তুঘলক বংশের প্রশ্ন ও উত্তর । ইতিহাস প্রশ্ন
Tughlaq Dynasty MCQ Question and Answer
তুঘলক বংশের প্রশ্ন ও উত্তর
খলজি বংশ ও আলাউদ্দিন খলজি – প্রশ্ন ও উত্তর
দাস বংশের ইতিহাস – প্রশ্ন ও উত্তর
১. “তুঘলক-নামা” গ্রন্থটি রচনা করেন –
(A) জিয়াউদ্দিন বরণী
(B) ইসামী
(C) আমির খসরু
(D) মিনহাজ-উস-সিরাজ
২. কোন গ্রন্থে গিয়াসুদ্দিন-তুঘলকের সিংহাসন লাভের বর্ণনা আছে ?
(A) তুঘলক-নামা
(B) তাজ-উল-মাসির
(C) তোবাকক-ই-হিন্দ
(D) তারিখ-ই-গাজিদ
৩. কোন সুলতানকে “সুলতানি যুগের আকবর” বলা হয় ?
(A) ফিরোজ শাহ তুঘলক
(B) আলাউদ্দিন খলজি
(C) গিয়াসুদ্দিন বলবন
(D) ইলতুৎমিশ
৪. কোন শাসকের আমলে ইবন বতুতা ভারতে এসেছিলেন ?
(A) আকবর
(B) মহম্মদ বিন তুঘলক
(C) ইলতুৎমিশ
(D) আলাউদ্দিন খলজি
৫. কোন তুঘলক সুলতান তার রাজধানী দিল্লি থেকে দেবগিরিতে নিয়ে যান ?
(A) ফিরোজ শাহ তুঘলক
(B) গিয়াসুদ্দিন বলবন
(C) মহম্মদ বিন তুঘলক
(D) তুঘলক শাহ
৬. দিল্লির কোন সুলতান তার প্রজাদের ২৪ রকমের করের হাত থেকে মুক্তি দিয়েছিলেন ?
(A) মুবারক শাহ খলজি
(B) গিয়াসুদ্দিন তুঘলক
(C) ফিরোজ শাহ তুঘলক
(D) সিকান্দার লোদী
৭. তুঘলক বংশের প্রতিষ্ঠাতা কে ?
(A) ফিরোজ শাহ তুঘলক
(B) নাসিরুদ্দিন মহম্মদ
(C) মহম্মদ বিন তুঘলক
(D) গিয়াসুদ্দিন তুঘলক
৮. গিয়াসুদ্দিন তুঘলকের প্রকৃত নাম হলো
(A) খিজির খাঁ
(B) আলি গুরুসাস্প
(C) গাজী মালিক
(D) জুন খাঁ
৯. জুনা খাঁ বা জোন খাঁ কার প্রকৃত নাম ?
(A) মহম্মদ বিন তুঘলক
(B) গিয়াসুদ্দিন বলবন
(C) ফিরোজ শাহ তুঘলক
(D) গিয়াসুদ্দিন তুঘলক
১০. দেবগিরির নাম পরিবর্তন করে দৌলতাবাদ রাখেন
(A) মোবারক খলজি
(B) মহম্মদ বিন তুঘলক
(C) আলাউদ্দিন খলজি
(D) ফিরোজ তুঘলক
১১. কারাজল অভিযানে বিন তুঘলকের বাহিনীর সেনাপতি কে ছিলেন ?
(A) মালিক কাফুর
(B) নাসিরুদ্দিন
(C) খসরু মালিক
(D) সুলতান স্বয়ং
১২. কোন সুলতানের শেষ সামরিক অভিযান ছিল গুজরাটে বিদ্রোহী নেতা তঘির বিরুদ্ধে ?
(A) আলাউদ্দিন খলজি
(B) গিয়াসুদ্দিন বলবন
(C) ফিরোজ তুঘলক
(D) মহম্মদ বিন তুঘলক
১৩. মহম্মদ বিন তুঘলক মারা যান
(A) ১৩৩৭ খ্রিস্টাব্দে
(B) ১৩৫১ খ্রিস্টাব্দে
(C) ১৩৫৭ খ্রিস্টাব্দে
(D) ১৩৬১ খ্রিস্টাব্দে
১৪. সুলতান ফিরোজ শাহ তুঘলকের পিতা ছিলেন
(A) রজ্জব
(B) গিয়াসুদ্দিন তুঘলক
(C) মহম্মদ বিন তুঘলক
(D) রণমল
১৫. কোন সুলতানের মৃত্যুর পর দিল্লির মসনদ ২ দিনের জন্য সুলতানহীন ছিল ?
(A) ইলতুৎমিশ
(B) গিয়াসুদ্দিন বলবন
(C) মহম্মদ বিন তুঘলক
(D) ফিরোজ শাহ তুঘলক
পাল বংশ । পাল সাম্রাজ্য । Pala Empire – বাংলার রাজবংশ
১৬. সুলতানি যুগের আকবর কোন সুলতানকে বলা হয় ?
(A) মহম্মদ বিন তুঘলক
(B) ফিরোজ শাহ তুঘলক
(C) ইলতুৎমিশ
(D) গিয়াসুদ্দিন তুঘলক
১৭. কোন ঐতিহাসিক ফিরোজ শাহ তুঘলককে সুলতানি যুগের আকবর বলেছেন ?
(A) উলসি হেগ
(B) ভিনসেন্ট স্মিথ
(C) মহম্মদ হাবিব
(D) এলফিনস্টোন
১৮. কোন করটি মহম্মদ বিন তুঘলক অনুমোদিত চারপ্রকার করের অন্তর্ভুক্ত ছিল না ?
(A) চুঙ্গি কর
(B) জিজিয়া
(C) জাকত
(D) খামস
১৯. কাকে “সেচ পরিকল্পনার জনক” বলা হয় ?
(A) ইলতুৎমিশ
(B) মহম্মদ বিন তুঘলক
(C) ফিরোজ শাহ তুঘলক
(D) আলাউদ্দিন খলজি
২০. কোন সুলতান মৃত্যুদণ্ড বা সিয়াসত প্রথা তুলে দেন ?
(A) ফিরোজ শাহ তুঘলক
(B) আলাউদ্দীন খলজি
(C) মহম্মদ বিন তুঘলক
(D) গিয়াসুদ্দিন বলবন
২১. তুঘলক বংশের শেষ সুলতান ছিলেন
(A) আবু বকর
(B) দ্বিতীয় গিয়াসুদ্দিন তুঘলক
(C) নাসিরুদ্দিন মাহমুদ
(D) হুমায়ুন আলাউদ্দিন
২২. গিয়াসুদ্দিন তুঘলকের পুত্র মহম্মদ-বিন-তুঘলকের আসল নাম কি ?
(A) গাজী মালিক
(B) জুন খাঁ
(C) উলুগ খাঁ
(D) খিজির খাঁ
২৩. কাকে পাগলা রাজা বলা হয় ?
(A) ফিরোজ শাহ তুঘলক -কে
(B) মহম্মদ বিন তুঘলক -কে
(C) ইলতুৎমিশ -কে
(D) গিয়াসুদ্দিন তুঘলক -কে
২৪. পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরিত করার জন্য মহম্মদ-বিন-তুঘলক চালু করেন
(A) সরাই-আদল
(B) দেওয়ান-ই-রিয়াসাত
(C) শাহানা-ই-মান্ডি
(D) আমীর-ই-কোহি
২৫. কার অনুকরণে মহম্মদ-বিন-তুঘলক টোকেন মুদ্রা চালু করেন ?
(A) চীনের কুবলাই খাঁ ও পারস্যের গাইখাতু
(B) তৈমুর লং
(C) চেঙ্গিস খাঁ
(D) সবুক্তগীন
২৬. মহম্মদ-বিন-তুঘলকের পরে কে দিল্লির সিংহাসনে বসেন ?
(A) গিয়াসুদ্দিন তুঘলক
(B) ফিরোজ-শাহ-তুঘলক
(C) ফতেহ খান
(D) খিজির খাঁ
২৭. “কিতাব উল রহেলা” – গ্রন্থটি কার লেখা ?
(A) মালিক মোহম্মদ জয়সি
(B) মীর হাসান
(C) আমির খসরু
(D) ইবন বতুতা
২৮. খামোস কোন ধরণের কর ?
(A) লুন্ঠিত দ্রব্যের ওপরে কর
(B) শিক্ষা কর
(C) ভূমি কর
(D) বাণিজ্য কর
২৯. তক্কাভি কি ?
(A) সুলতানি যুগে সুলতানদের সম্মান জানানোর প্রথা
(B) সুলতানি যুগে বাজারদর নিয়ন্ত্রণকারি আমলা
(C) সুলতানি যুগের এক প্রকার খাজনা
(D) সুলতানি যুগে অপরাধীদের বিচার করার ঘর
৩০. কোন সুলতান “কর্ম বিনিয়োগ কেন্দ্র” ( Employment Exchange ) স্থাপন করেন ?
(A) মহম্মদ -বিন-তুঘলক
(B) ফিরোজ-শাহ-তুঘলক
(C) আলাউদ্দিন খলজি
(D) ইলতুৎমিশ
৩১. ফিরোজাবাদ, ফতেহাবাদ শহরগুলি কে পত্তন করেন ?
(A) গিয়াসুদ্দিন বলবন
(B) আলাউদ্দিন খলজি
(C) মহম্মদ-বিন-তুঘলক
(D) ফিরোজ-শাহ-তুঘলক
৩২. “তারিখ-ই-ফিরোজ শাহী” গ্রন্থটি কার লেখা ?
(A) ইবনবতুতা
(B) ফৈজি
(C) আমির খসরু
(D) জিয়াউদ্দিন বরণী
৩৩. ১৩৯৮ সালে তৈমুর লং কার আমলে ভারত আক্রমণ করেন ?
(A) ফিরোজ শাহ তুঘলক
(B) নাসিরুদ্দিন মাহমুদ
(C) মহম্মদ-বিন-তুঘলক
(D) ইলতুৎমিশ
To check our latest Posts - Click Here