কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ pdf । সাম্প্রতিকী
Current Affairs - November 2020 - PDF

কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর ২০২০ – MCQ
১৪১. জাতীয় সুশাসন দিবস কবে পালন করা হয়?
(A) ২৫শে ডিসেম্বর
(B) ২৬শে ডিসেম্বর
(C) ২৭শে ডিসেম্বর
(D) ২৮শে ডিসেম্বর
প্রাক্তন ভারতীয় প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির জন্মদিন ২৫শে ডিসেম্বর ভারতের ‘Good Governance Day’ বা ‘সুশাসন দিবস’ হিসেবে পালিত হয় ।
১৪২. সম্প্রতি প্রকাশিত “অযোধ্যা” বইটির লেখক কে?
(A) মাধব ভাণ্ডারী
(B) কেশবরাম হেগরে
(C) অনিল শ্রীবাস্তব
(D) সুধীর সেনাপতি
১৪৩. কোথায় ভারতের সবচেয়ে বড় হকি স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে?
(A) কটক
(B) ভুবনেশ্বর
(C) রৌরকেলা
(D) সম্বলপুর
১৪৪. ফিফা অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ ২০২১ সালের পরিবর্তে কতসালে অনুষ্ঠিত হবে?
(A) ২০২২
(B) ২০২৩
(C) ২০২৪
(D) ২০২৫
১৪৫. সম্প্রতি কোথায় ষষ্ঠ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল ২০২০ অনুষ্ঠিত হল?
(A) হায়দ্রাবাদ
(B) বেঙ্গালুরু
(C) নতুন দিল্লী
(D) ইম্ফল
১৪৬. কোন রাজ্যে ভারতের প্রথম লিথিয়াম রিফাইনারি গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে?
(A) গুজরাট
(B) ঝাড়খণ্ড
(C) তেলেঙ্গানা
(D) উত্তরপ্রদেশ
১৪৭. দ্বাদশ ওয়ার্ল্ড ইকোনমিক লীগ টেবিল ২০২১ (WELT) এ ভারতের র্যাঙ্ক কত?
(A) পঞ্চম
(B) ষষ্ঠ
(C) সপ্তম
(D) অষ্টম
১৪৮. একশোতম কিষান রেল মহারাষ্ট্র থেকে কোন রাজ্যে যাত্রা শুরু করেছে?
(A) পশ্চিমবঙ্গ
(B) হরিয়ানা
(C) তেলেঙ্গানা
(D) গোয়া
১৪৯. ভারতে প্রথম কোন শহর দিনের বেলা বিদ্যুৎ শক্তি চাহিদার ১০০ শতাংশ সৌরশক্তির মাধ্যমে পূরণ করছে?
(A) পন্ডিচেরি
(B) নতুন দিল্লী
(C) চণ্ডীগড়
(D) দিউ
১৫০. ২০২০ সালের স্টেফান এডবার্গ স্পোর্টসম্যানশিপ পুরষ্কার পেলেন কে?
(A) নোভাক জোকোভিচ
(B) রজার ফেডেরার
(C) রাফায়েল নাদাল
(D) ডোমিনিক থিম
১৫১. ভারতের প্রথম ‘Pollinator Park’ কোথায় চালু হল?
(A) উত্তরাখণ্ড
(B) হিমাচলপ্রদেশ
(C) সিকিম
(D) মণিপুর
১৫২. ২০২৩ সালে শেষ করার লক্ষ্যমাত্রা রেখে কোন দুটি শহর এর মধ্যে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের রূপরেখা তৈরি করা হয়েছে?
(A) দিল্লী-লখনউ
(B) মুম্বাই-পুনে
(C) মুম্বাই-আহমেদাবাদ
(D) দিল্লী-কানপুর
১৫৩. চতুর্থ বিশ্ব লোককথা উৎসব কোথায় অনুষ্ঠিত হল?
(A) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়
(B) চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়
(C) জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়
(D) দিল্লী বিশ্ববিদ্যালয়
১৫৪. ২০২২ সাল থেকে আই.পি.এল এ কতগুলি টিম অংশ নেবে?
(A) ৯
(B) ১০
(C) ১১
(D) ১২
১৫৫. ২০২০ সালের ‘তানসেন সম্মান’ পেলেন কে?
(A) পণ্ডিত সতীশ ব্যাস
(B) এ আর রহমান
(C) পণ্ডিত রবিশঙ্কর
(D) কিশোরী আমোনকর
১৫৬. আগামী একবছরের জন্য পুনরায় ভারতের স্পেস সেক্রেটারি এবং স্পেস কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে?
(A) কে শিবন
(B) সতীশ রেড্ডি
(C) আর কে কুমার
(D) এ এস কিরণ কুমার
Download Current Affairs MCQ for December 2020 – Click Here
Download Current Affairs One Liners for December 2020 – Click Here
To check our latest Posts - Click Here