বিভিন্ন ধরণের ভীতি বা ফোবিয়া | Common Phobia List – PDF
List of Phobias for Competitive Exams - PDF Download
বিভিন্ন ধরণের ভীতি বা ফোবিয়া
প্রিয় পাঠকেরা, তোমাদের জন্য দেওয়া রইলো বিভিন্ন ভীতি/ ফোবিয়ার তালিকা। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক এই ফোবিয়া। বিভিন্ন ধরনের ফোবিয়া বা ভীতি । বিভিন্ন ধরণের ভীতি বা ফোবিয়া ।
ফোবিয়া হচ্ছে কোনও বিশেষ বস্তু, বিষয় কিংবা কোনও ঘটনা বা অবস্থায় স্বাভাবিকের চেয়ে বেশী মাত্রায় আতঙ্কিত হওয়া, অস্বস্তিবোধ করা বা অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে পড়া অথবা সেই ব্যপারটাকে অহেতুক এড়িয়ে চলার প্রবণতা।
প্রকৃতপক্ষে, মানুষের জটিল জীবনের পরতে পরতে জমা থেকে যাওয়া নানান ভীতি-কষ্টের আশঙ্কা-ক্ষোভ বা না-পাওয়ার মাঝেই জন্ম নিতে থাকে বিভিন্ন ফোবিয়া। যে কোনো ধরনের ফোবিয়াই একজন মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে। এসব ফোবিয়া মানুষের সামাজিক, ব্যক্তিগত ও কর্মক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে। সাধারণত, আমাদের সবার মাঝেই মানসিক অবস্থা এবং অবস্থানভেদে কোনও না কোনও ফোবিয়া রয়েছে।
বিভিন্ন ধরনের ফোবিয়া বা ভীতি তালিকা
ভীতি | নাম |
---|---|
১৩ নম্বর ভীতি | টারডেকাফোবিয়া |
অকৃতকার্য হওয়া ভীতি | অটিচিফোবিয়া |
অন্ধকার থেকে ভীতি | অ্যাচলুফোবিয়া |
আগুন ভীতি | পাইরোফোবিয়া |
আলো ভীতি | ফোটোফোবিয়া |
ইদুরের ভীতি | মুসোফোবিয়া |
ইনজেকশান ভীতি | ট্রাইপ্যানোফোবিয়া |
উচ্চতা ভীতি | অ্যাক্রোফোবিয়া |
উড়ার ভীতি | অ্যাভিওফোবিয়া |
একাকীত্ব ভীতি | মোনোফোবিয়া |
কম্পিউটার থেকে ভয় এবং নতুন টেকনোলজি | সাইবারফোবিয়া |
কাজের ভয় | এর্গোফোবিয়া |
কুকুর ভীতি | সাইনোফোবিয়া |
কোনো কিছু হারানোর বা মুক্ত হওয়ার ভীতি | ডিসপোসোফোবিয়া |
খাদ্যে ফ্যাট থেকে ভীতি | লিপোফোবিয়া |
খাবারের প্রতি বিরক্তি | সিবোফোবিয়া |
গাছ ভীতি | ডেনড্রোফোবিয়া |
জনসমক্ষে কথা বলার ভীতি | গ্লোসোফোবিয়া |
জল বা জল জাতীয় পদার্থ কেমিক্যাল ইত্যাদির ভীতি | অ্যাকুয়ােফোবিয়া |
জলভীতি | হাইড্রোফোবিয়া |
জীবাণু সংক্রামণের ভীতি | মাইসোফোবিয়া |
ঝড় ভীতি | ব্রনটোফোবিয়া |
ডিসিশন নেওয়ার ভীতি | ডেসিডোফোবিয়া |
তীক্ষ বা ধারালো বস্তুর ভীতি | এচমোফোবিয়া |
তীব্র আওয়াজের ভীতি | ফোনোফোবিয়া |
দাঁতের ডাক্তার ও তার কার্যপদ্ধতি থেকে ভীতি | ডেন্টোফোবিয়া/ ওডোন্টোফোবিয়া |
ধুলো ভীতি | কোনিফোবিয়া |
নদী ভীতি | পোটামোফোবিয়া |
নিজেকে নিয়ে হাসাহাসি বা কৌতুক করা থেকে ভীতি | গেলোটোফোবিয়া |
পশু ভীতি | জুফোবিয়া |
প্যাথোলজিক্যাল ভীতি | এরিথ্রোফোবিয়া |
বন, জঙ্গল ও গাছপালার ভীতি | হাইলোফোবিয়া |
বন্ধ/আবদ্ধ জায়গায় ভয় | ক্লসট্রোফোবিয়া |
বন্য পশুর ভীতি | এগ্রিজুফোবিয়া |
বরফ ভীতি | ক্রিস্টালোফোবিয়া |
বাদুড় থেকে ভীতি | চিরপ্তাফোবিয়া |
বায়ু ভীতি | এরোফোবিয়া |
বিড়াল ভীতি | এলুরোফোবিয়া |
বিদেশি বা অচেনা লোকের ভীতি | জেনোফোবিয়া |
বিয়ের ভয় | গ্যামোফোবিয়া |
বৃষ্টির ভীতি | ওমব্রোফোবিয়া |
ব্যাকটেরিয়ার ভীতি | ব্যাকটেরিওফোবিয়া |
ভালোবাসার ভীতি | ফিলোফোবিয়া |
ভূত-এর ভীতি | স্পেক্ট্রোফোবিয়া |
মহিলা ভীতি | গায়নোফোবিয়া |
মাতৃত্বের ভীতি | টোকোফোবিয়া |
মানুষ ভীতি | অ্যানথ্রোফোবিয়া |
মাকড়সা ভীতি | আরাকনোফোবিয়া |
মৃত্যুর ভীতি | নেক্রোফোবিয়া |
যৌন নিপীড়নের ভীতি | অ্যাগ্রাফোবিয়া |
যৌনমিলন ভীতি | কাইটোফোবিয়া |
রক্ত ভীতি | হেমোফোবিয়া |
রসায়ন থেকে ভীতি | কেমোফোবিয়া |
রাস্তা পারাপারের ভয় | অ্যালগোফোবিয়া |
শব্দ ভীতি | অ্যাকাউস্টিকোফোবিয়া |
সবকিছুর/প্রতিপদে ভীতি | প্যানফোবিয়া |
সমুদ্রের ভীতি | থ্যালাসোফোবিয়া |
সূর্যালোকের ভীতি | হেলিওফোবিয়া |
স্থূলতার থেকে ভীতি | ওবেসোফোবিয়া |
স্নান, ধোয়া, পরিষ্কার থেকে ভীতি | অ্যাবলুটোফোবিয়া |
স্পর্শ-এর ভীতি | হ্যাফেফোবিয়া |
হাসপাতালের ভীতি | নোসোকামফোবিয়া |
আরো দেখে নাও :
- বিশ্ব উষ্ণায়ন- গ্লোবাল ওয়ার্মিং – Global Warming
- খাদ্য সংরক্ষণ ও সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি
- ভারতের বায়োস্ফিয়ার রিজার্ভ – PDF
- ১০০+ ভারতের ঐতিহাসিক ব্যক্তির উপাধি ও আসল নাম – PDF
ভীতি বা ফোবিয়া সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
উচ্চতাজনিত ভয় কে কি বলা হয় ?
উচ্চতাজনিত ভয় কে বলা হয় অ্যাক্রোফোবিয়া ।
মাকড়সা ভীতি কে বলা হয় –
মাকড়সা ভীতি কে বলা আরাকনোফোবিয়া (arachnophobia )।
কুকুর ভীতি কে বলা হয় –
কুকুর ভীতি কে বলা সায়ানোফোবিয়া (Cynophobia )।
এই নোটটির PDF ফাইল নিচের ডাউনলোড সেকশন দেখে ডাউনলোড করে নাও ।
Download Section
- File Name : বিভিন্ন ধরণের ভীতি বা ফোবিয়া – Common Phobia List
- File Size : 1.4 MB
- No. of Pages : 04
- Formar : PDF
- Language : Bengali
To check our latest Posts - Click Here