গৌড় রাজ্য – বাংলার রাজবংশ
গৌড় রাজ্য বাংলার ইতিহাসে বাঙালীদের দ্বারা প্রতিষ্ঠিত প্রথম স্বাধীন রাজ্য ছিল যার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা শশাঙ্ক।
শশাঙ্ক ( ৬০০ – ৬৩৭ খ্রিস্টাব্দ )
- গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা শশাঙ্ক ছিলেন গুপ্তবংশীয় মগধরাজ মহাসেনগুপ্তের অধীনস্থ সামন্ত।
বাঙালী রাজগণের মধ্যে শশাঙ্কই প্রথম সার্বভৌম নরপতি — ড: রমেশচন্দ্র মজুমদার
- অনেক ঐতিহাসিকের মতানুযায়ী শশাঙ্ক ছিলেন গুপ্তবংশীয় এবং তাঁর অপরনাম ছিল – নরেন্দ্রগুপ্ত।
- ৬০০ খ্রিস্টাব্দে শশাঙ্ক গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন।
- গৌড় রাজ্যের রাজধানী, বর্তমান মুর্শিদাবাদ জেলার সদরশহর বহরমপুর থেকে ৯.৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কর্ণসুবর্ণ নামক স্থানে ছিল।
- চৈনিক পরিব্রাজক, হিউয়েন সাং রাজা শশাঙ্ক শাসিত উড়িষ্যার একটি এলাকা থেকে কর্ণসুবর্ণ পর্যন্ত ভ্রমণ করেছিলেন।
- শশাঙ্ক কনৌজ আক্রমণ করে গ্রহবর্মনকে পরাজিত ও নিহত করেন এবং রাজশ্রীকে বন্দি করেন।
- বাণভট্ট ও হিউয়েন সাং -এর মতানুযায়ী শশাঙ্ক থানেশ্বরের রাজা রাজ্যবর্ধনের সাথে বিশ্বাসঘাতকতা করেন এবং তাঁকে হত্যা করেন।
- শশাঙ্ক শিবের উপাসক ছিলেন।
- তিনি বৌদ্ধধর্ম-বিদ্বেষী হিসেবে অভিহিত।
- বাণভট্ট শশাঙ্ককে “গৌড়াধম” ও “গৌড়ভুজঙ্গ” বলে অভিহিত করেছেন।
- ৬৩৭ খিস্টাব্দতে মৃত্যুকাল পর্যন্ত তিনি গৌড়, মগধ, দণ্ডভুক্তি, উৎকল ও কঙ্গোদের অধিপতি ছিলেন।
শশাঙ্ক পরবর্তী গৌড় রাজ্য
- শশাঙ্কের মৃত্যুর পর ক্ষমতায় বসেন তার পুত্র মানব।
- মানব প্রায় ৮ মাস পর্যন্ত গৌড়ের শাসনকার্য চালান।
- এর কিছুকাল পরেই হর্ষবর্ধন ও কামরূপের রাজা ভাস্কর বর্মন গৌড় দখল করে নেয়।
আরো দেখে নাও :
থানেশ্বরের পুষ্যভূতি বংশ – Pushyabhuti Dynasty
রাষ্ট্রকূট রাজবংশের ইতিহাস – PDF
সাতবাহন সাম্রাজ্যের ইতিহাস । সাতবাহন রাজবংশ
আলেকজান্ডার ও আলেকজান্ডারের ভারত আক্রমণ
গৌড় রাজ্য সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
কে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন?
শশাঙ্ক।
গৌড় রাজ্যের রাজধানীর নাম কি ছিল?
কর্ণসুবর্ণ
কে গৌড়ের প্রথম স্বাধীন নরপতি ছিলেন?
শশাঙ্ক।
গৌড় বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন?
শশাঙ্ক।
শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
কর্ণসুবর্ণ।
হিউয়েন সাঙ কাকে বৌদ্ধধর্মের নিগ্রহকারী হিসেবে অবিহিত করেছেন?
শশাংঙ্ককে।
শশাঙ্কের পর গৌড় রাজ্য কে দখল করেন?
হর্ষবর্ধন ও কামরূপের রাজা ভাস্কর বর্মন
To check our latest Posts - Click Here