম সম্পূর্ণ ডিজিটাল অর্থনীতি জেলা হিসাবে কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন জেলাকে নির্বাচিত করেছে ? ➟ বিরুধুনগর
৪২১. সম্প্রতি কেন্দ্র সরকার কোন রেলস্টেশনটির নাম পরিবর্তন করে নতুন নাম শ্রী সিদ্ধারুধা স্বামীজী স্টেশন রাখতে চলেছে ? ➟ হুব্বালি
৪২২. গ্লোবাল ইকোনমিক ফ্রিডম ইনডেক্স ২০২০ -এ ভারতের র্যাঙ্ক কত? ➟ ১০৫
৪২৩. ‘সংবাদ উপনিষদ’ ও ‘অক্ষর যাত্রা’ শীর্ষক গ্রন্থদুটি কে রচনা করেছেন ? ➟ গুলাব কোঠারি
৪২৪. ভারতের প্রথম ইন্টিগ্রেটেড এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা কোন শহরে চালু হলো ? ➟ ব্যাঙ্গালুরু
৪২৫. ভারতে শিশুদের অধিকার সম্পর্কে প্রচারের জন্য কাকে ইউনিসেফ ইন্ডিয়ার সেলিব্রিটি অ্যাডভোকেট হিসেবে ঘোষণা করা হয়েছে ? ➟ আয়ুষ্মান খুরানা
৪২৬. “Pandomanium: The Great Indian Banking Tragedy” – শীর্ষক বইটি লিখেছেন ➟ তমাল বন্দ্যোপাধ্যায়
৪২৭. ইয়োশিহিদ সুগা সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন ? ➟ জাপান
৪২৮. ইউএস ওপেন উইমেনস সিঙ্গলস ২০২০ জিতলেন কে ? ➟ নাওমি ওসাকা
৪২৯. ২০২০ সালের সেপ্টেম্বরে ইউএস ওপেন মেনস সিঙ্গলস কে জিতলেন ? ➟ ডোমিনিক থিম
৪৩০. ২০২০ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্য (Best Screenplay ) পুরস্কার জিতেছে – ➟ The Disciple
৪৩১. রাজেশ খুল্লার সম্প্রতি কোন সংস্থার নির্বাহী পরিচালক Executive Director ) পদে নিযুক্ত হয়েছেন ? ➟ World Bank (WB)
৪৩২. ব্রিটেনের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানীরা কোন গ্রহের মেঘে ‘ফসফিন (Phosphine )’ এর অস্তিত্বের প্রমান পেয়েছেন? ➟ শুক্র
৪৩৩. “Azadi: Freedom. Fascism. Fiction” বইটি কে লিখেছেন ? ➟ অরুন্ধতী রায়
৪৩৪. ২০২০ সালে জাতিসংঘ কর্তৃক 2020 Cohort of young leaders সম্মানে সম্মানিত হলেন ➟ উদিত সিংহল
৪৩৫. স্মার্ট সিটি ইনডেক্স ২০২০ অনুযায়ী কোন শহর শীর্ষস্থানে রয়েছে? ➟ সিঙ্গাপুর
৪৩৬. কে ২০২০ সালের ব্রুকওয়াটার গল্ফ ক্লাব মহিলাদের চ্যাম্পিয়নশিপ জিতেছেন? ➟ অ্যাশলেইগ বার্টি
৪৩৭. ২০২০ সালের সেপ্টেম্বরে মালির রাষ্ট্রপতি হিসেবে মনোনীত হলেন – ➟ বাহ এনডাও
৪৩৮. পাপুয়া নিউ গিনির স্বায়ত্তশাসিত অঞ্চল বোগেনভিলের রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? ➟ ইসমাইল তোরোমা
৪৩৯. কোন দেশের বিজ্ঞানীরা বিশ্বের প্রথম বায়োনিক আই ‘Gennari’s bionic vision system ‘ তৈরী করেছে ? ➟ অস্ট্রেলিয়া
৪৪০. World Risk Index (WRI) 2020 অনুযায়ী ভারতের র্যাংক হলো ➟ ৮৯
আরো দেখে নাও : কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০
৪৪১. ভারতের প্রথম কোস্টগার্ড অ্যাকাডেমি কোথায় প্রতিষ্ঠিত হবে? ➟ ম্যাঙ্গালুরু
৪৪২. ‘Earth, Atmosphere, Ocean and Planetary Sciences’ বিভাগে কাকে ২০২০ সালের শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়েছে ? ➟ ইউ কে আনন্দবর্ধন
৪৪৩. মালির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন – ➟ মোক্তার ওউনে
৪৪৪. ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে কার নাম মনোনীত করা হয়েছে ? ➟ শেখর কাপুর
৪৪৫. ভারতের নতুন সংসদ ভবন তৈরির বরাত পেল কোন সংস্থা? ➟ টাটা প্রোজেক্টস
৪৪৬. “Voices of Dissent” বইটি কার লেখা? ➟ রোমিলা থাপার
৪৪৭. Kitchens of Gratitude বইটি কে লিখেছেন? ➟ বিকাশ খান্না
৪৪৮. কার জন্মবার্ষিকী উপলক্ষ্যে অন্ত্যোদয় দিবস (Antyodaya Diwas) পালন করা হয়? ➟ দীনদয়াল উপাধ্যায়
৪৪৯. উপজাতি বিষয়ক মন্ত্রী (Minister of Tribal Affairs ) দ্বারা প্রবর্তিত ভারতের বৃহত্তম হস্তশিল্প এবং জৈব পণ্য বাজারের নাম কী? ➟ Tribes India E-Marketplace
৪৫০. ন্যাশনাল মেডিক্যাল কমিশনের প্রথম চেয়ারম্যান নিযুক্ত হলেন কে? ➟ সুরেশ চন্দ্র শর্মা
আরো দেখে নাও : সাম্প্রতিকী । মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স – সেপ্টেম্বর ২০২০ – PDF সহ
৪৫১. ২০১৯-২০২০ মরসুমের AIFF Women’s Footballer of the Year পুরষ্কার কে পেলেন? ➟ সঞ্জু যাদব
৪৫২. সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব নিযুক্ত হলেন কে? ➟ আলাপন বন্দ্যোপাধ্যায়
৪৫৩. ফর্মুলা ওয়ান রাশিয়ান গ্রাঁপি ২০২০ কে জিতলেন? ➟ ভালতেরি বোত্তাস
৪৫৪. Telecom Regulatory Authority of India (TRAI) এর চেয়ারম্যান নিযুক্ত হলেন কে? ➟ পি ডি ভাজেলা
৪৫৫. বিশ্বের প্রথম “ট্রাম লাইব্রেরী” কোন শহরে চালু হল? ➟ কলকাতা
৪৫৬. প্রথম India Happiness Report 2020 তালিকাতে কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল শীর্ষে রয়েছে? ➟ মিজোরাম
৪৫৭. নিম্নলিখিতগুলির মধ্যে কে ২০২০ সালের রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ( Right Livelihood Award ) পেয়েছেন ? ➟ সুমাইরা আব্দুলালী
৪৫৮. “The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids” – বইটি কে লিখেছেন ? ➟ আনন্দ নীলকান্তন
৪৫৯. দীনেশ কুমার খারাকে ২০২০ সালের অক্টোবরে কোন ব্যাংকের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিযুক্ত করা হয়েছে ? ➟ State Bank of India
৪৬০. ব্রিটেনের রজার পেনরোজ, জার্মানের রেইনহার্ড গেঞ্জেল এবং আমেরিকার আন্ড্রেয়া গেজ কোন ক্ষেত্রে ২০২০ সালের নোবেল পেয়েছেন ? ➟ পদার্থবিজ্ঞান
৪৬১. ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের অধীনে প্রথম সম্পূর্ণরূপে সৌরশক্তি চালিত বিমানবন্দরটি কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত ? ➟ পুদুচেরি
৪৬২. কে ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্সের (IACC) লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরষ্কারে ভূষিত হয়েছেন? ➟ রতন এন টাটা
৪৬৩. Harvey J Alter, Charles M Rice, Micheal Houghton কোন ভাইরাস এর আবিষ্কার এর জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরষ্কার পেতে চলেছেন? ➟ হেপাটাইটিস সি ভাইরাস
৪৬৪. ২০২০ সালের অক্টোবরে কোন দেশটি সিরকন (Tsirkon ) নামে একটি নতুন হাইপারসোনিক অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে? ➟ রাশিয়া
৪৬৫. ২০২০ সালের আইপিল চ্যাম্পিয়ন হল কোন দল ? ➟ মুম্বাই ইন্ডিয়ান্স।
৪৬৬. চেন্নাইতে অনুষ্ঠিত Chess. com -এর Junior Speed Online Championship জিতে নিলেন কে ? ➟ নিহাল সরিন
৪৬৭. কে ২০২০ সালের অক্টোবরে ফ্রেঞ্চ ওপেন জিতে নিলেন – ➟ রাফায়েল নাদাল
৪৬৮. ২০২০ সালের অক্টোবরে NBA ফিনালস জিতে নিলো ➟ Los Angeles Lakers
৪৬৯. Oxfam দ্বারা প্রকাশিত Commitment to Reducing Inequality (CRI) Index -এ ভারতের র্যাঙ্ক কত ? ➟ ১২৯
৪৭০. The National Authority of Ship Recycling -কোথায় তৈরী হতে চলেছে ? ➟ গান্ধীনগর, গুজরাট
৪৭১. কোন দেশের রাষ্ট্রপতি জন মাগুফুলি দ্বিতীয় বারের জন্য সম্প্রতি শপথ গ্রহণ করলেন ? ➟ তানজানিয়া
৪৭২. জেসিন্ডা আর্ডান সম্প্রতি কোন দেশের প্রধামন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন? ➟ নিউজিল্যান্ড
৪৭৩. সম্প্রতি আভা মুরতো একদিনের জন্য কোন দেশের প্রধানমন্ত্রী হন? ➟ ফিনল্যান্ড
৪৭৪. ভারতের কতগুলি সমুদ্র সৈকত “Blue Flag” স্বীকৃতি পেয়েছে? ➟ ৮
৪৭৫. Paul R. Milgrom এবং Robert B Wilson কোন বিষয়ে ২০২০ সালের নোবেল পুরষ্কার পাচ্ছেন? ➟ অর্থনীতি
৪৭৬. ২০২০ সালের ফ্রেঞ্চ ওপেন এ মহিলা সিঙ্গেলস খেতাব জিতলেন কে? ➟ Iga Swiatek
৪৭৭. ২০২০ সালের ফর্মুলা ওয়ান আইফেল গ্রাঁপি জিতলেন কে? ➟ লুইস হ্যামিল্টন
৪৭৮. ২০২১ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বার্ষিক সভা অনুষ্ঠিত হবে কোন শহরে? ➟ লুসার্ন
৪৭৯. Arton Capital এর World’s most powerful passports index ২০২০ অনুযায়ী ভারতের স্থান কত? ➟ ৫৮
৪৮০. “Mr Prime Minister, We Shrank the Dragon” বইটি কে লিখেছেন? ➟ প্রদীপ গুরহা
আরো দেখে নাও : কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী
কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০
৪৮১. “The Battle of Belonging” বইটির লেখক কে? ➟ শশী থারুর
৪৮২. UNESCO (United Nations Educational, Scientific and Cultural Organization) -তে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি পদে নিযুক্ত হতে চলেছেন — ➟ বিশাল ভি শর্মা
৪৮৩. ২০২০ সালের অক্টোবরে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার পুরষ্কার অর্জনকারী প্রথম ভারতীয় কে? ➟ ঐশ্বরিয়া শ্রীধর
৪৮৪. “C is for Cat, D is for Depression” – বইটি লিখেছেন ➟ কৈরবী ভারত রাম
৪৮৫. ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গেলসে ২০২০ সালের অক্টোবরে ডেনমার্ক ওপেনের শিরোপা কে জিতে নিলেন ? ➟ নোজোমি অকুহারা
৪৮৬. ভারতের প্রথম হিং চাষ ভারতের কোন রাজ্যে শুরু হতে চলেছে ? ➟ হিমাচল প্রদেশ
৪৮৭. ভারতের দীর্ঘতম Bus Rapid Transit System (BRTS) নেটওয়ার্ক কোন শহরে শুরু হতে চলেছে ? ➟ সুরাট
৪৮৮. কোন ব্যাঙ্ক ২০২০ সালের Central Bank of the Year পুরস্কার জিতেছে ? ➟ Bank of Ghana (BoG)
৪৮৯. সম্প্রতি পোল্যান্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত একটি অতিকায় বোমা বিস্ফোরিত হল। বোমা টির নাম কি? ➟ টল বয়
৪৯০. গ্লোবাল মোবাইল ইন্টারনেট স্পিড র্যাঙ্কিংয়ে ভারতের র্যাঙ্ক কত? ➟ ১৩১
৪৯১. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF ) এর ১৯০তম সদস্য হিসেবে সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগ দিলো – ➟ আন্ডোরা
৪৯২. রাজ্যের কোভিড পরীক্ষা কেন্দ্র সহজে খুঁজে বের করার জন্য “মেরা কোভিড কেন্দ্র” অ্যাপ লঞ্চ করা হয়েছে কোন রাজ্যে? ➟ উত্তরপ্রদেশ
৪৯৩. সম্প্রতি কোন দেশে মোলাভে নামে ভয়াবহ টাইফুন আছড়ে পড়েছে? ➟ ফিলিপিন্স
৪৯৪. ১৪ তম বার্ষিক এশিয়ান ফিল্মস আওয়ার্ডস এ শ্রেষ্ঠ অরিজিনাল মিউজিক এর জন্য পুরস্কার অর্জন করল কোন চলচ্চিত্র? ➟ Gully Boy
৪৯৫. বোস্টনে তৃতীয় ভারত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IIFFB) ২০২০-তে কোন ফিল্মকে সেরা ফিচার ফিল্ম পুরষ্কার দেওয়া হয়েছে? ➟ Kaanthi
৪৯৬. গ্লোবাল ফিনান্স, নিউইয়র্ক দ্বারা প্রকাশিত ‘World’s 50 Safest Banks 2020’ এর তালিকা অনুসারে এশিয়ার সবচেয়ে নিরাপদ ব্যাংক কোনটি ? ➟ DBS Bank (Singapore)
৪৯৭. “Night of the Restless Spirits: Stories from 1984”- বইটি লিখেছেন ➟ সরবপ্রীত সিং
৪৯৮. সম্প্রতি কোন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি সেশেলসের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ? ➟ Wavel Ramkalawan
৪৯৯. Luis Arce কোন দেশের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন ? ➟ বলিভিয়া
৫০০. “Bye Bye Corona” বইটি কে লিখেছেন? ➟ ডঃ প্রদীপ শ্রীবাস্তব
Download Section : কারেন্ট অ্যাফেয়ার্স ২০২০ এর পিডিএফ নীচের লিংক থেকে ডাউনলোড করে নাও।
Downloadআরো দেখে নাও : গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স PDF জানুয়ারি থেকে জুন ২০২০
গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স PDF জুলাই থেকে ডিসেম্বর ২০২০
To check our latest Posts - Click Here
how can download pdf
download ho66e na sir