লোদী বংশের ইতিহাস – প্রশ্ন ও উত্তর | লোদী সাম্রাজ্য
Questions And Answers on Lodi dynasty
লোদী বংশের ইতিহাস – প্রশ্ন ও উত্তর
দেওয়া রইলো লোদী সাম্রাজ্যের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর |
দেখে নাও : সৈয়দ বংশ – প্রশ্ন ও উত্তর । Sayyid dynasty
১. বহলুল লোদী কোন বংশকে প্রতিস্থাপিত করে লোদী বংশের সূচনা করেছিলেন ?
(A) তুঘলক বংশ
(B) খলজি বংশ
(C) সৈয়দ বংশ
(D) মুঘল বংশ
২. দিল্লির সুলতানির শেষ শাসক কে ছিলেন ?
(A) আলাউদ্দিন আলম শাহ
(B) ইব্রাহিম লোদী
(C) বহলুল লোদী
(D) সিকান্দার লোদী
৩. দিল্লির লোদী সুলতানগণ ছিলেন
(A) তুর্কি
(B) পারসিক
(C) আরব
(D) আফগান
৪. কে বহলুল লোদীকে দিল্লির শাসন ক্ষমতা দখলের জন্য আহ্বান করেন ?
(A) হামিদ খাঁ
(B) কামাল-উল-মূলক
(C) তাজ-উল-মূলক
(D) খিজির খাঁ
৫. কত সালে দিল্লিতে লোদী বংশের শাসন শুরু হয় ?
(A) ১৪৬৫ খ্রিস্টাব্দে
(B) ১৪৮১ খ্রিস্টাব্দে
(C) ১৪৫১ খ্রিস্টাব্দে
(D) ১৪৭৬ খ্রিস্টাব্দে
৬. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে ?
(A) সিকান্দার লোদী
(B) বারবক লোদী
(C) ইব্রাহিম লোদী
(D) বহলুল লোদী
৭. বহলুল লোদী তার শেষ সামরিক অভিযান করেছিলেন কার বিরুদ্ধে ?
(A) গোয়ালিয়র
(B) লাহোর
(C) রণথম্বোর
(D) মেবার
৮. লোদী বংশের শেষ সুলতান কে ?
(A) সিকান্দর লোদী
(B) ইব্রাহিম লোদী
(C) খিজির খাঁ
(D) বহলুল লোদী
৯. কে লোদী শাসনের অবসান ঘটান ?
(A) শেরশাহ
(B) খিজির খাঁ সৈয়দ
(C) বাবর
(D) আকবর
দেখে নাও : সাতবাহন সাম্রাজ্যের ইতিহাস । সাতবাহন রাজবংশ
১০. নিম্নলিখত কোন দিল্লির সুলতান যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দেন ?
(A) রিজিয়া
(B) ইব্রাহিম লোদী
(C) মুবারক শাহ
(D) আলাউদ্দিন আলম শাহ
১১. কোন যুদ্ধের মাধ্যমে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে ?
(A) কনৌজের যুদ্ধ
(B) খানুয়ার যুদ্ধ
(C) পানিপথের যুদ্ধ
(D) তরাইনের যুদ্ধ
১২. মুবারকবাদ শহরটির নির্মাতা হলেন
(A) মুবারক শাহ
(B) ফিরোজশাহ তুঘলক
(C) মহম্মদ বিন তুঘলক
(D) আলাউদ্দিন খলজি
১৩. সিকান্দার শাহ এর প্রকৃত নাম
(A) জালাল খাঁ
(B) জুনা খাঁ
(C) খিজির খাঁ
(D) নিজাম খাঁ
১৪. ১৫০৪ সালে আগ্রা স্থাপন করেন
(A) সিকান্দার শাহ
(B) আকবর
(C) ইব্রাহিম লোদী
(D) বাবর
১৫. “তাজিয়া” নিয়ে মহরমের মিছিলে নিষেধাজ্ঞা দিয়েছিলেন
(A) ফিরোজ শাহ তুঘলক
(B) সিকান্দার শাহ
(C) ইব্রাহিম লোদী
(D) বহলুল লোদী
দেখে নাও : সৈয়দ বংশ – প্রশ্ন ও উত্তর । Sayyid dynasty
১৬. সিকান্দার শাহের মাতা ও পত্নী কোন ধর্মালম্বী ছিলেন ?
(A) হিন্দু
(B) ইসলাম
(C) বৌদ্ধ
(D) জৈন
১৭. কত খ্রিস্টাব্দে বাবর , ইব্রাহিম লোদীকে পরাজিত করে লাহোর দখল করেন ?
(A) ১৫২২
(B) ১৫২৪
(C) ১৫২৬
(D) ১৫৩০
১৮. কোন যুদ্ধে ইব্রাহিম লোদী নিহত হন ?
(A) গুজরাটের যুদ্ধে
(B) পানিপথের যুদ্ধে
(C) আফগান বিদ্রোহ দমন করতে গিয়ে
(D) গোয়ালিয়রের যুদ্ধে
১৯. ইব্রাহিম লোদী তার কোন ভ্রাতাকে হত্যা করেন ?
(A) সিকান্দার লোদী
(B) উলুগ খাঁ
(C) জালাল খাঁ
(D) নিজাম খাঁ
২০. কোন লোদী শাসক ফরাসি ভাষায় প্রচুর কবিতা লিখেছিলেন ?
(A) বহলুল লোদী
(B) ইব্রাহিম লোদী
(C) সিকান্দার শাহ
(D) দৌলত খাঁ লোদী
২১. দিল্লির কোন সুলতান অক্কোউন্টগুলির নিরীক্ষণ (auditing the accounts ) প্রথা শুরু করেছিলেন ?
(A) সিকান্দর লোদী
(B) আলাউদ্দিন খলজি
(C) ফিরোজ শাহ তুঘলক
(D) ইব্রাহিম লোদী
To check our latest Posts - Click Here