ICC দশকের সেরা ক্রিকেটার অ্যাওয়ার্ড।The ICC Awards of the Decade
The ICC Awards of the Decade
আইসিসি দশকের সেরা ক্রিকেটার অ্যাওয়ার্ড
দশকের (২০১১-২০২০) সেরা ক্রিকেটারের পুরস্কার ঘোষণা করলো আইসিসি। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে গত একদশক ধরে দুর্দান্ত প্রদর্শনের জন্য স্যার গারফিল্ড সোবার্স পুরষ্কার (দশকের সেরা পুরুষ ক্রিকেটার) পেলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি ১০ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২০,৩৯৬ রান করার পাশাপশি ২০১১ সালের বিশ্বকাপ জয়ী এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের সদস্য ও ছিলেন।মহিলাদের ক্ষেত্রে দশকের শ্রেষ্ঠ ক্রিকেটারের তকমা পেলেন অস্ট্রেলিয়ার এলিস পেরি।তিনি অর্জন করলেন র্যাচেল হেইহো-ফ্লিন্ট পুরস্কার।
দেখে নাও আইসিসি দশকের সেরা ক্রিকেটার অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকা।
পুরস্কার /খেতাব | বিজয়ীর নাম |
---|---|
দশকের সেরা টেস্ট ক্রিকেটার | স্টিভ স্মিথ |
দশকের সেরা পুরুষ একদিবসীয় ক্রিকেটার | বিরাট কোহলি |
আইসিসি দশকের সেরা পুরুষ টি-২০ ক্রিকেটার | রাশিদ খান |
দশকের সেরা মহিলা একদিবসীয় ক্রিকেটার | এলিস পেরি |
আইসিসি দশকের সেরা মহিলা টি-২০ ক্রিকেটার | এলিস পেরি |
স্যার গারফিল্ড সোবার্স পুরষ্কার (দশকের সেরা পুরুষ ক্রিকেটার) | বিরাট কোহলি |
র্যাচেল হেইহো-ফ্লিন্ট পুরস্কার (দশকের সেরা মহিলা ক্রিকেটার) | এলিস পেরি |
দশকের আইসিসি স্পিরিট অফ ক্রিকেট অ্যাওয়ার্ড | মহেন্দ্র সিং ধোনি |
আইসিসির পুরুষদের দশকের সেরা সহযোগী ক্রিকেটার | কাইল কোয়েজার |
দশকের সেরা সহযোগী মহিলা ক্রিকেটার | ক্যাথরিন ব্রাইস |
এই নোটটির PDF ফাইল নিচের লিংক থেকে ডাউনলোড করে নাও
Downloadআরো দেখে নাও : ফিফা বর্ষসেরা পুরস্কার ২০২০ । FIFA Football Awards 2020
আইসিসি একদিবসীয় বিশ্বকাপ বিজয়ী দলের তালিকা
আইপিএল ২০২০। IPL 2020 – Facts, Stats and More
বাংলা কুইজ -সেট ১৩৫ – ক্রিকেটের ইতিহাস
বাংলা কুইজ – সেট ১৪৫ – ক্রিকেট বিশ্বকাপ কুইজ
To check our latest Posts - Click Here
This type of advertisement is very disturbing
The advertisements are based on how you browse google.