খলজি বংশ ও আলাউদ্দিন খলজি – প্রশ্ন ও উত্তর
Questions and Answers on Khilji Dynasty
খলজি বংশ ও আলাউদ্দিন খলজি – প্রশ্ন ও উত্তর
১. কোন মুসলমান প্রশাসক প্রথম দক্ষিণ ভারত জয় করেন?
(A) আলাউদ্দিন খিলজি
(B) শের শাহ
(C) আকবর
(D) ঔরঙ্গজেব
২. কোন মুসলিম সেনাপতি সর্বপ্রথম দাক্ষিণাত্য জয় করেন?
(A) মালিক কাফুর
(B) বৈরাম খাঁন
(C) শায়েস্তা খাঁন
(D) মীর জুমলা
৩. দাগ এবং চেহরা ব্যবস্থা চালু করেন কে ?
(A) জালালউদ্দিন খিলজি
(B) আলাউদ্দিন খিলজি
(C) মোহাম্মদ বিন তুঘলক
(D) ইব্রাহিম লোদী
৪. কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন ?
(A) মহম্মদ বিন তুঘলক
(B) আলাউদ্দিন খিলজি
(C) জালালউদ্দিন
(D) বখতিয়ার খিলজি
আলা-উদ্দিন-খিলজি(শাসন কালঃ১২৯৬-১৩১৬)তিনি ছিলেন খিলজি বংসের ২য় শক্তিশালী শাসক। সাম্রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে আলাউদ্দিন খলজি প্রশাসনিক সংস্কারের দিকেও মন দেন।
আমির-ওমরাহদের তিনি মাথা তুলতে দেন নি এবং তাদের ক্ষমতা খর্ব করার জন্য এবং বিদ্রোহের মূল উৎপাটনের উদ্দেশ্যে তিনি তাদের মধ্যে ঘনিষ্ট মেলামেশা ও খানাপিনা বন্ধ করে দেন । ব্যক্তিগত সম্পত্তির উপর আক্রমণ করে তিনি সমস্ত রকম ভাতা বন্ধ করে দেন । যে সব জায়গির দেওয়া হয়েছিল. সেগুলি বাজেয়াপ্ত করে সরকারের খাস জমিতে পরিণত করা হয় ।
৫. কোন সুলতান দিল্লির কাছে সিরি নামক একটি নগর নির্মাণ করেন ?
(A) ইলতুৎমিস
(B) মহম্মদ বিন তুঘলক
(C) আলাউদ্দিন খিলজি
(D) সিকান্দার লোদি
আরও দেখে নাও – পাল বংশ । পাল সাম্রাজ্য । Pala Empire – বাংলার রাজবংশ
৬. মূল্য নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন
(A) মহম্মদ বিন তুঘলক
(B) আলাউদ্দিন খলজি
(C) কুতুবউদ্দিন আইবক
(D) ইলতুৎমিশ
৭. দিল্লির কোন সুলতান বাজারের মূল্য নিয়ন্ত্রণের জন্য আইন চালু করেন ?
(A) বলবন
(B) মহম্মদ বিন তুঘলক
(C) আলাউদ্দিন খলজি
(D) ফিরোজ শাহ তুঘলক
৮. কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন ?
(A) ইলতুৎমিশ
(B) গিয়াসুদ্দিন বলবন
(C) আলাউদ্দিন খলজি
(D) কুতুবউদ্দিন আইবক
৯. জালালুদ্দিন খলজি কবে দিল্লির সিংহাসনে বসেন ?
(A) ১২৪০ খ্রিস্টাব্দে
(B) ১২৯০ খ্রিস্টাব্দে
(C) ১২৩৬ খ্রিস্টাব্দে
(D) ১২৮৬ খ্রিস্টাব্দে
১০. আলাউদ্দিন খলজি কবে দিল্লির সিংহাসনে বসেন ?
(A) ১২৮৬ খ্রিস্টাব্দে
(B) ১২৯৭ খ্রিস্টাব্দে
(C) ১২৯৬ খ্রিস্টাব্দে
(D) ১২৯০ খ্রিস্টাব্দে
১১. আলাউদ্দিন খলজির পূর্ব নাম কি ছিল ?
(A) উলুঘ খাঁ
(B) ফরিদ খাঁ
(C) জুন খাঁ
(D) আলি গুরুসাস্প
১২. সিকন্দর-ই-সানি উপাধিটি কার ?
(A) মহম্মদ বিন তুঘলক
(B) আলাউদ্দিন খলজি
(C) ইলতুৎমিশ
(D) কুতুবউদ্দিন আইবক
১৩. কোন রাজ্য অভিযানের সময় আলাউদ্দীন খলজি মালিক কাফুরকে দিল্লিতে আনেন ?
(A) বরঙ্গল
(B) দেবগিরি
(C) গুজরাট
(D) রণথম্বোর
১৪. রানী পদ্মিনী ছিলেন
(A) রানা রতন সিং -এর স্ত্রী
(B) রানা প্রতাপ সিং -এর স্ত্রী
(C) রানা সংগ্রাম সিং -এর স্ত্রী
(D) অমর সিং -এর স্ত্রী
১৫. আলাউদ্দিন খলজির দক্ষিণ ভারতের সেনাপতি ছিলেন
(A) খিজির খাঁ
(B) করণদেব
(C) মোবারক খলজি
(D) মালিক কাফুর
আরও দেখে নাও – মধ্যযুগের ভারতের ইতিহাস প্রশ্ন ও উত্তর – সেট ৮৪
১৬. সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করতে আলাউদ্দিন খলজি চালু করেন
(A) চেহরা
(B) দাগ
(C) নগদে বেতন দান
(D) জায়গীর দান
১৭. আলাই দরওয়াজা কে নির্মাণ করেন ?
(A) আকবর
(B) আলাউদ্দিন খলজি
(C) ইলতুৎমিশ
(D) জালালুদ্দিন খলজি
১৮. আলাই দুর্গের নির্মাতা হলেন
(A) আলাউদ্দিন খলজি
(B) মহম্মদ বিন তুঘলক
(C) মোবারক খলজি
(D) জালালুদ্দিন খলজি
১৯. হিন্দুস্তানের তোতাপাখি কাকে বলে হয় ?
(A) আমির খসরু
(B) মালিক মহম্মদ জয়সি
(C) তানসেন
(D) মহেশ দাস
২০. আমির খসরু কার সভাকবি ছিলেন ?
(A) গিয়াসুদ্দিন বলবন
(B) আলাউদ্দিন খলজি
(C) গিয়াসুদ্দিন তুঘলক
(D) আকবর
আরও দেখে নাও – দিল্লির সুলতানি সাম্রাজ্য প্রশ্ন ও উত্তর । সুলতানি আমল
২১. ৭০ বছর বয়সে কে কায়কোবাদকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন ?
(A) কায়ুর্মাস
(B) জালালউদ্দীন খলজি
(C) আলাউদ্দিন খলজি
(D) গিয়াসুদ্দিন তুঘলক
২২. কত খ্রিস্টাব্দে জালালউদ্দীন খলজি হত্যা করেন আলাউদ্দিন খলজি ?
(A) ১২০৬
(B) ১২৯০
(C) ১২৯৬
(D) ১২৯৮
২৩. দিল্লির কোন সুলতান তার মুদ্রাতে নিজেকে দ্বিতীয় আলেক্সজান্ডার বলে অভিহিত করেছিলেন ?
(A) ইলতুৎমিশ
(B) ফিরোজ শাহ তুঘলক
(C) আলাউদ্দিন খলজি
(D) মহম্মদ বিন তুঘলক
২৪. আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে গুজরাট আক্রমণ করেন ?
(A) ১২৯৬
(B) ১২৯৭
(C) ১২৯৯
(D) ১৩০২
২৫. আলাউদ্দিন খলজিকে কে হত্যা করেন ?
(A) মালিক কাফুর
(B) গিয়াসুদ্দিন তুঘলক
(C) যাদবরাজ রামচন্দ্র
(D) রাজা হামিরদেব
২৬. মালিক কাফুরকে কে হত্যা করেন ?
(A) আলাউদ্দিন খলজি
(B) গিয়াসুদ্দিন তুঘলক
(C) মোবারক খলজি
(D) নাসিরুদ্দিন খসরু শাহ
২৭. দিল্লির কোন সুলতান প্রথম গুপ্তচর বাহিনীর পুনর্বিন্যাস করেন ?
(A) ইলতুৎমিশ
(B) বলবন
(C) আলাউদ্দিন খলজি
(D) মোবারক খলজি
২৮. আলাউদ্দিন খলজি রানী পদ্মিনীকে প্রাপ্তির উদ্দেশ্যে চিতোর আক্রমণ করলে রানী পদ্মিনী কিভাবে নিজেকে শেষ করে দেন ?
(A) বিষ প্রাণ করে
(B) জহরব্রত পালন করে
(C) দুর্গ থেকে লাফ মেরে
(D) যুদ্ধরত অবস্থায় মারা যান
জহরব্রত পালন করে ( জ্বলন্ত চিতায় আত্মাহুতি )
২৯. বাজার দর নিয়ন্ত্রণের জন্য দিল্লির কোন সুলতান “শাহানা-ই-মান্ডি” ও “দেওয়ান-ই-রিয়াসাত” নিযুক্ত করেন ?
(A) জালালউদ্দীন খলজি
(B) ইলতুৎমিশ
(C) আলাউদ্দিন খলজি
(D) ফিরোজ শাহ তুঘলক
৩০. মীর হাসান কার রাজসভায় ছিলেন ?
(A) সুলতানা রাজিয়া
(B) আলাউদ্দিন খলজি
(C) ইব্রাহিম লোদী
(D) জাহাঙ্গীর
৩১. কোন দিল্লির সুলতান নিজেকে “সিকান্দার-ই-সানি” বলে তার মুদ্রাতে অভিহিত করেন ?
(A) জালালউদ্দীন খলজি
(B) আলাউদ্দিন খলজি
(C) মোবারক খলজি
(D) মহম্মদ বিন তুঘলক
আরও দেখে নাও – ১০০+ ভারতের ঐতিহাসিক ব্যক্তির উপাধি ও আসল নাম – PDF
To check our latest Posts - Click Here
hello guos 9128738519