General Knowledge Notes in BengaliHistory Notes

ভারতে মুসলিম আক্রমণ । Muslim Invasion in India

Muslim Invasion in India

ভারতে মুসলিম আক্রমণ

আজকে আমরা আলোচনা করবো ভারতে মুসলিম আক্রমণ নিয়ে।

১. মহম্মদ বিন কাশিম ( আরব )

৭১২ খ্রিস্টাব্দে মহম্মদ বিন কাশিম ভারত আক্রমণ করেন এবং সিন্ধু প্রদেশ দখল করেন। এটাই ছিল ভারতে প্রথম মুসলিম আক্রমন।

২. মামুদের ভারত আক্রমন ( প্রথম তুর্কি আক্রমণ )

  • সবুক্তগীনের মৃত্যুর পর (৯৯৭ খ্রিস্টাব্দ ) তার জেষ্ঠ্য পুত্র মামুদ গজনী সিংহাসনে বসেন ৯৯৮ খ্রিস্টাব্দে ।
  • ১০০০ – ১০২৭ খৃষ্টাদের মধ্যে তিনি মোট ১৭ বার ভারত আক্রমণ করেন।
  • ১০২৫ খ্রিস্টাব্দে তিনি গুজরাটের সোমনাথ মন্দির লুন্ঠন করেন, ১০২৬ খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির ধ্বংস হয়ে যায়।
  • আলবেরুনি
    • আলবেরুনি সুলতান মামুদের সাথে ভারতে আসেন।
    • আলবেরুনির প্রকৃত নাম আবু রিহান ।
    • তিনি প্রায় ১০ বছর ভারতে কাটান।
    • তাঁর বিখ্যাত কিছু রচনা – কিতাব-উল-হিন্দ, তহকক-ই-হিন্দ ।

৩. মহম্মদ ঘোরী

  • ১১৯১ খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের কাছে হেরে যান।
  • ১১৯২ খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয় তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেন।
  • মহম্মদ ঘোরীকে “Founder of Muslim rule in India” বলা হয়।
  • ১২০৬ খ্রিস্টাব্দে পাঞ্জাব দখল করে গজনী ফেরার পথে অজ্ঞাত আততায়ীর হাতে তিনি নিহত হন।

ভারতে মুসলিম আক্রমণ – প্রশ্ন ও উত্তর

ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন –

মহম্মদ ঘুরি

কে “ইয়ামিন-উদ-দৌলা” উপাধিতে ভূষিত হন ?

সুলতান মামুদ

সুলতান মামুদের পিতার নাম কি ?

সবুক্তগীন

“তারিখ-ই-মামুদী” গ্রন্থটির রচয়িতা কে ?

আবুল ফজল বৈহাকি

সুলতান মামুদ গজনীর সিংহাসনে বসেন কত খ্রিস্টাব্দে ?

৯৯৮ খ্রিস্টাব্দে

সুলতান মামুদের শেষ ভারত অভিযান কাদের বিরুদ্ধে হয়েছিল ?

জাঠ

সুলতান মামুদ শেষ ভারত অভিযান করেছিলেন –

১০২৭ খ্রিস্টাব্দে

তরাইনের যুদ্ধদুটি কাদের মধ্যে সম্পন্ন হয়েছিল?

মহম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহান -এর মধ্যে

গজনীর সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন ?

১৭

কোনটি সুলতান মামুদের ভারত আক্রমণের লক্ষ্য ছিল না ?

ভারত বিজয়

সুলতান মামুদ যখন প্রথম ভারত আক্রমণ করেন তখন পেশোয়ারে প্রথম কে মামুদের কাছে পরাজিত হন ?

জয়পাল

সুলতান মামুদ যখন সোমনাথ মন্দিরে আক্রমণ করেন তখন গুজরাটের শাসক কে ছিলেন?

ভীমদেব

খলিফার দ্বারা সুলতান মামুদের কোন আক্রমণ প্রশংসিত হয়েছিল খলিফা মামুদকে “Star of Islamic World ” বলে অভিহিত করেছিলেন ?

সোমনাথ মন্দির লুন্ঠন ( আক্রমণ )

মামুদের আক্রমণের সময় মুলতানের শাসক কে ছিলেন?

সুখপাল

সুলতান মামুদ সাথে যুদ্ধের পরে নিচের কোন শাসক আত্মহত্যা করেছিলেন ?

জয়পাল

আরও দেখে নাও :

To check our latest Posts - Click Here

Telegram

Related Articles

Back to top button