থানেশ্বরের পুষ্যভূতি বংশ
প্রিয় পাঠকেরা , আজকে আমরা আলোচণা করবো প্রাচীন ভারতের ইতিহাসের থানেশ্বরের পুষ্যভূতি বংশ সম্পর্কে।
প্রতিষ্ঠাতা কাল : খ্রিস্টীয় ষষ্ঠ শতকের প্রথমদিকে
প্রথম উল্লেখযোগ্য নরপতি : প্রভাকরবর্ধন ( প্রতিষ্ঠাতা )
দ্বিতীয় রাজা : রাজ্যবর্ধন ( প্রভাকরবর্ধনের পুত্র, মাতা – যশোমতী )
হর্ষবর্ধন ( ৬০৬ – ৬৪৭ খ্রিস্টাব্দ )
- পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা।
- ৬০৬ খ্রিস্টাব্দে মাত্র ১৬ বছর বয়সে সিংহাসনে বসেন।
- ৬০৬ খ্রিস্টাব্দ থেকে তিনি নতুন বর্ষ বা অব্দ – হর্ষাব্দ বা হর্ষ-সম্বৎ চালু করেন।
- তাঁর উপাধি ছিল – শিলাদিত্য।
- দাক্ষিণাত্য জয়ের উদ্দেশ্যে তিনি বাতাপীর চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সাথে যুদ্ধে লিপ্ত হন (নর্মদা নদীর তীরে ) কিন্তু পরাজিত হন।
- পুলকেশী হর্ষবর্ধনকে “সকলোত্তরপথনাথ” ( উত্তর ভারতের প্রভু ) হিসেবে সম্মানিত করেন।
- হর্ষবর্ধন পঞ্চভারত (পাঞ্জাব, কনৌজ, বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা ) জয় করেন। এই কারণে হিউয়েন সাঙ হর্ষবর্ষণকে “পঞ্চভারতের অধিপতি” বলেছেন।
- হর্ষবর্ধনের রাজধানী ছিল – থানেশ্বর এবং কনৌজ ( নতুন রাজধানী )
হর্ষবর্ধনের সাথে চীনের সম্পর্ক :
৬৪১ খ্রিস্টাব্দে হর্ষবর্ধন চীন রাজা Tai-Tsung কে উপহার পাঠান। অন্যদিকে হিউয়েন সাঙ হর্ষবর্ধনের রাজসভায় আসেন ( ৬৩৫ – ৬৪৩ খ্রিস্টাব্দ )। হিউয়েন সাঙকে বলা হয় – Prince of Pilgrims ।
- হিউয়েন সাঙ -এর সম্মানে হর্ষবর্ধন ৬৪৩ খ্রিস্টাব্দে কনৌজের ধর্মসভার আয়োজন করেন। কনৌজ বা প্রয়াগের মেলা “মহামোক্ষ ক্ষেত্র ও দানক্ষেত্র” নামে পরিচিত।
- প্রচলিত কাহিনী অনুযায়ী এই মেলায় হর্ষবর্ধন সর্বস্বদানের পর তাঁর ভগিনী রাজ্যশ্রীর কাছ থেকে একখণ্ড বস্ত্র নিয়ে ধর্মমেলা থেকে ফিরে আসেন।
- এই পঞ্চবার্ষিকী ধর্মমেলাকে অনেকে কুম্ভ মেলার সূচনা হিসেবে মনে করেন।
- হর্ষবর্ধন শৈব ছিলেন কিন্তু তিনি বৌদ্ধ ধর্মকেও সম্মান করতেন।
- হিউয়েন সাঙ-এর মতানুযায়ী – বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য তৈরী নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংস্কার করেন হর্ষবর্ষণ এবং ২০০টি গ্রামের প্রাপ্ত খাজনা এই বিশ্ববিদ্যালয়ের জন্য ছিল।
- ৬৪৭ খ্রিস্টাব্দে হর্ষবর্ধন মারা যান। তাঁর কোনো উত্তরাধিকারী না থাকায় তাঁর মন্ত্রী অরুনাসভ (Arunashva ) সিংহাসন যখন করেন।
হর্ষবর্ধনের সময়কালের কিছু উল্লেখযোগ্য সাহিত্য
রচনাকার | রচনা |
---|---|
হর্ষবর্ধন | নাগানন্দ ,রত্নাবলী, প্রিয়দর্শিকা |
বাণভট্ট | হর্ষচরিত, কাদম্বরী |
ভাতৃহরি | নীতি শাতক, শ্রীনগর শাতক, বৈরাগ্য শাতক |
হিউয়েন সাঙ | সি ইউ কি |
এই নোটটি PDF ফরম্যাটে ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিংকে ক্লিক করো ।
Downloadআরো দেখে নাও :
রাষ্ট্রকূট রাজবংশের ইতিহাস – PDF
To check our latest Posts - Click Here